বিসিএস প্রিলি প্রস্তুতি
#বাংলা
#পত্রিকা, #সাময়িকী ও #সম্পাদক
---------------------
1. কোন পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়?
- বিজ্ঞান সেবধি
2. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
- দীনেশরঞ্জন দাশ
3. বঙ্কিমচন্দ্র সম্পাদিত 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশ কাল-
- ১৮৭২
4. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন-
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
5. বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি?
- সংবাদ প্রভাকর
6. ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- হুমায়ুন কবির
7. কাঙাল হরিণাথ সম্পাদিত পত্রিকার নামঃ
- গ্রামবার্তা প্রকাশিকা
8. বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
- বঙ্গদর্শন
9. " দিগদর্শন " কত সালে প্রকাশিত হয় ?
- 1818
10. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- মোহাম্মদ নাসির উদ্দীন
11. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?
- সমাচার দর্পণ
12. নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
- ধূমকেতু
14. বঙ্গ দর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
15. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
- উত্তরাধিকার
16. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
- দিক্দর্শন
17. ‘সুধাকর’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন-
- শেখ আব্দুর রহিম
18. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম সম্পাদিত হয়?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
#কালেক্ট এবং ইডিটেট