আপনাকে যে কাজটি সম্পর্কে বলতে যাচ্ছি সেটা অত্যন্ত সহজ কাজ । বিশ্ববিদ্যালয়, কলেজ এমনকি হাইস্কুলের শিক্ষার্থীরাও এ কাজটি করতে পারবে।
কাজের জন্য যা যা লাগবে:
১। একটি স্মার্টফোন, যেমন- এন্ড্রয়েড (এটা প্রায় সবারই আছে), সাথে ইন্টারনেট কানেকশন।
২। Telegram এ্যাপ।
এটা না থাকলে Google Play Store থেকে Install করে নিবেন। যে কোন একটা মোবাইল নম্বর দিয়ে টেলিগ্রামে একাউন্ট তৈরি করে নিবেন। এটার জন্য Email লাগে না। এ্যাপটি চালু করলেই সবকিছু বুঝতে পারবেন।
প্রথমেই,
টেলিগ্রামে (এ্যাপে) একাউন্ট তৈরি করার পর টেলিগ্রামে সার্চ করুন @ferdusrobi , দেখবেন Ferdus Robi নামে একজন ফলাফলে এসেছে। তাকে Hi, Hello মেসেজ দিয়ে রাখুন।
পুনরায় টেলিগ্রামে @englishgrammarblog লিখে সার্চ করুন। English Grammar Blog নামে একটি Channel আসবে। Join করুন।
এই চ্যানেলে জয়েন করার পর প্রশ্নগুলো ভালোভাবে খেয়াল করুন। এই ধরনের প্রশ্ন তৈরির কাজ আপনাকে দেওয়া হবে (এই চ্যানেলের জন্য প্রশ্ন তৈরি করতে হবে)।
আপনার প্রশ্ন তৈরির দক্ষতা অনুযায়ী আপনাকে পেমেন্ট করা হবে।
সাধারণত শুরুতে প্রতি ১০০টি প্রশ্ন তৈরির জন্য আমরা ২০ / ২৫ টাকা দেই।
ধীরে ধীরে দক্ষতা বৃদ্ধি পেলে এই পারিশ্রমিক বাড়ানো হয় তবে নিশ্চিত না। কারো মধ্যে বেশ দক্ষতা পরিলক্ষিত হলে তাকে আমরা অন্যান্য কাজেরও অফার করি অনেক সময় ।
কেউ ১০০ টাকার নিচে পেমেন্ট চাইলে মোবাইল রিচার্জ করে দেওয়া হয় (তবে ২০ টাকার নিচে নয়)।
পারিশ্রমিক ১০০ টাকা হলে বিকাশ/নগদে পেমেন্ট করা হয়।
বাংলাদেশের যেকোন প্রান্তের যে কাউকে আমরা কাজ দিয়ে থাকি তবে তার আগে আপনার পরিচয়ের ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে।
আপনি প্রশ্ন তৈরি করতে পারেন কিনা, তা যাচাইয়ের জন্য আপনি ৫টা প্রশ্ন তৈরি করে আমাদের দেখাবেন।
নমুনা প্রশ্ন তৈরির জন্য টেলিগ্রাম চ্যানেলে সার্চ করুন @nomunaq এবং জয়েন করুন। জয়েন করে আমাকে (@ferdusrobi) জানান।
আপনার সাথে যোগাযোগ করা হবে।
আপনাকে উপযুক্ত মনে হলে কাজ দেওয়া হবে।
টেলিগ্রামে কীভাবে প্রশ্ন তৈরি বা Create করতে হয় এবং কীভাবে প্রশ্ন তৈরি করে Schedule করতে হয়, তা নিচের ভিডিওতে দেখে নিন:
YouTube Link
টেলিগ্রামে প্রশ্ন তৈরির পদ্ধতি:
https://youtu.be/Pdx8tw7qfFM
টেলিগ্রামে প্রশ্ন Schedule করার পদ্ধতি:
https://youtu.be/apnn_BEf0ig