Pages

বিসিএস প্রিলিমিনারি ২৬

‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
উত্তর: মৃত্যুক্ষুধা

‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়

‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পঙ্গক্তির রচয়িতা কে?
উত্তর: মদনমোহন তর্কালংকার

বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
উত্তর: দীনেশ চন্দ্র সেন

৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
উত্তর: 12

ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি পারবে-
উত্তর: ৩০ দিনে

(√3.√5)^4-এর মান কত?
উত্তর: 225

১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমান টাকা আয় করবে-
উত্তর: ৪ দিনে

টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
উত্তর: ৫০%

একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১, দুধের পরিমান যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?
উত্তর: ২ লিটার

পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-
উত্তর: ১৮ বছর

১৩ সে.মি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে মি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
উত্তর: ২৪ সেমি

একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-
উত্তর: ১২৮ বঃ ফুঃ

x^2-y^2+2y-1 এর একটি উৎপাদক-
উত্তর: x+y-1

যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে-
উত্তর: একটি অমূলদ সংখ্যা

৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখার সংখ্যা-
উত্তর: 4

কোন সংখার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে, সংখাটি কত?
উত্তর: ৩৬

লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
উত্তর: ৬ ঘণ্টা

১, ৩, ৬, ১০, ১৫, ২১,……… ধারাটির ১০ম পদ-
উত্তর: ৫৫

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
উত্তর: ২২/৭

বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
উত্তর: মেরু অঞ্চলে

জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-
উত্তর: কার্বনডাই অক্সাইড

কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
উত্তর: বালি

সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
উত্তর: ১০ নিউটন

শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
উত্তর: অডিও মিটার

বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
উত্তর: নাইক্রম তার

নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়-.
উত্তর: ইউরিয়া

মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
উত্তর: ২৩ জোড়া

Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
উত্তর: ডলি

নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের-
উত্তর: ফুসফুস

হাড় ও দাঁত মজবুত করে-
উত্তর: ফসফরাস

স্যালিক এসিড-
উত্তর: কোনটিই নয়

সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-
উত্তর: লাল আলোতে

কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন কে

ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
উত্তর: সিলিকন চিপ

বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-
উত্তর: মটির সঙ্গে সংযোগ হয় না ।

আকাশে বিজলী চমকায়-
উত্তর: মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

শুষ্ক বরফ বলা হয়-
উত্তর: হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে

He has been ill – Friday last.
উত্তর: since

He gave up – football when he got married.
উত্তর: playing

Do not make a noise while your father –
উত্তর: is sleeping

No one can – that he is clever.
উত্তর: deny

He divided the money – the two children .
উত্তর: between

‘Out and out’ means :
উত্তর: Thoroughly

‘Maiden speech’ means .
উত্তর: First speech

As the sun – , I decided to go out.
উত্তর: was shining

The light have been blown – by the strong wind.
উত্তর: out

If we want concrete proof, we are looking for – .
উত্তর: clear evidence

What is the meaning of ‘White Elephant’?
উত্তর: A very costly or troublesome possession

A person who write about his own life writers-.
উত্তর: an autobiography

A ‘pilgrim’ is a person who undertakes a journey to a -.
উত্তর: holy place

The correct spelling is :
উত্তর: Humorous

The word ‘ecological’ is related to – .
উত্তর: environment

‘Paediatric’ relates to the treatment of – .
উত্তর: children

Chose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, has written four novels.
উত্তর: flow

Chose the right word to fill the blank : I should appreciate it if you could complet this work – Thursday.
উত্তর: by

Chose the right word to fill the blank : The proper functionof the press is surely to – the man in the street with facts.
উত্তর: provide

কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন
উত্তর: আনন্দময়ীর আগমনে

টা, টী, খানা ইত্যাদি-
উত্তর: পদাশ্রিত নির্দেশক

প্র, পরা, অপ –
উত্তর: সংস্কৃত উপসর্গ

‘লাঠালাঠি’- এটি কোন সমাস?
উত্তর: ব্যাতিহার বহুব্রীহি সমাস

‘যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’ – এটি কোন জাতীয় বাক্য?
উত্তর: মিশ্র বাক্য

কোনটির অর্থ ‘পক্ব’ অর্থে প্রকাশ পায়?
উত্তর: পাকাআম

দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে?
উত্তর: কয়লা

বাংলাদেশের কোথায় সুরমা অও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে?
উত্তর: ভৈরব

প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক কে ছিলেন?
উত্তর: গাজী আশরাফ হোসেন লিপু

বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের?
উত্তর: উন্নত জাতের গম শস্য

বেসরকারি বিল কাকে বলে?
উত্তর: সংসদ সদস্যদের উথাপিত বিল

গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
উত্তর: উপরের সবগুলো

‘ইরাটম’ কী?
উত্তর: উন্নত জাতের ধান

বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
উত্তর: গ্রামীণ ব্যাংক

কোন আইন সংস্কার করে র‍্যাব গঠন করা হয়?
উত্তর: আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯

‘মনপুরা ৭০’ কী?
উত্তর: একটি চিত্রশিল্প

বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
উত্তর: তিস্তা সেচ প্রকল্প

উরুগুয়ে রাউণ্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?
উত্তর: ৮ বছর

যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিলো?
উত্তর: লুইসিয়ানা

জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
উত্তর: কুড়িল দ্বীপপুঞ্জ

যুক্তরাষ্ট্র ইউনিয়ন এ কোন স্টেট সর্বশেষে যোগ দেয়?
উত্তর: হাওয়াই

শেভেন চুক্তি হচ্ছে –
উত্তর: কর হ্রাস করা চুক্তি

যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি?
উত্তর: ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন –
উত্তর: ফ্রাঙ্কলিন রুজভেল্ট

মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহন করেন?
উত্তর: মেসেডোনিয়া

আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
উত্তর: ফিলিপাইন

ভারতের কোন রাজ্যের রাজধানী ‘ইস্ফল’?
উত্তর: মনিপুর

গ্রিনিচ মান সময়ের সংগে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
উত্তর: ৬ ঘণ্টা

লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ফ্রান্স

IAEA-এর নির্বাহী প্রধান হলেন –
উত্তর: ইউকিয়ো আমানো

বিশ্বব্যাংকের SOFT LONE WINDOW হল –
উত্তর: IDA

অভিন্ন ইউরোপ গঠনের লক্ষে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
উত্তর: ডেনমার্ক

জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর: ট্রাইগভে লাই

নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয় –
উত্তর: ১৯৭৯ সালে

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত
উত্তর: ২০১৫

ইউরো মুদ্রা কখন চালু হয়?
উত্তর: ১৯৯৯ সালের ১ জানুয়ারী

কোন তারিখে ‘আন্তর্জাতিক পরিবেস দিবস’ পালিত হয়?
উত্তর: ৫ জুন

কোন তারিখে ‘আন্তর্জাতিক পরিবেস দিবস’ পালিত হয়?
উত্তর: ৫ জুন

x^2-8x-8y+16+y^2 এর সংগে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে
উত্তর: 2xy

√2/(√6+2) সমান-
উত্তর: √3-√2

a+1/a=√3 হলে a^2+1/a^2 এর মাণ
উত্তর: 1

.x+y=8,x-y=6 হলে ,x^2+y^2 এর মান-
উত্তর: 50

দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭-
উত্তর: ২৩ এবং ২৪

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন