Pages

৩৯তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নোত্তর

৩৯তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নোত্তর 

৩৯ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান

১। যদি ৯×৭= ৩৫৪৫ হয়, ৪×৩=১৫২০ হয় তবে ৬×৮= হবে-

উত্তর: ৪০৩০

২। ট্রাম্প কিম বৈঠক সিঙ্গাপুরের কোথায় হয়?

উত্তর: সান্তোসা দ্বীপে ।

৩। লেফটেন্যান্ট এর সঠিক বানান?

উত্তর: Lieutenant ।

৪। Government by richest class.

উত্তর: Aristocracy

৫। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

উত্তর: প্রাতিপাদিক

৬। Correct spelling.

উত্তর: Schizophrenia

৭। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যু হার কমানোর কারণে যে পুরস্কার পান?

উত্তর: এমডিজি অ্যাওয়ার্ড ২০১০

৮। একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

উত্তর: ২০০ টাকা

৯। C={x:x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং X^2<18 } C সেটের উপাদানগুলো হলো?

উত্তর: 1,2,3,4

১০। .4×.02×.08=

উত্তর: 0.00064

১১। ন্যাটোর সর্বশেষ সদস্য?

উত্তর: মন্টিনিগ্রো (ন্যাটোর বর্তমান সদস্য দেশ – ২৯ টি)

১২। রাজনীতিতে জিরোসাম গেম কোন ভাবের সাথে যুক্ত?

উত্তর: গঠনবাদ

১৩। Cricket is a kind of game and also a name of..

উত্তর: insect

১৪। মায়া সভ্যতা বিরাজমান ছিল?

উত্তর: মধ্য আমেরিকার

১৫। To be, or not to be”– is a quotation of?

উত্তর: Hamlet

১৬। Complete the sentence- Had I known you were waiting outside, I…

উত্তর: would have invited you to come in

১৭। তাম্বুলিক শব্দের সমার্থক নয় ?

উত্তর: তামসিক

১৮। কোন বিখ্যাত বিদেশী ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন?

উত্তর: নিউজ উইক্‌স

১৯। ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মাদের রাজনৈতিক জোটের নাম?

উত্তর: পাকাতান হারাতান

২০। ।1-2x।<1 হলে এর সমাধান কত?

উত্তর: 1

২১। ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

উত্তর: কানাকানি

২২। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ?

উত্তর: মিয়ানমার

২৩। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি?

উত্তর: ক্রিয়া ও সর্বনাম পদে

২৪। প্রতাপ আদিত্য কে ছিলেন?

উত্তর: রাজপুত রাজা

২৫। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক?

উত্তর: জহির রায়হান

২৬। ঘড়িতে যখন চারটা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যেকার কোণটি কত ডিগ্রি?

উত্তর: ১২০° (সঠিক উত্তর নাই)

২৭। There was a small reception following the wedding Following?

উত্তর: Preposition

২৮। ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা ?

উত্তর: ডেনমার্ক (Denmark)

২৯। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স লাগবে?

উত্তর: ২৫ বছর

৩০। রবীন্দ্রনাথের কৌতুক নাটক?

উত্তর: বৈকুণ্ঠের খাতা

৩১। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবকাল?

উত্তর: প্রাচীন গ্রিস সময়কাল

৩২। He went to —-hospital because he had …… heart attack ?

উত্তর: No article, A

৩৩। ‘দুরবস্থা’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?

উত্তর: দুঃ + অবস্থা

৩৪। সমুদ্র তীরে কোন গ্যাস বেশি থাকে?

উত্তর: মিথেন

৩৫। আগুন এর সমার্থক শব্দ?

উত্তর: অনল

৩৬। National League for Democracy?

উত্তর: মিয়ানমার

৩৭। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলেছেন?

উত্তর: বুদ্ধদেব বসু

৩৯। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য ছিল?

উত্তর: ৫১

৪০। দুটি সংখ্যার অনুপাত ৭ঃ৫ হলে এবং এর লসাগু ১৪০ হলে এর গসাগু কত?

উত্তর: ৪

৪১। কোন শব্দযুগলটি ভিন্ন?

উত্তর: Love, Affection

৪২। ‘A Christmas Carol’ is?

উত্তর: ( উত্তর হবে Ghost story)

৪৩। Hospitals … the sick?

উত্তর: admit

৪৪। Culinary is related ?

উত্তর: Cooking

৪৫। বার্ষিক ১০% হার সুদে ১০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

উত্তর: ১০ টাকা

৪৬। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার লেখা?

উত্তর: রাজা রামমোহন রায়

৪৭। সরল শব্দের বিপরীত নয়?

উত্তর: গরল

৪৮। Panacea means?

উত্তর: cure all

৪৯। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে?

উত্তর: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

৫০। কোনটি অপাদান কারক?

উত্তর: ট্রেন ষ্টেশন ছেড়েছে

৫১। nC12=nC6 হলে n এর মান কত?

উত্তর: 18

৫২। Hand out meaning ?

উত্তর: প্রচারপত্র

৫৩। একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডানদিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট আর সর্বশেষ বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে গেল। তাহলে A ও B এর মধ্যবর্তী দূরত্ব কত?

উত্তর: ১০ ফুট

৫৪। বেগম রোকেয়া সাখাওয়াত এর রচনা?

উত্তর: পদ্মরাগ

৫৫। সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?

উত্তর: ২২ অনুচ্ছেদ

৫৬। বাংলাদেশের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কত?

উত্তর:৭।।৮০%

৫৭। পলাশীর যুদ্ধ কবে হয়?

উত্তর: ২৩ জুন ১৭৫৭

৫৮। Cozy Bear কী?

উত্তর: একটি হ্যাকার গ্রুপ

৫৯। সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?

উত্তর: বাগদাদ (বর্তমানে ভিয়েনা)

৬০। মীর মশাররফ হোসেনের রচিত গ্রন্থ?

উত্তর: গাজী মিয়ার বস্তানী

৬১। A person who believes that law and governments are not necessary is known as?

উত্তর: Anarchist

৬২। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত?

উত্তর: আঘাটা

৬৩। The Warning of the authority falls on deaf ears- Here Warning?

উত্তর: Noun

৬৪। যুক্তরাষ্ট্রে রপ্তানী বাণিজ্যে বৃহত্তম বাজার?

উত্তর:চীন

৬৫। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

উত্তর: করব

৬৬। বাংলাদেশের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ আছে?

উত্তর: ১,৭৩,০০ কোটি টাকা।

৬৭। সম্প্রতি কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেনি?

উত্তর: কুয়েত

৬৮। খনার বচন এর মূলভাব?

উত্তর: সামাজিক মূল্যবোধ

৬৯। বাইজেনটাইন সাম্রাজের রাজধানী কোথায় ছিল?

উত্তর: কন্সটান্টিনোপল

৭০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?

উত্তর: ৪৭

৭১। Florid indicates?

উত্তর: flower

৭২। বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?

উত্তর: প্রধানমন্ত্রী

৭৩। নিচের কোনটি ক্ষুদ্রতম?

উত্তর: ৫/৮

৭৪। ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কি?

উত্তর: ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’

৭৫। বঙ্গভঙ্গ রদ হয় কবে?

উত্তর: ১৯১১ সালে

৭৬। Love for the whole world is called?

উত্তর: Philanthropy

৭৭। Geriatrics is the branch of medicine concerned with the diseases and care of?

উত্তর: Old People

৭৮। আগুনের পরশমণি কার লেখা উপন্যাস ?

উত্তর: হুমায়ূন আহমেদ

৭৯। বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি?

উত্তর: ৭ টি

৮০। যদি 2×3=812, 4×5=1620 তবে 6×7=?

উত্তর: 2428

৮১। মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল

৮২। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেয় কে?

উত্তর: রাষ্ট্রপতি

৮৩। What is the plural number of ovum?

উত্তর: Ova

৮৪। ২০১৮ সালে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণা স্বাক্ষর প্রদানে বিরত ছিল কোন দেশ?

উত্তর: যুক্তরাষ্ট্র

৮৫। 1/√ 2, 1, √ 2 হলে ধারাটির কোন পদ 8√ 2 হবে?

উত্তর: ৯ম

৮৬। 2×2+5x+3<0 হলে এর সমাধান-

উত্তর: ক) -3/2

৮৭। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত?

উত্তর: ১৪.৭৯%

৮৮। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি, প্রস্থ ১০ সে.মি। দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

উত্তর: ৭.২ সে.মি

৮৯। A soporific speech is likely to?

উত্তর: Put one to sleep

৯০। তুমি তো ভারি সুন্দর ছবি আঁক! বাক্যটিতে কোন প্রকারের অব্যয় বব্যহৃত হয়েছে?

উত্তর: অনন্বয়ী অব্যয়

৯১। কোন উপসর্গটি ভিন্নার্থক?

উত্তর: উপভোগ

৯২। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস (Washington Consensus) কোন বিষয়ের সাথে জড়িত?

উত্তর: নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন

৯৩। Passive voice: Do you know them?

উত্তর: Are they known to you?

৯৪। নিচের উপমাটি পূর্ণকারী শব্দ?

উত্তর: Finger: Hand: Leaf: Twig

৯৫। বাঁধনহারা কাজী নজরুলের কোন ধরনের রচনা?

উত্তর: উপন্যাস

৯৬। কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হয়?

উত্তর: ১৯৩৩ সালে

৯৭। 125(√5)^2x=1 হলে x এর মান কত?

উত্তর: -3

৯৮। Which of the following words has been formed with a prefix?

উত্তর: Amoral ( Amoral- lacking a moral sense; unconcerned with the rightness or wrongness of something)

৯৯। জাতিসংঘের ‘Champion of the Earth’ পদক প্রাপ্ত হলে?

উত্তর: শেখ হাসিনা

১০০। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরে ?

উত্তর: ১০ নং।

(বাকি ১০০টি প্রশ্ন মেডিকেল বিষয়ক ছিল।) 

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন