Pages

ইংরেজি সাহিত্যে Literary Terms

✅ ইংরেজি সাহিত্যে Literary Terms থেকে ১ মার্কস আসেই । চলুন সহজ ও প্রাঞ্জল ভাষায় দেখে নিই ।

রচনায়ঃ #S M Shamim Ahmed
Source:#A_Gateway_to_English_Literature 
কার্টেসি ছাড়া পোস্ট করা থেকে বিরত থাকুন ।। 

পর্ব→ ২
✅ ✅ Anaphora:
(পর পর দুই লাইনে একই শব্দের ব্যবহারকে Anaphora বলে।)

(The Repetition of a word or phrase at the beginning of two r more succesive line is known as Anaphora.)

উদাহরণঃ
১. So long as men can breathe or eyes can see,
So long lives this, and this gives life to thee.
→ William Shakespeare (Sonnet-18)

২.“Tell them to be good, tell them to follow their elders, and tell them to mind their manners.”

৩."Five summers, with the length of
Five long winters! and again I hear these waters…”
→ William Wordsworth (Tintern Abbey)

৪. কবি কাজী নজরুল ইসলমের গানে  →
তোমার আছে হাসি, আমার আঁখিজল,
তোমার আছে চাঁদ, আমার মেঘ- দল,
তোমার আছে ঘর, ঝড় আমার সাথী।
শূন্য করি মোর মনের বন-ভূমি
সেজেছ সেই ফুলে রাণীর সাজে তুমি।।

৪. আমার নিজের লেখা কবিতায় যদি বলিঃ
তোমার ভালোবাসার তরে~~
তোমার ভালোবাসার তরে হব আমি কবি
তোমার ভালোবাসার তরে জীবন দিব জলাঞ্জলি।

✅  ✅ Paradox:
Paradox হলো এমন একটি বাক্য যা দেখা মাত্র আপনি confused হয়ে যাবেন মনে হবে এ Information টি ভুল। কিন্তু যখন গভীরভাবে চিন্তা করবেন তখন মনে হবে না ঠিকই তো আছে। এ জাতীয় expression গুলোই Paradox. (A self contradictory statement that hides a rational meaning.)

আরো সহজ করে বলি, আপনি ভাবছেন এক, আসলে বিষয়টা আরেক,এই প্যারার নাম Paradox.

#মনে_রাখার_সহজ_উপায়ঃ মনে রাখবেন paradox এর সাথে বাংলা প্যারা কথাটার মিল আছে অর্থাৎ যে বিষয় আপনাকে প্যারা দিবে তাই Paradox.

►►Example:
► Child is the father of man.( শিশুটি হল লোকটির বাবা।)
{(৩৬তম বিসি্এস)}
(এটি Wordsworth এর কবিতা 'My Heart Leaps Up When I Behold' থেকে নেয়া )
প্রথমে দেখে বাক্যটিকে ভুল ও অবিশ্বাস্য মনে হবে। কারণ আপাতদৃষ্টিতে কোন ছেলে বাবা হতে পারেনা। কিন্তু যখন আমরা গভীরভাবে চিন্তা করব তখন সত্যটি খঁজে পাব । কবি বলতে চেয়েছেন আজকের শিশুরাই আগামীদিরে প্রাপ্তবয়স্ক মানুষ।অর্থাৎ,ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে । তাই Paradox.

ঠিক একই কথা বলেছেন বাঙালি কবি গোলাম মোস্তফা, তিনি বলেছেন,
" ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে,
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।”
~~ গোলাম মোস্তফা।

►►More_examples:
➢Sweet are the uses of adversity. (দুঃখের পয়োজনীয়তা মধুর।)
More haste, less speed. ( যত বেশি তাড়াহুড়া তত বেশি পিছিয়ে পড়া ।)
➢I must be cruel only to be kind. (Hamlet)
Wise fool.
এবার আরো সহজ করে একটা উদাহরণ দেবার চেষ্টা করিঃ

ধরুন, আপনার প্রিয়তমা রিকশায় করে একটা হ্যান্ডসাম ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে । আপনি গোপনে দেখে ভাবছেন, সে নতুন করে প্রেম করছে। কিন্তু আসলে তারা ভাই-বোন । আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।

✅ ✅ Oxymoron
ইংরেজি oxymoron শব্দটি , গ্রীক শব্দ oxis এবং moros থেকে ১৬৫৭ সালে প্রথমবারের মত শব্দটি ইংরেজিতে প্রচলিত হয়েছে। oxis অর্থ "sharp, keen, pointed" (ধারাল,জ্ঞানী, তীব্র),
আর moros অর্থ "dull, stupid, foolish" (আহাম্মক, বোকা ) ।
অর্থাৎ Oxymoron এর অর্থ দাঁড়ালো ___
"sharp-dull",
"keenly stupid", or
"pointedly foolish"

#The word oxymoron is itself an example of an oxymoron.

Oxymoron শব্দটি একবচন। আর এর বহবচন হল Oxymora.
Oxymoron এর আধুনিক অর্থ দাঁড়িয়েছে - এমন সব শব্দগুচ্ছ (সাধারনত দুই শব্দ) যেগুলো ভীষনভাবে পরষ্পর বিরোধী।
অর্থাৎ দুটি পরস্পর বিরোধী শব্দ একটি মাত্র অভিব্যক্তিতে আবদ্ধ করে একটি ধাঁধার ভাব কল্প তৈরী করা হয় তাকে oxymoron. বলে।

#সহজ_কথায়, Oxymoron হল পরস্পর বিরোধী শব্দ।
উদাহরনঃ
Dark light ,
Living dead,
Guest host,
wise fool,
cruel kindness,
eloquent silence etc.

Oxymoron গুলো সাধারনত Metaphysical poetry ব্যবহার করা হত। এছাড়া বর্তমানেও কবিতায় এটা ব্যবহার হয়।

উদাহরনঃ
A careless shoe-string, in whose tie
I see a wild civility
→(Delight in Disorder, by Robert Herrick)

আবার আমার নিজের লেখা একটা কবিতার ভাষায় বলি,
➢ "বিরহের পর বিরহের মিলন,
কতনা যাতনা সইল আমার অবুঝ মন।"

~~এস,এম, শামীম আহম্মেদ (বিরহের মিলন)

এখানে #বিরহের_মিলন পরস্পর বিরোধী শব্দ। তার মানে এটা স্পষ্টত Oxymoron এর উদাহরণ।

♦♦More Examples:
And unfaithful faith kept him true, falsely.
☆ He is a wise fool
এখানে wise fool পরস্পর বিরোধী ।

আরও উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার হবে
All the politicians agreed to disagree. (agreed & disagree )
Their marriage is now an open secret .( open & secret )
He is regularly irregular in attending class (regularly & irregular )

উপরের বাক্যগুলো পড়ে সহজেই অনুমান করা যায় ,
শব্দগুলো পরস্পর বিরোধী । তাই এগুলো oxymoron এর উদাহরন।

#Happy_Leaning
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন