৩৯তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নোত্তর
৩৯ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান
১। যদি ৯×৭= ৩৫৪৫ হয়, ৪×৩=১৫২০ হয় তবে ৬×৮= হবে-
উত্তর: ৪০৩০ ।
২। ট্রাম্প কিম বৈঠক সিঙ্গাপুরের কোথায় হয়?
উত্তর: সান্তোসা দ্বীপে ।
৩। লেফটেন্যান্ট এর সঠিক বানান?
উত্তর: Lieutenant ।
৪। Government by richest class.
উত্তর: Aristocracy
৫। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উত্তর: প্রাতিপাদিক
৬। Correct spelling.
উত্তর: Schizophrenia
৭। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যু হার কমানোর কারণে যে পুরস্কার পান?
উত্তর: এমডিজি অ্যাওয়ার্ড ২০১০
৮। একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তর: ২০০ টাকা
৯। C={x:x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং X^2<18 } C সেটের উপাদানগুলো হলো?
উত্তর: 1,2,3,4
১০। .4×.02×.08=
উত্তর: 0.00064
১১। ন্যাটোর সর্বশেষ সদস্য?
উত্তর: মন্টিনিগ্রো (ন্যাটোর বর্তমান সদস্য দেশ – ২৯ টি)
১২। রাজনীতিতে জিরোসাম গেম কোন ভাবের সাথে যুক্ত?
উত্তর: গঠনবাদ
১৩। Cricket is a kind of game and also a name of..
উত্তর: insect
১৪। মায়া সভ্যতা বিরাজমান ছিল?
উত্তর: মধ্য আমেরিকার
১৫। To be, or not to be”– is a quotation of?
উত্তর: Hamlet
১৬। Complete the sentence- Had I known you were waiting outside, I…
উত্তর: would have invited you to come in
১৭। তাম্বুলিক শব্দের সমার্থক নয় ?
উত্তর: তামসিক
১৮। কোন বিখ্যাত বিদেশী ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন?
উত্তর: নিউজ উইক্স
১৯। ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মাদের রাজনৈতিক জোটের নাম?
উত্তর: পাকাতান হারাতান
২০। ।1-2x।<1 হলে এর সমাধান কত?
উত্তর: 1 ২১। ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? উত্তর: কানাকানি ২২। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ? উত্তর: মিয়ানমার ২৩। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি? উত্তর: ক্রিয়া ও সর্বনাম পদে ২৪। প্রতাপ আদিত্য কে ছিলেন? উত্তর: রাজপুত রাজা ২৫। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক? উত্তর: জহির রায়হান ২৬। ঘড়িতে যখন চারটা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যেকার কোণটি কত ডিগ্রি? উত্তর: ১২০° (সঠিক উত্তর নাই) ২৭। There was a small reception following the wedding Following? উত্তর: Preposition ২৮। ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা ? উত্তর: ডেনমার্ক (Denmark) ২৯। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স লাগবে? উত্তর: ২৫ বছর ৩০। রবীন্দ্রনাথের কৌতুক নাটক? উত্তর: বৈকুণ্ঠের খাতা ৩১। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবকাল? উত্তর: প্রাচীন গ্রিস সময়কাল ৩২। He went to —-hospital because he had …… heart attack ? উত্তর: No article, A ৩৩। ‘দুরবস্থা’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তর: দুঃ + অবস্থা ৩৪। সমুদ্র তীরে কোন গ্যাস বেশি থাকে? উত্তর: মিথেন ৩৫। আগুন এর সমার্থক শব্দ? উত্তর: অনল ৩৬। National League for Democracy? উত্তর: মিয়ানমার ৩৭। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলেছেন? উত্তর: বুদ্ধদেব বসু ৩৯। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য ছিল? উত্তর: ৫১ ৪০। দুটি সংখ্যার অনুপাত ৭ঃ৫ হলে এবং এর লসাগু ১৪০ হলে এর গসাগু কত? উত্তর: ৪ ৪১। কোন শব্দযুগলটি ভিন্ন? উত্তর: Love, Affection ৪২। ‘A Christmas Carol’ is? উত্তর: ( উত্তর হবে Ghost story) ৪৩। Hospitals … the sick? উত্তর: admit ৪৪। Culinary is related ? উত্তর: Cooking ৪৫। বার্ষিক ১০% হার সুদে ১০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? উত্তর: ১০ টাকা ৪৬। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার লেখা? উত্তর: রাজা রামমোহন রায় ৪৭। সরল শব্দের বিপরীত নয়? উত্তর: গরল ৪৮। Panacea means? উত্তর: cure all ৪৯। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে? উত্তর: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে ৫০। কোনটি অপাদান কারক? উত্তর: ট্রেন ষ্টেশন ছেড়েছে ৫১। nC12=nC6 হলে n এর মান কত? উত্তর: 18 ৫২। Hand out meaning ? উত্তর: প্রচারপত্র ৫৩। একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডানদিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট আর সর্বশেষ বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে গেল। তাহলে A ও B এর মধ্যবর্তী দূরত্ব কত? উত্তর: ১০ ফুট ৫৪। বেগম রোকেয়া সাখাওয়াত এর রচনা? উত্তর: পদ্মরাগ ৫৫। সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে? উত্তর: ২২ অনুচ্ছেদ ৫৬। বাংলাদেশের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কত? উত্তর:৭।।৮০% ৫৭। পলাশীর যুদ্ধ কবে হয়? উত্তর: ২৩ জুন ১৭৫৭ ৫৮। Cozy Bear কী? উত্তর: একটি হ্যাকার গ্রুপ ৫৯। সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? উত্তর: বাগদাদ (বর্তমানে ভিয়েনা) ৬০। মীর মশাররফ হোসেনের রচিত গ্রন্থ? উত্তর: গাজী মিয়ার বস্তানী ৬১। A person who believes that law and governments are not necessary is known as? উত্তর: Anarchist ৬২। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত? উত্তর: আঘাটা ৬৩। The Warning of the authority falls on deaf ears- Here Warning? উত্তর: Noun ৬৪। যুক্তরাষ্ট্রে রপ্তানী বাণিজ্যে বৃহত্তম বাজার? উত্তর:চীন ৬৫। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? উত্তর: করব ৬৬। বাংলাদেশের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ আছে? উত্তর: ১,৭৩,০০ কোটি টাকা। ৬৭। সম্প্রতি কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেনি? উত্তর: কুয়েত ৬৮। খনার বচন এর মূলভাব? উত্তর: সামাজিক মূল্যবোধ ৬৯। বাইজেনটাইন সাম্রাজের রাজধানী কোথায় ছিল? উত্তর: কন্সটান্টিনোপল ৭০। নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তর: ৪৭ ৭১। Florid indicates? উত্তর: flower ৭২। বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? উত্তর: প্রধানমন্ত্রী ৭৩। নিচের কোনটি ক্ষুদ্রতম? উত্তর: ৫/৮ ৭৪। ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কি? উত্তর: ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ ৭৫। বঙ্গভঙ্গ রদ হয় কবে? উত্তর: ১৯১১ সালে ৭৬। Love for the whole world is called? উত্তর: Philanthropy ৭৭। Geriatrics is the branch of medicine concerned with the diseases and care of? উত্তর: Old People ৭৮। আগুনের পরশমণি কার লেখা উপন্যাস ? উত্তর: হুমায়ূন আহমেদ ৭৯। বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি? উত্তর: ৭ টি ৮০। যদি 2×3=812, 4×5=1620 তবে 6×7=? উত্তর: 2428 ৮১। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল ৮২। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেয় কে? উত্তর: রাষ্ট্রপতি ৮৩। What is the plural number of ovum? উত্তর: Ova ৮৪। ২০১৮ সালে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণা স্বাক্ষর প্রদানে বিরত ছিল কোন দেশ? উত্তর: যুক্তরাষ্ট্র ৮৫। 1/√ 2, 1, √ 2 হলে ধারাটির কোন পদ 8√ 2 হবে? উত্তর: ৯ম ৮৬। 2×2+5x+3<0 হলে এর সমাধান- উত্তর: ক) -3/2 ৮৭। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? উত্তর: ১৪.৭৯% ৮৮। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি, প্রস্থ ১০ সে.মি। দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? উত্তর: ৭.২ সে.মি ৮৯। A soporific speech is likely to? উত্তর: Put one to sleep ৯০। তুমি তো ভারি সুন্দর ছবি আঁক! বাক্যটিতে কোন প্রকারের অব্যয় বব্যহৃত হয়েছে? উত্তর: অনন্বয়ী অব্যয় ৯১। কোন উপসর্গটি ভিন্নার্থক? উত্তর: উপভোগ ৯২। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস (Washington Consensus) কোন বিষয়ের সাথে জড়িত? উত্তর: নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন ৯৩। Passive voice: Do you know them? উত্তর: Are they known to you? ৯৪। নিচের উপমাটি পূর্ণকারী শব্দ? উত্তর: Finger: Hand: Leaf: Twig ৯৫। বাঁধনহারা কাজী নজরুলের কোন ধরনের রচনা? উত্তর: উপন্যাস ৯৬। কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হয়? উত্তর: ১৯৩৩ সালে ৯৭। 125(√5)^2x=1 হলে x এর মান কত? উত্তর: -3 ৯৮। Which of the following words has been formed with a prefix? উত্তর: Amoral ( Amoral- lacking a moral sense; unconcerned with the rightness or wrongness of something) ৯৯। জাতিসংঘের ‘Champion of the Earth’ পদক প্রাপ্ত হলে? উত্তর: শেখ হাসিনা ১০০। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরে ? উত্তর: ১০ নং।
(বাকি ১০০টি প্রশ্ন মেডিকেল বিষয়ক ছিল।)