Pages

কনফিউজিং প্রশ্ন : প্রিলি প্রস্তুতি

বিসিএস প্রিলি প্রস্তুতি
কনফিউশন_প্রশ্নঃ

আমরা প্রায়ই কিছু কিছু প্রশ্নের উত্তর কোনটি সঠিক হবে সেটা নিয়ে কনফিউশনে ভোগে থাকি। আজকে এমনই কিছু প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর দেওয়া হলো।
প্রশ্ন গুলো গুরত্ব সহকারে পড়ে নিন।

★কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
→সুলতানী আমলে
★সুলতানী আমলের প্রথমে বাংলার রাজধানীর নাম কী ছিল?
→লখনৌতি
ব্যাখ্যাঃ সুলতানী আমলে ১৩৩৮ থেকে ১৩৫২ খ্রিঃ পর্যন্ত বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও।
সুলতানী আমলে প্রথম রাজধানীর নাম ছিল =>লখনৌতি(১২০৪-১৩৩৮)
=>পাণ্ডুয়া ছিল(১৩৫২-১৪১৮)
=>গৌড় ছিল(১৪১৮-১৫৬৫)এবং
=>তাণ্ডা ছিল(১৫৬৫-১৫৭৫)

#প্রশ্ন ১ : চীনের প্রথম প্রেসিডেন্ট —-সান ইয়াত সেন নাকি মাও সেতুং।
#উত্তর : সান ইয়াত সেন

#ব্যাখ্যা : যদি বলা হয় গনচীনের প্রথম প্রেসিডেন্ট কে? তখন হবে মাও সেতুং

#প্রশ্ন ২ : পানামা খাল খননের প্রথম উদ্যোগ নিয়েছিল
কোন দেশ—–আমেরিকা নাকি ফ্রান্স?
উত্তর : ফ্রান্স

#ব্যাখ্যা : যদি বলা হয় পানামা খাল খনন সমাপ্তকারী দেশ কোনটি? তখন উত্তর হবে আমেরিকা।

#প্রশ্ন ৩ : ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম
লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর প্রস্তাব করলে কে তার প্রথম বিরোধীতা করে?
ক) ধীরেন্দ্রনাথ দত্ত খ) এ.কে ফজলুল হক
গ) অধ্যাপক আবুক কাশেম ঘ) আবদুল মতিন

ব্যাখ্যাঃ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের দাপ্তরিক ভাষা ঊর্দুর পাশাপাশি বাংলাকে করার দাবি জানিয়েছেন। বলা হয়েছে, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর বিরোধীতা কে করেন এবং সেটা ১৯৩৭ সালে। এর উত্তর হবে এ কে ফজলুল হক। আর পাকিস্তানের গণপরিষদের দাপ্তরিক ভাষা কেবল ঊর্দু হবে – এটার
বিরোধীতাকারী ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত এবং সেটা ১৯৪৮ সালে।
উত্তরঃ খ

#প্রশ্ন ৪ : শাসন বিভাগকে বিচার বিভাগ হতে পৃথক করার কথা প্রথম কোথায় বলা হয়?
ক) যুক্তফ্রন্ট এর ২১ দফায়
খ) বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে
গ) ৬ দফায়
ঘ) প্রথম নির্বাচনী ইশতেহারে

#ব্যাখ্যাঃ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা আছে। এখানে মুল সমস্যাটা “প্রথম ” শব্দটা নিয়ে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছ, কিন্তু কথাটা প্রথম
উল্লেখ আছে যুক্তফ্রন্টের ২১ দফার ১৫ নং দফায়।
#উত্তর :: ক

#প্রশ্ন ৫ : ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি

#ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। কিন্তু প্রশ্নতো বলা আছে ১০ এপ্রিলের কথা।
উত্তর : ক

#প্রশ্ন ৬ : OPEC ভূক্ত দক্ষিণ এশিয়ার ও অনারব মুসলিম দেশ কোনটি??
a.Iran
b.None
#উত্তর :: A

ইরান দক্ষিন এশিয়ার একমাত্র অনারব মুসলিম দেশ যা কিনা OPEC এর সদস্য।
#প্রশ্ন ৭ : Who is the present President of the National Assembly of Bangladesh?
a) Fazle Rabbi Mia
b) Abdul Hamid
c) Shirin Sharmin Chowdhury
d) Sheikh Hasina

#ব্যাখ্যাঃ National Assembly of Bangladesh এর present President কে?
যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National Assembly of Bangladesh। অর্থাৎ
উত্তর শিরীন শারমিন চৌধুরী।

#প্রশ্ন ৮ : “চতুর্দশপদী ” নামের কবিতা কে লিখেছেন?
ক) মাইকেল মুধুসুদন দত্ত খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

#ব্যাখ্যাঃ “চতুর্দশপদী কবিতা ” বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু এখানে প্রশ্নে আছে “চতুর্দশপদী ” নামের কবিতা।
অর্থাৎ কবিতাটির নাম “চতুর্দশপদী কবিতা ” নয়, শুধু “চতুর্দশপদী “, এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়।
উত্তর :: খ

#প্রশ্ন ৯: চতুরঙ্গ কী?
ক) রবীন্দ্রনাথের নাটক
খ) দাবা খেলার আদি নাম
গ) একটি গ্রহ
ঘ) একটা যাত্রাদলের নাম

#ব্যাখ্যঃ “চতুরঙ্গ ” হল রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অপশনে দেয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আদি নাম চতুরঙ্গ।
উত্তর :: খ

#প্রশ্ন ১০ : বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক কে ?
== হুমায়ূন আহমেদ । এটি সম্পুর্ণ ভুল তথ্য।
***সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। অব্যক্ত বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন

#প্রশ্ন ১১ : ‘বড় কে’ কবিতাটির লেখক?
a.ঈশ্বরচন্দ্র গুপ্ত
b. হরিশচন্দ্র মিত্র
উত্তর :হরিশচন্দ্র মিত্র

#ব্যাখ্যাঃ ৩য় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে এ কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন কবির নামের জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। এখন প্রশ্ন উঠেছে- কবিতাটির আসল কবি কে?
‘বড় কে?’ কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয়
শ্রেণির শিক্ষার্থীদের। এত দিন তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ৯৬ নম্বর পৃষ্ঠায় ছিল কবিতাটি। এবার ছাপা হয়েছে ৯০ নম্বর পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নামই বদলায়নি, কবিতার চারটি লাইনও বাদ দেওয়া দেওয়া হয়েছে।
আগে ছিল ১৬ লাইন, এখন রাখা হয়েছে ১২ লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে। আবার ‘হরিশচন্দ্র মিত্রের’ নামের বানান লেখা হয়েছে ‘হরিশ্চন্দ্র মিত্র’।

#প্রশ্ন ১২ : বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কে
“কনসার্ট ফর বাংলাদেশ ” এর প্রযোজনা করেন কারা?
ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন
খ) জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর
গ) পন্ডিত রবি শংকর ও এলেন ক্ল্যাইন
ঘ) জর্জ হ্যারিসন ও ইয়ভগেনি ইয়েভ।

#প্রশ্নের ফাঁদঃ কিন্তু সঠিক উত্তর হল ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন। কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন?
কিন্তু আপনি এতদিন শিখে এসেছেন কারা আয়োজন করে? কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর।
কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।

#প্রশ্ন ১৩ : Question:Preface to Lyrical Ballads কবে প্রকাশিত হয়?
a. 1802
b. 1798
Ans::1802
Lyrical Ballads প্রকাশিত হয় 1798 সালে। আর Preface to Lyrical Ballads প্রকাশিত হয় 1802 সালে।

# প্রশ্ন ১৪ : ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ?
a.মিসর
b. তুরস্ক
#উত্তর :: তুরস্ক, ১৯৪৯ ( তুরস্ক মধ্যপ্রাচ্য এর অনারব মুসলিম দেশ)

#ব্যাখ্যা :: মিসর প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয়, ১৯৭৮ সালে।
—USA প্রথম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয় ১৯৪৯

#প্রশ্ন ১৫ : প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন –
ক। ডগ হামারশোল্ড
খ। ট্রাইগভে লাই
গ। স্যার গ্লাডউইন জেব
#ফাঁদ: ট্রাইগভে লাই
উত্তর: স্যার গ্লাডউইন জেব

#ব্যাখ্যা:
জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব = ট্রাইগভে লাই
জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন = স্যার গ্লাডউইন জেব
জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইগভে লাই প্রথম মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তাঁর পূর্বে যুক্তরাষ্ট্রের অধিবাসী গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷
তাঁর মেয়াদকাল ছিল – ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত।
১ম মহাসচিব:
এশিয়া থেকে নির্বাচিত = উ থান্ট (মায়ানমার)
আমেরিকা থেকে নির্বাচিত = জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
আফ্রিকা থেকে নির্বাচিত = বুট্রোস বুট্রোস-ঘালি (মিশর)
জাতিসঙ্ঘ সনদের ৯৭ অনুচ্ছেদ মোতাবে মহাসচিবকে “প্রধান প্রশাসনিক কর্মকর্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী – জাতিসঙ্ঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রশাসক এবং কুটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসেবে।

#প্রশ্ন ১৬ : বিশ্বের ১ম যুদ্বপরাধ আদালত কোনটি?
গণহত্যা, মানবতা বিরোধী যুদ্বপরাধের বিচার করে কোনটি?
ক। জাতিসংঘ
খ। আন্তর্জাতিক আদালত
গ। আন্তর্জাতিক অপরাধ আদালত
ঘ। নুরেমবার্গ ট্রায়াল
ফাঁদ: আন্তর্জাতিক আদালত, নুরেমবার্গ ট্রায়াল
উত্তর: আন্তর্জাতিক অপরাধ আদালত

#প্রশ্ন ১৭ : NATO ভুক্ত মুসলিম দেশ কতটি?
a.2
b.1
উত্তর :: ২ টি

ব্যাখ্যা::: NATO ভুক্ত মুসলিম দেশ গুলি হলো Turkey & Albania.

#প্রশ্ন ১৮ : ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে
গঠিত হয় –
ক। আন্তর্জাতিক আদালত
খ। আন্তর্জাতিক অপরাধ আদালত
উত্তর: আন্তর্জাতিক আদালত

#ব্যাখ্যা:
আন্তর্জাতিক আদালত = ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত = রোম চুক্তি’ (Rome Statue ১৯৯৮) এর মাধ্যমে গঠিত হয়।
EU = ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয়।
কমনওয়েলথ = লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়।
ন্যাটো = উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।

#প্রশ্ন ১৯ : প্রথম জিএসপি (GSP) দেয়া শুরু করে –
ক। যুক্তরাষ্ট্র
খ। ইউরোপীয় ইউনিয়ন
#ফাঁদ: যুক্তরাষ্ট্র
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন

#ব্যাখ্যা:
GSP এর পূর্ণরূপ হল Generalised system of preference অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা । এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশসমূহকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়াকে জিএসপি বলে ।
GSP সুবিধা দেয়ার
লক্ষ্য হচ্ছে : (ক)রপ্তানি আয় বাড়ানো, (খ) শিল্পায়নের প্রসার ঘটানো এবং (গ) প্রবৃদ্ধি বাড়ানো ।
১৯৬৪ সালের UNCTAD এর প্রথম সম্মেলনে GSP সুবিধার বিষয়টি প্রথম আলোচনায় আসে। ১৯৭১ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম অনুন্নত দেশসমূহকে জিএসপি’র সুবিধা দেয়া শুরু করে।
১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আইন করে এবং ১৯৭৬সাল থেকে বাস্তবায়ন শুরু করে ।

#প্রশ্ন ২০ : European Union গঠিত হয় কোন চুক্তির
মাধ্যমে?
a.The Treaty of Rome
b.Maastricht Treaty
উত্তর :: Maastricht Treaty

#ব্যাখ্যা ::Maastricht Treaty,1992 এর মাধ্যমে গঠিত হয় European Union.
The Treaty of Rome,1957 :: এর মাধ্যমে গঠিত হয় European Economic Community.

#প্রশ্ন ২১ : প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে –
ক। ভারতে
খ। গ্রিসে
গ। ব্রিটেনে
ঘ। যুক্তরাষ্ট্রে
#ফাঁদ: গ্রিস
উত্তর: ব্রিটেন

#ব্যাখ্যা:
ভারত = বিশ্বের বৃহত্তম গণতন্ত্র
ব্রিটেন = বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত
গ্রিস = গণতন্ত্রের সূতিকাগার। খ্রিস্টপূর্ব ৫ম শতকে (৫০৮ শতাব্দীতে) গ্রিসের এথেন্সে প্রত্যক্ষ গণতন্ত্র প্রবর্তিত হয়। এটাকেই অ্যাথেনীয় গণতন্ত্রের সূচনাহিসেবে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্র = যুক্তরাষ্ট্রের সরকারের একটি মূলনীতি হল
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।জনগণকে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিতে হবে।
গণতন্ত্র (Democracy) শব্দটির উৎপত্তি গ্রীক
‘ডেমোক্রেসিয়া’ শব্দ থেকে (ডেমোস = জনগণ ও
ক্রাটোস = ক্ষমতা)। শাব্দিক অর্থ – ‘জনগণের শাসন’। গণতন্ত্র হলো কোন জাতিরাষ্ট্রের বা কোন সংগঠনের এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে।
১৮৬৪ সালে গেটিসবার্গের সেই বিখ্যাত ভাষণে সফল রাষ্ট্র নায়ক আব্রাহাম লিঙ্কন বলেন, ‘Democracy is government of the people, by the people and for the people’.

#প্রশ্ন ২২ : 2nd World War এর আমেরিকা এর কতজন প্রধানমন্ত্রী ছিলেন?
a.1 জন
b.2 জন
উত্তর :: ২ জন

ব্যাখ্যা : ২ জন। ফ্রাঙ্কলিন রুজভেল্ট, হ্যারি এস ট্রুম্যান

#প্রশ্ন ২৩ : উদীয়মান অর্থনীতির দেশে বৈদেশিক
বিনিয়োগ (FDI) আকর্ষণ ও বৃদ্ধিতে কাজ করে –
ক। IFC
খ। M IGA
গ। ICSID
ফাঁদ: IFC
উত্তর: MIGA

#ব্যাখ্যা:
IFC = উন্নয়নশীল দেশে ‘বেসরকারি খাতে’ বিনিয়োগ
বৃদ্বিতে কাজ করে।
MIGA = উদীয়মান অর্থনীতির দেশে ‘বৈদেশিক
বিনিয়োগ’ (FDI) আকর্ষণ ও বৃদ্বিতে কাজ করে।
ICSID = সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ‘বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি’ করতে কাজ করে।

#প্রশ্ন ২৪ : মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে

ক। IDA
খ। WB
গ। IMF
ফাঁদ: WB
উত্তর: IMF

#ব্যাখ্যা:
IMF = মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে।
IDA = IDA এর ঋণকে Soft loan window বলা হয়। কারণ IDA সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়।
Acronym:
#IMF ( International Monetary Fund)
#IFC (International Finance Corporation)
#IDA (International Development Association)
#MIGA (Multilateral Investment Guarantee Agency)
#ICSID (International Centre for Settlement of Investment Disputes)

#প্রশ্ন ২৫ : বিশ্বব্যাংকের প্রধান ঋণ অর্থ প্রদানকারী সংস্থা কোনটি?
ক। IMF
খ। IBRD
গ। বিশ্বব্যাংক গ্রুপ
ফাঁদ: IMF, বিশ্বব্যাংক গ্রুপ
উত্তর: IBRD

#ব্যাখ্যা:
বিশ্বব্যাংকের প্রধান ঋণ অর্থ প্রদানকারী সংস্থা = IBRD
বিশ্ব ব্যাংক বলতে বুঝায় = IBRD কে
তবে বিশ্বব্যাংক গঠিত হয় = ২ টি প্রতিষ্ঠান নিয়ে।
যথা: IBRD ও IDA
Five Institutions, One Group বলা হয় = বিশ্বব্যাংক গ্রুপকে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত হয় = ৫ টি প্রতিষ্ঠান সমন্বয়ে (IBRD, ICSID, IDA, IFC, MIGA)
NB: আদ্যাক্ষর অনুযায়ী মনে রাখুন!
IMF = অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্বি, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে ও বানিজ্য ঘাটতি শোধরাতে আর্থিক সহযোগিতায় দান করে।

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন