Pages

বিসিএস প্রিলিমিনারি ২৭

Identify the imparative sentence.

উত্তর: Stand up.

Fill in the gaps with the suitable word: To stay healthy we must have a balanced-
উত্তর: Diet

Choose the correct alternative and marks its letter on your answer sheet. The rich should not look down- the poor.
উত্তর: upon

I took a map with me,as I didn’t want to ………… my way on the journey. on the journey.
loose
উত্তর: lose

Every driver must be held……………….. his own actions
উত্তর: responsible for

Through thick and thin’means
উত্তর: under all conditions

’Prior to’means
উত্তর: Before

Nobody knocked him down; it was an
উত্তর: Accident

12 +22 +32 +………502 =?
উত্তর: ৪২৯২৫

৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪ টি করে বিকয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ৫৬.২৫%

এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালাে, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালাে। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় –
উত্তর: ৬.২৫% কমানাে হয়েছে 

যদি একটি কাজ ৯ জন লােক ১২ দিনে করতে পারে,অতিরিক্ত ৩ জন লােক নিয়ােগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
উত্তর: ৯

শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলাে এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলাে। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কত জন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
উত্তর: ৬০ 

পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
উত্তর: ৪১ বছর  

বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে?
উত্তর: ৯

একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈঘ্য ১২ সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
উত্তর: ৩৬

৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে –
উত্তর: ১৮

NIPORT কী?
উত্তর: জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা আছে?
উত্তর: ২৮(২) নং অনুচ্ছেদে

UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর: ১৭৭০ ডলার

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য “বীরপ্রতীক” উপাধি লাভ করে কতজন?
উত্তর: ৪২৬ জন

বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: ঈশ্বরদী

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
উত্তর: ২০১৫

রাজারবাগ পুলিশ লাইনে “দুর্জয়” ভাস্কর্যটির শিল্পী কে?
উত্তর: মৃনাল হক

চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?
উত্তর: ১৭০ কি.মি

রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
উত্তর: রক্ত সোপান

বাংলাদেশের পোষ্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তর: রাজশাহী

প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি?
উত্তর: ৬.০৩

বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন?
উত্তর: ফিরোজা বেগম

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬ তম

কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
উত্তর: হুমায়ুন রশিদ চৌধুরী

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপধিতে ভূষিত করা হয়?
উত্তর: ২ জন

কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে?
উত্তর: ১৯৯৮

লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?
উত্তর: ৮ম

সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তর: ৮

বাংলদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সনে?
উত্তর: ১৯৭৩

কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
উত্তর: পেট্রোল ইঞ্জিনে

সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘের বিকিরণ হচ্ছে-
উত্তর: গামা রশ্মি

মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: চারটি

প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
উত্তর: উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

বিলিরুবিন তৈরি হয়-
উত্তর: যকৃতে

মানুষের গায়ের রং কোন উপাদানের উপাদানের উপর নির্ভর করে?
উত্তর: মেলানিন

 বাদুর অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
উত্তর: সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে

গাছের খাদ্য তালিকায় আছে –
উত্তর: N-P-K-S ও Zn

 নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?
উত্তর: গোয়ানিন

 নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
উত্তর: Electron

২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
উত্তর: ক্যাটরিনা

কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
উত্তর: যুক্তরাষ্ট্র

কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্টের প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: জন এফ কেনেডি

মার্কিন যুক্তরাষ্টের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
উত্তর: ফ্রাঙ্কলিন রুজভেল্ট

মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
উত্তর: উগান্ডা

ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তর: ৫৪৩

কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
উত্তর: নিউজিল্যান্ড

Chemical Weapons Convention কোন সালে সাক্ষরিত হয়?
উত্তর: ১৯৯৩

কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
উত্তর: নিরাপত্তা পরিষদ

কোন মুসলিম মনিষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর: আনোয়ার সাদাত

বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
উত্তর: আবদুল্লাহ

অক্সফাম(Oxfam) এর সদর দপ্তর কোথায়?
উত্তর: লন্ডন

কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
উত্তর: ম্যাকাউ

 নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
উত্তর: এবিএম চুক্তি(ABM)

Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
উত্তর: ১৯৭৭

START-2 কি?
উত্তর: কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি

আশিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
উত্তর:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড: মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তর: ২৬

বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালে

ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?
উত্তর: কুর্দি

কোনটি উপন্যাস?
উত্তর: কন্যা কুমারী

লৌকিক কাহিনীর প্রখম রচয়িতা কে?
উত্তর: দৌলত কাজী

সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
উত্তর: শেখ আবদুর রহিম

মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৭

কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
উত্তর: কল্লোল

ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
উত্তর: ক্রান্তি

গ্রিক শব্দ কোনটি?
উত্তর: দাম

বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে?
উত্তর: একুশ

শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
উত্তর: সমাপ্তি

বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উত্তর: বঙ্গভাষা ও সাহিত্য

কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’ পদক লাভ করে?
উত্তর: ১৯২৩

রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
উত্তর: গৌড়িয় ব্যাকরণ

মেছো’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উত্তর: মাছ+উয়া(ও)

কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
উত্তর: পর+পর=পরস্পর

বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
উত্তর: রামনারায়ণ তর্করত্ন

প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-
উত্তর: উপমেয়

পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তির রচয়িতা?
উত্তর: মদনমোহন তর্কালংকার

আমি কিংবদান্তির কথা বলছি’-এর রচয়িতা কে?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ

জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-
উত্তর: প্রমথ চৌধুরী

‘এ মাটি সোনার বাড়া’ এ উদ্ধিতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
উত্তর: বিশেষনের অতিশায়ন

What would have happened if …?
উত্তর: The bridge had broken

Explain the meaning of-`Bring to pass`
উত্তর: Cause to happen

Which of the following sentences is the correct one?
উত্তর: Generosity

The word ‘bounty’ is closest in meaning to
উত্তর: Paper is made from wood

Give the correct Passive form of- My teacher embodies all the good qualities.
উত্তর: All the good qualities are embodied in my teacher

Choose the correct indirect speech- She asked me “Are you happy in your new job?”
উত্তর: She asked me if I was happy in my new job

The meaning of the word `obese`is-
উত্তর: Very fat

A person who writes about his own life writes-
উত্তর: An autobiography

Which of the flowing sentences is correct?
উত্তর: Why have you done this?

What will be correct preposition to complete the sentences- “I am not good ……… translation.”
উত্তর: At

Which is the noun of the word `beautiful`?
উত্তর: Beauty

Fill in the blank with the appropriate preposition: We have to go…… five minutes.
উত্তর: By

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন