১. অক্ষির সমীপে > > সমক্ষ
২. অক্ষির অভিমুখে>> প্রত্যক্ষ
৩। অক্ষির অগোচরে>> পরোক্ষ
৪।চক্ষুর সম্মুখে সংঘটিত >>চাক্ষুষ
...
বাঘের চর্ম >> কৃত্তি
হরিণের চর্ম > অজিন
সাপের খোলস>> নির্মোক / কঞ্চুক
হরিণের চর্মের আসন>> অজিনাসন
...
গম্ভীর ধ্বনি>> মন্দ্র
আনন্দজনক ধ্বনি> নন্দিঘোষ
...
যে নারীর হাসি সুন্দর > >সুস্মিতা
যে নারীর হাসি কুটিলতাবর্জিত > শুচিস্মিতা
...
যা পূর্বে দেখা যায় নি > অদৃষ্টপূর্ব
যা পূর্বে ছিল এখন নেই > ভূতপূর্ব
যা পূর্বে কখনো হয় নি > অভূতপূর্ব
..
যা ক্রমশ বর্ধিত হচ্ছে>> বর্ধিষ্ণু
যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে> ক্ষীয়মাণ
ইন্দ্রকে জয় করেন যিনি > ইন্দ্রজিত্
ইন্দিয়কে জয় করেন যিনি > জিতেন্দ্রীঢ
..
ইতিহাস রচনা করেন যিনি > ঐতিহাসিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ?> ইতিহাসবেত্তা ।
...
ফল পাকলে যে গাছ মারা যায় > ওষধি
যেসব গাছে থেকে ঔষধ প্রস্তুতি হয়> ঔষধি।
...
আরো কিছু কনফিউশন সৃষ্টিকারী এককথায় প্রকাশ
১. কপালে আঁকা তিলক – রসকলি
২. কালো হলুদের মিশানো রং – কপিশ
৩. কাচের তৈরী ঘর - শিশমহল
৪. ক্রমশ নিচু – নাবাল
৫. ক্রমশ নিচু রাস্তা - চড়াই
৬. কামনা দূর হয়েছে যার - বীতকাম
৭. কৃত্রিম জলাশয় - পুষ্করিণী
৮. কুমুদশোভিত পুষ্করিণী – কৌমুদিনী
৯. কথায় কথায় যে কাঁদে - ছিঁচকাঁদুনে
১০. কথায় পটু - বাগীশ
১১. কবির পরিচয় জ্ঞাপক উক্তি – ভণিতা
১২. কুমারীর পুত্র – কানীন
১৩. কুবেরের ধন রক্ষক – যক্ষ
১৪. কচি তৃর্ণাবৃত ভূমি - শাদ্বল
১৫. কটিদেশের বস্ত্র,অলংকার প্রভৃতি – মেখলা
১৬. কনুই থেকে বদ্ধ মুষ্টি পর্যন্ত পরিমাণ – রত্নি
১৭. কুকুরের ডাক – বুক্কন
১৮. কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে - বীতশ্রদ্ধ
১৯. কোন বিষয়ে সম্পূর্ণ না জেনে সকল বিষয়ে কিছু
কিছু জানা - পল্লবগ্রাহিতা
২০. ক্রীড়নশীল তরঙ্গ - চলোর্মি
...
===========
যে বানানগুলো নিয়ে দ্বিধাগ্রস্ত বা দ্বন্দ্বে
থাকি....
=========================
অশুদ্ধ>শুদ্ধ
..................
ভূল>ভুল,
ব্যাঞ্জন>ব্যঞ্জন,
দন্দ্ব > দ্বন্দ্ব,
পরিক্ষা > পরীক্ষা,
পরিস্কার >পরিষ্কার,
পুরষ্কার>পুরস্কার,
আকষ্মিক> আকস্মিক,
কৌতুহল >কৌতূহল
,শুশ্রুষা>শুশ্রূষা,
সান্তনা> সান্ত্বনা,
মধুসুদন> মধুসূদন,
মুহুর্ত> মুহূর্ত,
মনিষী>মনীষী,
নুপুর>নূপুর
বেবধান > ব্যবধান,
বানিজ্য>বাণিজ্য,
উচ্ছাস> উচ্ছ্বাস,
উজ্জল> উজ্জ্বল,
শশ্মান>শ্মশান,
পূর্বাহ্ন>পূর্বাহ্ণ,
মধ্যাহ্ণ>মধ্যাহ্ন,
অপরাহ্ন> অপরাহ্ণ,
বিদ্যান>বিদ্বান,
আকাঙ্খা> আকাঙ্ক্ষা,
উচ্ছ্বল> উচ্ছল,
কুজ্জটিকা > কুজ্ঝটিকা,
চট্রগ্রাম> চট্টগ্রাম,
গড্ডালিকা> গড্ডলিকা,
ব্যপ্ত>ব্যাপ্ত,
নিরব> নীরব,
স্বরস্বতী>সরস্বতী,
দারিদ্র্যতা> দারিদ্র্য/ দরিদ্রতা