কবিতায় Stative Verb
(Verbs usually not used in Continuous Tense)
💕
কখনো ভালোবাসোনি
আমি শুনেছি (Hear), আমি জানি (Know), আমি বিশ্বাসও করি(Believe)
তুমি আমাকে কখনো ভালোবাসোনি(Love)।
একবার ও বুঝতে(Understand) চাও(Want) নি
কতটা বেশি পছন্দ করি (Like, Prefer)তোমায় অামি।
আমি মনে করি (Mind), আমি কল্পনা করি (Imagine)
তুমি শুধুই অামার(Have, Own)
কেনো তুমি বোঝ (Understand) না
তোমার ভালোবাসা আমার কতটা দরকার (Need)।
মনে হয় ( Seem, Appear) ঘৃণা কর (hate) আমায় তুমি
তবুও শয়নে স্বপনে (Dream) অনুভব করি(Feel) তোমায় আমি।
ভুল হলে ক্ষমা করে (Forgive) দিও
তোমার ভালবাসা(Love) ছাড়া মনটা কিছুই বুঝতে(Understand) চায় (Want) না।
যেখানেই থাকো তুমি
সুখে থেকো, ভালো থেকো
এটাই অামার একমাত্র কামনা।(Wish, Desire)
💕💕💕💕💕