★★★বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী
১। বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
উঃ স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)
২। বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
উঃ ৭ জুলাই ২০১৪
৩। . বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত
বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে?
উঃ ১৯৪৬৭ বর্গ কি.মি.
৪। চর নিউটন যে জেলায় অবস্থিত – ভোলা
৫। কোলাবিল যে জেলায় অবস্থিত – খুলনা
৬। হাইল হাওর যে জেলায় অবস্থিত – সুনামগঞ্জ
৭। সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য টাইডাল বন => সংরক্ষিত চকোরিয়া বনাঞ্চল
৮। বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে
৯। বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে => রাজশাহী বিভাগে
১০। চিরহরিৎ পাতাঝরা বনভূমিতে পাতাঝরা গাছ => গামারী, শিমুল, কড়ই, সেগুন, জারুল
১১। ক্রান্তীয় পাতাঝরা বনে পাওয়া যায়=> কড়ই, হিজল, বহেরা, হরিতকি, কাঁঠাল, নিম
১২। পরিবেশ নীতি ঘোষণা করা হয়=> ১৯৯২ সালে
১৩। বৈলাম বৃক্ষ জন্মে= বান্দরবান বনাঞ্চলে
১৪। দেশের প্রথম মেরিন জাদুঘর কোথায় অবস্থিত?
-> কুয়াকাটা,পটুয়াখালী।
১৫. দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত?
-> রাজশাহী।
১৬.দেশের প্রথম পানি জাদুঘর কোথায় অবস্থিত?
-> কলাপাডা, পটুয়াখালী।
১৭। দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
-> কবিতা খানম
১৮ । বাংলা একাডেমি স্বাধীনতা পুরষ্কার লাভ করে কবে?
-> ২০১০সালে।
১৯। জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছিল -- চীন
২০ । কাঁকন বিবি কে "বীর প্রতীক" উপাধি দেয়া হয়--উঃ১৯৯৬। তিনি -- খাঁসিয়া সম্প্রদায়ের
২১। পাঙন উপজাতি বাস করে -- মৌলভীবাজার।
২২. ECNEC এর বিকল্প চেয়ারম্যান -- অর্থমন্ত্রী।
--------------
মোঃ হারুন অর রশিদ