Pages

বাছাইকৃত বাংলা শব্দার্থ

অষ্টম—দ্বাদশ শ্রেণির পাঠ্য বই থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ ৪০৯টি শব্দার্থ

০১| অভ্র___মেঘ/আকাশ(শুভ্র--সাদা)
০২| অভ্র___খনিজ ধাতু(Mica)
০৩| অয়োময়___লৌহকঠিন
০৪| অবিহিত___অনুচিত
০৫| অবিরাম___অনবরত
০৬| অভিরাম___সুন্দর
০৭| অভিনিবেশ__মনোযোগ
০৮| ওষ্ঠাধর___উপরের ও নিচের ঠোঁট
০৯| অলীক___মিথ্যা
১০| অনীক___সৈন্য
১১| ফরিক___সৈন্য
১২| অনিকেত___গৃহহীন/ছন্নছাড়া
১৩| অর্বাচীন___মূর্খ/কনিষ্ঠ/অপক্ব
১৪| অষ্টরম্ভা___ফাঁকি/শূন্য
১৫| অধমর্ণ___ঋণী/ঋণগ্রহীতা
১৬| উত্তমর্ণ___সুদখোর/ঋণদাতা
১৭| অসি____অস্ত্র/আয়ূধ/প্রহরণ/খড়ক
১৮| অছি___অভিভাবক
১৯| অমরাবতী__স্বর্গ/স্বর্গীয় উদ্যান
২০| অপঙ্গ___দৃষ্টিকোণ
২১| অপলাপ__অস্বীকার/গোপন
২২| অশ্ব___ঘোড়া
২৩| অশ্ম___পাথর
২৪| অশন___খাদ্যদ্রব্য
২৫| আঁধার___অন্ধকার
নোট→নোট রমজান
২৬| আধার___স্থান
২৭| আহব____যুদ্ধ
২৮| আশী___দাঁত
২৯| আপণ(সাধু শব্দে)___দোকান
৩০| আসার____প্রবল বৃষ্টিপাত/জলকণা
৩১| আষাঢ়___মাস বিশেষ
৩২| আবরণ__পোশাক
৩৩| আভরণ___অলঙ্কার
৩৪| আকিঞ্চন___চেষ্টা
৩৫| ইনকিলাব___বিপ্লব
৩৬| ইত্তেফাক___সম্প্রীতি
৩৭| উচাটন___উৎকণ্ঠা
৩৮| উদীচী____উত্তর দিক
৩৯| প্রতীচী____দক্ষিণ দিক
৪০| পাশ্চাত্য_____পশ্চিম দিক
৪১| প্রতীচ্য___পূর্ব দিক
৪২| উত্তরী/উত্তরীয়___চাদর
৪৩| উপরোধ___অনুরোধ
৪৪| উপাদান___উপকরণ
৪৫| উপাধান___বালিশ
৪৬| উৎকুন____উকুন
৪৭| ঊর্মি____ঢেউ
৪৮| ঊর্ণনাভ___মাকড়সা/অষ্টপদ
৪৯| ঋক____শ্লোক/ছোট কবিতা/শোলক
৫০| ঋজু____সোজা(বক্র-বাঁকা)
৫১| কপোত___কবুতর
৫২| কপোল___গাল/গণ্ডদেশ
৫৩| কপাল____ললাট/ভাগ্য
৫৪| কড়চা/রোজনামচা____দিনলিপি
৫৫| কালকূট___তীব্রবিষ
৫৬| কিরীট___মুকুট
৫৭| কুহক___মায়া/ছলনা
৫৮| কুহেলী/কুজ্ঝটিকা___কুয়াশা
৫৯| কিণাঙ্ক___হাতের শক্ত চামড়া/কড়া
৬০| কুঁড়ি___কোড়ক/মুকুল
৬১| কুল___গোত্র/বংশ
৬২| কূল___তীর/নদীর কূল
৬৩| কূপমণ্ডুক__কুয়োর ব্যাঙ/ঘরকুনে
৬৪| কুক্কুট___মোরগ
৬৫| কুঞ্জর/শশ___খরগোশ
৬৬| কুঞ্জর___বন(নিকুঞ্জ--বাগান)
৬৭| কোষ্ঠী___জন্মপঞ্জিকা
৬৮| ক্রান্তি___পরিবর্তন(৮ম শ্রেণির বাংলা১ম)
৬৯| কুশীলব___অভিনেতা
৭০| ক্ষিতিতল___ভূতল
৭১| খতরনাক__বিপজ্জনক/মারাত্মক
৭২| খদ্যোক___জোনাকি পোকা
৭৩| খেচর___পাখি
৭৪| গতাসু___মৃত
৭৫| গুবাক___সুপারিগাছ
৭৬| চঞ্চু____ঠোঁট
৭৭| ছুতার/সূত্রধর___কাঠমিস্ত্রি
৭৮| জঙ্গম__গতিশীল(বিপরীত স্থাবর)
৭৯| জাহাকুল/ক্রীতদাস__গোলামের হাসি
৮০| জাঙ্গাল___বাঁধ
৮১| জুলমাত___অন্ধকার
৮২| তক্ষক____বিষধর সাপ
৮৩| তণ্ডুল____চাল
৮৪| তামরস___পদ্মফুল
৮৫| তাম্বুল____পান
৮৬| তিমিরকুন্তলা__রাত্রি
৮৭| তিমিরবিদারী___সূর্য
৮৮| দুর্মর____কঠিন প্রাণ
৮৯| দৌবারিক___দারোয়ান
৯০| ধীমান____জ্ঞানী
৯১| ধীবর____মৎস্যজীবী/জেলে
৯২| নীপ____কদম
৯৩| নীর___পানি(নীড়--বাসা)
৯৪| পনস___কাঁঠাল
৯৫| পরভৃৎ___কাক
৯৬| পরভৃত___কোকিল
৯৭| পল্বল___ডোবা
৯৮| পরশ্ব___পরশু
৯৯| পঞ্চস্বর___কোকিলের সুরলহরী
১০০| পাথার____সমুদ্র

১০১| পারিষদ___মোসাহেব/চাটুকার
১০২| পাণি___হাত(পানি--জল)
১০৩| পাঞ্জেরি___জাহাজের অগ্রভাগে থাকা নৌকর্মী(রূপক অর্থে জাতির পথ প্রদর্শক)
১০৪| পুষ্পারতি___ফুলের বন্দনা
১০৫| পুলিন___সৈকত/তট/বেলাভূমি
১০৬| পেলব___কোমল
১০৭| পেটোয়া___অনুগত বাহিনি
১০৮| পোখরাজ___মণি বিশেষ
১০৯| প্রভাস___প্রখরদীপ্তি
১১০| প্রমাদ___ভুলভ্রান্তি
১১১| দেড়ী___দেড়গুণ
১১২| সার্ধ___দেড়
১১৩| প্রমিত___জ্ঞাত
১১৪| প্রথিত___বিখ্যাত
১১৫| প্রাকার___বিশ্বাস
১১৬| প্রাংশু____দীর্ঘকায়
১১৭| প্রকৃত__যথার্থ(প্রাকৃত-স্বাভাবিক)
১১৮| প্রস্রবণ___ঝরনা
১১৯| বক্র/বঙ্কিম___বাঁকা
১২০| বায়স___কাক
১২১| বারওয়ারি___সর্বজনীন
১২২| বামেতর___ডান
১২৩| বানি__গয়না তৈরির মজুরি(বাণী-কথা)
১২৪| বিটপী___বৃক্ষ
১২৫| বিধুর___কাতর(বিধু--চাঁদ)
১২৬| বিজন___নির্জন
১২৭| বীজন___পাখা
১২৮| বিজিত___পরাজিত
১২৯| বীচি___তরঙ্গ(বিহঙ্গ--পাখি)
১৩০| বেসাতি___কেনাবেচা
১৩১| ব্রাত্য___পতিত(ব্রততী--লতা)
১৩২| ভুঁই/ভূম___ভূমি
১৩৩| ভীম___ভীষণ/প্রচণ্ড
১৩৪| ভাত/ভাতি__আলো
১৩৫| ভিষক___চিকিৎসা
১৩৬| ভ্রম___প্রমাদ/বিপদ/ভুল
১৩৭| মর্সিয়া___শোকগীতি
১৩৮| মার্জার___স্ত্রী বিড়াল
১৩৯| মৃগয়া___হরিণ
১৪০| রাতুল___লাল(মাতুল মামা, বাতুল-পাগল)
১৪১| রাসভ___গাধা
১৪২| রসাতল___ধ্বংস
১৪৩| রোজনামচা__দিনলিপি/দিনপঞ্জি
১৪৪| রাকেশ___চাঁদ
১৪৫| লহর___ঢেউ
১৪৬| শবরী___শিকারী
১৪৭| শর্বরী____রাত
১৪৮| শমশের/কৃপাণ___তরবারি
১৪৯| শকল___মাছের আঁশ
১৫০| শকট___গাড়ি(শরণ-আশ্রয়)
১৫১| শম্বর___হরিণ
১৫২| শ্মশ্রু___দাড়ি/গোঁফ
১৫৩| শ্বশ্রূ____শাশুড়ি
১৫৪| শিবা___শেয়াল
১৫৫| শিখণ্ডি___ময়ূর
১৫৬| শীকর____জলকণা
১৫৭| শুক্তি____ঝিনুক
১৫৮| শ্রীঘর___জেলখানা
১৫৯| সফেদ___সাদা
১৬০| সমভিব্যাহারী___সঙ্গী/একত্রে গমন
১৬১| সওগাত___উপহার
১৬২| সম্মার্জনী___ঝাঁটা
১৬৩| সংহার___বিনাশ
১৬৪| সত্ত্ব_____অস্তিত্ব
১৬৫| স্বত্ব_____মালিকানা
১৬৬| সত্বর____দ্রুত
১৬৭| স্তুতি____প্রশংসা
১৬৮| সায়ন্তক____সন্ধ্যা
১৬৯| প্রদোষ_____সন্ধ্যা
১৭০| সেকরা_____স্বর্ণকার
১৭১| সারমেয়____কুকুর
১৭২| সাক্ষর_____অক্ষরজ্ঞান
১৭৩| স্বাক্ষর_____দস্তখত
১৭৪| সিডর_____চোখ
১৭৫| সাইমুম___মরুভূমির বাতাস
নোট রমজান
১৭৬| সেরেস্তা____কার্যালয়
১৭৭| সেতারা____তারা
১৭৮| হেলাল____চাঁদ
১৭৯| হিল্লোল/বীচি____ঢেউ/কল্লোল
১৮০| হলাহল/হেমলক___মারাত্মক বিষ
১৮১| ধুয়া_গানের যে অংশ বার বার গাওয়া হয়
১৮২| জড়িমা___আড়ষ্টতা
১৮৩| অতিসার___উদরাময়
১৮৪| অনুবর্তন___অনুসরণ
১৮৫| পামর___পাপিষ্ঠ
১৮৬| লাঙ্গুর___লেজ
১৮৭| তাত/পিতৃব্য___কাকা/চাচা
১৮৮| মক্ষিকা___মাছি
১৮৯| দুহিতা____কন্যা/মেয়ে/তনয়া
১৯০| ভার্যা____পত্নী/স্ত্রী
১৯১| গণ্ডূষ____এককোষ জল
১৯২| পত্রপুট___পাতা দিয়ে তৈরি ঠোঙা
১৯৩| ফটিকজল___স্বচ্ছ পানি
১‘৯৪| পাঁচালী___গীতাভিনয়
১৯৫| রম্ভার কাঁদি___কলার ছড়া
১৯৬| ফলাহার___জলযোগ
১৯৭| কৌপীন____ল্যাঙ্গট
১৯৮| দাওয়া/অলিন্দ___রোয়াক/বারান্দা
১৯৯| দেউল___দেবালয়/মন্দির
২০০| মেকি___মিথ্যা/কপট/কৃত্রিম
২০১| গৌরচন্দ্রিকা___ভূমিকা
২০২| পুস্তিন____চামড়ার জামা/কোট
২০৩| সালতি/কোন্দা__তালগাছের তৈরি নৌকা
২০৪| রসুই চালা____রান্নাঘর
২০৫| পাঁশুটে____পাণ্ডর/ফ্যাকাশে
২০৬| খতরনাক__বিপজ্জনক/মারাত্মক
২০৭| গন্ধবণিক___মসলা ব্যবসায়ী
২০৮| বাড়ুই___ঘরের চাল ছাওয়া মিস্ত্রী
২০৯| ধরনি___ধরার অবলম্বন(ধরণি-- পৃথিবী)
২১০| লঙ্গরখানা___বিনামূল্যে খাদ্য বিতরণ স্থান
২১১| রবদব___জাঁকজমক
২২১২| ফতে___জয়
২১৩| কামিন___নারী শ্রমিক
২১৪| মাহিষ্য____কৈবর্ত জাতি
২১৫| মজকুর____পূর্ববর্ণিত
২১৬| রোয়াব__সম্ভ্রম(রোয়াক-বারান্দা)
২১৭| কিংবদন্তি___জনশ্রুতি
২১৮| প্রকোষ্ঠ___ঘর/কুঠরি
২১৯| গুড়গুড়ি___আলবোলা/ফরসি
২২০| ক্যানভাস___মজবুত মোটা কাপড় বিশেষ
২২১| ডেরা____আস্তানা
২২২| বামপন্থি___সাম্যবাদী/প্রগতিবাদী
২২৩| পৃষ্ঠপ্রদর্শন___পালানো
২২৪| বন্দে মাতরম___দেশমাতাকে বন্দনা করি
২২৫| বনেদি____প্রাচীন ও সম্ভ্রান্ত
২২৬| দেয়া___মেঘ
২২৭| খন্দ___ফসল/শস্য
২২৮| টাঙন___পাহাড়ি জলধারবিশেষ
২২৯| কান্দর___খাত/নিচু স্থান(কন্দর- গর্ত/গুহা)
২৩০| হাপর___বালক
২৩১| পসরা___পণ্য সম্ভার
২৩২| ভাঁট___এক ধরনের বুনো ফুলবিশেষ(ভেট-উপহার)
২৩৩| জাড়____শিত/ঠাণ্ডা
২৩৪| হার্মিটেজ____মঠ/সন্ন্যাসীর নির্জন আশ্রম
২৩৫| ক্রাক-ডাউন___কালো রাত
২৩৬| কিউরেটর___জাদুঘর রক্ষক
২৩৭| পাখাল___পান্তাভাত
২৩৮| আমানি___পানিযুক্ত ভাত
২৩৯| পাখালি___ধুয়ে
২৪০| কিংশুক___পলাশ ফুল/বৃক্ষ
২৪১| ষোলকলা___পরিপূর্ণ
২৪২|লেফাফাদুরস্ত_বাইরে ঠাঁট বজায় রেখে চলা
২৪৩| শিখিনী___ময়ূরী
২৪৪| চামর___পাখা(গরুর পুচ্ছ দিয়ে তৈরি)
২৪৫| কাফুর___কর্পূর
২৪৬| যাবক___আলতা
২৪৭| বিভাবরী____রাত্রি
২৪৮| হেম___স্বর্ণ
২৪৯| সুধাকর___চাঁদ(সুধা-জ্যোৎস্না/ অমৃত)
২৫০| আহব___যুদ্ধ(মন্দ্র-শব্দ)
পর্ব__০৬
২৫১| মর্সিয়া___শোকগীতি
২৫২| খোয়াব___স্বপ্ন/খাব
২৫৩| কূপমণ্ডুক___কুয়োর ব্যাঙ
২৫৪| পরিখা___দুর্গ
২৫৫| প্রত্যুপকার__উপকারীর প্রতি উপকার
২৫৬| জুলমাত___অন্ধকার
২৫৭| শর্বরী___রাত্রি(শবরী-শিকারী)
২৫৮| হরিৎ___সবুজ
২৫৯| সংশপ্তক___মৃত্যু নিশ্চিৎ জেনেও যারা লড়াই করে
২৬০| বাহে___বাপুহে/ভাই
২৬১|নীলক্ষা___দৃষ্টিসীমা অতিক্রমী
২৬২| টোটা___বন্দুকের কার্তুজ
২৬৩| চাঁদোয়া__সামিয়ানা/লাল কাপড়
২৬৪| সেতারা___তারা/নক্ষত্র
২৬৫| বহিত্র/কিস্তি___নৌকা
২৬৬| সুদর্শন___এক ধরনের গোবর পোকা
২৬৭| বর/রবাভয়___আশীর্বাদ
২৬৮| কন্দর___পর্বতের গুহা
২৬৯| অমরাবতী___স্বর্গ
২৭০| সর্গ/অঙ্ক___অধ্যায়
২৭১| বিবর___গর্ত
২৭২| উদবারি___উপরে
২৭৩| ঐকতান___সমস্বর
২৭৪| উদয়-বিলয়___সৃষ্টি ও ধ্বংস
২৭৫| অদ্রি___পর্বত
২৭৬| শ্যেন___বাজপাখি
২৭৭| স্থানু___নিশ্চল
২৭৮| মন্দ্র___শব্দ
২৭৯| জীমূতেন্দ্র___মেঘের ডাক
২৮০| ধীমান___জ্ঞানী/ধী
২৮১| গঞ্জি/তম্বী___তিরস্কার করা
২৮২| অরিন্দম__শত্রুকে দমন করে যে
২৮৩| শিখিনী___ময়ূরী
২৮৪| প্রতীতী___বিশ্বাস
২৮৫| সাতনরী___কণ্ঠহার
২৮৬| লোলচর্যা___ঢিলা চামড়া
২৮৭| ধুকধুকি___লকেট
২৮৮| অবগুণ্ঠন___ঘোমটা দেওয়া
২৮৯| পরিমল___সুগন্ধ
২৯০| গণ্ডদেশ/কপোল___গাল
২৯১| তন্বী___ক্ষীণ ও সুগঠিত অঙ্গ
২৯২| শঙ্খ___শামুকের খোলস
২৯৩| শরশয্যা___মৃত্যুশয্যা
২৯৪| স্বশিক্ষিত___নিজে নিজে শিক্ষিত
২৯৫| ভাঁড়েও ভবানী__রিক্ত/শূন্য
২৯৬| গতাসু____মৃত
২৯৭| কারদানি___বাহাদুরি
২৯৮| সুসার___সুবিধা
২৯৯| মুষ্টিযোগ___টোটকা চিকিৎসা
৩০০| ক্রোড়___কোল
নোট MD. Ramjan Ali
পর্ব__০৭
৩০১| পিজরাপুল___অবহেলিত লোক
৩০২| নওরোজ___নতুন দিন
৩০৩| চরমপত্র___হাস্যরসাত্মক কথিকা
৩০৪| লেফাফাদুরস্ত___ভেতরে প্রতারণা
৩০৫| পাটুনী___খেয়াঘাটের মাঝি
৩০৬| প্রলেতারিয়েট__অত্যাচারিত শ্রমজীবী মানুষের সাহিত্য
৩০৭| উত্তমার্ধ___যিনি ঋণ দেন
৩০৮| গরাদ___জানালার সিক
৩০৯| বপু___বড় দেহ(তনু-ক্ষীণ দেহ)
৩১০| তিতিয়া___ভিজে
৩১১| তাগদ___শক্তি
৩১২| ফঁক্কিকার___ফাঁকিবাজি
৩১৩| অরাতি/বৈরী___শত্রু
৩১৪| রাহি___পথিক
৩১৫| অপ্রতিভ___অপ্রস্তুত
৩১৬| পূর্ণোদর___ভরপেট
৩১৭| লহমায়___মুহূর্তে
৩১৮| বুর্জোয়া___মধ্যবিত্ত শ্রেণি
৩১৯| ক্ষুৎপিপাসা__ক্ষুধা ও তৃষ্ণা
৩২০| সোৎসাহ___উৎসাহ
৩২১| সেঁউতি___পানি সেচার যন্ত্র
৩২২| অষ্টপদ___সোনা
৩২৩| বামাস্বর___স্ত্রীকণ্ঠ
৩২৪| মীন___মাছ
৩২৫| পিপে___ড্রাম
৩২৬| মোহনা___নদীর যে অংশ সমুদ্রে পড়েছে
৩২৭| দারা___স্ত্রী
৩২৮| সতত___সর্বদা/সবসময়
৩২৯| ভিস্তি__পানি বহনের থলে
৩৩০| আংরাখা___লম্বা ও ঢিলে-ঢালা পোশাক
৩৩১| উপল/শিলা___পাথর
৩৩২| মখমল__কোমল ও মিহি কাপড়
৩৩৩| ঝাঁঝি__গুল্ম/শেওলা
৩৩৪| পল্বল___বিল/ক্ষুদ্র জলাশয়
৩৩৫| গো-ভাগাড়__মৃত গরু ফেলার স্থান
৩৩৬| আজারি___রুগ্ন/ব্যথিত
৩৩৭| পান্থ___পথিক
৩৩৮| আড়ং___হাট-বাজার/মেলা
৩৩৯| কপোত___কবুতর
৩৪০| নিশিন্দা___গ্রামীণ এক ধরনের গাছ
৩৪১| যত্রতত্র___যেখানে-সেখানে
৩৪২| অমিত___অপরাজেয়
৩৪৩| খুনসুটি___কৃত্রিম বিবাদ/ রাগের ছল
৩৪৪| যোজন___অনেক
৩৪৫| পিদিম___প্রদীপ/বাতি
৩৪৬| শোভিত___সজ্জিত
৩৪৭| কার্তুজ___বন্দুকের টোটা
৩৪৮| ধস্ত___বিনাশ/ক্ষয়প্রাপ্ত
৩৪৯| চর্যা___আচরণ
৩৫০| আভরণ___অলংকার/ভূষণ
নোট→ Md. Ramjan
৩৫১| ফুঙ্গি____বৌদ্ধ সন্ন্যাসী/পুরোহিত
৩৫২| ব্যারাক____সেনাছাউনি
৩৫৩| হুজুগ____গুজব/জনরব
৩৫৪| পত্রপাঠ বিদায়___তৎক্ষণাৎ বিদায়
৩৫৫| মটকা___রেশমের মোটা কাপড়
৩৫৬| পুয়াল____খড়
৩৫৭| চৌকিদার____প্রহরী
৩৫৮| উদমো ষাঁড়___বন্ধনমুক্ত ষাঁড়
৩৫৯| মার্শাল-ল___সামরিক আইন
৩৬০| সংকল্প___প্রতিজ্ঞা/শপথ
৩৬১| লাক্ষা___গালা/লাল রঙের বৃক্ষনির্যাস
৩৬২| ভজন___ভক্তি/প্রার্থনামূলক গান
৩৬৩| বিচুলিগাদা___ধানের খড়ের স্তূপ
৩৬৪| আড়ি___ধান মাপার ঝুড়ি বা পাত্র
৩৬৫| কুঞ্জ___উপবন
৩৬৬| অশরীরী___দেহহীন/নিরাকার
৩৬৭| দণ্ডবৎ___মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম
৩৬৮| তৈলচিত্র____তেলরঙে আঁকা ছবি
৩৬৯| প্ররোচনা____উসকানি
৩৭০| দস্তরমতো____রীতিমতো/যথেষ্ঠ
৩৭১| কোকনদ___লাল পদ্ম
৩৭২| দোর____দরজা
৩৭৩| দাদ____প্রতিশোধ
৩৭৪| মশগুল____মগ্ন/বিভোর
৩৭৫| কপূর্র___বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য
৩৭৬| তামরস____পদ্ম
৩৭৭| নাড়ি পরীক্ষা___কব্জির নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয়
নোট____রমজান
৩৭৮| পরমাদ____প্রমাদ/ভুল-ভ্রান্তি
৩৭৯| ভূ-স্বামী____জমিদার
৩৮০| দশচক্রে ভগবান ভূত__দশজনের চক্রান্তে সাধুও অসাধু হওয়া
৩৮১| পাণি___হাত
৩৮২| ধাম____তীর্থস্থান
৩৮৩| খত____ঋণপত্র
৩৮৪| ক্রুর____নিষ্ঠুর
৩৮৫| কাণ্ডাকাণ্ড____ভালোমন্দ
৩৮৬| ম্রিয়মাণ____কাতর/বিষাদগ্রস্ত
৩৮৭| হামানদিস্তা___পান ছেঁচনী/পাত্র/দণ্ড
৩৮৮| ব্যামো____অসুখ/রোগ/ব্যারাম
৩৮৯| বিভো___প্রভু/স্রষ্টা
৩৯০| কবিরাজ____বৈদ্য
৩৯১| টেকসই____মজবুত
৩৯২| স্তুতি____প্রশংসা
৩৯৩| কূপজল___কুয়োর পানি
৩৯৪| আরতি____প্রার্থনা
৩৯৫| নিকুঞ্জ____বাগান
৩৯৬| চ্যা___মিয়ানমারের টাকা
৩৯৭| চারু____সন্দর
৩৯৮| জেতের ফাতা___জাতের বৈশিষ্ট্য
৩৯৯| করি-শুণ্ড___হাতির শুড়
৪০০| গুপ্ত কৃপাণ___লুকানো তলোয়ার
৪০১| ডঙ্কা___জয়ঢাক
৪০২| পীড়া___কষ্ট(পীড়ন-অত্যাচার)
৪০৩| ডিঙা___ছোট নৌকা
৪০৪| পাগাল___ইস্পাত
৪০৫| পল্লব____গাছের নতুন পাতা
৪০৬| অতন্দ্র____তন্দ্রাহীন/ঘুমহীন
৪০৭| অগ্নিপিণ্ড___আগুনের গোলা
৪০৮| ক্রান্তি____পরিবর্তন
৪০৯| অলকান্দ___স্বর্গীয় নদীর।

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন