Pages

৩২তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নোত্তর

1.   কোনটিএন্টিবায়োটিক ? 
 ইনসুলিন 
পেপসিন 
পেনিসিলিন ✔️
ইথিলিন

2.   মডেমের মধ্যে যা থাকে তা হলো- 
 একটি মডুলেটর 
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর ✔️
একটি কোডেক 
একটি এনকোডাব

3.   ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- 
 ক্যাপাসিটার হিসেবে 
ট্রান্সফরমার হিসেবে 
রেজিস্টর হিসেবে 
রেক্টিফায়ার হিসেবে✔️

4.   বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো- 
 ৫০ হার্জ ✔️
২২০ হার্জ 
২০০ হার্জ 
১০০ হার্জ

5.   বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’- 
 জাতীয় পাখির নাম 
কৃষি সংস্থার নাম 
উন্নত জাতের গমের নাম ✔️
কৃষি যন্ত্রের নাম

6.   মৌমাছির চাষ হলো- 
 এপিককালচার ✔️
সেরিকালচার 
পিসিকালচার 
হর্টিকালচার

7.   দুধে থাকে- 
 সাইট্রিক এসিড 
ল্যাকটিক এসিড ✔️
নাইটিক এসিড 
সালফিউরিক এসিড

8.   কোনটি জৈব অম্ল? 
 নাইট্রিক এসিড 
হাইড্রোক্লোরিক এসিড 
এসিটিক এসিড ✔️
সালফিউরিক এসিড

9.   কম্পিটার ভাইরাস কি? 
 একটি ক্ষতিকারক জীবানু 
একটি ক্ষতিকারক সার্কিট 
একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স 
একটি ক্ষতিকারক প্রোগ্রাম✔️

10.   কোনটি তারবিহীন দ্রতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? 
 ওয়াইম্যাক্স ✔️
সি-মস 
ব্ল-টুথ 
ব্রডব্যান্ড

11.   এন্টিবায়োটিকের কাজ- 
 রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা 
জীবানু ধ্বংস করা ✔️
ভাইরাস ধ্বংস করা 
দ্রুত রোগ নিরাময় করা

12.   মাশরুম এক ধরণের- 
 অপুষ্পক উদ্ভিদ 
পরজীবী উদ্ভিদ 
ফাঙ্গাস ✔️
অর্কি

13.   অপটিক্যাল ফাইভারে আলোর কোন ঘটনাটি ঘটে? 
 প্রতিসরণ 
বিচ্ছুরণ 
অপবর্তন 
আভ্যন্তরীন প্রতিফলন✔️

14.   যকৃতের রোগ কোনটি? 
 জন্ডিস ✔️
টাইফয়েড 
হাম 
কলেরা

15.   যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাহলো- 
 আয়ন বায়ু 
নিয়ত বায়ু ✔️
প্রত্যয়ন বায়ু 
মৌসুমী বায়ু

16.   পিতলের উপাদান হলো- 
 তামা ও টিপন 
তামা ও নিকেল 
তাম ও সিসা 
তামা ও দস্তা✔️

17.   বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুত খরচ 
বলতে বুঝায়- 
 এক কিলোওয়াট ঘন্টা ✔️
এক ওয়াট-ঘন্টা 
এক কিলোওয়া্ট 
এক ওয়াট

18.   পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? 
 ডায়োড 
ট্রান্সফরমার ✔️
ট্রানজিস্টার 
অ্যামপ্লিফায়ার

19.   উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র- 
 উডোমিটার 
ক্রনমিটার 
ট্যাকোমিটার 
ক্রেসকোগ্রাফ✔️

20.   স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়- 
 সালফিউরিক এসিড 
নাইট্রিক এসিড ✔️
সাইট্রিক এসিড 
কার্বোলিক এসিড

21.  ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে- 
 উষা 
গোধুলি 
গুরুবৃত্ত 
ছায়াবৃত্ত✔️

22.   ‘বৃক্ষে’ শব্দের সমার্থক শব্দ কোনটি? 
 কলাপী 
নীরধী 
বিটপী✔️
অবনি

23.  ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- 
 অর্ধচেতন 
অবচেতন ✔️
চেতনাহীন 
চেতনাপ্রবাহ

24.   কোনটি ইংরেজি শব্দ? 
 ম্যাজেন্টা 
পিস্তল 
আলমারি 
কমা✔️

25.   ‘শূন্যপুরাণ’ রচনা করেছে- 
 রামাই পণ্ডিত ✔️
শ্রীকর নন্দী 
বিজয় গুপ্ত 
লোচন দাস

26.   কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হবেয়ছে? 
 পরাকাষ্ঠা 
অভিব্যক্তি 
পরিশ্রান্ত 
অনাবৃষ্টি✔️

27.   ‘পালমৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা? 
 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
সুনিল গঙ্গোপাধ্যায় 
সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায় ✔️
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

28.   ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত? 
 দ্বন্দ্ব সমাস ✔️
অব্যয়ীভাব সমাস 
তৎপুরুষ সমাস 
তর্মধারয় সমাস

29.   কোনটি সাধিত শব্দ নয়? 
 পানসা 
ফুলেল ✔️
গোলাপ 
হাতল

30.   ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস? 
 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় 
ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায় 
মানিক বন্দ্যোপাধ্যায়✔️

31.   কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? 
 পদ্মরাগ 
পদ্মগোখরা ✔️
পদ্মপুরাণ 
পদ্মাবতী

32.   ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা? 
 কাজী ইমদাদুল হক 
মীর মোশারফ হোসেন 
মোহাম্মদ নজিবর রহমান ✔️
ইসমাইল হোসেন সিরাজী

33.   ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন? 
 রবীন্দ্রনাথ ঠাকুর 
মুনীর চৌধুরী 
সমরেশ বসু 
প্রমথ চৌধুরী✔️

34.   কোনটি শুদ্ধ বানান? 
 আকাংখা 
আকাঙ্ক্ষা ✔️
আকাঙ্খা 
আকাংক্ষা

35.   কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়? 
 পাবক ✔️
মারুত 
পবন 
অনিল

36.   ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? 
 বর্ণ 
শব্দ 
অক্ষর 
ধ্বনি✔️

37.  ‘মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি- 
 জটিল বাক্য 
যৌগিক বাক্য 
সরল বাক্য ✔️
মিশ্র বাক্য

38.   ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ- 
 ভূমিকা করা 
হিসাব-নিকাশ ✔️
অসম্ভব বস্তু 
বাড়াবাড়ি করা

39.   ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে? 
 মীর মোশাররফ হোসেন 
রোকেয়া সাখাওয়াত হোসেন 
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ✔️
রবীন্দ্রনাথ ঠাকুর

40.   ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? 
 আরেক ফালগুন ✔️
জীবন ঘষে আগুন 
নন্দিত নরকে 
পিঙ্গল আকাশ

41.   মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? 
 এইসব দিনরাত্রি 
নূরুলদীনের সারা জীবন 
একাত্তরের দিনগুলি ✔️
সৎ মানুষের খোঁজে

42.   Choose the correct synonym for- “Extempore” 
 Planned 
Improvise 
Impromptu✔️
Immediate

43.   Choose the correct synonym for- “Menacing” 
 Encouraging 
Alarming ✔️
Promising 
Auspicious

44.   Choose the correct antonym for- “Oblige” 
 Bind 
Require 
Bother 
Censure✔️

45.   Choose the correct antonym for- “Cynical” 
 Pessimistic 
Gullible ✔️
Equivocal 
Liberal

46.   Select the alternative which best expresses the meaning of the given sentence “We were no more surprised than Rahman.” 
 We were less surprised than Rahman 
We were all surprised 
Rahman was less surprised than us 
We were as surprised as Rahman✔️

47.   Select the alternative which best expresses the meaning of the given sentence “Note once our neighbor invited us into his house.” 
 Our neighbor has invited u into his house once but many times 
Our neighbor has never invited us into his house ✔️
Occasionally our neighbor has invited us into his house 
Our neighbor has not always invited us into his house

48.   Travellers — their reservation well in advance if they want to visit the ST. Martins island 
 had better to get 
had to better get 
had better get ✔️
had better got

49.   After food has been dried or canned — for later consumption. 
 it should be stored ✔️
that it should be stored 
should be stored 
which should be stored

50.   Despite being a brilliant scientist, he does not seem to get his idias across. 
 make his ideas understood ✔️
get his ideas down pat 
summaries his ideas 
put together his ideas

51.   What may be considered courteous in one culture may be arrogant in another. 
 flimsy 
coarse 
graciaous 
friendly✔️

52.   Words : writer 
 Laws : policeman ✔️
Butter : backer 
Chalk : black board 
Joy : emotion

53.   Pattron : Support 
 Spouse : divorce 
Articst : imitation 
Counselor : advice ✔️
Rastaurant : customer

54.   Heart : human 
 Walk : brick 
Hand : child 
Kitchen : house 
Engine : car✔️

55.   Choose the meaning of the expression: “no news is good news” 
 It is likely that we expect bad news 
It is likely to have bad news 
It is likely that nothing bad has happened ✔️
It is unlikely that another bad has happened

56.   Choose the meaning of the given expression: “ A bird in hand is worth two in the bush 
 the seen is better than unseen ✔️
promises are better than actuals 
It is no good beating about the bush
Take what you have got readily available rather than expecting better in the future

57.   The sentence “Who would have thought Shylock was so unkind?” expresses- 
 hyperbole 
interrogation 
command 
wonder✔️

58.   “To raise one’s brows” indicates- 
 annoyance 
disapproval 
indifference 
surpris✔️

59.   x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি 
জোড় সংখ্যা হবে? 
 x+y+1 
xy 
xy+2 
x+y✔️

60.   ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্ত লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্র কত? 
 ১৪৬ ব.সে.মি. 
১৯৬ ব.সে.মি. 
৪৯ ব.সে.মি. 
৯৮ ব.সে.মি.✔️

61.   কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোন তিনটির সমষ্টিকত? 
 ৩৬০º ✔️
২৭০º 
১৫০º 
১৮০º

62.   ১,৩,৬,১০,১৫,২১........ ধারাটির দশম কত? 
 ৪৫ 
৫৫ ✔️
৬৫ 
৬২

63.   xv²-8x-8y+16+y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
 4xy 
2xy ✔️
6xy 
8xy

64.   টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 
 ৫০% ✔️
২০% 
৩০% 
৩৩%

65.   বৃত্তের ব্যস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? 
 ৩ গুণ 
৯ গুণ ✔️
১২ গুণ 
১৬ গুণ

66.   একটি গাড়ির চাকা প্রতি মিনিট ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রিঘরবে? 
 ১৮০º 
২৭০º 
৫৪০º ✔️
৩৬০º

67.   ABCD চতুর্ভুজে ABΙΙCD, AC= BD এবং ∠A=90º হলে সঠিক চতুর্ভুজ কোনটি? 
 সামন্তরিক 
রম্বস 
ট্রাপিজিয়াম 
আয়তক্ষেত্র✔️

68.   কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? 
 ৫/৬ 
১২/১৫ 
১১/১৪ ✔️
১৭/২১

69.   পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত? 
 ৯ 
১২ 
১৪ 
১৫✔️

70.   ০.৪৭ׂকে সাধারণ ভগ্নাংশে পরিনত করলে কত হবে? 
 ৪৭/৯০ 
৪৩/৯০ ✔️
৪৩/৯৯ 
৪৭/৯৯

71.   x² -y² +2y-1 এর একটি উৎপাদক-
 x+y+1 
x-y 
x+y-1 ✔️
x-y-1

72.   log28= কত? 
 4 
3 ✔️
1

73.   x³ +x² y, x² y+xy² এর ল,সা,গু কত? 
 xy 
x+y 
xy(x+y) 
x² y(x+y)✔️

74.   একটি আয়াতকার ঘরের দৈর্ঘ্য গ্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২মিটার হলে ঘরটির দৈর্ঘ কত? 
 ৬ মিটার 
১০ মিটার ✔️
১৮ মিটার 
১২ মিটার

75.   একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 
 1 মিটার 
2 মিটার ✔️
3 মিটার 
4 মিটার

76.   সেট A={x€N : x ²>8, x ²<30 span="">হলে x এর সঠক মান কোনটি? 
 2 
3 ✔️
5

77.   প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গেআরোহন করেন? 
 ২০০৮ 
২০১১ 
২০০৯ 
২০১০✔️

78.   তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? 
 করিমগঞ্জ 
খোয়াই 
পেট্রাপল 
ডাউকি✔️

79.   BTRC- এর ইংরেজি পূর্ণরূপ কোনটি? 
 Bangladesh Telephone Regulatory Commission 
Bangladesh Telecommunication Regulatory Commission ✔️
Bangladesh Telecom Regulatory Commission 
Bangladesh Telephone and Regulatory Commission

80.   বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? 
 চট্টগ্রাম 
পাকশি 
সৈয়দপুর ✔️
আখাউড়

81.   বাংলাদেশের White gold কোনটি? 
 ইলিশ 
পাট 
রূপা 
চিংড়ি✔️

82.   বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তের মধ্যে নয়? 
 পঞ্চগড় 
সাতক্ষিরা 
হবিগঞ্জ 
কক্সবাজার✔️

83.   ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম? 
 উন্নত কৃষি যন্ত্রপাতির নাম 
উন্নত জাতের ধানের নাম ✔️
দু’টি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম 
উন্নত জাতের গমের নাম

84.   ‘আলোকিত মানুষ চাই’- এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান? 
 জাতীয় গ্রন্থ কেন্দ্র 
বিশ্ব সাহিত্য কেন্দ্র ✔️
সুশাসনের জন্য নাগরিক 
পাবলিক লাইব্রেরি

85.   বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্তের অনুপাত কোনটি 
 ৮ : ৫ 
১০ : ৬ ✔️
১১ : ৮ 
১১ : ৭

86.   কোন জেলায় চা বাগান বেশী? 
 সিলেট 
হবিগঞ্জ 
মৌলভীবাজার ✔️
বান্দরবন

87.   জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? 
 পাকিস্তান 
সৌদি আরব 
মিশর 
ইন্দোনেশিয়া✔️

88.   রেডক্রসে সদর দপ্তর কোথায় অবস্থিত? 
 প্যারিস 
লন্ডন 
নিউইয়র্ক 
জেনেভা✔️

89.   ‘জুলিয়াস সিজার’ কেন বিখ্যাত? 
 রোমান সম্রাট হিসেবে ✔️
বর্ণবাদ বিরোধী হিসেবে 
বৃটেনের রাজা হিসেবে 
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে

90.   পূর্ব তিমুরের রাজধানী কোথায়? 
 লাসা 
পেটা নোভা 
দিলি ✔️
ভিয়েন আন মেন

91.   নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কারমান’ কোন দেশের নাগরিক? 
 ইরান 
ইন্দোনেশিয়া 
তুরস্ক 
ইয়েমেন✔️

92.   আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? 
 সুয়েজ খাল 
মিসিসিপি 
ভলগা 
পানামা খাল✔️

93.   ‘গ্রীনল্যান্ড’ এর মালিকানা কোন দেশের? 
 সুইডেন 
নেদারল্যান্ড 
ডেনমার্ক ✔️
ইংল্যান্ড

94.   ‘গ্রেটহল’ কোথায় অবস্থিত? 
 বৃটেন 
যুক্তরাষ্ট্র 
চীন ✔️
রাশিয়া

95.   ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা? 
 রাশিয়া ✔️
চীন 
ভারত 
পাকিস্তান

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন