Pages

#টপিকস_লিঙ্গ পরিবর্তন+বিপরীত শব্দ+বাক্য সংকোচন+বানান.....বড় পোস্ট, শেয়ার করে রাখুন ।। BCS Study

০১| বাংলা ব্যাকরণের কোন পদে সংস্কৃতের লিঙ্গ মানা হয় না?
®___অব্যয় পদে।

০২| "শুক"শব্দের স্ত্রীবাচক শব্দ হবে?
®___সারী

০৩| "কুলি"শব্দের স্ত্রীবাচক শব্দ হবে?
®___কামিন।
®___দেবর---ননদ

০৪| "বিধবা"শব্দের বিপরীত লিঙ্গ হবে?
®___বিপত্নীক
®___(স্ত্রী মারা গিয়েছে কিন্তু এখনো বিয়ে করেনি যে পুরুষ)

০৫| "বীর"শব্দের বিপরীত লিঙ্গ হবে?
®___বীরাঙ্গনা"

০৬| "নাটিকা"কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
®___ক্ষুদ্রার্থে।

০৭| বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
®___নর-নারী।

০৮| "ভূত" শব্দের বিপরীত শব্দ হবে?
®___পেত্নী
®___(বিপরীত অর্থ হলে হতো ভবিষ্যৎ)

০৯| "আমি"শব্দটি কোন লিঙ্গ?
®___উভয় লিঙ্গ।
®___গরু,শিশু,রাষ্ট্রপতি,মানুষ ইত্যাদি উভয় লিঙ্গ।

১০| মহিলাদের সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
®___কল্যাণীয়াসু
®___স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করলে হবে "সুজনীয়াসু"।

১১| "বকনা" শব্দের অর্থ কী?
®___গাই-বাছুর।

১২| "শ্বশ্রু" এর অর্থ কী?
®___শাশুড়ি 
®__নোট_রমজান

১৩| নিত্য পুরুষবাচক শব্দ বা লিঙ্গান্তর হয় না?
®___কবিরাজ বা কেরানি।

১৪| নিত্য স্ত্রীবাচক শব্দ বা লিঙ্গান্তর হয় না?
®___সতীন বা সৎমা,ডায়নি।

১৫| "মালা"শব্দের স্ত্রী লিঙ্গ হবে?
®___মালিকা।

১৬| ধোপা শব্দটির স্ত্রীবাচক শব্দ?
®___ধোপানী।

১৭| বিশেষ নিয়মে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কোনগুলো?
®___নর-নারী, স্বামী-স্ত্রী,রাজা-রানী,
®___যবক-যুবতী,সম্রাট-সম্রাজ্ঞী

১৮| "অরণ্য ও বনের"বৃহৎ অর্থে স্ত্রীলিঙ্গ? 
®___অরণ্যানী, বনানী,হিমানী।

১৯| বিদেশি স্ত্রীবাচক শব্দ? 
®___মুহতারিম-মুহতারিমা,খান-খানম
®___সাহেব-সাহেবান,মরদ-জেনানা।

২০| "লিঙ্গ"শব্দের অর্থ কী?
®___চিহ্ন(লিঙ্গ ৪ প্রকার)

২১| ভিন্ন ভিন্ন শব্দে লিঙ্গান্তর হয়?
®___খানসামা-আয়া,বাদশা-বেগম।
®___সাহেব-বিবি, শুক-সারী

২২| একাধিক স্ত্রীবাচক শব্দ আছে?
®___সুকেশ-সুকেশা/সুকেশী
®___রজক-রজকী/রজকিনী

২৩| পুরুষবাচক শব্দে দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
®___ঘোষ--ঘোষজা(কন্যা)
®___ঘোষজায়া---(স্ত্রী)
®___বর--ননদ(দেবরের বোন)
®___জা--(দেবরের স্ত্রী)
®___ভাই--বোন
®___ভাবি(ভাইয়ের স্ত্রী)

২৪| অবজ্ঞাবাচক লিঙ্গান্তর?
®___যোগী---যোগিনী
®___কুহক---কুহকিনী
®___মায়াবী--মায়াবিনী
®___ডাক্তার--ডাক্তারনী

২৫| ব্যতিক্রমী লিঙ্গান্তর?
®___কল্যাণীয়েষু--কল্যাণীয়াসু
®___শ্রদ্ধাস্পদেষু--শ্রদ্ধাস্পদাষু
®___কল্যাণীবরেষু--কল্যাণীবরাষু
®___মনুষ্য----মনুষী

