একনজরে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীর সম্পর্কে জেনে নেয়া যাক: The West Bank and the Gaza Strip of Palestine
পশ্চিম তীর (The West Bank):
➡️ ইসরাইলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
➡️ পশ্চিম তীর স্থলবেষ্টিত অঞ্চল।
➡️ পশ্চিম তীরের সাথে ইসরাইল ও জর্ডানের সীমানা রয়েছে।
➡️ পশ্চিম তীর জর্ডান নদীর (মৃত সাগর) তীরে অবস্থিত।
➡️ পশ্চিম তীর শাসন করে ফাতাহ (দলটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত; ফিলিস্তিনের অভিভাবকত্ব পালন করে)।
গাজা (উপত্যকা) / The Gaza Strip:
➡️ ইসরাইলের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।
➡️ গাজা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।
➡️ গাজার সাথে মিশর (সিনাই উপত্যকা) ও ইসরাইলের সীমানা রয়েছে।
➡️ গাজা শাসন করে হামাস (দলটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়)।
ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি:
➡️ কার্যকর হয়: ২১ মে, ২০২১।
➡️ যুদ্ধের মধ্যস্থতা করে: মিশর।