সাম্প্রতিক দর্পণ
আজ ১৭ সেপ্টেম্বর। ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য পদ লাভ করে | চলুন বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে রাখি ।
জাতিসংঘ ও বাংলাদেশ
০১। বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
= ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে [১৩৬ তম দেশ হিসেবে, ২৯ তম অধিবেশনে]।
০২। জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত?
= ০.০১ শতাংশ।
০৩। শেখ মুজিবর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেয় কবে?
= ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
০৪। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে
অংশগ্রহণ করে কবে?
= ১৯৮৮ সালে [ইরাক-ইরান মিশনে]।
০৫। জাতিসংঘের মোট কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেন?
= ৫ জন [১. কুর্ট ওয়াল্ড হেইম (১৯৭৩), ২. পেরেজ দ্য কুয়েলার (১৯৮৯), ৩. কফি আনান (২০০১), ৪. বান কি মুন (২০০৮, ২০১১), এন্তিনিও গুতেরেস (২০১৮)]।
০৬। বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদ (স্বস্তি পরিষদ) এর অস্থায়ী সদস্যপদ লাভ করে?
= ২ বার [ ১. ১৯৭৯-১৯৮০ সালে, ২. ২০০০-২০০১ সালে]।
০৭। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
= হুমায়ূন রশীদ চৌধুরী [৪১তম অধিবেশন, ১৯৮৬ সালে]।
০৮। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশী
সভাপতি কে?
= আনোয়ারুল করিম চৌধুরী [২০০১ সালে]।
০৯। জাতিসংঘে বাংলাদেশের ১ম স্থায়ী প্রতিনিধি কে?
= ড. এ. কে. এম আব্দুল মোমেন।
১০। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন কোন বাংলাদেশী?
= আমিরা হক।
১১। বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে?
= মাসুদ বিন মোমেন