Pages

সাম্প্রতিক তথ্য

#বাংলাদেশ_অংশ

♠ বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা
☞ ২৪ টি।
♠ ২৪ তম স্থলবন্দরের নাম
☞ ভোলাগঞ্জ স্থলবন্দর।
♠ফল উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশ
☞ ২৮ তম।
♠ আম উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশ
☞ সপ্তম।
♠ পেয়ারা উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশ
☞ অষ্টম।
♠ বর্তমানে দেশে স্বায়ত্তশাসিত ও সরকারি ৪৯ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু আছে
☞ ৪৪ টি।
♠ সদ্য বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরে সেবা রপ্তানির পরিমান
☞ ৬৩৩ কোটি ডলার।
♠ কনটেইনার পরিবহনের সংখ্যার হিসেবে বিশ্বের ১০০ বন্দরের মধ্যে চট্রগ্রাম বন্দরের অবস্থান
☞ ৬৪ তম।
♠ ২০১৮ সালে চট্রগ্রাম বন্দর কনটেইনার পরিবহন করে
☞ ২৫ লাখ।
♠ বিটিআরসির তথ্যমতে বর্তমানে দেশে সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার 'হেল্পলাইন' চালু আছে
☞ ৫৪ টি।
♠ সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক কার প্রতিযোগিতায় 'ফর্মুলা স্টুডেন্ট 'এ ১ম বারের মত যে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পায়
☞ ফর্মুলা স্পিরিট অ্যাওয়ার্ড ও বেস্ট নিউ কামার অ্যাওয়ার্ড।
♠ আন্তজার্তিক ফর্মুলা স্টুডেন্ট রেসিং কার প্রতিযোগিতার ২১তম আসরে দুটি পুরস্কার পাওয়া বাংলাদেশ দলের নাম
☞ টিম প্রাইমাস।
♠ সম্প্রতি ইউরোমানি কান্ট্রি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স -২০১৯ এ বাংলাদেশের সেরা ব্যাংকের স্বীকৃতি পায়
☞ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।
♠ সম্প্রতি প্রকাশিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রত্যক্ষকারী কলকাতার সাংবাদিকদের স্মৃতিচারণামূলক গ্রন্থের নাম
☞ বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
♠ সম্প্রতি ব্যক্তিগত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে 'জনপ্রশাসন পদক' পান
☞ নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
♠ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে
☞ শ্রীলংকায় ( ৩০টি)।
♠ বাংলাদেশ ওয়ানডেতে সবচেয়ে বেশি হেরেছে
☞ শ্রীলংকার সাথে ( ৩৮ টি)
♠ আন্তজার্তিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন
☞ মুশফিকুর রহিম ( ৩৫৯ টি)।
♠ বাংলাদেশ বিমানে যুক্ত হওয়া তৃতীয় প্রজন্মের বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজটির নাম
☞ ড্রিমলাইনার গাঙ্গচিল।
♠ সম্প্রতি এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ার্ড পায়
☞ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ( আইএফআইএল)।
♠ বাংলাদেশ কাস্টমসের ১ম নারী কমিশনারের নাম
☞ হাসিনা খাতুন।
♠ সম্প্রতি দ্যা অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটির কাউন্সিল সদস্য নির্বাচিত হন
☞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামান।
♠ সম্প্রতি ব্র‍্যাকের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন
☞ আসিফ সালেহ।
♠ সম্প্রতি প্রকাশিত ' বঙ্গবন্ধু কর্নার, নন্দিত উদ্ভাবন ' শীর্ষক গ্রন্থের লেখক
☞ মোহাম্মদ শামস-উল ইসলাম।
♠ কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর নতুন ভাষ্কর্যটি তৈরি করেছেন
☞ ঢাকার শিল্পী লিটন পাল রনি।
♠ সম্প্রতি দেশে ১ম জিরো-কন্ট্রাস্ট এনজিওপাস্টি করা হয়
☞ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।
♠ সম্প্রতি দেশে ১ম বারের মত 'স্মার্ট ল্যাব অটোমেশন ' সেবা চালু করে
☞ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ।
♠ সম্প্রতি দেশে বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম চালু হয়
☞ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে।
♠ বাংলাদেশের ১ম নারী বৈমানিক
☞ সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।
♠ সর্বশেষ ঘোষিত দেশের ২৪তম স্থলবন্দর অবস্থিত
☞ সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে।
♠ দেশের স্থলবন্দরের ঘোষণা দেয়
☞ নৌপরিবহন মন্ত্রণালয়।
♠ দেশের ১ম 'বে টার্মিনাল' নির্মিত হবে
☞ চট্রগ্রামের পতেঙ্গায়।
♠ ব্যাংকের ১ম কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড ' দি সিটি আলো এমেক্স ক্রেডিট কার্ড' যৌথভাবে চালু করে
☞ সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস।
♠ ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমার নাম
☞ বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবি 'এক যে ছিল রাজা'।
♠ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ
☞ রাসেল ডমিঙ্গো ( দ. আফ্রিকা)।
♠ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ
☞ চার্লস ল্যাঙ্গেভেল্ট ( দ. আফ্রিকা)
♠ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ
☞ ড্যানিয়েল ভেট্ররি ( নিউজিল্যান্ড)।
♠ বাংলাদেশের হকি খেলোয়াড়দের নতুন নারী কোচ
☞ আয়েশা পারভীন মহুয়া।
♠ সম্প্রতি সাঁতার ফেডারেশনের নতুন কোচ নিযুক্ত হয়েছেন
☞ তাকিও ইনোকি ( জাপান)।
♠ 'ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮' বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ১ম পুরস্কার অর্জন করে
☞ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
♠ বাংলাদেশের কূটনৈতিকদের নিয়ে এনভয় কনফারেন্স সম্প্রতি অনুষ্ঠিত হয়
☞ হোটেল তাজ, লন্ডন, ইংল্যান্ড।
♠ সম্প্রতি চীনে মেন্টাল অ্যারিথমেটিকে চ্যাম্পিয়ন হয়েছেন
☞ বাংলাদেশের নাজিবা নওমীর অপ্সরা।
♠ সম্প্রতি দেশের হাইকোর্ট যে দুজন ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা প্রদান করেন
☞ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
♠ আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াড -২০১৯ এ ব্রোঞ্জপদক অর্জনকারী একমাত্র বাংলাদেশী
☞ আহসান আল মাহীর।
♠ নতুন সিদ্ধান্ত অনুযায়ী মতিঝিল - উত্তরা মেট্রোরেল চালু হবে
☞ ১৬ ডিসেম্বর ২০২১।
♠ জনসেবায় ইতিবাচক অবদানের জন্য ' জনপ্রশাসন পদক - ২০১৯ ' পান
☞ ৪৫ জন ব্যক্তি ও ২ টি প্রতিষ্ঠান।
♠ সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী ' ন্যাশনাল জিওগ্রাফি ' বাংলাদেশের যে আলোকচিত্রীর তোলা ছবি প্রচ্ছদে ব্যবহার করেন
☞ কে এম আসাদ।
♠ সম্প্রতি দেশের বাইরে গ্রামীণ ব্যাংকের নতুন শাখা উদ্ধোধন করা হয়
☞ চীনের শেনজেনে।
♠ ২০২১ সাল থেকে কর্মমুখী কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে
☞ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত।
♠ সম্প্রতি চালু হওয়া শতভাগ রপ্তানিমুখী বস্ত্রকল ' দেশবন্ধু টেক্সটাইল মিলস' অবস্থিত
☞ উত্তরা ইপিজেড ( নীলফামারী)।
♠ সম্প্রতি উদ্ধোধনকৃত আর্মি গলফ ক্লাবে নির্মিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংবলিত টেরাকোটার নাম
☞ ইতিহাস আমার অহংকার।
♠ দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে
☞ পটুয়াখালীর পায়রায়।
♠ বাংলাদেশের স্থানীয় জাতের কালো ছাগলের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচনকারী গবেষক দলের নেতৃত্ব দেন
☞ অধ্যাপক এ এম জুনায়েদ ছিদ্দিকী।
♠ রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান
☞ জিয়াউল হাসান সিদ্দিকী।
♠ জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান
☞ জামালউদ্দিন আহমেদ।
♠ বর্তমানে প্রশাসনে সচিব ও সিনিয়র সচিবের সংখ্যা
☞ ৭৯ জন।
♠ অগ্রসরমান অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান
☞ দ্বিতীয়।
♠ বিশ্ব বানিজ্যে রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান
☞ ৪২ তম।
♠ বিশ্ববানিজ্যে আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান
☞ ৩০ তম।
♠ ফ্রিল্যান্সিং অর্থনীতি সূচকে বাংলাদেশের অবস্থান
☞ অষ্টম।
♠ ২০১৯-২০ অর্থবছরে বানিজ্য মন্ত্রণালয়ের ঘোষিত রপ্তানি লক্ষ্যমাত্রা
☞ ৫৪ বিলিয়ন মার্কিন ডলার।
♠ ২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃত্তি ধরা হয়েছে
☞ ১২.২৫ ভাগ।
♠ ২০১৯-২০ অর্থবছরে সেবাখাতে প্রবৃদ্ধি ধরা হয়েছে
☞ ৩৪.১ ভাগ।
♠ ২০১৯-২০ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষিত হয়
☞ ৩১ জুলাই ২০১৯।
♠ 'রনজিত পুরস্কার - ২০১৯' পান
☞ কথা সাহিত্যিক মামুন হুসাইন।
♠ ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার
☞ ১০.৭%।
♠ সম্প্রতি বাংলাদেশের সাথে অগ্রাধিকারমূলক বানিজ্য চুক্তি সম্পাদন করে
☞ ইন্দোনেশিয়া।
♠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়
☞ ২০১৯ সালে।
♠ সম্প্রতি মালয়েশিয়ার অভিবাসিদের জন্য ডিজিটাল লেনদেন সেবা 'মাইক্যাশ' অনলাইনের উদ্ভাবক
☞ মেহেদী হাসান।
♠ সম্প্রতি প্রকাশিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের কাব্যগ্রন্থ
☞ সপ্ন পানসি।
♠ সম্প্রতি আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন
☞ জিয়াউর রহমান।
♠ সম্প্রতি প্রায় ৫ লাখ রোহিঙ্গাদের পরিচয়পত্র দিয়েছে
☞ বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার।
♠ এডিবির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক সুরক্ষায় এশিয়ার ২৫ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান
☞ ২১ তম।
♠ রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়
☞ ২০১৯ সালে।
♠ সম্প্রতি রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করতে চায়
☞ জাপান।
♠ কথা সাহিত্যিক রিজিয়া রহমান মারা যান
☞ ১৬ আগস্ট ২০১৯।
♠ 'জাতীয় স্কুল মিল নীতি -২০১৯' মন্ত্রীসভায় অনুমোদন পায়
☞ ১৯ আগস্ট ২০১৯
♠ বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্প্রতি রাজনৈতিক আশ্রয় পায়
☞ কানাডায় ।
♠ সম্প্রতি ৩য় বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬০০০ রানের ক্লাবে প্রবেশ করে
☞ মুশফিকুর রহিম।
#আন্তর্জাতিক_অংশ
♠ 'বৈশ্বিক গারবেজ ট্রেন্ডস ' শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৯৪টি দেশ বর্তমানে বছরে গড়ে বর্জ্য উৎপাদন করে
☞ ২.১ বিলিয়ন টন।
♠ 'বৈশ্বিক গারবেজ ট্রেন্ডস - ২০১৯ ' শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বছরে গড়ে ২.১ বিলিয়িন টন আবর্জনার মধ্যে রিসাইকেল হয়
☞ ১৫%।
♠ জাপানের টোকিওতে ২০২০ জুলাইয়ে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের মাসকটের নাম
☞ মিরাইতোয়া।
♠ ২০২০ সালে অনুষ্ঠেয় প্যারা অলিম্পিক গেমসের মাসকটের নাম
☞ সোমেইতি।
♠ বর্তমানে বিদেশে ভ্রমনকারীর দিক থেকে শীর্ষে
☞ যুক্তরাষ্ট্র।
♠ ২০১৮ সালে বিশ্ব অর্থনীতিতে পর্যটন খাতের অবদান
☞ ৮.৮ ট্রিলিয়ন ডলার।
♠ ২০১৮ সালে পর্যটন খাত থেকে কর্মসংস্থানের পরিমাণ
☞ ৩১৯ মিলিয়ন।
♠ বর্তমানে এশিয়াজুড়ে বাঘের সংখ্যা
☞ ২৫০০ টি।
♠ কনটেইনার পরিবহনের সংখ্যার হিসেবে বিশ্বের ১০০ বন্দরের মধ্যে শীর্ষে
☞ সাংহাই বন্দর।
♠ ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের নতুন নাম
☞ তুমান।
♠ অগ্রসরমান অর্থনীতির দেশগুলোর তালিকায় শীর্ষে
☞ ভিয়েতনাম।
♠ ফ্রিল্যান্সিং অর্থনীতি সূচকে শীর্ষে
☞ যুক্তরাষ্ট্র।
♠ সম্প্রতি চীনের পুর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌতে আঘাতহানা শক্তিশালী টাইফুনের নাম
☞ লেকিমা।
♠ ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস পালিত হয়
☞ ১৫ আগস্ট ২০১৯।
♠ সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে মেক্সিকো দেয়াল নির্মাণের জন্য পাওয়া অর্থের পরিমান
☞ ২৫০ কোটি ডলার।
♠ সম্প্রতি বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখকদের নিয়ে 'রেড টিম' নামের একটি বাহিনী করতে যাচ্ছে
☞ ফ্রান্সের সেনাবাহিনী।
♠ সম্প্রতি ২০ তম দেশ হিসেবে তিন তালাক নিষিদ্ধের বিল পাস করেছে
☞ ভারত।
♠ সম্প্রতি যুক্তরাষ্ট্র অভিবাসন সংক্রান্ত চুক্তি করেছে
☞ গুয়াতেমালার সাথে।
♠ সম্প্রতি ডেঙ্গুকে 'জাতীয় মহামারী' হিসেবে ঘোষণা দিয়েছে
☞ ফিলিপাইন।
♠ সাহিত্যে নোবেলজয়ী ১ম আফ্রিকান - আমেরিকান নারী লেখক
☞ টনি মরিসন ( মারা যান ৫ আগস্ট ২০১৯ )।
♠ বিলাভড ' সং অব সলোমন ' উপন্যাসের লেখক
☞ টনি মরিসন।
♠ সম্প্রতি ১২ ঘন্টায় ৩৫ কোটি বৃক্ষরোপণ করে বিশ্বরেকর্ড করেছে
☞ ইথিওপিয়া।
♠ ভারতের পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম
☞ জগদীপ ধনকর।
♠ সম্প্রতি ডাইনোসরের ৫০০ কেজি জীবাশ্মের সন্ধান পেয়েছে
☞ ফ্রান্সের বিজ্ঞানীরা।
♠ ২০১৮ সালে মোট দেশজ উৎপাদন বা জিডিপির নিরিখে বিশ্বে ভারতের অবস্থান
☞ সপ্তম।
♠ সম্প্রতি ' মিস ওয়ার্ল্ড ইংল্যান্ড - ২০১৯ ' নির্বাচিত হয়েছেন
☞ ভারতের ভাষা মুখার্জি।
♠ সম্প্রতি আঞ্চলিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে
☞ সৌদি আরব।
♠ ভারতশাসিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়
☞সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী।
♠ হিরোশিমার ৭৪ তম বার্ষিকী পালন করা হয়
☞ ২০১৯ সালে।
♠ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ
☞ পোল্যান্ড।
♠ এডিবির প্রতিবেদন অনুযায়ী এশিয়ার ২৫ টি দেশের মধ্যে সামাজিক সুরক্ষায় শীর্ষে
☞ জাপান।
♠ ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের বর্তমান অন্তর্বর্তীকালীন সভাপতি
☞ সোনিয়া গান্ধী।
♠ সম্প্রতি থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে নাগরিকত্ব দিয়েছে
☞ সার্বিয়া।
♠ সম্প্রতি গঠিত যুক্তরাজ্যের নতুন মন্ত্রীসভায় নারী রয়েছে
☞ ৮ জন।
♠ ' বেইজিংয়ের কসাই' নামে পরিচিত
☞ চীনের সাবেক প্রধানমন্ত্রী লি পেং ( মারা যান ২২ জুলাই ২০১৯)।
♠ লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদমাধ্যমের নাম
☞ লয়েডস লিস্ট।
♠ অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস ( আসিয়ান) এর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
♠ চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর অস্কারের নতুন প্রেসিডেন্ট
☞ ডেভিড রুবিন।
♠ ২২-২৭ আগস্ট 'বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা - ২০১৯' অনুষ্ঠিত হয়
☞ রাশিয়ার কাজানে।
♠ সম্প্রতি হরমুজ প্রনালীতে ইরানের জব্ধকৃত ব্রিটিশ ট্যাংকারের নাম
☞ স্টেনা ইমিপেরো।
♠ ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনের রাজনৈতিক দলের নাম
☞ কনজারভেটিভ পার্টি।
♠ ব্রিটেনের বর্তমান অর্থ মন্ত্রীর নাম
☞ সাজিদ জাভিদ।
♠ ব্রিটেনের বর্তমান পররাষ্ট্র মন্ত্রীর নাম
☞ ডমিনিক বার।
♠ ব্রিটেনের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর নাম
☞ প্রীতি প্যাটেল।
♠ সম্প্রতি ইসরায়েলের সাথে করা সমস্ত চুক্তি বাতিল করেন
☞ ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
♠ ভারতের কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী
☞ বি এস ইয়েদুরাপ্পা।
♠ সম্প্রতি জনপ্রিয় ভিডিও গেম ফোর্টনাইটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন
☞ কাইল গিয়েরসডর্ফ ( যুক্তরাষ্ট্র)।
♠ আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে
☞ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
♠ সম্প্রতি ২ আগস্ট ২০১৯ যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে যে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করে
☞ মাঝারিপাল্লার পরমাণু শক্তি ( আইএনএফ)।
♠ কাশ্মীরের বর্তমান গভর্ণর
☞ সত্যপাল মালিক।
♠ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত - পাকিস্তানের মধ্যে চলাচলকারী 'সমঝোতা এক্সপ্রেস ' ট্রেন সার্ভিস বন্ধ করে দেয়
☞ পাকিস্তান।
♠ বিশ্বের সবচেয়ে দামি রেস্টুরেন্ট
☞ স্পেনের সাবলিমোশন।
♠ ৬০ তম আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াডে যৌথভাবে শীর্ষ স্থান দখল করে
☞ চীন ও যুক্তরাষ্ট্র।
♠ আন্তর্জাতিক ফর্মুলা স্টুডেন্ট রেসিং কার প্রতিযোগিতার আয়োজন করে
☞ বৈশ্বিক যন্ত্র প্রকৌশলীদের সংস্থা ' আইমেকই'।
♠ ১৭ জুলাই - ২১ জুলাই ১০১৯ আন্তর্জাতিক ফর্মুলা স্টুডেন্ট রেসিং কার প্রতিযোগিতার ২১ তম আসর বসে
☞ যুক্তরাজ্যের নর্থ হ্যামটনশায়ারের সিলভার স্টোন সার্কিটে।
♠ সম্প্রতি পরমানু চুক্তি নিয়ে ইরান - যুক্তরাষ্ট্র অচলাবস্থা নিয়ে জেসিপিওএভুক্ত দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়
☞ অস্ট্রিয়ার ভিয়েনায়।
♠ সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় ' ক্রোসার ' আঘাত হানে
☞ জাপানের দক্ষিণাঞ্চলীয় হিরোশিমা অঞ্চলের কুরে শহরে।
♠ প্রবীণ কংগ্রেস নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মারা যান
☞ ২০ জুলাই ২০১৯
♠ ভারতের ১ম নারী পরাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ মারা যান
☞ ০৬ আগস্ট ২০১৯ ( সে দিল্লির ১ম নারী মুখ্যমন্ত্রীও ছিলেন)।
♠ পাকিস্তানের উপজাতি এলাকার ১ম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়
☞ ২০ জুলাই ২০১৯।
♠ ভারতের চন্দ্রযান - ২ উৎক্ষেপণ করা হয়
☞ ২২ জুলাই ২০১৯।
♠ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ( আইএইএ) এর প্রধান ইউকিয়া আমানো মারা যান
☞ ২২ জুলাই ২০১৯।
♠ সম্প্রতি ফিল্ম ফর পিস ফাউন্ডেশন কর্তৃক ' অ্যাম্বাসেডর অব পিস - ২০১৯ ' পুরস্কার লাভ করে
☞ 'কালার অব চাইল্ড ' চলচ্চিত্র
♠ সম্প্রতি রোবট বানানোর রিয়েলিটি শো ' জিপিএইচ ইস্পাত এসো রোবট বানিয়ে ' চ্যাম্পিয়ন হন
☞ পেরিকোলোসো পিয়াট।
♠ ১৬ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ( আইডেএসও) - ২০১৯ অনুষ্ঠিত হয়
☞ কাতারের দোহায়।
♠ স্পেনের মুসলিম সাম্রাজ্যের ত্রানকর্তা বলা হয়
☞ তৃতীয় আব্দুর রহমান।
♠ ২-৩ অক্টোবর ২০১৯ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ' রিজিওনাল এজেন্ডা ইন্ডিয়ান ইকোনমিক সামিট ' অনুষ্ঠিত হবে
☞ ভারতের দিল্লিতে।
♠ সম্প্রতি জেট ইঞ্জিনচালিত হোভারবোর্ডে করে বাতাসে ভেসে ইংলিশ চ্যানেল পাড়ি দেন
☞ ফ্রাঙ্কি জাপাতা, ফ্রান্স।
♠ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সরিয়ে যে দ্বীপে নেয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট উইদোদো
☞ বোর্নিও দ্বীপে।
♠ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম
☞ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ( অস্ট্রেলিয়া)।
♠ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম
☞ মে ডে স্টেডিয়াম ( উত্তর কোরিয়া)।
♠ বিশ্বের সবচেয়ে বড় রাগবি স্টেডিয়াম
☞ এফএনবি স্টেডিয়াম ( জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা)।
♠ আধুনিক ক্রিকেটের ' স্যার ডন ব্রাডম্যান ' বলা হয়
☞ স্টিভ স্মিথকে।
♠ ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক
☞ আফগানিস্তানের রশিদ খান ( ১৯ বছর ১৬৫ দিন)।
♠ ওয়ানডেতে একটানা সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক ছিলেন
☞ হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকা ( ১৩০ ম্যাচ)।
♠ অ্যাসেজ খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন
☞ স্টিভ ওয়াহ ( ২৮ বার)।
♠ ওয়ানডেতে এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন
☞ মুত্তিয়া মুরালিধরন ( ৯৬ উইকেট ; বিপক্ষ - পাকিস্তান)
♠ ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী
☞ মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা ( ৫৩৪ টি)।
♠ ওয়ানডেতে এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন
☞ শচীন টেন্ডুলকার ( ৩১১৩ রান, বিপক্ষ শ্রীলঙ্কা)।
♠ গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন
☞ জেমস অ্যান্ডারসন ( ৫৬৬ টি)
♠ গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন
☞ বিরাট কোহলি ( ২০১০৯ রান)।
♠ সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার
☞ মোহাম্মদ আমির ও ডেল স্টেইন।
♠ সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছে শ্রীলঙ্কার
☞ লাসিথ মালিঙ্গা।
♠ সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার
☞ হাশিম আমলা।
♠ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন
☞ ডু প্লেসি।
♠ ২৪ বছর পর আবারো ২০২২ সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হবে
☞ ক্রিকেট।
♠ আফ্রিকান নেশনস কাপ -২০১৯ ' চ্যাম্পিয়ন
☞ আলজেরিয়া।
♠ উয়েফা U-19 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে
☞ স্পেন।
♠ সম্প্রতি ৪র্থ বারের মতো বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ব্যাক্তিগত মিডলে সোনা জিতেছেন
☞ কাতিনকো হোসু ( হাঙ্গেরি)।
♠ এফএ কমিউনিটি শিল্ড সবচেয়ে বেশি জিতেছে
☞ ম্যানচেস্টার ইউনাইটেড ( ২১ বার)।
♠ সম্প্রতি স্পেনের লিজেন্ড অ্যাওয়ার্ড লাভ করেন
☞ পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

নোটঃ Md Roman

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন