Pages

Right form of verb-এর গুরুত্বপূর্ণ নিয়ম

 ::::: English Grammar ::::

♦Right form of verb-এর গুরুত্বপূর্ণ নিয়ম পর্ব- ১ম  
#দুটি কথাঃ 

ইংরেজি ভাষায় একটি Sentence এ ব্যবহূত প্রতিটি word-ই কোনো না কোনো কাজ করে থাকে। প্রতিটি word-এর মধ্যে Verb সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত যে word দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, বোঝায় তাকে verb বলে। ( A verb describes something, being something and having something.)

♦একটি বাক্যের Verb বা Verb-এর সঠিক form ব্যবহার করার দক্ষতা অজর্নের জন্য বিভিন্ন -এর ব্যবহার জানার পাশাপাশি নিচের বিষয়গুলোর ওপর জ্ঞান থাকা আবশ্যক। 
✪ Finite verb & Non-finite verb; 
✪ Active verbs এবং Passive verbs ;
✪  Subject-verb Agreement ;
✪ Conjunction বিশেষ করে if,as if, as though, though. although, so that, lest-এদের ব্যবহার।
✪  Gerund,Participleএবং infinitive .
তাছাড়া,
বাক্য গঠনশৈলীতে Noun-এর পরই Verb এর স্থান। এই Verb, Noun, Pronoun এবং Object কে বিশেষভাবে গতিশীল করে রাখে। Verb ছাড়া কোনো Sentence তৈরি করা যায় না। Verb-গুলো সাধারণত Voice, Tense, Mood, Narration and Sentence পরিবর্তনে সহায়তা করে থাকে। একটি Sentence এ দুই ধরনের Verb ব্যবহূত হতে পারে। যেমন, Principal verb and Auxiliary verb.

♦ Principal Verb: যে Verb-এর নিজস্ব অর্থ থাকে, বিভিন্ন প্রকাশের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না, তাকে Principal Verb বলে।
Example : S M Shamim Ahmed writes an application.

♦ Auxiliary Verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার Sentence অথবা Tense, Voice বা Mood-এর রূপ গঠনের জন্য অন্য verb কে সাহায্য করে থাকে তাকে Auxiliary Verb বলে।

Example : Moni is writing an application.
♦মনে রাখা আবশ্যকঃ কোনো কোনো সময় একই verb, principle and Auxiliary দু ভাবেই ব্যবহূত হতে পারে। 

যেমনঃ I am a student. এখানে ‘am’ Principle verb.

কিন্তু , I am writing a letter. এখানে ‘am’ Auxiliary verb.
Principle Verb and Auxiliary Verb ছাড়াও Finite Verb, Non-Finite Verb, Transitive Verb and Intransitive Verb রয়েছে, এগুলো গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

♦ বিঃদ্রঃ verb সম্পর্কে বিস্তারিত জানতে আমার verb ওপর করা পোষ্টটি একব্র দেখে নিন।। 

★★ Sentence যদি Present indefinite tense হয় এবং Subject যদি Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হয়। কিন্তু অন্য কোন Tense এ রকম হয় না ।
যেমনঃ
# She (write) a letter.
Ans.: She writes a letter.
# The baby (cry).
Ans.: The baby cries.
# The boy (go) — to school regularly.
Ans: The boy goes to school regularly.
The boy does not (go) — to school daily.
Ans: The boy does not go to school daily.
The boy generally (go) — to college at 8 a.m.
Ans: The boy generally goes to college at 8 a.m.

✪ ✪ Test yourself :
Mr. Khan (go) — abroad every month.
His father (come) — home every week.

★★ Sentence যদি universal truth (চিরন্তন সত্য), Habitual fact (অভ্যাসগত কর্ম), Historical truth/ present (ঐতিহাসিক সত্য/ বর্তমান) বা Scientific truth (বৈজ্ঞানিক সত্য)  ইত্যাদি বোঝায় তাহলে sentenceটি Present Indefinite Tense হয়। 
যেমনঃ
The Moon (shine) at night.
Ans: The Moon shines at night.
It (dew) in Winter. 
Ans: It dews in Winter. 
Ice (float) on water.
Ans: Ice floats on water.
The earth (move) — round the sun.
Ans: The earth moves round the sun.
The sun (rise) — the east.
Ans: The sun rises in the east.
The sun (set) — the west.
Ans: The sun sets in the west.
Try yourself :
Day (come) after night. 
We know that ice (float) — water.
The teacher said that the earth (be) — round.

 ★★ কোনো Sentence-এ যদি already, yet, ever, just, just now, recently, lately, recently, today, this week/year, in the mean time, never, ever ইত্যাদি যুক্ত থাকে, তাহলে Sentenceটি Present perfect tense হবে।
যেমনঃ
Have you ever (be) to Cox-Bazar?
Ans : Have you ever been to Cox-Bazar?
They already (pass) the H.S.C examination .
Ans : They have already passed the H.S.C examination .
I (receive) the letter just now.
Ans : I have received the letter just now.
He (join) there recently.
Ans : He has joined there recently.
I (not see) you this week.
Ans : I have not seen you this week.
Rabeya (take) — her dinner just now.
Ans: Rabeya has taken her dinner just now.
He already (reach) — home.
Ans: He has already reached home.
✪ ✪ Test yourself :
We just (reach) the university.
Have you ever (be) — to the zoo?
Have you not (receive) — my letter yet?

 ★★ একক দূরত্ব, ওজন, দৈর্ঘ্য.সময়,বয়স,অর্থ ,পরিমাণ বা স্থান বোঝালে Subject দেখতে Plural হলেও verb এর Singular Number হয়।
যেমনঃ
Twelve years ( be) Jerry's age. 
Ans: Twelve years was Jerry's age.
Fifty mounds (to be) a heavy weight . 
Ans: Fifty mounds is a heavy weight . 
Thirty miles (be) — not a great distance now a days.
Ans: Thirty miles is not a great distance now a days.
Sixty cents (be) — was enough for him.
Ans: Sixty cents is/was was enough for him.
Try yourself:
Fifty taka (be) enough for buying this book.  
Two years ( to be) a very short span of life.
Previously fifty miles (be) — a long way.
Twenty dollars (be) — not sufficient in time.
Fifty cents (be) — enough at that time.

★★ সাধারণত I fancy, Would rather that,It is time, it is high time, wish ইত্যাদির পরে subject ও bracket-এ মূল verb থাকলে verb-এর past form হয়।
♦ It is time/ It is high time + Subject + Verb (past form)
যেমনঃ 
I fancy I (turn) a trifle pale.
Ans: I fancy I turned a trifle pale.
It is time you (finish) a course on English language.
Ans.: It is time you finished a course on English language.
I wish I (sing). 
Ans.: I wish I sang.
আবার, It is time, it is high time-এর পর যদি bracket-এ মূল verb থাকে, তবে ওই verb-এর আগে to বসবে এবং ওই verb অপরিবর্তিত থাকবে।
যেমন: It is time (play). Ans.: It is time to play.
It is high time (stand) by the flood-affected people.
Ans.: It is high time to stand by the flood-affected people.

♦ তবে, It is time এর পরে subject না থাকলে সরাসরি infinitive (to + verb) বসানো যাবে।
It is time to do the work.

কিন্তু সাবধান!!!
It is high time এর পরে infinitive (to + verb) বসানো যাবে না।
অর্থাৎ,
It is time to do the work. (correct)
It is high time to do the work. (incorrect)

★★ মূল verb-এর আগে to be বা having থাকলে verb-এর past participle form হয়। যেমন: A community centre is going to be (establish).
Ans.: A community centre is going to be established.
I do not mind (have) a cup of coffee.
Ans.: I do not mind having a cup of coffee.
He went home (have) his salary.
Ans.: He went home having his salary.

★★ সাধারণত It is time, it is high time, wish ইত্যাদির পরে subject ও bracket-এ মূল verb থাকলে verb-এর past form হয়।
যেমন: It is time you (finish) a course on English language.
Ans.: It is time you finished a course on English language.
I wish I (sing). Ans.: I wish I sang.
,
আবার, It is time, it is high time-এর পর যদি bracket-এ মূল verb থাকে, তবে ওই verb-এর আগে to বসবে এবং ওই verb অপরিবর্তিত থাকবে।
যেমন: It is time (play). Ans.: It is time to play.
It is high time (stand) by the flood-affected people.
Ans.: It is high time to stand by the flood-affected people.
Try yourself :
I wish I (be)__a rich man.
It is time we (earn)__our livelihood.

★★ As if, as though, wish ইত্যাদি থাকলে subject-এর পরে be verb-এর পরিবর্তে were বসে। যেমন: He behaves as if he (be) a leader.
Ans.: He behaves as if he were a leader.
I wish I (be) a millionaire.
Ans.: I wish I were a millionaire.

★★ Subject-এর headword অনুসারে verb বসে। অর্থাৎ,     headword  singular number হলে verb singular হয় এবং headword plural হলে verb plural number হয়।
যেমনঃ
The colour of her eyes (be) blue.
Ans: The colour of her eyes is blue.
The taste of the mangoes (to be) sour.
Ans.: The taste of the mangoes is sour.
The quality of the mangoes (be) good. 
Ans: The quality of the mangoes is  good. 
The flowers of the garden (to be) beautiful.
Ans.: The flowers of the garden are beautiful.
These papers (to be) printed.
Ans.: These papers are printed.

Try yourself :
A sister of the boys( be) there.
The office of his uncle( be) nice.
Many students (be) there.  

( যদি টাইপিং মিস্টেক হয়, ক্ষমা প্রার্থী)
......To be continued

Wʀɪᴛᴛᴇɴ & Edited Bʏ : S M Shamim Ahmed

Related Posts:

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন