প্রকৃত বিসিএস ভাইভা অভিজ্ঞতা
প্রকৃত বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পর্ব ১-৭
পর্ব - ১
একজন পৃথিবী বিখ্যাত মার্কেটারের নাম বলো।
Mahsin Alam
University of Rajshahi
কামাল উদ্দিন স্যার, 13/03/2016
বিষয়ঃ মার্কেটিং,রাবি
প্রথম চয়েসঃ প্রশাসন
সময়ঃ ১০-১২ মিনিট, ১৯ জনের ভিতর ১০ম
B Ch: Tell about your family & educational background
B Ch: your 1st choice is admin, relate your subject with admin
B Ch: একজন পৃথিবী বিখ্যাত মার্কেটারের নাম বলো
-স্যার ফিলিপ কটলার!
B Ch: হয়নি, চেস্টা করো! আরো অনেক আগে শুরু করেছিলেন, সর্বজনবিদিত
সরি স্যার
B Ch: মহানবী কি করেছিলেন?
B Ch: মার্কেটিং এবং সেলিং এর পার্থক্য বলো
B Ch: KPI কি? এইটি মার্কেটিং এর টার্ম ( জীবনেও মনে হয় শুনি নাই!) সরি স্যার।
Ext mam: তোমার হবি তো উপন্যাস পড়া। বাংলাদেশের কয়েকজন সাহিত্যিক এর নাম বলো।
রবীন্দ্রনাথ, শরচ্চন্দ্র
Ext mam: রবীন্দ্রনাথ এর কি উপন্যাস পড়েছ?
চোখের বালি
Ext mam: চোখের বালিতে কি ভালো লেগেছে?
………………………
Ext mam: ছিনেমা দ্যাখো?
জি ম্যাম।
Ext mam: শেষ কোন ছিনেমা দেখেছ?
অনেকদিন আগে দেখেছি। মনে করতে পারছি না ম্যাম।
Ext mam: হুমায়ুন আহমেদের কোন বই পড়োনি? পড়েছি
Ext mam: কি পড়েছ?
হিমু সমগ্র
Ext mam: হিমুর চরিত্রটি কেমন?
Ext mam: এই চরিত্র দ্বারা হুমায়ুন আহমেদ কি বোঝাতে চেয়েছেন?
Ext 2: মার্কেটিং এর তো তেমন জানিনা বেসিক ছাড়া। কোথা থেকে ধরি বলোতো!
Ext 2: এ বছর কতজন CIP হয়েছেন?
পারি নাই
Ext 2: এলিট কারেন্সি কয়টি? কিকি?
Ext 2: কারেন্ট ফরেন রিজার্ভ কত?
Ext 2: কারেন্ট রেমিট্যান্স কতো?
Ext 2: ২০১৪-১৫ তে কতো ছিলো?
পারি নাই
Ext 2: ব্রিটেন কার্গো বিমান বন্ধ করে দিয়েছে। এতে কোন কোন খাতে প্রভাব পড়বে?
আরো ৮ / ১০ টি প্রশ্ন ছিলো। পারি নাই, মনেও নাই। তেমন ভালো হয়নি। সবাই দোয়া করবেন যেন পাশ করি
পর্ব - ২
অসমাপ্ত আত্মজীবনী কয়বার পড়ছো?
১৩/৩/২০১৬
বোর্ড: সাদিক স্যার
১ম চয়েস: প্রশাসন
– শিক্ষায় পড়ালেখা করেছেন শিক্ষা কেন প্রথম পছন্দ না?
– এবার এগুল ইংরেজিতে বলুন।
– আপনার দেখা হয়েছে এমন কয়েকজন ডিসির নাম বলুন।
– deputy commissioner বাংলা কী?
– কেন প্রশাসক? কেন অন্য কোন নাম না?
– আপনার মা এর নাম নীলিমা। এটা দেখে তো মনে হয় অন্য ধর্মের। উনি কি অন্য ধর্মের? তার সম্পর্কে আপনি কি জানেন (এখানে ভালই পেচিয়েছে, মা যে ইসলাম ধর্মের এটা মনে হল বিশ্বাস ই করলেন না)
– নীলিমা ইব্রাহীম কে? তার পেশা কি?
– এলাকার বিখ্যাত ব্যাক্তিদের নাম।
– ক্যাপ্টেন মন্সুর আলীর পুরা নাম। উনার ডিটেইলস বল।
– উনার ছেলে মেয়ে।
– মো. নাসিম কে কখনো দেখছি কিনা
– বর্তমান মন্ত্রী পরিষদ সচিব কে?
– উনি কোন ব্লেড দিয়ে শেভ করেন?
– DC এর ৩ টা কাজ কি কি?
– কোন কোন জাদুঘরে গেসি?
– সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘরের সামনে যে গাড়িটা আছে তা কার গাড়ি
– ১৯৭১ এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বল
– ১৯৪৭ থেকে ১৯৭২ পর্যিন্ত বলে যাও
– ১৯৬৬ সালের পরের বছরের ঘটনা বল
– ১৯৭২ এর সংবিধানের মূলনীতি কি কি ছিল?
– ১৯৭২ এর সংবিধান থেকে এখন পর্যন্ত ক্রমবিবর্তন গুল
বল
– ইদানিং একাডেমিক পড়ালেখার বাইরে কি কি বই পড়ছো?
– অসমাপ্ত আত্নজীবনী কয়বার পড়ছ? (এবার এখান থেকে প্রচুর প্রশ্ন করছেন একের পর এক)
– শেখ হাসিনার ভাই বোনদের নাম সিরিয়ালি বল।
– আমি কবিতার প্রথম লাইন বলব তুমি পরেরটা বলবা (৩ টা কবিতার লাইন ধরছিলেন। আমি একটাও কোনদিনও শুনি নাই)
– DU crntral library তে গেছি কিনা। কী বই খুজতে গেছি?
– শিক্ষাবিজ্ঞান কার লেখা? প্রকাশক কে?
পর্ব - ৩
কী কী বই পড়েছো, নাম বলো ।
৩৪ তম বিসিএস (ভাইভা)বোর্ড : এস ওয়াজেদ আলী স্যার (মোট ৩ জন)
প্রার্থী: পদার্থ বিজ্ঞান (জা: বি:)
১ম চয়েজ: বিসিএস (প্রশাসন)
দরজায় দাড়িয়ে কলিং বেল বেজে উঠার অপেক্ষা করছি। একটু পরেই আমার কল আসবে। মনে মনে দুয়া-দুরুদ জপছি আর কাঁপছি।
বেল বাজলো, যথারীতি দরজা খুলে ওয়েটিং রুম থেকে বোর্ড রুমে প্রবেশ …..
==================
প্রার্থী: স্যার আসতে পারি ….।
এস ওয়াজেদ আলী : হুম, yes.
প্রার্থী: টেবিল-সিটের কাছে এসে, আস-সালামু-আলাইকুম।
এস ওয়াজেদ আলী : মাথা নাড়িয়ে উত্তর দিলেন। ইঙ্গিত দিয়ে বসতে বললেন। এরপর বসতে না বসতেই শুরু করলেন … “Introduce yourself ……
প্রার্থী: কমন প্রশ্ন, ইংরেজিতে বললাম।
এস ওয়াজেদ আলী : ১ম চয়েজ কি?
প্রার্থী : স্যার, বিসিএস (প্রশাসন)
এস ওয়াজেদ আলী : প্রশাসন কেন ১ম চয়েজ?
প্রার্থী: আবারও কমন প্রশ্ন! তোতা পাখির্র মত মুখস্থ করা উত্তর সুন্দর করে বললাম।(মনে হয় একদম পছন্দ করলো না, পাত্তা দিল না)
বোর্ড মেম্বার (external) : আচ্ছা, তুমি জাবি থেকে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়েছ। পদার্থ আর অপদার্থ এর মধ্যে পার্থক্য বলো।
প্রার্থী : উত্তর দিলাম।
বোর্ড মেম্বার (external) : এখন তুমি কি করছো?
প্রার্থী : স্যার, একটা প্রাইভেট কোম্পানিতে জবকরছি।
এস ওয়াজেদ আলী : হুম। একটু গম্ভীরভাবে বললেন – ভাইভার জন্য ভাল প্রিপারেশন নিয়েছতো?
প্রার্থী: জি স্যার।
এস ওয়াজেদ আলী : কী কী বই পড়েছো, নাম বলো …।
প্রার্থী: চিন্তায় পড়লাম ….. বাজারের ২ টা ভাইভা গাইডইতো অনেক পড়েছি। আগেই জানতাম, এস ওয়াজেদ আলী খুব রাগী মানুষ। বাজারের বইয়ের নাম বললে রুম থেকে বের করে দিবে। যাহোক বুদ্বি খাটিয়ে সংবিধান, কিছু বোর্ড বই, কয়েকটা রেফারেন্স বই এবং মুক্তিযুদ্বের ইতিহাস নিয়ে লেখা একটা বইয়ের নাম বললাম।
এস ওয়াজেদ আলী: ঠিক আছে। বলতো, হেনরি কিসিঞ্জারকে ছিলেন?
প্রার্থী: স্যার, হেনরি কিসিঞ্জার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী (secretary of state) ছিলেন। ১৯৭১ সালে তার সুপারিশেই সপ্তম নৌবহর পাঠানো হয়েছিল।
এস
ওয়াজেদ আলী: ১৯৭১ সালে মুক্তিযুদ্বের সময় হেনরি কিসিঞ্জারের পদবি ছিল কী ?
প্রার্থী: চুপ থাকলাম। স্যার এই মুহুর্তে মনে করতে পারছি না।
এস ওয়াজেদ আলী : no no. directly বলো তুমি জান না।
প্রার্থী: জি স্যার।
এস ওয়াজেদ আলী : বলো, মুজিব ব্যাটারী কী?
প্রার্থী: স্যার, দুঃখিত। আমি জানি না।
বোর্ড মেম্বার (external) : হোম ডিস্ট্রিক্ট যেন কোথায়?
প্রার্থী: স্যার, পঞ্চগড়, তেঁতুলিয়া উপজেলা।
এস ওয়াজেদ আলী : তেঁতুলিয়া নদী কোথায়?
প্রার্থী: স্যার, দুঃখিত। (পরে জেনেছিলাম, তেতুলিয়া নদী ভোলা জেলায়)
এস ওয়াজেদ আলী : তুমি দেখি কিছুই পড়ে আসনি, কোন প্রিপারেশনই নেওনি। শেষ কয়েকটা সপ্তাহ কি করেছ?
প্রার্থী: স্যার, স্যার, আমি ….। (আশা ছেড়ে দিলাম, ভাবলাম এবারও হবে না)
এস ওয়াজেদ আলী : বলো কি করেছো? বলো ….। (খানিকটারেগে)
প্রার্থী: স্যার, শেষ কয়েকটা দিন আমি বেশি বেশিনফল ইবাদত করেছি আর আল্লাহর কাছে একটা প্রার্থনা করেছি।
এস ওয়াজেদ আলী: কি প্রার্থনা করেছ? বলো ….।
প্রার্থী: স্যার, স্যার ….. স্যার সেটা বলা যাবে না।
এস ওয়াজেদ আলী: না না। তোমাকে বলতেই হবে, কি প্রার্থনা করেছ? কি চেয়েছো?
প্রার্থী: স্যার…স্যার…স্যার… (চিন্তা আর ভয়ে অস্থির হয়ে গেলাম। কি চেয়েছি সেটা আমিই জানি। কিন্তু সেটা বললেতো আমায় রুম থেকে ঘাড় ধরে বের করে দিবে)
এস ওয়াজেদ আলী : না। বলতে তোমাকে হবেই। (ওয়াজেদ স্যার নাছেরবান্দা)
প্রার্থী: স্যার, আমি আপনার বোর্ড ৩য় বারের মত ভাইবা দিচ্ছি। এর পূর্বে লিখিত পরীক্ষা খুব ভাল দিয়েও ক্যাডার পাইনি। এবার তাই……., আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, “আপনার বোর্ড এ যেন না পড়ি”।
এস ওয়াজেদ আলী: মুচকি হাসি দিয়ে পাশের ম্যাডামের দিকে তাকালেন।
বোর্ড মেম্বার (ম্যাডাম) : হাসলেন আর বললেন, এর পূর্বেও স্যারের বোর্ডে ২ বার ভাইবা দিয়েছো?
প্রার্থী: জি ! জি, ম্যাডাম।
বোর্ড মেম্বার (external) : এবার লিখিত পরীক্ষাকেমন দিয়েছো?
প্রার্থী: স্যার, আল-হামদুলিল-আল্লাহ, ভাল।
………..…..
আরও ২/১ মিনিট বোর্ডে ছিলাম। বাকিটা দরকার নেই।
==================
ফলাফল:৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
==================
পর্ব - ৪
জাতীয় চার নেতার নাম বলুন ...... ।
প্রার্থীঃ আসসালামু আলাইকুম। আসতে পারি স্যার?
চেয়ারম্যানঃ ওয়ালাইকুমুস সালাম। আসুন, বসুন।
প্রার্থীঃ ধন্যবাদ স্যার।
চেয়ারম্যানঃ আপনার লিখিত পরীক্ষা কেমন হয়েছে?
প্রার্থীঃ মোটামুটি ভালই স্যার।
চেয়ারম্যানঃ আপনি কোন বিষয়ে অনার্স করেছেন?
প্রার্থীঃ স্যার আমি সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছি।
চেয়ারম্যানঃ সমাজবিজ্ঞান কি নিরপেক্ষ বিজ্ঞান?
প্রার্থীঃ সমাজবিজ্ঞান নিরপেক্ষ বিজ্ঞান নয় তবে নিরপেক্ষ থাকতে চেষ্টা করে।
পরীক্ষক-১: বহুল আলোচিত TPP চুক্তির বিষয়ে আমাদেরকে একটু সংক্ষেপে অবহিত করুন।
প্রার্থীঃ এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের ১২টি দেশের অংশীদারিত্বমূলক বাণিজ্য চুক্তির নাম Trans Pacific Partnership বা TPP. এ চুক্তিতে সদস্যদেশগুলোর জন্য দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধার কথা উল্লেখ আছে। ২০১৬ সালে এ চুক্তির খসরা স্বাক্ষরিত হয়। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যায়। ২০১৮ সালে চিলির সান্তিয়াগোতে যুক্তরাষ্ট্রকে ছাড়া অবশিষ্ট ১১টিদেশ এ চুক্তিতে স্বাক্ষর করে। ৩০ডিসেম্বর ২০১৮ থেকে এ যুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া এ চুক্তির নামকরণ করা হয় Comprehensive and progresive Agreement for Trans-Pacific Partnership(CPTTP বা TPP-11) পরীক্ষক-১
পরীক্ষক-১: CPTPP এর সদস্যদেশগুলোর নাম বলুন।
প্রার্থীঃ অস্ট্রেলিয়া, ব্রুনাই, চিলি, মালয়েশিয়া, সিংগাপুর, ভিয়েতনাম, কানাডা, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, জাপান।
পরীক্ষক-১ প্রচলিত নোট বা বিহিত নোটের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রম মোদী কী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন?
প্রার্থীঃ ২০১৬ সালের নভেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের কালো টাকার দৌরাত্ম্য ও দুর্নীতি বন্ধ করতে প্রচলিত ৫০০ ও ১০০ রুপির নোট হঠাৎ করে বাতিলের সিদ্ধান্ত নেন।
পরীক্ষক-১ NAFTA এর পরিবর্তিত নাম কি? এ সম্পর্কে আপনি কি জানেন?
প্রার্থীঃ North American Free Trade Area বা NAFTA যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে স্বাক্ষরিত শুল্কমুক্ত একটি ত্রিপক্ষীয় একটি বাণিজ্য চুক্তি। যা ১৯৯৪ সালের ১ জানুয়ারিতে কার্যকর হয়। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন কারনে/অনুহাতে চুক্তিটি নতুন করে করার জন্য আলোচনা শুরু করে। ৩০ নভেম্বর ২০১৮ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে শুল্ক বিরোধ নিরসনে পরিবর্তন ও পরিমার্জনের মাধ্যমে United States–Mexico–Canada Agreement (USMCA) নামে পুনরায় স্বাক্ষরিত হয়।
চেয়ারম্যানঃ ১৯৭১ সালের মার্চ মাসের তিনটি উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করুন।
প্রার্থীঃ ২ মার্চ ডাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমবারের মত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
চেয়ারম্যানঃ আমাদের দেশে একটি বিখ্যাত পর্যটন স্পট আছে, যা ‘বাংলাদেশের ফুসফুস’ নামে খ্যাত। এর পরিচয় দিন।
প্রার্থীঃ সুন্দরবনকে ‘বাংলাদেশের ফুসফুস’ বলা হয়। সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কিমি, যার মধ্যে ৬,০১৭ বর্গ কিমি বাংলাদেশের মধ্যে বাকি অংশ ভারতের মধ্যে অবস্থিত। এ সময় যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল পর্যন্ত বিস্তৃত ছিল সুন্দরবন। এটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বা শ্বাসমূলীয় বন।
পরীক্ষক-২ প্রশাসন আর পুলিশের সম্পর্ক কী?
প্রার্থীঃ Code of criminal procedure অনুসারে প্রশাসন পুলিশের উপর সাধারণ নিয়ন্ত্রন আরোপ করতে পারে এবং পুলিশ প্রশাসনের বৈধ আদেশ পালন করে থাকে।
পরীক্ষক-২ কোন ক্ষমতাবলে ম্যাজিস্ট্রেট পুলিশের উপর নিয়ন্ত্রন করে।
প্রার্থীঃ The General Caluses Act-1897 অনুযায়ী নির্বাহী ক্ষমতা বলে।
পরীক্ষক-২ ধরুন আপনি সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট; এক্ষেত্রে পুলিশ আপনাকে কেন মানবে?
প্রার্থীঃ পুলিশ আমাকে মানবে কারণ আমি সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত।
পরীক্ষক-২ জাতীয় চার নেতার নাম বলুন-
প্রার্থীঃ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহম্মদ কামারুজ্জামান, ক্যাপ্টেন এম মনসুর আলী।
চেয়ারম্যানঃ বাংলাদেশের শাসন ব্যবস্থার সকল মূলনীতি প্রণীত ও চূড়ান্তভাবে গৃহীত হয় কোথায়?
প্রার্থীঃ সচিবালয়ে।
চেয়ারম্যানঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কি বলে।
প্রার্থীঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব।
চেয়্যারম্যানঃ ঠিক আছে আপনি এবার আসুন।
প্রার্থী ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।
কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগৃহীত।
পর্ব - ৫
খুলনার কয়েকজন বিখ্যাত মানুষের নাম বল।
Real viva experience 36 bcs#
date: 7.5.2017
sub: Electronics & Communication Engineering
অনেক ঝামেলার মাঝেও ভাইভাটা দিয়েই আসলাম। ভাইভার কথোপকথন
বোর্ড : আনোয়ারা ম্যাডাম
পছন্দ ক্রম: pwd,railway, radio etc
আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম।
বসতে বলার আগেই
১ম পরীক্ষক : চাকরি পাওয়ার আগেই মোড়ল হয়ে গেলে(মানে আমার পদবি মোড়ল)।
২য় পরীক্ষক : ওটা ওর পদবি কি আর করা (হাসি)আচ্ছা বস
আমি: বসে ধন্যবাদ দিলাম
আনোয়ারা ম্যাডাম: বাড়ি খুলনা
আমি: জী ম্যাম (বলে বিনয়ে গড়িয়ে পড়ার চেষ্টা করলাম)
ম্যাডাম : আচ্ছা খুলনার কয়েকজন বিখ্যাত মানুষের নাম বল?
আমি: কৃষ্ণচন্দ্র মজুমদার, প্রফুল্ল চন্দ্র রায়,ইমদাদুল হক
ম্যাডাম: ইমদাদুল হক মিলনের বাড়ি খুলনা?
আমি: না ম্যাম ইমদাদুল হক,মিলন না।
ম্যাম: আচ্ছা আরও কয়েকজনের নাম বল?
আমি: সাকিব আল হাসান উনি বৃহত্তর খুলনার বললাম,প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ঊপদেষ্টা ড. মশিউর রহমানের নাম বললাম
ম্যাম: আরও বল
আমিতো আর খুঁজে পাচ্ছিনা
ম্যাম: আগে প্রতিমন্ত্রী ছিলেন
আমি: বেগম মুন্নুজান সুফিয়ান
ম্যাম: উনি কি বিখ্যাত নন
আমি: জী ম্যাম । ( এবার ভাবিলাম নারায়ণ চন্দ্র চন্দ বাবুর নামটা বলে দি কিন্তু বললাম না
ম্যাম: উনি কোন দল করেন
আমি: আওয়ামী লীগ
ম্যাম; উনি আলাদা একটা দলের
আমি: শ্রমিক লীগ
ম্যাম: হ্যাঁ উনি শ্রমিক নেতা
আমি: জী ম্যাম
ম্যাম: বল ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট খুলনার একজন মারা যায় উনার নাম কি
আমি: ( অসমাপ্ত আত্নজীবনিতে পড়েছিলাম আবু নাসের খুলনা থাকে,তা হলে উনিই হবেন) শেখ আবু নাসের।
ম্যাম: উনি কে
আমি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই
ম্যাম: ছোট ভাই?
আমি: জী ম্যাম ( বিনয়ের সুরে)
১ম পরীক্ষক: ইঞ্জিনিয়ারিং ত পড়েছ অনার্সে তার আগে ত বাংলা পড়েছ তাইনা
ম্যাম: বাংলা ইংরেজি সব পড়েছে
১ম পরীক্ষক : মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেছেন সেটি কি বলতে পারবা?
আমি:( মনে মনে বলিলাম ইঞ্জিনিয়ারিং এর বিষয়য়ের চেয়ে এগুলোই-ত শ্বার এতদিন বেশি পড়লাম) জী শ্বার,মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন।এছাড়া শ্বার উনি অনেক ধারারও প্রবর্তক।তিনি অমিত্রাক্ষর ছন্দের সূচনা করেন,প্রথম মহাকাব্য রচনা করেন,প্রথম সার্থক নাটক ও তিনিই লেখেন
শ্বার: মহাকাব্য কতপ্রকার বলতে পারবা
আমি:
শ্বার দুই প্রকার।জাত মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্য
শ্বার: জাত মহাকাব্য কি?
আমি: যে সকল মহাকাব্য সরাসরি ধর্মীয় কাহিনী আর সাহিত্যিক মহাকাব্য তে লেখকের চিন্তা মিশে থাকে
১ম পরীক্ষক : কাব্য আর মহাকাব্যের পার্থক্য কি?
আমি: শ্বার মহাকাব্য এক ধরনের কাব্য,তবে মহাকাব্যের কলেবর অনেক বেশি বিস্তৃত। মহাকাব্য স্বর্গ মর্ত্য পাতাল তিন কাল জুড়ে বিস্তৃত থাকে
১ম পরীক্ষক: হ্যাঁ মহাকাব্যের বিস্তৃতি অনেক বেশি
এই পর্যন্ত ছিল মজার। এরপর শুরু হল ঝাড়ি
ম্যাম: তোমার ফরমে ইঞ্জিনিয়ারিং এর জায়গায় সংক্ষেপে তুমি engg. লিখেছ,engineering এ দুটো e কেন,এটা কোথায় পাইছো
আমি: ( কি বলব সব জায়গায়-ত প্রায় এমনই দেখেছি এটা ত আর বলা যাচ্ছেনা) সরি ম্যাম এখন থেকে একটা e দিব
ম্যাম: বর্তমানের বিদ্যুৎ উৎপাদন কত
আমি: ম্যাম প্রায় ১৪০০০ মেগাওয়াট
ম্যাম: আগে কত ছিল
আমি: ম্যাম বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় ছিল প্রায় ৫০০০ মেগাওয়াট
ম্যাম: এই যে কোথায় যেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে
আমি: পাবনার রূপপুরে
ম্যাম: হ্যাঁ,সেখানে কত বিদ্যুৎ উৎপাদন হবে
আমি: ম্যাম ২১০০ মেগাওয়াট
ম্যাম: আচ্ছা এই বিদ্যুৎ উৎপাদনের পর কি লাভ হবে?
আমি: ম্যাম রূপপুর পারমানবিক কেন্দ্র আরর রামপাল বিদ্যুৎ কেন্দ্র ( চালাকি করে রামপালের নাম বললাম দেখি এখান থেকে কিছু ধরে কিনা) চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি
(ঘাটতি বলায় ম্যাম লাফিয়ে উঠল
ম্যাম: ঘাটতি কেন,এখন কি ঘাটতি নাকি( ঘাটতি বলায় মনে হয় রামপালের কথা ভুলে গেছে)
আমি: না ম্যাম ঘাটতি না বর্তমানে যে বিদ্যুৎ আমরা বিদেশ থেকে আমদানি করি সেটা আনার আর প্রয়োজন হবে না।(মনে মনে বললাম ম্যাম লোডশেডিং এর পাল্লায়-ত পড়েন না তা বুঝবেন কি যখন হাত পাখার বাতাস খেতে খেতে হাত ব্যথা হয়ে যায়)
ম্যাম: আমরা কোন দেশ থেকে বিদ্যুৎ নিয়ে আসি?
আমি: ভারত
২য় পরীক্ষক (এই ভদ্রলোক মহোদয় কেন জানি মনে হল আমার উপর রাগ,পরে জানলাম সবার সাথেই মোটামুটি ওনার রাগ): আচ্ছা ১ লা বৈশাখ ভৈরবে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কি? পরে বললেন না কয়দিন আগে যে ঝড় সেটার কথা বল
আমি: শ্বার ঝড়ে জাতীয় বিদ্যুৎ এর গ্রিড লাইন চ্যুত হওয়ায় সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়( আন্দাজের উপর)
শ্বার: কতদিন লেগেছিল ঠিক হতে?
আমি:( কতদিন লেগেছিল তাত জানিনা) শ্বার দিন নয় কয়েক ঘণ্টার মধ্যে সাইড লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়।
শ্বার: তুমি-ত electrical e
আমি: না শ্বার electronics( আসলে electrical ar electronics যাই হোক ভদ্রলোকের মনে হয় এ ব্যাপারে ধারনা কম,
এবার শুরু করলেন মন্ত্রণালয় নিয়ে)
শ্বার: বল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কয়টি বিভাগ
আমিত কট: শ্বার গণপূর্ত তে তিনটি বিভাগ রয়েছে( আমিত শুধু গণপূর্ত এর ওয়েবসাইট দেখে গেছি)
শ্বার: না গণপূর্ত বিভাগ না ওই মন্ত্রণালয়ে কয়টি বিভাগ
আমি একটু পেঁচাই কাজ হয় না শেষে সরি বললাম
দেখি শ্বার মহা-খুশি
শ্বার:pwd কোন সালে প্রতিষ্ঠিত
আমি? শ্বার এটি ২০০ বছরের আগে
শ্বার: এর কাজ কি
আমি: শ্বার সরকারি অফিস স্থাপনা,পার্ক রক্ষণাবেক্ষণ করা
শ্বার: সরকারি ভবন কারা নির্মাণ করে
আমি: (pwd এর ওয়েবসাইট এ আছে pwd মেইনলি রক্ষণাবেক্ষণ করে তবে নির্মাণ ও করে) কিছু না বুঝে বললাম শ্বার lgrd.
শ্বার: না মোটেও না।এসব কাজ pwd করে।তুমি-ত এই মন্ত্রণালয়ের কিছুই জানিনা ।কিভাবে কাজ করবা ( আমি আর কি করব বলদের মত না হ্যাঁ না ভাবে স্যারের মুখের দিকে চেয়ে থাকলাম)
ম্যাম: বলত কোন দেশে জনগণের বিদ্যুৎ বিল দিতে হয়না
আমি: ( আমি কোথায় পড়েছি কিন্তু মনে নেই) ম্যাম আমি পড়েছি কিন্তু মনে নেই( তখন মনে পড়ল এ ধরনের কথা বলা যাবে না)
১ ম পরীক্ষক : না যানাই থাকতে পারে এটা কোন দোষের না।
ম্যাম: ইরানে।আচ্ছা বাংলাদেশের কয়েকজন প্রকৌশলীর নাম বলেন?
আমি: ( আসলেই মনে নেই তা কি বলব,আগের শ্বার যেভাবে মাথা হ্যাং করে দিছে) আমতা আমতা করে এফ আর খান,আর পারিনি
ম্যাম: অপরাজেয় বাংলার স্থপতি কে
আমি(এটাও মনে আসছিল না পরে মনে করে) হামিদুর রহমান( নিজেরই বিশ্বাস হচ্ছিল না হল কিনা)
ম্যাম: (কপাল কুচকিয়ে) হামিদুর রহমান ( মানে উনিও কনফিউজড)
আচ্ছা আমাদের ওই স্মৃতিসৌধ এর স্থপতি
আমি: মইনুল হোসেন
ম্যাম(১ম পরীক্ষকের দিকে তাকিয়ে) : আচ্ছা ও যাক কি বলেন
১ ম পরীক্ষক: আচ্ছা মোড়ল তুমি যাও
আমি আমার তল্পিতল্পা গুছিয়ে দন্ত বের করে সালাম দিয়ে পশ্চাদ্দেশ তাদের দিকে না ফিরিয়ে বের হতে লাগলাম।
বলতে শুনলাম ১ম পরীক্ষক ম্যামকে বলছেন: সে প্রশাসনে আসবে না ইঞ্জিনিয়ার ই হবে
এটার মানে খারাপ বুঝে যদি ফেল করিয়ে দেয় তাহলে সব গেল।আর পাশ করলে-ত আলহামদুলিল্লাহ।
রিজিকের মালিক আল্লাহ। পাস ফেল তার হাতে।সবাই দোয়া করবেন আমার আব্বু অসুস্থ, গত পরশুদিন উনি স্ট্রোক করেছেন। আমি আজ প্রায় তিনদিন না ঘুমানো। কাল রাতে আসলাম খুলনা থেকে,আজ আবার চলে যাচ্ছি খুলনা, এখন বাসে আছি। কিছুই ভাল লাগছেনা কারণ আব্বু হাসপাতালে। এই গ্রুপের অনেক হেল্প পেয়েছি তাই ভাবলাম বসে চিন্তা না করে ভাইভার অভিজ্ঞতাটা শেয়ার করি,কারো উপকার হতেও পারে আবার নাও পারে। ধন্যবাদ সকলকে।
পর্ব - ৬
কেন পুলিশে আসতে চাও, পুলিশতো দুর্নীতিগ্রস্ত?
সাইদুল ইসুলাম
বিষয়:গনিত(কবি নজরুল সরকারি কলেজ)
৩৮তম বিসিএস
বোর্ডঃ আবুল কালাম আজাদ স্যার।
পছন্দঃপুলিশ,এডমিন,আনসার
প্রাসঙ্গিক কথা,
১. ভাইবার আগের রাতে বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি-টোয়েন্টি ম্যাচ ছিল(১০০০তম ম্যাচ, বাংলাদেশ জিতেছিল)।
২.ভাইবা কালীন(সপ্তাহে) সময়ে পুলিশের একজন এস.পি ক্লোজ হয়েছিল তার কৃতকর্মের জন্য।
৩.আমি দাড়িসহ ভাইবা দিতে গিয়েছিলাম।
৪. স্যার যতগুলো প্রশ্ন করেছেন সবগুলো প্রশ্নের আগে হয় বাংলায় প্রেক্ষাপটের ব্যাখ্যা করে ইংরেজিতে প্রশ্ন করেছেন অথবা ইংরেজিতে প্রেক্ষাপট বাংলায় প্রশ্ন।আলোচনা টাইপ প্রশ্ন ছিল বেশি,কিছু কুইজটাইপও ছিল।(আমি সব বাংলায় তুলে দিলাম)
প্রশ্ন-উত্তর
1. introduce yourself
-ক্রিকেট নিয়ে আসছিলাম এখানে,স্কুল টিমের ক্যাপ্টেন ছিলাম এই সেই।
2.তুমি ক্রিকেট পছন্দ করো,ক্যাপ্টেন্সিও করেছো বলোত,গতকাল, বাংলাদেশ বনাম ইন্ডিয়ার কততম টি-টুয়ান্টি ছিল?বাংলাদেশের কততম জয় ছিল এটা?(ইংরেজিতে)
৩.ওয়াসিম আকরাম কে?(ইংরেজিতে)
৪.তার সর্বোচ্চ রান কত,উইকেট কত?(ইংরেজিতে) -পারিনি
৪.তুমি একজন জন ধার্মিক মানুষ হয়ে কেন পুলিশে আসতে চাও,পুলিশতো দুর্নীতি গ্রস্থ?(এখানে তিনিই অনেক কথা বলেছেন,ঐ এস.পি সাহেবের কথা আরো অনেক)
-আমিও অনেক কথাই বলেছি,সাম্প্রতিক সময়ে ৩৬তম এ.এস.পিদের পাসিং আঊট প্যারেডে মাঠে থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছিলাম,তার রেফারেন্স, এস.আই নিয়োগসহ, নিযোগের স্বচ্ছতা নিয়েও অনেক কথা বলেছিলাম)।
অনেক উত্তরই ওনার পছন্দ হয়নি।
৬. land boundary agreement কবে সাইন হয়? কবে কার্যকর হয়?
–
৭.এত দেরি হল কেন? এর আইনি ভিত্তি কি?
-এর উত্তরটা ভাইবা বোর্ডে আমার করা সেরা উত্তর (আমার মতে),স্যারও খুশি হয়েছিলেন।
৮.LOC কি?
–
৯.লাইন অফ কন্ট্রোল আর সীমানার মধ্যে পার্থক্যের কি?
-এলোমেলো উত্তর দিয়েছিলাম,পরে সরি বলেছি।
এক্সট্রানালঃ
৯.পুলিশের কাজ কি?
১০.পুলিশ কোন আইনে চলে?
১০.এটি কত সালে প্রনিত হয়?
১২.স্বাধীনতার পরে এর কোন এমেন্ডমেন্ড হয়েছে কি?
১৩.পুলিশের বিশেষায়িত সংস্থাগুলো কি কি?
১৪.গতকাল এসপিকে ক্লোস করা হয়েছে এইটা নিয়ে অনেক গল্প তর্ক আলোচনা।
চেয়ারম্যান স্যার,
১৫.প্রধানমন্ত্রীর জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিরসনে যে ৪ দফা দিয়েছে তা বলেন
-তিনটা বলার পরে থেমে গিয়ে আবার চতুর্থটা বলেছি।
মাজে কিছু মিসিং হতে পারে,একটা প্রশ্নই বুজিনি সরি বলেছিলাম,পরে অন্য প্রশ্ন করেছেন।
সাইদুল ইসলাম
উপ-পুলিশ পরিদর্শক, পিবিআই,ঢাকা।
পর্ব - ৭
Why do you want to come in Admin Cadre?
– আপনার ইচ্ছা কেন? Why do you want?
– I want to be a BCS Cadre (Admin), because it is a dynamic cadre. In this job, I will work with public affairs to implement govt. policies and thus develop our country from root level.
– ধরুন আপনি প্রশাসন ক্যাডারে ইউ.এন.ও. হিসেবে এমন একটা এলাকায় নিয়োগ পেলেন, যেখানে প্রতিবছর বন্যা হয়। এক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন?
– আমি প্রথমে কিছু বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠন করবো, যার কাজ হবে বন্যার কারন খুঁজে বের করা। তারপর সেই বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মোতাবেক বন্যা নিয়ন্ত্রণ করব। যেমনঃ বাঁধ দিয়ে কিংবা নদী-খাল খননের মাধ্যমে পানি ধারন ক্ষমতা ও পানি প্রবাহ বৃদ্ধি করে বন্যা প্রতিরোধ করব।
– বাঁধ দিতে গেলে স্থানীয় মানুষের কিছু ক্ষতি হবে। তারা যদি এটার বিরোধিতা করে?
– এক্ষেত্রে দুটি কাজ করতে হবে। প্রথমত, তাদেরকে বোঝাবো যে এই বাঁধ জনস্বার্থে হচ্ছে এবং তারাই দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবে। দ্বিতীয়ত, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এমনভাবে করব যেন তারা প্রতিদানে সন্তুষ্ট হয়।
– গুড। বাংলাদেশ রাষ্ট্রের অর্গান কয়টি? কি কি? – তিনটি। আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ।
– ইদানীং আরেকটা অর্গানের কথা বলা হয়, চতুর্থ অর্গান। সেটি কি। – স্যরি, জানা নেই। In the American political system, the fourth branch of government refers to a group that influences the three branches of government defined in the American Constitution (legislative, executive and judicial). Such groups can include the press (an analogy for the Fourth Estate), the people, and interest groups.
– Politics কার লিখা?
– সম্ভবত প্লেটো।
– প্লেটো! আর Republic?
– স্যরি ম্যাডাম। Republic প্লেটোর লেখা, আর Politics এরিস্টটলের।
– এরিস্টটলের নামের সাথে আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে। সক্রেটিস প্লেটো ছাড়া আরও একজন। কে সে?
– আলেকজান্ডার। – আলেকজান্ডারের সাথে এরিস্টটলের সম্পর্ক কি? – তিনি এরিস্টটলের ছাত্র ছিলেন।
– ডিওনুয়াস (যতদূর মনে পরে নামটা এরকমই) কে বা কি ছিল?
– জানা নেই।
– এটা এরিস্টটলের ঘোড়ার নাম। আচ্ছা বলেন দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আরেকটা বিশ্বযুদ্ধ হয়- প্রথম বিশ্বযুদ্ধ। সেসময় কোন কোন সাম্রাজ্যের পতন হয়? – রুশ বিপ্লবের ফলে জার সাম্রাজ্যের পতন হয় এবং সোভিয়েট ইউনিয়ন গঠিত হয়।
– আরো দুইটা আছে। মোট তিনটা সাম্রাজ্যের পতন হয়। – রুশ বিপ্লবের পরে তুরষ্কে অটোমান সাম্রাজ্যের খেলাফতের পতন হয়।
– ইউরোপেই আরেকটা আছে, বড় আরও একটি সাম্রাজ্যের পতন হয়েছিলো।
– আরেকটা পারছি না ম্যাডাম।
– Ok.. দুইটা তো পেরেছেন, এটাই বা কম কি! মধ্যযুগকে সব জায়গায় অন্ধকার যুগ বলে কেন?
– কারন সেসময় মানুষ শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তিতে অনেক পিছিয়ে পড়েছিল। রাজারা যুদ্ধে জড়িয়ে পড়তো ঘন ঘন। সাম্রাজ্যবাদ, দাস প্রথা, ঔপনিবেশিকতা ইত্যাদি…
– মোটামুটি সবগুলো পয়েন্ট বলেছেন, তবে একটা মেজর পয়েন্ট বাদ পরে গেছে। সেটা হল রিলিজিয়ন।
ম্যাডাম সেকেন্ড এক্সটারনালের দিকে তাকালেন।
সেকেন্ড এক্সটারনাল স্যার প্রশ্ন শুরু করলেনঃ – প্রথম পছন্দ কি- প্রশাসন? আচ্ছা প্রশাসনের ধাপগুলো বলতে পারবেন? উপর দিক থেকে বলেন।
– প্রথমে মন্ত্রনালয়, তারপর সচিবালয়..
– সচিবালয় আর মন্ত্রণালয় কি? এগুলো কোথায় থাকে?
– সচিবালয় হলো মন্ত্রনালয়ের সমষ্টি…
– আচ্ছা সর্বশেষ ধাপ কি?
– ইউনিয়ন পরিষদ।
– ইউনিয়ন পরিষদ। এটা তো স্থানীয় সরকার।
– স্যার লোকাল গভর্নমেন্টে ইউনিয়ন পরিষদ, আর সেন্ট্রাল গভর্নমেন্টে শাখা বা সেকশন।
– নাহ, হলো না। আচ্ছা একটা সহজ প্রশ্ন করি, দশটাকা আপনার আর আমার মাঝে ভাগ করে দেবেন, আপনি এক টাকা বেশি নিবেন। দ্রুত ভাগ করেন দেখি। – স্যার, আমি ৫ টাকা ৫০ পয়সা নেব, আর আপনাকে ৪ টাকা ৫০ পয়সা দেব।
– গুড। এটাতো পারছেন।
ডেপুটি কমিশনারের তিনটি ভিন্ন ভিন্ন নাম আছে। নাম গুলো কি কি?
– ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কালেক্টর, চীফ ম্যাজিস্ট্রেট।
– গান শোনেন?
– জ্বি স্যার।
– কার কার গান বেশি শোনেন।
– স্যার রবীন্দ্র এবং নজরুল সংগীত বেশি শোনা হয়।
– কেন মমতাজের গান শোনেন না? আমাদের মেম্বার অব পার্লামেন্ট মমতাজ.. উনার গান ভালো লাগে না?
– স্যার, উনার গান সেভাবে শোনা হয় নি।
– আব্দুল করিমের নাম শুনেছেন?
– জ্বি, শাহ আব্দুল করিম, বাউলসম্রাট।
– উনার একটা গানের কয়েক লাইন বলেন।
– গাড়ি চলে না, চলে না, চলে না রে.. চলিয়্যা মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্য পথে ঠেকলো গাড়ি…
– কবিতা পড়েন? – জ্বি স্যার, কবিতা পড়তে খুব পছন্দ করি।
– যে কোন একটা কবিতার প্রথম চার লাইন বলেন।
– নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর… আজি এ প্রভাতে রবির কর/ কেমনে পশিল প্রাণের পর/
কেমনে পশিল গুহার আধারে /প্রভাত পাখির গান/ না জানি কেন রে /এত দিন পরে/ জাগিয়া উঠিল প্রাণ।
এক্সটারনাল স্যার কামাল স্যারের দিকে ফিরলেন। উনার প্রশ্ন করা শেষ। কামাল স্যার থুতনিতে ইশারা করে বললেনঃ
– মুখে এটা কি- এটা কে কি দাড়ি বলা যায়? এর ইংরেজি আর আরবি পরিভাষা কি কি? – জ্বি স্যার, এটা দাড়ি। ইংরেজিতে এর নাম Beard. আরবি জানা নেই স্যার।
– এই দাড়ি রাখা সম্পর্কে কোরআনে এবং হাদীসে কি বলা আছে। হুবহু বলতে হবে। বানিয়ে বলা যাবে না।
– স্যার, আমার জানা মতে দাড়ি চার আঙুল রাখার কথা হাদীসে বলা আছে, কিন্তু একচ্যুয়াল উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে না।
– পাচ ওয়াক্ত নামাজ পড়েন? – চেষ্টা করি।
– আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনার সাবজেক্ট থেকেই প্রশ্ন করি- Say something about the history and development of Japanese Textiles.
– sorry sir, i don’t know. – Ok, say about the textile of mughal period.
– During Mughal period, this subcontinent was popular for textiles specially Moslin and Jamdani. These Moslin and Jamdani cloth was exported also in the european countries. British Queen Victoria was fan of Moslin cloth..
কোন মুঘল সম্রাটের আমলে মসলিনের ব্যপক প্রসার হয়? তার স্ত্রী কন্যা এই কাপড়ের ভক্ত ছিল। – সম্ভবত সম্রাট জাহাঙ্গীর।
সাক্ষাতকার দাতার নাম পাওয়া যায়ানি।