পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটি ছিল মাত্র ৬ শব্দের।
"Sale for a Baby's shoes, never worn."
"বিক্রির জন্য শিশুর জুতা,ব্যবহৃত নয়।"
এ গল্পের সারমর্ম হলো--
একটি শিশুর এক জোড়া নতুন জুতা বিক্রি হবে যা এখনো পড়া হয়নি। অর্থাৎ জুতা পড়ার আগেই শিশুটি মারা গেছে।
শিশুটির মা শিশুটির জন্মের আগেই শিশুটির জন্য একজোড়া জুতা কিনেছিলেন কিন্তু তিনি মৃত সন্তান প্রসব করেন।