দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫) ।। The Second World War
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?
= ১ সেপ্টেম্বর ১৯৩৯ (এডলফ হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে)।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল?
= জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি কারা?
= ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী 'জাপান,জার্মানি ও ইতালি' শক্তিকে একত্রে কি বলা হয়?
= অক্ষশক্তি ( Axis Powers)
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভুমি বলা হয় কোন দেশকে?
= রাশিয়াকে।
♦♦ জার্মানির বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে কবে?
= ১৩ সেপ্টেম্বর ১৯৩৯।
♦♦ ইতালি অক্ষশক্তিতে যুক্ত হয় কবে?
= ১১ জুন ১৯৪১।
♦♦ হিটলার সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) আক্রমণ করে কবে?
= ২২ জুন ১৯৪১।
♦♦ জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ-ঘাটি আক্রমণ করে কবে?
= ৭ ডিসেম্বর ১৯৪১।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কবে সরাসরি যুদ্ধে যোগদান করে?
= ৮ ডিসেম্বর ১৯৪১।
♦♦ জার্মানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে?
= ১১ ডিসেম্বর ১৯৪৩।
♦♦ রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিনের মধ্যে তেহরান বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
= ২৮ নভেম্বর ১৯৪৩।
♦♦ ডি-ডে (D-Day) কবে?
= ৬ জুন ১৯৪৪।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পণ করে কবে?
= ৭ মে ১৯৪৫।
♦♦ জাপান আত্মসমর্পণ করে কবে?
= ১৪ আগষ্ট ১৯৪৫।
♦♦ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কবে?
= ২ সেপ্টেম্বর ১৯৪৫, জাপান কর্তৃক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার ছিল কোন দেশ?
= বেলজিয়াম।
♦♦ জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন কে?
= মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ অধিনায়ক কে ছিলেন?
= ফিল্ড মার্শাল মন্টোগোরামি।
♦♦ ডেসার্ট ফক্স (Desert Foz) নামে কে পরিচিত?
= ফিল্ড মার্শাল রোমেল।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মরুভূমিতে যুদ্ধ করে ' ডেজার্ট ব্যাট' উপাধি পান কে?
= জেনারেল মন্টোগোরামি (ব্রিটেন)।
♦♦ ডেসার্ট ফক্স বিগ থ্রি নামে পরিচিত কারা?
= ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, যোসেফ ষ্ট্যালিন ও উইন্স চার্চিল।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া কোন দেশের অধীন ছিল?
= জাপান।
♦♦ যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কবে, কোথায় জাপান কে পরাজিত করে?
= ১৯৪২ সালে নতুন গায়ানায় প্রবাল দ্বীপে।
♦♦ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন দেশ ' হলোকোষ্ট' এর সাথে জড়িত ছিল?
= জার্মানি।