Pages

বাংলা সাহিত্য সাবজেক্ট ফাইনাল পরীক্ষার উত্তর।। Bangla Literature Subject Final Test

বাংলা সাহিত্য সাবজেক্ট ফাইনাল পরীক্ষার উত্তর

১। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি?
ক. নারীর মূল্য 
খ. রায়তের কথা 
গ. তেল নুন লাকড়ী 
ঘ. বীরবলের হালখাতা 
উত্তর : ঘ
২। ফোর্ড উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন ?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 
খ. চণ্ডীচরণ মুন্সী
 গ. রামরাম বসু 
ঘ.গোলকনাথ শর্মা 
উত্তর : ক
৩। তাম্বুল রাতুল হইল অধর পরশে - অর্থ কী ?
ক. ঠোঁটের পরশে পান লাল হল 
খ. পানের পরশে ঠোঁট লাল হল 
গ. অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম হলো 
ঘ. অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল। 
উত্তর : ক
৪। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
ক. চম্পাবতী
 খ.বিরহ বিলাপ
গ. গঙ্গামনি 
ঘ. লাজুকতা
উত্তর : খ
৫। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্য নতুন যুগের সূচনা হয় ?
ক. ভ্রান্তিবিলাস 
খ. বেতাল পন্চবিংশতি
গ. প্রভাবতী সম্ভাষণ
 ঘ. সংস্কৃত সাহিত্যের ইতিহাস 
উত্তর : খ
৬। ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
ক. শকুন্তলা 
খ. সীতার বনবাস
গ. বর্ণপরিচয়
 ঘ. ভ্রান্তিবিলাস 
উত্তর : গ
৭। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মন্চে ছুঁডে মেরেছিলেন ?
ক. সধবার একাদশী 
খ. জামাই বারিক
গ. নীলদর্পণ
 ঘ. লীলাবতী
উত্তর : গ
৮। দ্বিজ কানাই রচিত " মহুয়া" পালাটি কে সংগ্রহ ও বর্ণনা করেছেন ? 
ক.দীনেশচন্দ্র সেন 
খ. জসিমউদ্দীন
গ. চন্দ্র কুমার দে 
ঘ. মীর মশাররফ হোসেন 
উত্তর : খ 
৯। পূর্ববঙ্গ গীতিকা তে কতটি পালা ছিল ? 
ক. ২৩টির 
খ. ৫০ টির অধিক
গ. ২৫টি 
ঘ. ৩০টি
উত্তর : খ
১০। সনকা কোন কাব্যের চরিত্র ? 
ক. ধর্মমঙ্গল 
খ. মনসামঙ্গল
গ. চণ্ডীমঙ্গল
 ঘ. অন্নদামঙ্গল
উত্তর : খ 
১১।শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বঙ্গীয় সাহিত্য পরিষদ কবে প্রকাশ করে ? 
ক. ১৯০৭ সালে 
খ. ১৯১৬ সালে 
গ. ১৯১০ সালে 
ঘ. ১৯২১ সালে 
উত্তর : খ
১২। চর্যাপদের বাঙালি কবি কে ? 
ক. শবর পা 
খ. লুইপা
গ. ভুসুকাপা 
ঘ. কাহ্নপা 
উত্তর : খ
( নোট: ভুসুকা নিজেকে বাঙালি হিসেবে দাবি করেন , শবরপা চর্যার বাংলাদেশের কবি )
১৩। চর্যাপদের কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে ? 
ক. শবর পা
 খ. লুইপা
গ. ভুসুকাপা 
ঘ. কাহ্নপা
উত্তর ; ঘ 
১৪। চর্যাপদের যেসব কবি পদ রচনা করেছেন তাদের কী বলে ? 
ক. মহাসিদ্ধ 
খ. সহজিয়া বৌদ্ধ
গ. ক ও খ
 ঘ. বাউল
উত্তর : গ 
১৫।সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন কে ? 
ক. মুনীদত্ত
 খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. সুনীতিকুমার
 ঘ. সুকুমার সেন 
উত্তর ; খ
১৬। বাংলা সাহিত্যের "খাঁটি বাঙালি কবি " কে ?
ক. জীবনানন্দ দাশ
 গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. জসিমউদ্দিন
 ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 
উত্তর :খ 
১৭ । বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
ক. ইরাবতি 
খ. কামরুন্নেছা
গ. ফয়জুন্নেসা 
ঘ. চন্দ্রাবতী
উত্তর : ঘ
১৮। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
ক. পদ্মাবতী 
খ. সয়ফুলমুলক বদিউজ্জামান
গ. শ্রীকৃষ্ণকীর্তন 
ঘ. ইউসুফ জুলেখা
উত্তর : গ
১৯। সাহিত্যের মধ্যযুগের সময়কাল কত?
ক. ৬৫০-৯৫০ খ্রি. 
খ. ৬৫০-১২০১ খ্রি.
গ. ৯৫০-১২০০ খ্রি.
 ঘ. ৬৫০-১২০০ খ্রি.
উত্তর : গ
২০। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি?
ক. বৃত্রসংহার কাব্য
 খ. মেঘনাধ বধ
গ. মহাশ্মশান 
ঘ. মহাভারত
উত্তর : খ
২১। চর্যাপদের কত নং পদে পদ্মা নদীর নাম পাওয়া যায়??
ক. ৪৯ 
খ. ৪৫
গ. ৩৩
ঘ) ১৯
উত্তর : ক
২২। পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতি ব্যবহার করেন কোন বাঙালি?
ক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ। রাজা রামমোহন রায়
গ। বঙ্কিম চন্দ্র
ঘ। প্রমথ চৌধুরী 
উত্তর : খ
২৩। উপমহাদেশ' কী ভিত্তিক উপন্যাস? 
ক) ভাষা আন্দোলন 
খ) মুক্তিযুদ্ধ 
গ) গণ আন্দোলন 
ঘ) ৭০ এর নির্বাচন 
উত্তর ঃ খ

২৪। নাথ সাহিত্যের প্রধান কবি কে ? 
ক. শেখ ফয়জুল্লাহ
 গ. মীনচেতন 
খ. বিজয়গুপ্ত 
ঘ. বিপ্রদাশ পিপিলাই
উত্তর ;ক 
২৫। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ?
ক. সৈয়দ সুলতান 
খ. ফকির গরীবুল্লাহ
 গ. হায়াত মামুদ 
ঘ. শেখ ফয়জুল্লাহ 
উত্তর :খ 
২৬। বাংলা সাহিত্যের দত্ত কুলোদ্ভব কবি কে ?
ক. সতেন্দ্রনাথ দত্ত 
খ. সুধীন্দ্রনাথ দত্ত 
গ. মাইকেল মধুসূদন দত্ত
 ঘ. অজিদ দত্ত 
উত্তর : গ 
২৭। প্রথম চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন ?
ক. উপন্যাস ইতিহাস বর্জনে 
খ. সাহিত্যে মুসলিম চরিত্র সৃষ্টি 
গ. চলিত ভাষার ব্যবহারে
 ঘ. গদ্য কবিতা রচনা 
উত্তর : গ
২৮। জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস কোনটি ?
ক. রাখালী 
খ. ধানক্ষেত 
গ. বালুচর 
ঘ. মাল্যদান 
উত্তর : ঘ
২৯। জাতীয় কবির গানের সংকলন কোনটি ?
ক. বেণু ও বীণা 
খ. চন্দ্রবিন্দু
খ, স্মরগরল
 ঘ. নিশান্তিকা 
উত্তর : খ
৩০। বাংলাদেশ কবিতাটি কার লেখা ?
ক. আহসান হাবীব 
খ .শামসুর রাহমান
গ.অমিয় চক্রবর্তী 
ঘ. ফররুখ আহমদ 
উত্তর : গ
৩১। তেল নুন লাকড়ি -প্রবন্ধটি কার ?
ক. বঙ্গিম চন্দ্র 
খ. প্রমথ চৌধুরী 
গ. প্রমথনাথ বিশি
 ঘ. কাজী মোতাহার হোসেন চৌধুরী
উত্তর ; খ
৩২।বাংলা সাহিত্যের গানের বুলবুল খ্যাত কে ? 
ক. কাজী নজরুল ইসলাম
 খ. রবীন্দ্রনাথ ঠাকুর 
গ. বিহারী লাল চক্রবর্তী
 ঘ. এ্যান্টনি ফিরিঙ্গি
উত্তর : ক 

৩৩। বাংলা সাহিত্যের ত্রয়ী ঔপন্যাসিক কে?
ক) মানিক, বিভূতি, তারাশংকর
খ) শরৎ, রবি, নজরুল
গ) বুদ্ধদেব, বঙ্কিম, প্রমথ 
ঘ) কোনটিই নয় 
উত্তর: ক
৩৪। উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
ক. নাটক 
খ. কাব্য
গ. গীতি কবিতার সংকলন
 ঘ. আত্মজৈবনিক উপন্যাস
উত্তর : ঘ
৩৫। বাংলা গদ্য চলিত রীতি প্রবর্তনে কোন পত্রিকার অবদান রয়েছে?
ক. মোহাম্মদি 
খ. লাঙ্গল
গ. সবুজপত্র 
ঘ. বেগম
উত্তর : গ

৩৬। কোন রোগে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম মানসিক ভারসাম্য হারিয়ে সাহিত্য কর্ম থেকে বিরত থাকে ?
ক. চিকেন পক্স
 খ. পিক্স ডিজিস
গ. নিউরোসিস 
ঘ. সাইকোসিস
উত্তর : খ

৩৭। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস আনোয়ার পাশার " রাইফেল রুটি আওরাত " এর কেন্দ্রীয় চরিত্র কে ? 
ক. সুদীপ্ত শাহীন 
খ. রুমি 
গ. মাহবুব 
ঘ. আসলাম 
উত্তর : ক
৩৮। স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি ? 
ক. বাংলাদেশ (অমিয় চক্রবর্তী 
খ. জাগ্রত বাংলাদেশ ( আহমদ ছফা )
গ. দুর্মর(সুকান্ত) 
ঘ. স্বাধীনতা তুমি ( শামসুর রাহমান )
উত্তর : খ
৩৯। জসীমউদ্দীন রচিত উপন্যাস কোনটি?
ক. বাঁধনহারা
 খ. মধুমালা
গ. বোবাকাহিনী 
ঘ. মাটির কান্না 
উত্তর : গ
৪০। দেনাপাওনা গল্পগ্রন্থটি কে লিখেছেন?
ক. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় 
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মীর মোশাররফ হোসেন
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : খ
৪১। বিখ্যাত ‘কবিতা’ বুদ্ধদেব বসুর কী ধরনের প্রকাশনা?
ক. কাব্য
 খ. প্রবন্ধ
 গ. উপন্যাস 
ঘ. পত্রিকা
উত্তর : ঘ
৪২।‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’ - পঙক্তিটি কোন কবিতার ?
ক. আবার আসিব ফিরে 
খ. বনলতা সেন
গ. রূপসী বাংলা 
ঘ. বাংলাদেশ
উত্তর : গ
৪৩। কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস কোনটি?
ক. ব্যাথার দান
 খ. বাঁধনহারা
গ. তুর্কমহিলার ঘোমটা খোলা 
ঘ. ঝিলিমিলি
উত্তর : খ
৪৪। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রকাশিত হয় ?
ক. ১৯২৩
 খ. ১৯২৪
গ. ১৯২৫ 
ঘ. ১৯৩০
উত্তর : ক
৪৫। ’ধীরে বহে মেঘনা’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. চাষী নজরুল ইসলাম
 খ. সুভাষ দত্ত
 গ. খান আতাউর রহমান
 ঘ. আলমগীর কবীর 
উত্তর : ঘ
৪৬। বিষবৃক্ষ 'উপন্যাসের চরিত্র কোনটি ?
(ক)কুন্দনন্দিনী
(খ)শ্যামাসুন্দরী
(গ)বিমলা
(ঘ)রোহিনী
উত্তর : ক
৪৭। প্রবোধকুমার কোন সাহিত্যেকের প্রকৃত নাম ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
 খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 ঘ. বুদ্ধদেব বসু 
উত্তর : ক
৪৮। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি ?
ক. অবরোধবাসিনী 
খ. পদ্মরাগ
গ. সুলতানার স্বপ্ন
 ঘ. মতিচুর 
উত্তর : ক
৪৯। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ?
ক. আমি বিজয় দেখেছি 
খ. একাত্তরের দিনগুলি 
গ. কী চাহ শঙ্খচিল 
ঘ. তরঙ্গভঙ্গ 
উত্তর : গ
৫০। আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে ?
ক. বিহারীলাল চক্রবর্তী 
খ. গোবিন্দচন্দ্র দাস
গ. মোজাম্মেল হক 
ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার 
উত্তর : ক 
৫১। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত ছিলেন ?
ক. ত্রিশ দশকের 
খ. পঞ্চাশ দশকের 
গ. ষাট দশকের 
ঘ. চল্লিশ দশকের 
উত্তর : ক

৫২। ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর । একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ ।’ রচয়িতা কে ?
ক. নির্মলেন্দ গুণ 
খ. সিকান্দার আবু জাফর
 গ. শামসুর রাহমান 
ঘ. হায়াৎ মাহমুদ 
উত্তর : গ
৫৩। 'এসো বিজ্ঞানের রাজ্যে' লেখক কে?
ক) ড. জাফর ইকবাল 
খ) অধ্যাপক আনিসুজ্জামান 
গ) মানিক বন্দ্যোপাধ্যায় 
ঘ) আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিন
উত্তর; ঘ
৫৪। কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন?
ক) বিদ্রোহী 
খ) আনন্দময়ীর আগমনে 
গ) অগ্নিবীণা 
ঘ) ভাঙার গান
উত্তর: খ
৫৫। 'অক্টোপাস' উপন্যাসটি কার রচনা?
ক) শামসুর রাহমান 
খ) কালীপ্রসন্ন সিংহ 
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রেভারেন্ড লঙ
উত্তর: ক
৫৬।  'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলক?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর: খ
৫৭। রাইফেল রুটি আওরাত উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায় ?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) পুলিশ লাইন্স
গ) সাভার 
ঘ) গাজীপুর
উত্তর: ক
৫৮। ‘ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রুপ – কে বলেছেন ?
ক) ড. নিলীমা ইব্রাহিম 
খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ) মুনীর চৌধুরী
ঘ) ড. আহমদ শরীফ
উত্তর: গ
৫৯। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠা করেন ?
ক) ১৯০০
খ) ১৯০১
গ) ১৯০২
ঘ) ১৯০৩ 
উত্তর: খ
৬০। বিবি কুলসুম কার রচনা?
ক)কাজী নজরুল ইসলাম 
খ) কাজী ইমদাদুল হক ’
গ) মীর মশাররফ হোসেন 
ঘ) কায়কোবাদ
উত্তর: গ
৬১। আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না ।’- এ উক্তিটি করেছেন 
ক)কাজী নজরুল ইসলাম 
খ) রবীন্দ্রনাথ ঠাকুর 
গ) মীর মশাররফ হোসেন 
ঘ) কায়কোবাদ
উত্তর: খ
৬২। হুতোমী গদ্যের লেখক কে ?
ক) টেকচাঁদ ঠাকুর
খ) কালীপ্রসন্ন সিংহ
গ) ভানুসিংহ ঠাকুর
ঘ) দীনবন্ধু মিত্র 
উত্তর: খ
৬৩। সোনার তরী কাব্যটি রবীন্দ্রনাথ কোথায় লেখেন ?
ক) শাহজাদপুর 
খ) শিলাইদহ
গ) মনপুরা
ঘ) পতিসর
উত্তর: খ
৬৪। জীবনানন্দ দাশ কবে মৃত্যুবরণ করেন ?
ক) ১৮৮৯
খ) ১৯৭৬
গ) ১৯৫৪
ঘ) ১৮৯৮
উত্তর: গ
৬৫। কাজী নজরুল ইসলামকে ভারত সরকার পদ্মভূষণ পদক প্রদান করে কবে ?
ক) ১৯৭২
খ) ১৯৩৬
গ) ১৯৬০
ঘ) ১৯৭৬
উত্তর: গ
৬৬। কতবছর বয়সে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান ?
ক) ৫৬
খ) ৫৫
গ) ৫২
ঘ)৫৭
উত্তর: গ
৬৭। কতসালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় ‘জগত্তারিণী’ পদক লাভ করেন ?
ক) ১৯১৬
খ) ১৯২৩
গ) ১৯৩৩
ঘ) ১৯০৩
উত্তর: খ
৬৮। শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
ক) বিধ্বস্ত নীলিমা 
খ) কালের ধূলোয় লেখা
গ) নিজ বাসভূমে 
ঘ) বন্দী শিবির থেকে
উত্তর: খ
৬৯। থালা-বাটি কম্বল, জেলখানার সম্বল। বঙ্গবন্ধুর উক্তিটি কোন গ্রন্থের ?
ক) অসমাপ্ত আত্মজীবনী 
খ) নয়া চীন ভ্রমন
গ) কারাগারের রোজনামচা
ঘ) কোনোটিই নয় 
উত্তর: গ
৭০। ‘ফিরিয়া ফল কী ? পৃথিবীতে কে কাহার ?’ উক্তিটি কোন গল্পের ?
ক) মহেশ 
খ) পোস্টমাস্টার 
গ) জলসাগর
ঘ) প্রাগৈতিহাসিক
উত্তর: খ
৭১। বাংলাদেশের নাটকে ‘বর্ণনাত্মক রীতি’র সার্থক প্রয়োগ ঘটান কে?
ক) আব্দুলাহ আল মামুন
খ) মামুনুর রশীদ
গ) নাসির উদ্দিন ইউসুফ 
ঘ) সেলিম আল দীন
উত্তর: ঘ
৭২। রবীন্দ্রনাথ ঠাকুরের ’মুক্তধারা’ কী?
ক) কাব্য 
খ) নাটক
গ) প্রবন্ধ
ঘ) নৃত্যনাট্য
উত্তর: খ
৭৩। মহাপৃথিবী কার কাব্যগ্রন্থ ?
ক) গোলাম মোস্তফা
খ) জসীমউদদীন 
গ) ফররুখ আহমদ 
ঘ) জীবনানন্দ দাশ 
উত্তর: ঘ
৭৪। পরানের গহীন ভিতর ‘ কাব্যটির কার ?
ক) শওকত ওসমান
খ) আহসান হাবীব
গ) সৈয়দ শামসুল হক 
ঘ) শহীদ কাদরী 
উত্তর: গ
৭৫। জসীমউদদীন রচিত বিখ্যাত ‘রুপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক) রাখালী
খ) নকশী কাঁথার মাঠ
গ) বালুচর
ঘ) ধানক্ষেত
উত্তর:খ
৭৬। বেগম রোকেয়ার উপন্যাস কোনটি?
ক) সুলতানার স্বপ্ন
খ) মতিচুর
গ) পদ্মরাগ
ঘ) অবরোধবাসিনী 
উত্তর: গ
৭৭।সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্করের উপন্যাস 
ক) অরণ্যবহ্নি
খ) আরণ্যক
গ) অরণ্যের অধিকার
ঘ) অরণ্যবাস
উত্তর: ক
৭৮। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘রাজসিংহ’ একটি
ক) গল্পগ্রন্থ
খ) মিথ-আশ্রয়ী উপন্যাস
গ) ঐতিহাসিক উপন্যাস
ঘ) রম্যরচনা
উত্তর: গ
৭৯ । ড. মুহম্মদ শহীদুল্লাহ মতে, চর্যাপদের ভাষা কী?
ক) আলো আঁধারি ভাষা
খ) সান্ধ্য ভাষা
গ) অসমিয়া
ঘ) বঙ্গ কামরূপী
উত্তর: ঘ
৮০। জীবনানন্দ দাশের কাব্য প্রতিভাকে 'চিত্ররূপময়' বলেছেন কোন কবি?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর 
খ. বুদ্ধদেব বসু
গ. নজরুল ইসলাম
 ঘ. কায়কোবাদ
উত্তর ; ক
৮১। 'শুক পাখি' কোন কাব্যের চরিত্র?
ক. পদ্মাবতী 
খ. ইউসুফ জুলেখা
গ. লাইলী-মজনু 
ঘ. সতীময়না-লোরচন্দ্রানী
উত্তর : ক
৮২। আখতারুজ্জামানের ‘চিলে কোঠার সেপাই’ উপন্যাসটি প্রক্ষাপট কী ?
ক. পঞ্চালের দুর্ভিক্ষ
 খ. ভাষা আন্দোলন 
গ. মুক্তিযুদ্ধ 
ঘ. ‘৬৯ এর গণঅভ্যুত্থান 
উত্তর : ঘ
৮৩।মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য 
খ. প্রবন্ধ 
গ. উপন্যাস
 ঘ. নাটক 
উত্তর : গ
৮৪। বাঙালি ও বাঙা সাহিত্য' গ্রন্থের রচয়িতা 
ক. মুহম্মদ শহীদুল্লাহ 
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. সৈয়দ আলী আহসান
ঘ.আহমদ শরীফ 
উত্তর ঘ
৮৫। বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো?
ক. আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম
খ. বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, রাজসিংহ
গ. মৃণালিনী, দুর্গেশনন্দিনী, ইন্দিরা
ঘ. বিষবৃক্ষ, ইন্দিরা, সীতারাম
উত্তর : ক
৮৬। মুক্তিযুদ্ধভিত্তিক ‘ক্ষুদে সোশ্যালিস্ট’ গ্রন্থটির রচয়িতা কে ?
ক. শওকত ওসমান 
খ. সৈয়দ সামছুল হক 
গ. আনোয়ার পাশা 
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস 
উত্তর : ক
৮৭। নীল দংশন" ও "নিষিদ্ধ লোবান" মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দুটির লেখক?
ক. শওকত ওসমান 
খ. সৈয়দ সামছুল হক 
গ. আনোয়ার পাশা 
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস 
উত্তর : খ
৮৮। ‘ নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা"
পংক্তিটি কার?
ক. রামনিধি গুপ্তের
খ. গোলাম মোস্তফা 
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. মীর মশাররফ হোসেন 
উত্তর : ক
৮৯। ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ কার লেখা?
ক. হুমায়ুন আজাদ 
খ. নির্মলেন্দু গুণ
গ. রফিক আজাদ
ঘ. আহমদ ছফা
উত্তর : ক
৯০। সতীশ, সাবিত্রী , কিরণময়ী চরিত্রত্রয় কোন উপন্যাসের ?
ক. গৃহদাহ
খ. দেবদাস
গ. শ্রীকান্ত
ঘ. চরিত্রহীন
উত্তর: ঘ
৯১। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' প্রকাশিত হয়_
ক. ১৮৫৭ 
খ. ১৮৬১
গ. ১৮৫৮
 ঘ. ১৮৫৯
উত্তর : গ
৯২। নকশী কাঁথার মাঠ' ইংরেজিতে অনুবাদ করেন_
ক. ডবি্লউ বি ইয়েটস 
খ. ই এম মিলফোর্ড
গ. জি বি শ
 ঘ. ই এম ফরস্টার
উত্তর :খ

৯৩) 'মেঘনাদবধ কাব্য' কত সালে প্রকাশিত হয় ?
ক. ১৮৪৮ সালে 
খ. ১৮৬১ সালে
গ. ১৮৩৯ সালে
 ঘ. ১৮৬০ সালে
উত্তর; খ
৯৪) 'বীরাঙ্গনা কাব্য' মধুসূদনের কোন ধরণের সৃষ্টিকর্ম?
ক. কাব্যগ্রন্থ 
খ. গল্পগ্রন্থ 
গ. পত্রকাব্য
 ঘ. সাধন সংগীত
উত্তর: গ
৯৫) স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো-- কোন কবির রচনা??
ক) আহসান হাবীব 
খ) রফিক আজাদ
 গ) নির্মলেন্দু গুণ 
ঘ) শামসুর রহমান 
উত্তর: গ
৯৬)বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব’ বলা হয় 
ক. রবীন্দ্র যুগের কবিদের 
খ. চল্লিশের দশকের কবিদের
 গ. পঞ্চাশের কবিদের 
ঘ. ত্রিশ দশকের কবিদের
উত্তর ;ঘ 
৯৭)বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ’ এর সর্গ কতটি ?
ক. ১২ 
খ. ৯টি 
গ. ১১টি 
ঘ. ১০টি 
উত্তর : খ 
৯৮) মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধ’ র পর্ব কতটি ?
ক. ১৩ 
খ. ২টি
 গ. ৪টি
 ঘ. ৩টি 
উত্তর : ঘ
৯৯)তত্ত্ববোধিনী পত্রিকাটি কবে ১ম প্রকাশিত হয় ?
ক. ১৯৪৩ 
খ. ১৮৩৪ 
গ. ১৮৪৩ 
ঘ. ১৯৩৪
উত্তর : গ
১০০। আয়েশা, বিমলা , তিলোত্তমা চরিত্রত্রয় কোন উপন্যাসের ?
ক. বিষবৃক্ষ 
খ. কৃষ্ণকান্তের উইল
 গ. গৃহদাহ 
ঘ.দুর্গেশ নন্দিনী 
উত্তর : ঘ
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন