১ম বিশ্বযুদ্ধ
📌 সময়কাল: ২৮.৭.১৯১৪ — ১১.১১.১৯১৮
অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ড-এর হত্যাকে কেন্দ্র করে ১ম বিশ্বযুদ্ধ শুরু হয় ২৮.৭.১৯১৪ সালে।
📌 যুদ্ধের পক্ষসমূহ:
◽এক পক্ষে ছিল অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া
এবং
◽অপর পক্ষে ছিল মিত্রশক্তি: ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, সার্বিয়া ও অন্যান্য মিত্র রাষ্ট্র।
◽মিত্র শক্তির সাথে রাশিয়া যোগ দেয় 1915 সালে ও ইতালি যোগ দেয় 1917 সালে।
◽যুদ্ধ শেষ হয় ১১.১১.১৯১৮ সালে।
📌 ফলাফল:
অক্ষ শক্তি পরাজিত হয়। অক্ষশক্তি প্রায় 50 লাখ সৈন্য এ যুদ্ধে নিহত হয় এবং ১ কোটি ১০ লক্ষ সৈন্য আহত হয়।
অনুমান করা হয় যে, ৪ বছরের এ যুদ্ধে নিহতের সংখ্যা ৮০ লাখ, অক্ষম হয় ৬০ লাখ এবং ১ কোটি ২০ লাখ সৈন্য যুদ্ধে আহত হয়। 1919 সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জার্মানি সাম্রাজ্য শক্তিকে আরো খর্ব করে দেয়া হয়।
📌 মিত্র শক্তির প্রধানগণ হলেন:
◽রাশিয়া জার- ২য় নিকোলাস
◽বৃটেন প্রধানমন্ত্রী- লয়েড জর্জ
◽ফ্রান্স এর পঁয়কার - ২য় উইলিয়াম
◽যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট - উইড্রো উইলসন
◽১ম বিশ্বযুদ্ধ মিত্র শক্তি সামরিক বাহিনী প্রধান - জেনারেল ফস
◽১ম বিশ্ব যুদ্ধে আমেরিকা মিত্র শক্তিতে যোগ দেয় - ৬.৪.১৯১৭
◽১ম বিশ্ব যুদ্ধে জার্মান চ্যাঞ্চেলর ছিলেন - বিসমার্ক
◽১ম বিশ্ব যুদ্ধে ইতালি প্রধানমন্ত্রী ছিলেন - বিটোরিও আর্লাণ্ডো
◽১ম বিশ্ব যুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে ১১.১১.১৯১৮ সালে
◽১ম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয় - ১১.১১.১৯১৮ সালে, প্যারিস, ফ্রান্সে (প্যারিস শান্তি চুক্তি)
◽১ম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়- জার্মান ও মিত্র শক্তি
◽১ম বিশ্ব যুদ্ধে জার্মান ও ইংল্যান্ড এর মধ্যে সংঘটিত নৌ-যুদ্ধকে বলে - জাটল্যাণ্ড যুদ্ধ
◽২য় ভার্সাই চুক্তি 28.7.1919, ভার্সাই, ফ্রান্স উদ্দেশ্য: ১ম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি বাহিনীর শাস্তি প্রদান ও ক্ষতিপূরণ আদায়।
২য় বিশ্বযুদ্ধ
📌 সময়কাল: 1.9.1939 — 6.5.1945
1919 সালে অযৌক্তিক ভার্সাই চুক্তি, ফ্রান্সের অসৌজন্য আচরণ, জার্মানিতে নাৎসী পার্টির আবির্ভাব, ভার্সাই চুক্তিতে ইতালির অসন্তুষ্টি, জাপানের সম্প্রসারণ নীতি এবং ইংল্যান্ড ও ফ্রান্স-এর সাম্রাজ্যবাদী মনোভাবের কারণে এ যুদ্ধ হয়।
📌 যুদ্ধের পক্ষসমূহ:
♦ অক্ষশক্তি বা কেন্দ্রীয় শক্তি - জার্মানি, ইতালি, জাপান
♦ মিত্রশক্তি - বৃটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও বেনেলাক্স (বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ)
📌 ২য় বিশ্বযুদ্ধের ফলাফল:
হিটলারের অপরিসীম রাজ্যলিপ্সা ও ক্ষমতার উদ্ধতাই এ যুদ্ধ ডেকে আনে। প্রথমদিকে অক্ষশক্তিসমুহের প্রভূত সাফল্য ঘটলেও শেষে জার্মানি, ইতালি ও জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
জার্মানির পতনের খবর পেয়ে হিটলার তাঁর সদর দপ্তর বার্লিনে 30.9.1945 সালে আত্মহত্যা করেন।
♦২য় বিশ্ব যুদ্ধের পিতৃভূমি বলা হয়- রাশিয়াকে
📌 ২য় বিশ্ব যুদ্ধের সময় —
📌 অক্ষশক্তি প্রধানগণ:
♦ এডলফ হিটলার - জার্মানি নেতা
♦ মুসোলিনী - ইতালি নেতা
♦ হিরোহিতো - জাপান সম্রাট
📌 মিত্র শক্তি প্রধানগণ হলেন:
♦ যোশেফ স্টালিন - রাশিয়া প্রেসিডেন্ট
♦ রুজভেল্ট ও হেনরি ট্রুম্যান - আমেরিকা প্রেসিডেন্ট
♦ উইনস্টন চার্চিল - বৃটেন প্রধানমন্ত্রী
♦ ২য় বিশ্ব যুদ্ধের সময় আমেরিকা সরাসরি যোগ দেয় -7.12.1941 সালে
♦ ২য় বিশ্ব যুদ্ধের সময় মিত্র বাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পণ করে - 6.5.1945 সালে
♦ জাপান পার্ল হারবার আক্রমণ করে - 7.12.1941 সালে
♦ ২য় বিশ্ব যুদ্ধ আনুষ্ঠানিক সমাপ্তি হয় - 14.8.1945 সালে
♦ যুক্তরাষ্ট্র হিরোশিমা, জাপানে এটম বোমা ফেলে - 6.8.1945 সালে
♦ যুক্তরাষ্ট্র নাগাসাকি, জাপানে এটম বোমা ফেলে - 9.8.1945 সালে
♦ ২য় বিশ্ব যুদ্ধের সময় ইরান সমর্থন দেয় - জার্মানিকে
♦ 6 ও 9 আগস্ট, 1945 হিরোশিমা ও নাগাশাকিতে বোমা ফেলার নির্দেশ দেয়- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট
♦ ২য় বিশ্ব যুদ্ধের সময় মরুভূমিতে যুদ্ধ করে 'ডেজার্ট ব্যাট' খেতাব পান - জেনারেল মন্টোগোমারী, বৃটেন
📌 ২য় বিশ্ব যুদ্ধের সমর-নায়কগণ:
♦ জেনারেল আইসেন হাওয়ান- যুক্তরাষ্ট্র
♦ জেনারেল লিসোমো স্টালিন- রাশিয়া
♦ ফিল্ড মার্শাল রোমেল- জার্মানি
♦ জেনারেল মন্টোগোমারী- বৃটেন