          ♥বিপরীত শব্দ♥

®=>অতিকায়____ক্ষুদ্রকায়
®=>আঁঠি_______শাঁস
®=>আর্দ্র_______অনার্দ্র
®=>আপদ______সম্পদ
®=>গৃহী________সন্ন্যাসী
®=>জনাকীর্ণ____জনবিরল
®=>ছলনা_______সততা
®=>বরখাস্ত______বহাল
®=>মসৃণ________অমসৃণ
®=>মৃদু_________প্রবল
®=>ব্যক্ত________গূঢ়
®=>চপল_______রাশভারী
®=>আবির্ভাব____তিরোভাব
®=>হরণ________পূরণ
®=>আকিঞ্চন____প্রসারণ
®=>অর্বাচীন_______প্রাচীন
®=>অনাবিল______আবিল
®=>অর্পণ'________গ্রহণ
®=>সংক্ষিপ্ত’______বিস্তৃত
®=>‘চড়াই’________উৎরাই
®=>'মিলন'________বিরহ
®=>একতা________বিচ্ছিন্নতা
®=>বন্ধন’_________মুক্তি
®=>খুঁত___________নিখুঁত
®=>ডুবা__________ ভাসা
®=>অধিত্যকা_____উপত্যকা
®=>গুপ্ত'_________ব্যক্ত
®=>দোষী___নির্দোষ
®=>আবির্ভাব____তিরোভাব
®=>খাতক_____মহাজন
®=>ঊর্ধ্ব_______অধ
®=>অধমর্ণ_____উত্তমর্ণ
®=>সুশীল______দুঃশীল
®=>জঙ্গম______স্থাবর
®=>স্বকীয়_____পরকীয়
®=>মৃদু________প্রবল
®=>বর্ধমান_____ক্ষীয়মান
®=>ইদানীং_____তদানীং 
®=>ভীরু_______নির্ভীক
®=>যশ________অপযশ
®=>'প্রসন্ন______বিষণ্ন
®=>'উদ্ধত'_____অবনত/বিনত
®=>‘উপচয়’______অপচয়
®=>দারিদ্র্য_____বিত্তশালী
®=>বিধি’_______নিষেধ
®=>তস্কর’______সাধু
®=>অগ্রজ_____অনুজ
®=>'ঐচ্ছিক'____আবশ্যিক
®=>ইহলৌকিক____পরলৌকিক
®=>মহৎ'_______নীচ 
®=>আর্দ্র’______শুষ্ক
®=>‘নন্দিত’______নিন্দিত
®=>অনুগ্রহ’______নিগ্রহ
®=>পোস্ট_______রমজান
®=>জরিমানা_____বকশিস
®=>চঞ্চল________স্থির
®=>অমৃত'________গরল
®=>চপল_________গম্ভীর
®=>প্রশান্তি’_______অশান্তি
®=>ঝাটিতি'_______বিলম্ব
®=>শ্রীযুক্ত'________শ্রীহীন
®=>ধনবান_______ধনহীন
®=>'ঈদৃশ________তাদৃশ
®=>অন্তরঙ্গ______বহিরঙ্গ
®=>বিয়োগান্ত____মিলনান্ত
®=>সংকোচ______নিঃসংকোচ
®=>হিত__________অহিত
®=>উগ্র’_________সৌম্য
®=>প্রাচ্য________প্রতীচ্য
®=>উত্তপ্ত_______শীতল
®=>দাস________প্রভু
®=>বৃদ্ধ________যুবক
®=>বিরক্ত______অনুরক্ত
®=>উদ্ধত______বিনয়
®=>খারাপ_____ভালো
®=>ঔচিত্য_____অনৌচিত্য
®=>সঙ্কুচিত_____প্রসারিত
®=>চুনোপুটি_____রুই কাতলা
®=>ইতর________ভদ্র
®=>আরোহণ_____অবরোহণ
®=>উদার________সংকীর্ণ
®=>উত্তপ্ত________শীতল
®=>ঔদ্ধত্য'_____বিনয়
®=>বিপরীত শব্দের আলোচনা-অর্থতত্ত্বে
®=>বহুল_______বিরল

         ♥বাক্য সংকোচন♥

®অনুকরণ করার ইচ্ছা___অনুচিকীর্ষা
®আকাশ ও পৃথিবী_____ক্রন্দসী
®যা প্রমাণ করা যায় না___অপ্রমেয়
®শত্রুকে দমন করে যে___অরিন্দম
®ঊর্বর নয় যা_______ঊষর
®যে জমিতে ফসল জন্মায় না__ঊষর
®এসেছেন যিনি অথচ অপরিচিত _____আগুন্তুক(বা নিমন্ত্রিত অতিথি)
®আমিষের অভাব_____নিরামিষ 
®আয় অনুসারে যে ব্যয় করে ____মিতব্যয়ী 
®ইস্টকে অতিক্রম না করে___যথেষ্ট


          ♥বানান সতর্কতা♥

০১) শ্বাশত_______শাশ্বত
০২) শশুর________শ্বশুর
০৩) শাশুরি_______শাশুড়ি
০৪) নূন্যতম_______ন্যূনতম
০৫) স্বাস্থ_________স্বাস্থ্য
০৬) মাহাত্ম_______মাহাত্ম্য
০৭) দারিদ্র_______দারিদ্র্য
০৮) প্রতিদ্বন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী 
০৯) প্রতিদ্বন্দ্বীতা___প্রতিদ্বন্দ্বিতা
১০) প্রতিযোগীতা__প্রতিযোগিতা
১১) উচ্ছাস_______উচ্ছ্বাস
১২) অপরাহ্ন______অপরাহ্ণ
১৩) নিশিথীনি_____নিশীথিনী
১৪) মনকষ্ট_______মন:কষ্ট
১৫) দ্বন্দ_______দ্বন্দ্ব
১৬) পিপিলিকা____পিপীলিকা 
১৭) মণিষী____মনীষী
১৮) মূমূর্ষু_____মুমূর্ষু
১৯) আমাবশ্যা____অমাবস্যা
২০) অত্যাধিক____অত্যধিক
২১) কটুক্তি_____কটূক্তি
২২) ভূল________ভুল
২৩) ভূবন_______ভুবন
২৪) সান্তনা______সান্ত্বনা
২৫) পক্ক______পক্ব
২৬) বিদূষী_____বিদুষী
২৭) সমীচিন____সমীচীন
২৮) মূহুর্ত______মুহূর্ত
২৯) ব্রাক্ষণ_____ব্রাহ্মণ
৩০) প্রাণীবিদ্যা___প্রাণিবিদ্যা
৩১) ইতিপূর্বে____ইতঃপূর্বে
৩২) ইতিমধ্যে____ইতোমধ্যে
৩৩) ইংরেজী____ইংরেজি
৩৪) ইষৎ______ঈষৎ
৩৫) অহরাত্রি___অহোরাত্র
৩৬) অপাঙতেয়____অপাঙক্তেয়
৩৭) অন্তঃস্বত্ত্বা_____অন্তঃসত্ত্বা
৩৮) আদ্যাক্ষর_____আদ্যক্ষর
৩৯) অনুসূয়া_____অনসূয়া
৪০) আকাংখা____আকাঙ্ক্ষা
৪১) আশ্বস্থ______আশ্বস্ত
৪২) আত্বস্থ______আত্মস্থ
৪৩) আশীষ_____আশিস
৪৪) আয়ত্ব_____আয়ত্ত
৪৫) আত্মৎসর্গ___আত্মোৎসর্গ
৪৬) উপরোক্ত____উপংযুক্ত
৪৭) উদ্বৃত______উদ্বৃত্ত
৪৮) উপযোগীতা____উপযোগিতা
৪৯) উর্ধ্বশ্বাস______ঊর্ধ্বশ্বাস
৫০) উদিচী_______উদীচী
৫১) উর্ধ্ব_______ঊর্ধ্ব
৫২) ঐক্যতান____ঐকতান
৫৩) কাংখিত____কাঙ্ক্ষিত
৫৪) ক্ষীণজিবি____ক্ষীণজীবী
৫৫) ক্ষুদপিপাসা____ক্ষুৎপিপাসা
৫৬) কৌতূক______কৌতুক
৫৭) কথপোকথন____কথোপকথন
৫৮) কর্ণেল______কর্নেল
৫৯) কুপমণ্ডুক_____কূপমণ্ডূক
৬০) খোজাখোজি____খোঁজাখুঁজি
৬১) গীতাঞ্জলী______গীতাঞ্জলি
৬২) গ্রামীন_____গ্রামীণ
৬৩) গড্ডালিকা____গড্ডলিকা
৬৪)গার্হস্থ______গার্হস্থ্য
৬৫) ঘূর্নিঝর_____ঘূর্ণিঝড়
৬৬) চতুস্কোন____চতুষ্কোণ
৬৭) জগত_____জগৎ
৬৮) জেষ্ঠ_____জ্যেষ্ঠ
৬৯) জোতিষ্ক____জ্যোতিষ্ক
৭০) ঝরণা_____ঝরনা
৭১) ডাষ্টবিন____ডাস্টবিন
৭২) পোষ্ট______পোস্ট
৭৩) ত্রিভূজ____ত্রিভুজ
৭৪) ততক্ষণাত___তৎক্ষণাৎ
৭৫) দূর্গাপূজা____দুর্গাপূজা
৭৬) দূরাবস্থা_____দূরবস্থা
৭৭) দুঃস্ত_______দুস্থ
৭৮) দীর্ঘজীবি____দীর্ঘজীবী
৭৯) দূর্ঘটনা______দুর্ঘটনা
৮০) দাসত্ত______দাসত্ব
৮১) দূর্ণীতি______দুর্নীতি
৮২) ব্যতয়_______ব্যত্যয়
৮৩) পোষাক_____পোশাক
৮৪) প্রতিদ্বন্দ্বি____প্রতিদ্বন্দ্বী
৮৫) কালীদাস____কালিদাস


★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন