মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব •• Heroic Titles of Liberation War 1971
❖ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন খেতাবে ভূষিত করে- ১৫ ডিসেম্বর, ১৯৭৩।
❖ মুক্তিযুদ্ধে নারী বীরপ্রতীক খেতাব পান- ২জন (ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ও তারামন বিবি)।
❖ সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযােদ্ধা - শহীদুল ইসলাম বীরপ্রতীক (মুক্তিযুদ্ধকালে বয়স ছিল- ১২ বছর; ২৫ মে, ২০০৯ সালে মারা যান)।
❖ বীরপ্রতীক তারামন বিবি যুদ্ধ করেন - ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
❖ সেতারা বেগম যুদ্ধ করেন - ২ নং সেক্টরে।
❖ দেশের একমাত্র পাহাড়ী আদিবাসী বীরবিক্রম - ইউ কে চিং।
❖ বাংলাদেশে 'মুক্তিবেটি' নামে পরিচিত- নারী মুক্তিযােদ্ধা কাঁকন বিবি (সুনামগঞ্জ)।
❖ 'মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট' প্রতিষ্ঠা করেন - বঙ্গবন্ধু।
❖ জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক ও রিবন
প্রদান করা হয় - ১৫ ডিসেম্বর, ১৯৯২ সালে।
❖ খেতাবপ্রাপ্ত মুক্তিযােদ্ধাদের আর্থিক পুরস্কার এবং সনদ প্রদান করা হয়- ৭মার্চ, ২০০১ সালে।
❖ ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে প্রদত্ত মুক্তিযােদ্ধাদের খেতাব
ক্রম (মর্যাদানুসারে) খেতাব প্রাপ্তদের সংখ্যা - ৬৭৬ জন (বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৭ জন, বীরবিক্রম ১৭৪০ জন এবং বীরপ্রতীক ৪২৪ জন)।
❖ সেনাবাহিনীর খেতাব প্রাপ্তের সংখ্যা - ২৮৮ জন।
❖ নৌবাহিনীর খেতাব প্রাপ্তের সংখ্যা - ২৪ জন।
❖ বাংলাদেশ রাইফেলসের খেতাব প্রাপ্তের সংখ্যা - ১৪৯ জন।
❖ পুলিশের খেতাব প্রাপ্তের সংখ্যা - ৫ জন।
❖ মুজাহিদ/আনসার এর খেতাব প্রাপ্তের সংখ্যা - ১৪ জন।
❖ গণবাহিনীর খেতাব প্রাপ্তের সংখ্যা - ১৭৫ জন।
❖ প্রথম বীরউত্তম - লে. কর্নেল এম.এ রব।
❖ সর্বশেষ বীরউত্তম - ব্রি. জে. জামিল উদ্দিন।
❖ প্রথম বীরবিক্রম - মেজর খন্দকার নাজমুল হুদা।
❖ প্রথম বীর প্রতীক - মেজর আবদুল মতিন।
❖ প্রথম নারী বীর প্রতীক - ক্যাপ্টেন ডা. সেতারা বেগম।
❖ একমাত্র বিদেশি বীর প্রতীক - ডব্লিউ এ.এস ওডারল্যান্ড।
❖ একমাত্র উপজাতীয় বীর প্রতীক - ইউকে চিং মারমা।
❖ সর্বকনিষ্ঠ বীর প্রতীক - শহিদুল ইসলাম।
বীরশ্রেষ্ঠ
❖ বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহিদ হন - মুন্সি আবদুর রউফ।
❖ বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহিদ হন - মহিউদ্দিন জাহাঙ্গীর।
❖ বীরশ্রেষ্ঠ ৭ জনের মধ্যে সেনাবাহিনীর ৩ জন, নৌবাহিনীর ১ জন, বিমানবাহিনীর ১ জন এবং ইপিআর এর ২ জন।
❖ বীরশ্রেষ্ঠদের নাম কে চিরস্মরণীয় করে রাখতে তাঁদের নিজ গ্রাম ও ইউনিয়নের নাম তাঁদের নামে করা হয় - ২০০৭ সালে।
♦ মুন্সি আবদুর রউফ
❖ কর্মস্থল ও পদবি - ইপিআর, ল্যান্স নায়েক।
❖ জন্মসাল ও স্থান - ৮ মে, ১৯৪৩ সালামতপুর (রউফ নগর), কামারখালী, মধুখালী, ফরিদপুর।
❖ শহিদ হন - ৮ এপ্রিল, ১৯৭১ সালে রাঙ্গামাটির নানিয়ার চর উপজেলার বুড়িঘাট এলাকায় চিংড়ি খালের পাড়ে।
❖ যুদ্ধের সেক্টর - ১ নং সেক্টর, রাঙ্গামাটি।
❖ কবর - নানিয়ার চর, রাঙ্গামাটি
♦ মােস্তফা কামাল
❖ কর্মস্থল ও পদবি - সেনাবাহিনী, সিপাহি।
❖ জন্মসাল ও স্থান - ১৯৪৯ সালে পশ্চিম হাজীপাড়া, দৌলতখান, ভােলা।
❖ শহিদ হন - ১৮ এপ্রিল, ১৯৭১ সালে দরুইল, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
❖ যুদ্ধের সেক্টর - ২ নং সেক্টর (ব্রাহ্মণবাড়িয়া)।
❖ কবর - মােগড়া, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
♦ মতিউর রহমান
❖ কর্মস্থল ও পদবি - বিমানবাহিনী, ফ্লাইট লেফটেন্যান্ট।
❖ জন্মসাল ও স্থান - ২৯ অক্টোবর, ১৯৪১ সালে আগা সাদেক রােড, ঢাকা (পৈতৃক নিবাস: রায়পুরা, নরসিংদী)।
❖ শহিদ হন - ২০ আগস্ট, ১৯৭১ সালে ভারতীয় সীমান্তের বিন্দাগ্রামের থাট্টায়।
❖ কবর - প্রথমে মাসরুর বিমান ঘাঁটি করাচি, পাকিস্তান। পরে ২০০৬ সালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা
♦ নূর মোহাম্মদ শেখ
❖ কর্মস্থল ও পদবি - ইপিআর, ল্যান্স নায়েক।
❖ জন্মসাল ও স্থান - ২৬ ফেব্রুয়ারি, ১৯৩৬ সালে মহিষখােলা, সদর, নড়াইল।
❖ শহিদ হন - ৫ সেপ্টেম্বর, ১৯৭১ সালে যশােরের গােয়ালহাটি গ্রামে।
❖ যুদ্ধের সেক্টর - ৮ নং সেক্টর (যশাের)।
❖ কবর - কাশিপুর, শার্শা, যশাের।
♦ হামিদুর রহমান
❖ কর্মস্থল ও পদবি - সেনাবাহিনী, সিপাহি।
❖ জন্মসাল ও স্থান - ২ ফেব্রুয়ারি, ১৯৫৩ সালে খর্দখালিশপুর, মহেশপুর, ঝিনাইদহ।
❖ শহিদ হন - ২৮ অক্টোবর, ১৯৭১ সালে ধলই, মাধবপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার।
❖ যুদ্ধের সেক্টর - ৪ নং সেক্টর (মৌলভীবাজার)।
❖ কবর - প্রথমে হাতিমারাছড়া, আমবাসা, ধলই ত্রিপুরা, ভারত। পরে ২০০৭ সালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা।
♦ রুহুল আমিন
❖ কর্মস্থল ও পদবি - নৌবাহিনী, ইঞ্জিনরুম আর্টিফিসার।
❖ জন্মসাল ও স্থান - জুন, ১৯৩৫ সালে বাঘচাপড়া, সােনাইমুড়ি, নােয়াখালী।
❖ শহিদ হন - ১০ ডিসেম্বর, ১৯৭১ সালে রূপসা, খুলনা (রূপসা নদীতে)।
❖ যুদ্ধের সেক্টর - ১০ নং সেক্টর (নৌবাহিনী)।
❖ কবর - বাগমারা, রূপসা, খুলনা।
সংকলনেঃ প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা
♦ মহিউদ্দীন জাহাঙ্গীর
❖ কর্মস্থল ও পদবি - সেনাবাহিনী, ক্যাপ্টেন।
❖ জন্মসাল ও স্থান - ৭ মার্চ, ১৯৪৯ সালে রহিমগঞ্জ, বাবুগঞ্জ, বরিশাল।
❖ শহিদ হন - ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে রেহাইচর, চাপাইনবাবগঞ্জ।
❖ যুদ্ধের সেক্টর - ৭ নং সেক্টর (চাপাইনবাবগঞ্জ)।
❖ কবর - ছােট সােনা মসজিদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
মহিলা বীরপ্রতীক
♦ তারামন বিবি
❖ জন্মস্থান - ১৯৫৭ সালে শংকর মাধবপুর গ্রাম, রাজিবপুর, কুড়িগ্রাম।
❖ মাতা-পিতা - কুলসুম বিবি, আবদুস সােবহান। স্বামী: আবদুল মজিদ।
❖ যুদ্ধ করেন - ১১ নং সেক্টরে।
❖ উপাধি: বীরপ্রতীক।
❖ বীরত্বের পুরস্কার প্রদান - ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর।
❖ তারামনকে নিয়ে সাহিত্য - 'বীর প্রতীকের খোঁজে'- আনিসুল হক, নাটক- করিমন বেওয়া (আনিসুল হক)।
❖ মৃত্যু - ১ ডিসেম্বর, ২০১৮ সালে
♦ ডা. সেতারা বেগম
❖ জন্মস্থান - ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর, কিশােরগঞ্জ।
❖ মাতা-পিতা - হাকিমুন নেসা, মােহাম্মদ ইসরাইল।
❖ পেশা - ক্যাপ্টেন, সেনাবাহিনী (কুমিল্লা সেনানিবাস)।
❖ উপাধি - বীরপ্রতীক।
❖ অবদান - যুদ্ধাহত মুক্তিযােদ্ধাদের চিকিৎসার জন্য মেঘালয়ে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল নামে ৪৮০ শয্যার একটি হাসপাতাল ছিল। তিনি এখানে ২ নং সেক্টরের অধীনে কমান্ডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
♦ কাকন বিবি
❖ প্রকৃত নাম - কাঁকাত হেনিনচিতা।
❖ জন্মস্থান - ১৯১৫ সালে মেঘালয়, ইন্ডিয়া।
❖ বসবাস - জিরারগাঁও, সুনামগঞ্জ (খাসিয়া পাহাড়ের পাদদেশে)।
❖ অবদান - বীরমুক্তিযােদ্ধাদের গুপ্তচর (মুক্তিবাহিনী), বীরাঙ্গনা।
❖ উপাধি - তাকে 'বীরপ্রতীক' খেতাব দেওয়ার ঘােষণা দেওয়া হয়; তবে সরকারিভাবে কোন গেজেট প্রকাশিত হয়নি।
❖ মৃত্যু - ২১ মার্চ, ২০১৮ সালে।