Pages

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহকরী কম্পিউটার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহকরী কম্পিউটার

1.কোনটি শুদ্ধ বানান- প্রত্যুৎগমন

2. চাকু শব্দটি কোন ভাষা থেকে এসেছে- তুর্কি

3. বন্য শব্দটির চলিত রূপ কোনটি-  বুনো

4. নিচের কোন শব্দটির তদ্ভব- হাত

5. এতিমখানা কোন সমাস -তৎপুরুষ

6. ভানুমতির খেল প্রবচনটি বুঝায়- ভেলকিবাজি

7. ছেলেটি নয় যেন ননীর পুতুল এখানে যেন -অব্যয়

8. কোন বানানটি শুদ্ধ- স্বায়ত্তশাসন

9.কোন বানানটি শুদ্ধ- নিরীহ

10. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন -১৯১৩

11.দেয়াল গ্রন্থটির রচয়িতা কে- হুমায়ূন আহমেদ

12. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি- চোখের জল

13.  অবীরা বলতে কোন নারীকে বুঝায়-যার স্বামী ,পুত্র নেই

14. গণক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি- গণকী

15.বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি- বিদুষী

16. মানুষ মরণশীল, এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ- উভয়লিঙ্গ

17. কন্যা শব্দের সমার্থক কোনটি- তনয়া

18. জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কি- কুটিল বুদ্ধি

19. ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কী- সামান্য অর্থে

20.আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের  হাসি,  চরণটি কোন কবিতার- বিদ্রোহী

21. সংশপ্তক কোন জাতীয় গ্রন্থ- উপন্যাস

22. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি- মনস্+ ঈষা

23.উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি- উৎ+ জ্বল

24.ক্রিয়াপদের মূল অংশকে কি বলে- ধাতু

25. স্রোতস্বিনী শব্দের অর্থ কি -নদী

26. কোনটি বাতাসের প্রতিশব্দ নয়- অর্ণব

27. আসামির পক্ষের উকিল কে? এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে-সহায় অর্থে

28. এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার- পশুরী

29.যা লাফিয়ে চলে এক কথায় বলে-  প্লবগ

30.আলো শব্দের বিপরীত শব্দ কোনটি -তিমির

ইংরেজী অংশ সমাধানঃ

31. Which of the following spelling is correct? Ans: Bureaucracy

32. Which of the following spelling is correct? Ans: Guarantee

33. Synonym of depressed-Ans: Sad

34. Antonym of the word restrict? Ans: Allow

Fill in the blanks with appropriate words:

35. Four and four --- eight. Ans: makes

36. He made his children ___ their homework every afternoon. Ans: do

37. Bread is usually made --- wheat. Ans: of

38. Fifty miles ---- a long distance. Ans: is

39. His birthday is ---December. Ans: in

40. A slip of the tongue means- unintentionally

41. Which one is singular? Hypothesis

42. Feminine gender of wizard? Ans: Witch

43. Synonym of fidelity ? Ans: loyalty

44. Antonym of ingenious? incompetent

45. Find the miss-pelt word- Commitee ( Right- Committee)

46. Down to earth meaning? Realistic

47. Gulliver's Travels written by? Jonathan Swift

Choose the pair which is out of place? 

48. Humane/kind

49. Resolute/determined

Choose the correct sentences:

50. Correct sentence- Dina is taller than each of her four sisters.

গণিত লেখা দেখতে সমস্যা হচ্ছে তার পরেও আমরা আগামীকাল চেষ্টা করবো।

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

৮১. আন্তর্জাতিক নারী দিবস- ৮ মার্চ

৮২. কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে- ভারত ও মায়ানমার

৮৩. শহীদ বুদ্ধিজীবী দিবস-১৪ ডিসেম্বর

৮৪. হাতিরঝিলের নকশা পরিকল্পনাকারী-এহসান খান

৮৫. নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত কোনটি-টাঙ্গুয়ার হাওর

৮৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়- কালুরঘাট, চট্টগ্রাম

৮৭. ওয়ানগালা উৎসব কাদের- গারো

৮৮. HTML কখন ব্যবহার করা হয়- ওয়েব পেজ ডিজাইন

৮৯. কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে- বাইনারি

৯০. বাংলা ছোটগল্পের জনক বলা হয়-রবীন্দ্রনাথ ঠাকুর

৯১. জোয়ার ভাটা হয় না কোন নদীতে- গোমতী নদী

৯২. MS Word এর কোন মেনুতে Mail Merge থাকে? Mailings

৯৩. পোস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি- CTRL + S

৯৪. ইনপুট ডিভাইস-মাউস

৯৫. প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি- CTRL + P

৯৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছেন-চট্টগ্রামকে

৯৭. বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে- ১৯৭৬ সালে

৯৮. সংবিধান নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে- হাইকোর্টকে

৯৯. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থা কত- ৭ম

১০০. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর নিচের কোনটি - বেনাপোল।

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন