Pages

বাংলাদেশ বিষয়াবলী থেকে বিসিএস পরীক্ষায় আসা সকল প্রশ্নোওরসমূহ

#বাংলাদেশ বিষয়াবলী থেকে বিসিএস পরীক্ষায় আসা সকল প্রশ্নোওরসমূহঃ-
===================
১। শালবন বিহার কোথায় অবস্থিত? [৩৩ তম প্রিলিমিনারি] [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত।

২। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? [১৯ তম প্রিলিমিনারি] [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত।

৩। পাহাড়তলী কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য। এটি চট্টগ্রামে অবস্থিত।

৪। সন্তোষ কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কাগমারী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। এটি টাঙ্গাইলে অবস্থিত।

৫। ‘শেষের কবিতা’ কে লিখেছেন? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি কাব্যধর্মী উপন্যাস।

৬। ’ব্যাথার দান’ কে লিখেছেন? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী নজরুল ইসলাম। এটি একটি গল্পগ্রন্থ।

৭। জাতীয় ‘সংহতি দিবস’ কবে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ৭ নভেম্বর।

৮। জাতীয় ‘শোক দিবস’ কবে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ আগস্ট।

৯। রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়? [১০, ১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ জুলাই ১৯৫৩ সালে।

১০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬১ সালে।

১১। চন্দ্রঘোনা কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ বাঁশ ও কাঠ।

১২। পাকশী কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ আখের ছোবরা।

১৩। গারো উপজাতীয়রা কোথায় বসবাস করে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ময়মনসিংহে।

১৪। খাসিয়া উপজাতীয়রা কোথায় বসবাস করে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ সিলেটে।

১৫। পিএটিসি এর প্রধানক কর্মকর্তাকে কী বল হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ রেকটর।

১৬। বাংলাদেশ স্কাউটস এর প্রধান কর্মকর্তাকে কী বলা হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কমিশনার।

১৭। বাংলাদেশ বিমান সংস্থার নিয়ন্ত্রনকারী মন্ত্রণালয়ের নাম কী? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়।

১৮। চিনি ও খাদ্য সংস্থা কোন মন্ত্রণালয়ের অধিনে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ শিল্প মন্ত্রণালয়।

১৯। মুঘলরা ঢাকা শহরের নাম কী দেয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ জাহাঙ্গীরনগর।

২০। মুঘলরা চট্টগ্রামের কী নাম দেয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ইসলামাবাদ।

২১। BIISS এর পূর্ণরূপ কী? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ Bangladesh Institute of International and Strategic Studies.

২২। BIRDEM এর পূর্ণরূপ কী? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetic Endocrine and Metabolic Disorder.

২৩। বাংলাদেশে বর্তমানে মেডিকেল কলেজ কয়টি? [১০, ১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৮৩ টি। ২৯টি সরকারি এবং ৫৪ টি বেসরকারি।( এটির আপডেট লাগবে)

২৪। বাংলাদেশে বর্তমানে ক্যাডেট কলেজ কয়টি? [১০, ১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২ টি।

২৫। ’হারমণি’ লোকসাহিত্য সংকলনগ্রন্থের লেখক কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুহম্মদ মনসুর উদ্দীন।

২৬। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।

২৭। জয়দেবের কাব্যের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গীতগোবিন্দ।

২৮। শিল্প ও সাহিত্যের কোন শাখায় হুমায়ূন আহমেদ বিখ্যাত ছিলেন? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উপন্যাসে।

২৯। শিল্প ও সাহিত্যের কোন শাখায় এসএম সুলতান বিখ্যাত ছিলেন? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চিত্রকলায়।

৩০। ‘দুরন্ত’ এর ভাস্কর কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাশা।

৩১। ‘জননী’ এর ভাস্কর কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভিনসেন্ট ভ্যানগগ।

৩২। ‘হাজার বছর ধরে’ উপন্যাসের রচয়িতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জহির রায়হান।

৩৩। ‘অশ্রুমালা’ এর রচয়িতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ।

৩৪। সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১১তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভুটান আগে তারপর ভারত। (৬ ডিসেম্বর)।

৩৫। বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।

৩৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য্ কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্যার এ এফ রহমান।

৩৭। ঢাকার বিখ্যাত তাঁরা মসজিদের নির্মাতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মির্জা আহমেদ খান।

৩৮। ঢাকার বড় কাটারার নির্মাতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ সুজা।

৩৯। শাহ সুলতান বলখীর মাজার কোথায়? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে।

৪০। বাবা আদম শহীদের মাজার কোথায়? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বগুড়ার আদমদীঘিতে।

৪১। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাঙ্গামাটি।

৪২। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারায়নগঞ্জ।

৪৩। বাংলাদেশে নদীভিক্তিক থানা কয়টি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১০ টি।( আপডেট লাগবে)

৪৪। ‘শেষের কবিতা’ কোন শ্রেণির সাহিত্যকর্ম? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাব্যধর্মী উপন্যাস।

৪৫। ‘কালের কলস’ কোন শ্রেণির সাহিত্যকর্ম? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাব্যগ্রন্থ। লেখক আল মাহমুদ।

৪৬। জসীমউদদীন ব্যাতীত অন্য কোন দু’জন কবির কবিতায় বাংলার গ্রামজীবনের চিত্র রূপায়িত হয়েছে? উত্তরঃ জীবনানন্দ দাস ও বন্দে আলী মিয়া।

৪৭। ‘পদ্মাবতী’র রচয়িতা কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল, পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান।

৪৮। ‘জমিদার দর্পণ’ নাটকের রচয়িতা কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন।

৪৯। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ মইনুল হোসেন।

৫০। পাকিস্থান কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৩ সেপ্টেম্বর ১৯৭৪।

৫১। ঢাকা বিশ্ববিদ্যালযের প্রথম উপাচার্যের নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্যার পি. জে. হার্টজ।

৫২। কার্জন হল কখন নির্মিত হয়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি।

৫৩। ময়নামতি কেন বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রাচীন বৌদ্ধসভ্যতার জন্য।

৫৪। ১৯০৫ সালে ঢাকাকে রাজধানী করে যে নতুন প্রদেশ গঠিত হয় তার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পূর্ব বঙ্গ ও আসাম।

৫৫। নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের প্রাদেশিক গভর্নর কে ছিলেন? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্যার ব্যামফিল্ড ফুলার। (তখন সমগ্র ভারেতর গভর্নর ছিলেন—লর্ড কার্জন)

৫৬। বাংলাদেশের প্রধান দু’টি রপ্তানিপণের নাম কী কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তৈরি পোশাক ও পাট।

৫৭। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? [৩৭ তম প্রিলি] [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।

৫৮। বাংলাদেশের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ ভাগে।

৫৯। বাংলাদেশের জাতীয় স্মৃতিস্থম্ভ কয়টি? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫ টি।

৬০। কোন কোন পানিতে গলদা এবং বাগদা চিংড়ি চাষ করতে হয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্বাদু ও স্বচ্ছ পানিতে গলদা চিংড়ি এবং লবণাক্ত পানিতে বাগদা চিংড়ি চাষ কর হয়।

৬১। বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কয়টি? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১০ টি।

৬২। বাংলাদেশে মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪৫০ মাইল। (৭২৪ কি. মি.) ।

৬৩। সুন্দরবনের মোট আয়তন কত? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬০১৭ বর্গ কি. মি.।

৬৪। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ড. মুহম্মদ ইউনূস।

৬৫। বাংলাদেশের কোথায় সাদা মাটি পাওয়া যায়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটি পাওয়া যায়।

৬৬। জুটন কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার মিশ্রণে তৈরি কাপর। (আবিষ্কারক মুহম্মদ সিদ্দিকুল্লাহ)

৬৭। ইরাটম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইরাটম এক ধরনের ধান।

৬৮। বাংলাদেশে কত সালে কোন স্থানে প্রথম চায়ের চাষ শুরু হয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায়।

৬৯। বাংলাদেশের জাতীয় প্রতীক কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উভয়পাশে ধানের শীষ বেষ্ঠিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এর উপর পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয়পাশে দুটি করে তারকা।

৭০। মধুপুর গড় কোন কোন জেলায় রয়েছে? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় রয়েছে।

৭১। কোন জেলায় বার্ষিক বৃষ্টিপাত সর্বাধিক ? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মৌলবীবাজার জেলায়। (বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৫০০০ সেন্টিমিটার)।

৭২। প্রাচীন পুণ্ড্রবর্ধন বাংলাদেশের কোন কোন জেলার অংশ ছিলো? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর।

৭৩। বাংলাদেশের কোথায় সর্বাধিক বোরো ধান উৎপন্ন হয়? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিশোরগঞ্জ জেলায়।

৭৪। বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পুণ্ডনগর। বর্তমানে এটি বগুড়া জেলায় অবস্থিত।

৭৫। বাংলাদেশের কোন বৌদ্ধ পণ্ডিত তিব্বতে ধর্ম প্রচার করতে গিয়ে সেখানেই প্রাণত্যাগ করেন? [১৭ তম লিখিত]
উত্তরঃ অতীশ দীপঙ্কর। তার জন্মস্থান মুন্সীগঞ্জের বিক্রমপুরে।

৭৬। দিনাজপুর ও কুষ্টিয়া শহর কোন কোন নদীর তীরে? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দিনাজপুর পনর্ভবা ও কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত।

৭৭। NAPE কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ National Academy for Primary Education. – এটি ময়মনসিংহে অবস্থিত।

৭৮। বাংলা কার্টুন সিরিজ ‘মিনা’র নির্মাতা কে? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মোস্তফা মনোয়ার।

৭৯। একুশে ফেব্রুয়ারি বাংলা কোন মাসের কোন তারিখে আসে? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৮ ই ফাল্গুন।

৮০। লালবাগ কেল্লার নির্মাতা কে? [৩৬ তম প্রিলি] [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শাহজাদা আজম ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং শায়েস্তা খান শেষ করেন।

৮১। যমুনা সেতুর দৈর্ঘ্য কত কি. মি.? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪.৮ কি. মি.।

৮২। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কখন? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১ নভেম্বর ২০০৭।

৮৩। স্থানীয় সরকার কয় স্থর বিশিষ্ট? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩ স্থর। জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।

৮৪। ভাষা অন্দোলন ও ছয় দফা কর্মসূচি কখন হয়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাষা আন্দোলন ১৯৫২ সালে। ছয় দফা কর্মসূচি ১৯৬৬ সালে লাহোর।

৮৫। লালনগীতি কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মরমি বাউল লালন ফকির রচিত গীত গানকে লালনগীতি বলে।

৮৬। ময়মনসিংহ গীতিকা কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ময়মনসিংহ জেলার পূর্বাংশে নেত্রকোনা ও কিশোরগঞ্জের ভাটি অঞ্চেলে যে গীতিকার বিকাশ হয়েছিলো তাকে ময়মনসিংহ গীতিকা বলে। ময়মনসিংহ গীতিকার অন্তর্ভূক্ত গীতিকাগুলো হলো; মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান মদিনা ও দেওয়ান ভাবনা।

৮৭। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫০ টি।

৮৮। বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা আছে?
উত্তরঃ সংবিধানের তৃতীয় ভাগে ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্মন্ধে বলা হয়েছে।

৮৯। ‘ইনডেমনিটি’ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Indemnity এর অর্থ হলো; শাস্তি এড়াবার আইনী ব্যবস্থ। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা ও একই বছর কারাগারে ৪ নেতার হত্যার বিচার এড়ানোর জন্য ১৯৭৫ সালে এই ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি হয়। এটি বাতিল হয় ১৯৯৬ সালের ১২ ই জুন।

৯০। বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী আনা হয়েছে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬টি।

৯১। বাংলাদেশে সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাজিংডং বা বিজয়। এর উচ্চতা ১২৩১ মিটার। এটি বান্দরবন জেলায় অবস্থিত।

৯২। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিলেট বিভাগ।

৯৩। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাঙামাটি। আয়তন—৬১১৬ বর্গ কিলোমিটার।

৯৪। বঙ্গদেশে কবে আর্যদের আগমন ঘটে? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ খিস্টপূর্ব ১৪০০ বা ১৫০০ অব্দে আর্যগণ উপমহাদেশে আগমন করেন। তারও চৌদ্দশত বছর পর আর্যরা বঙ্গদেশে আগমন করেন।

৯৫। কোন মুসলিম শাসক সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন ইলিয়াস শাহ।

৯৬। মোঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সম্রাট আকবর।

৯৭। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন।

৯৮। বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কী? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বীরশ্রেষ্ঠ।

৯৯। DPT র পূর্ণরূপ কী? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Diphtheria, Pertussis, Titanus

১০০। TT এর পূর্ণরূপ কী? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Telephone and Telegraph

১০১। সংবিধানে রাষ্ট্রধমর্ম সম্পর্কিত বিধান কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবিধানের ২(ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মও সমমর্যাদা পাবে।

১০২। সংবিধানের প্রাধান্য সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৭ নং অনুচ্ছেদ।

১০৩। চলাফেরার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৬ নং অনুচ্ছেদ।

১০৪। সমাবেশ করার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৭ নং অনুচ্ছেদ।

১০৫। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা কী কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলাদেশের নাগরিক, ২৫ বছর বয়স ও ভোটার তালিকায় নাম থাকতে হবে।

১০৬। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা কী কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হলে, বিদেশি রাষ্ট্রের নাগরিক হলে ইত্যাদি।

#সংগৃহীত

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন