Pages

বাংলাদেশ ব্যাংক/ব্যাংকিং জব: প্রিলি প্রস্ততি ।। BD Bank Job Preparation

বাংলাদেশ ব্যাংক/ব্যাংকিং জব: প্রিলি প্রস্ততি
.........................................................................

বলে রাখা ভালো এ ব্যাপারে আমি যে খুব অভিজ্ঞ তা কিন্তু নয়। আমি যা লিখতে যাচ্ছি তা আমার নিজের প্রস্তুতি আর কলিগদের অভিজ্ঞতার এক প্রকার জাবর কাটা বলতে পারেন।

কেন বাংলাদেশ ব্যাংক?

আসল কথায় আসা যাক। কেন বাংলাদেশ ব্যাংক হতে পারে আপনার অন্যতম স্বপ্নের চাকুরি?
নিজে যেখানে আছি সেটা নিয়ে কথা বলা একটু কঠিন, তবুও আপনার অনুপ্রেরণার জন্য বলা।

বাংলাদেশ বাংকে আপনি পাবেন...
1. Professional and friendly working atmosphere
2. Taste of working in a regulatory body
3. Financial security:
..  a. Moderate salary (As per Govt. scale)
..  b. Huge loan facilities after 3 years
4. Job security
5. Social status
6. Opportunity for higher studies
.   a. Scholarship: AusAid, JDS, JISPA, MOFCOM etc ……
..  b. Study at IBA, BIBA, Development Studies (DU), AIT (Thailand) and some others institutions at bank cost
7. Foreign training and tour
and many more.....

সবচেয়ে গুরুত্বর্পূন বিষয় হলো বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ পরীক্ষা হয় Fair and transparent। শুধু নিজের যোগ্যতা থাকলে আপনি চাকুরিটা আশা করতেই পারেন। আপনার সাবজেট, বিশ্ববিদ্যালয়, অবস্থান কোনটাই কোন বিবেচ্য থাকে না। সুতরাং চেষ্টা করে দেখেন না একবার।

প্রস্তুতি যেভাবে নিতে পারেনঃ

 আগামী ১২ নভেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  অনেকের প্রস্তুতির লেভেল সবসময় অনেক ভাল। তাদের পরীক্ষা পর্যন্ত ধৈর্য ধরে প্রাকটিস করে যেতে হবে। আর যারা মাত্র শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয়। বেসিক মোটামুটি ভালো হলে এবং ঠিকঠাক বুঝেশুনে প্রস্তুতি নিলে এ সময়ের প্রস্তুতিও যথেষ্ট। আপনার দরকার প্রস্তুতির একটা সুন্দর পরিকল্পনা করে ফেলা।

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষার মূল অংশ ৩টি।
১. প্রিলি-১০০ নম্বার
২. লিখিত-২০০ নম্বার
৩. ভাইভা

অতীতের ট্রেন্ড বলে প্রিলি হলো রিটেনের প্রাকযোগ্যতা যাচাইয়ের মত। প্রিলি মোটামুটি ভালো না করলেই নয় তবে রিটেন ও ভাইভাটা বেশি গুরুত্বপূর্ণ । তাই আপনার প্রথম প্রস্তুতি কৌশল হওয়া উচিত প্রিলির সাথে সাথে রিটেনের একটা সম্ভব্য সেরা প্রস্তুতি নেওয়া। আমি যেটা করেছি প্রিলিতে যাতে একটা মোটামুটি ভালো মার্ক থাকে সেটা নিশ্চিত রেখে লিখিত অংশের প্রতি জোর দিয়েছি বেশি। আপনিও এভাবে চিন্তা করে দেখতে পারেন। আবার গুরুত্ব কম দিয়ে প্রিলিমিনারিতে বাদ পড়ে যেয়েন না। আর প্রিলিতে মোটামুটি ভালো বলতে কতটুকু ভালো করা বুজায় তা নির্ভর করে প্রশ্নের ধরণ, পরীক্ষার্থীদের সক্ষমতা এবং রিটেনে কত খাতা দেখা হবে তার উপর। তবে, এখন যেহেতু প্রায় ১ মাসের মতো সময় আছে তাই প্রিলির প্রস্তুতির দিকে ফোকাস করতে হবে সর্বোচ্চ।

অভিজ্ঞতা বলে বাংলাদেশ ব্যাংকে তাদের চাকুরি হয় যাদের বেসিক ভালো। তাই আপনার টার্গেট হোক প্রিলি, বিশেষ করে রিটেনের জন্য আপনার বেসিক ইমপ্রোভ করা। সেটা কিভাবে করবেন নিচে আলোচনায় থাকবে।

প্রস্তুতির জন্য প্রথম কাজ হবে  বিগত ৫ বছরের এডি/অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্বলিত একটি ভালো রেফারেন্স গাইড সংগ্রহ করা। এই প্রশ্নপত্র হতে পারে সবচেয়ে ভাল গাইডলাইন, যদিও এটা বলার উপায় নাই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবেনা। এবার প্রশ্নগুলো এক নজরে দেখুন এবং একটা তুলনা করুন কোন পার্টে, কোন আইটেমে কি ধরনের প্রশ্ন আসে। একটা খাতায় বিষয় ধরে ধরে পুরো তুলনাটা লিখে ফেলুন। এটা করে ফেললে পরীক্ষা সংক্রান্ত আপনার ধারনা পরিস্কার হবে এবং ধরি নিচ্ছে আপনি মূল প্রস্তুতির জন্য এখন প্রস্তুত। তাহলে চলুন বিষয় ভিত্তিক প্রস্তুতি অংশে।

প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিঃ

 আগেই বলেছি প্রিলিমিনারি পরীক্ষা মোট নম্বর ১০০।এর মাঝে মানবন্টন মোটামুটি এমন-গণিত ৩০, ইংরেজি ২০, বাংলা ২০, সাধারণ জ্ঞান ২০, ও কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১০ নম্বর। এছাড়াও মাঝে মাঝে Analytical Ability and Critical Reasoning থেকে প্রশ্ন হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে ৮০ টি প্রশ্ন করতে দেখা গেছে। প্রতিটির মান ১.২৫, মোট নম্বর ১০০। 

প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে গুরুত্ব দিতে হবে গণিত অংশে। হলফ করে বলতে পারি গণিতে ভালো না করলে চাকুরি পাবার সম্ভাবনা আপনার অনেক অনেক কমে যাবে। তাই এখানে বেশি গুরুত্ব দিতে হবে। আপনার বেসিক দূর্বল হলে সেটা কাটানোর জন্য কাজ করুন।প্রতিদিন গণিত অনুশীলন করুন। গণিত অংশে ভালো করার কোনো সংক্ষিপ্ত পথ নেই। বিগত বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন, খুব কাজে দিবে।অনুশীলনের জন্য বাজারের যে কোন ভালো বই দেখতে পারেন (s@ifur’s, mentors,  professors, khairul যা আছে বাজারে- যে কোনটা)। এছাড়া ফাইনাল স্টেজে এসে NOVA, Manhattan GRE বই থেকে ম্যাথ সমাধান করতে পারেন।

প্রিলিতে ইংরেজি  অংশে সাধারণত ২ ধরণের প্রশ্ন হয়ে থাকে। ১। গ্রামার  বেইস প্রশ্ন ২। Vocabulary বেইস প্রশ্ন গ্রামার  বেইস অংশে Parts of Speech, Right forms of Verb, Subject- Verb Agreement, Sentence, Correction, Tense, Voice, Clauses, Appropriate Preposition, Narration ইত্যাদি থেকে প্রশ্ন আসে। Vocabulary বেইস অংশে শব্দ জানার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এ অংশে Idioms & Phrases, Words Meanings, Synonyms, Antonyms, Spellings, Usage of words, Formation of new words by adding prefixes and suffixes, Group Verb ইত্যাদি থেকে প্রশ্ন আসে।

তাই দেখা যাচ্ছে ইংরেজি অংশের ২০ নম্বরে ভালো করতে হলে আপনাকে একই সাথে গ্রামার  বেইস এবং Vocabulary বেইস ভালো হতে হবে। বিশেষ করে Vocabulary তে ভালো হওয়ার কোন বিকল্প নেই। Vocabulary অংশের জন্য বাজারের যে কোন ভালো Vocabulary বই দেখতে পারেন। তবে আগের বছরগুলোর বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য বাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে অনুশীলন করা এখানে বেশি কাজ দেয়। গ্রামার অংশের সহায়ক গ্রন্থ হিসেবে P. C. Das, বা Wren & Martin English Grammar, Professor's English for Competitive Examination দেখতে পারেন।

 প্রিলিমিনারিতে বাংলা অংশে সাহিত্য ও ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়। তবে অতীতের প্রশ্ন দেখলে দেখা যায় পরীক্ষায় ব্যাকরণ অংশের প্রাধান্য বেশি থাকে। আপনি প্রথমে গত ৫ বছরের প্রশ্ন দেখে লিস্ট করে নিন সাধারণত কি কি আইটেম থাকে। এটা প্রস্তুতিতে খুবই কাজে দিবে। মোটা দাগে দেখলে ব্যাকরণ থেকে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমাস, কারক, প্রত্যয়, উপসর্গ, ক্রিয়ার কাল, পারিভাষিক শব্দ ইত্যাদি এবং সাহিত্য অংশে কবি-সাহিত্যিকদের জীবনী, তাঁদের সাহিত্যকর্ম, কোনটি কোন ধরনের সাহিত্যকর্ম  প্রভৃতি নিয়ে প্রশ্ন করা হয়। বাংলা অংশে অনুশীলনীর জন্য বোর্ডের নবম-দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ' এবং সৌমিত্র শেখরের 'বাংলা ভাষা ও সাহিত্যের জিজ্ঞাসা' সবচেয়ে ভালো রেফারেন্স বই।

সাধারণ জ্ঞান অংশে ভালো করার জন্য বিগত বছরগুলোর প্রশ্নপত্র আপনার সবচেয়ে ভাল গাইডলাইন। সেগুলো দেখে প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিন প্রশ্নের ট্রেন্ড কেমন, আন্তর্জাতিক, বাংলদেশ, স্পোর্টস, হিস্ট্রি, রিসেন্ট ইভেন্ট, ইকোনমি কোন ধরনের প্রশ্ন বেশি আসে। এবার সে আলোকে বাজারে প্রচলিত যে কোন একটা ভালো বই থেকে সাধারণ জ্ঞান পড়ুন। এছাড়া গুরুত্ব দিয়ে পড়তে হবে দৈনিক সংবাদপত্রের অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক ও সম্পাদকীয় পাতা এবং সাম্প্রতিক বিষয়াবলির ওপর প্রকাশিত কমপক্ষে একটা  মাসিক (যেমন- কারেন্ট এফেয়ার্স)। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখলে পরে প্রস্তুতিতে কাজে দেবে। 

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশের জন্য বিগত সালের বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন ও বিভিন্ন ব্যাংকের প্রশ্নের তথ্যপ্রযুক্তি অংশ সমাধান করতে হবে। এতে প্রশ্নের ধরন সম্পর্কেও সম্যক ধারণা পাওয়া যাবে। এ ছাড়া বাজারে প্রচলিত যে কোন গাইড (যেমন_ ইজি Computer) ও এইচএসসির কম্পিউটার বই পড়তে পারেন।  

এছাড়া বর্তমানে বিভিন্ন  website ভিত্তিক প্রশ্ন হতে প্রশ্ন করতেও দেখা যায়। তাই সকল সেকশনের জন্য indiabix, Examveda  ইত্যাদি যেকোন website এর প্রশ্নগুলোও প্রয়োজন মত দেখা যেতে পারে। 

প্রিলির জন্য শেষ কথা হল মেথ ও ইংরেজী অংশে গুরুত্ব দিবেন বেশি। আর বার বার আগের বছরগুলোর প্রশ্ন সমাধান করতে হবে। সবার জন্য শুভ কামনা।

 মোঃ আজহারুল ইসলাম 
 উপপরিচালক, বাংলাদেশ ব্যাংক।
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন