০১. বাংলাদেশের 'স্মার্ট কার্ড' কোন দেশে তৈরি হয়.?
=ফ্রান্স।
-
০২. প্রথম কিন্ডার গার্ডেন স্কুল প্রতিষ্ঠাতা কে.?
=ফ্রোয়েবল।
-
০৩. চাঁদের সাথে কবিতার তুলনা করতে কোনটি প্রয়োজন.?
=উপমা।
-
০৪. বিশ্বের প্রথম প্রেসিডেন্ট কে.?
=জর্জ ওয়াশিংটন।
-
০৫. বিখ্যাত বাবরি মসজিদ কোথায় অবস্থিত.?
=অযোধ্যা, ভারত।
-
০৬. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা.?
=যশোর।
-
০৭. নেপালের জাতীয় পশুর নাম কী.?
=গরু।
-
০৮. জাতিসংঘের সদস্য দেশ কতটি.?
=১৯৩টি।
-
০৯. আন্তর্জাতিক সংগীত দিবস.?
=২১ জুন।
-
-
#বি দ্রঃ শেয়ার করতে ভুল করবেন না। লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।
শেষ