সভ্যতার ইতিহাস (বাওবি- বাংলাদেশ ও বিশ্ব) :
পর্ব - ১৬
প্রশ্ন: কোন নদীর তীরে শাং রাজারা সভ্যতা গড়ে তুলে?
উঃ হোয়াংহো।
প্রশ্ন: শাঙ যুগে কিসের জিনিস ব্যবহ্রত হত?
উঃ ব্রোঞ্জের।
প্রশ্ন: চীনা জনগোষ্ঠী মূলত কোন গোষ্ঠীর বংশোভূত?
উঃ মঙ্গোলীয়।
প্রশ্ন: ইজিয়ান সভ্যতা উঠেকোন অঞ্চলকে নিয়ে?
উঃ ইজিয়ন সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চল।
প্রশ্ন: ইজিয়ান সভ্যতার বিকাশ হয় কোন সময়কালে?
উঃ খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দে।
প্রশ্ন: ইজিয়ান সভ্যতার তথ্য কোথা থেকে পাওয়া যায়?
উঃ গ্রীক কবি হোমারের ইলিয়ড ও ওডেসী কাব্যে।
প্রশ্ন: ট্রয়, মাইসেনীয়, টিরিনস অঞ্চলের নগরীর ধ্বংসাবশেষ কে আবিস্কার করেন?
উঃ জার্মান পূরাতাত্ত্বিক হাইনরিখ শ্লিম্যান।
প্রশ্ন: ইউরোপের কোন অঞ্চলের মানুয়েরা প্রথম ধাতুর যুগে প্রবেশ করে?
উঃ পূর্ব বলকান অঞ্চলের মানুষ।
প্রশ্ন: কত খিষ্ট্রাব্দে ইজিয়ান সভ্যতার পতন ঘঠে?
উঃ ১২০০ খিষ্টপূর্বাব্দে।
প্রশ্ন: গ্রীক ও অগ্রীক সংস্কৃতির মিশ্রণে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে যে নতুন সংস্কৃতির জন্ম হয় তার নাম কি?
উঃ হেলেনিষ্টিক সংস্কৃতি।
প্রশ্ন: গ্রীকের ইতিহাসে ১১০০ থেকে ৭৫০ খিষ্ট্রপূর্বাব্দ পর্যন্ত সময়কাল কি নামে পরিচিত ছিল?
উঃ হোমারীয় যুগ।
প্রশ্ন: ইতিহাসের জনক বলা হয় কাকে?
উঃ গ্রীক ইতিহাসবেত্তা হেরোডোটাস।