মহাদেশ
মহাদেশ | আয়তন (বর্গ কিমি) | লোকসংখ্যা | দেশ সংখ্যা (স্বাধীন দেশ) | জাতিসংঘ ভুক্ত দেশ | সর্বোচচ স্থান (মিটার) |
এশিয়া | ৪,৪৪,৯৩,০০০ | ৪১২ কোটি ১১ লাখ | ৫৪ | ৪৮ | মাউন্ট এভারেস্ট (৮৮৫০) |
আফ্রিকা
| ২,৯৮,০০,৪৫০ | ১০০কোটি ৯৯ লাখ | ৫৬ | ৫৪ | কিলিমাঞ্জারো (৫৯৬৩) |
উত্তর আমেরিকা | ২,৪৩,২০,১০০ | ৫৩ কোটি ৩৩ লাখ | ২৩ | ২৩ | ম্যাককিনলে (৬১৯৪) |
দক্ষিন আমেরিকা | ১,৭৫,৯৯,০৫০ | ৩৮ কোটি ২ লাখ | ১২ | ১২ | আকাঙ্গাগুয়া (৬৯৫৯) |
ইউরোপ | ১,০৫,৩০,৭৫০ | ৭৩ কোটি ২২ লাখ | ৪৮ | ৪৬ | মাউন্ট এলবুর্জ (৫৬৩৩) |
ওশেনিয়া | ৭৬,৮৭,১২০ | ৩ কোটি ৫৪ লাখ | ১৪ | ১৪ | পুঁসাক জায়া (৪৮৮৪) |
এন্টার্কটিকা | ১,৫২,০৪,৫০০ | ৪ হাজার | - | - | ভিনসন মাসিক (৪৮৯৭) |
মোট | ১৪,৮৯,৫০,৩২০ | ৬৮২ কোটি ৯৮ লাখ | ২০৪ | ১৯৩ |