আজকে 6.9.19 অনুষ্ঠিত
মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার
solved=Md Saiful Islam
#সাধারণ জ্ঞান অংশের সমাধান
১. ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন কে?
-চন্দ্রকুমার দে
২. পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকের রচয়িতা কে?
-সৈয়দ শামসুল হক
৩. পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতা কে?
-মানিক বন্দ্যোপাধ্যায়
৪. কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?
-পাড়াতলী
৫. মুনির চৌধুরীর কবর' নাটকের প্রেক্ষাপট কি?
-ভাষা আন্দোলন
৬. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়?
-১৫ তম সংশোধনীতে
৭. ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ?
-৮ ফাল্গুন
৮. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে?
-১১৭৬
৯. কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচ্য নয়?
-সুন্দরবন
১০. একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কি?
-ইউ কে চিং
১১. মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ ?
-ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর
১২. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩. জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি কোথায়?
-জয়দেবপুর
১৪. বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
-কুষ্টিয়া গ্রেড
১৫. সাত গম্বুজ মসজিদ কোথায়?
-মোহাম্মদপুর ঢাকা
১৬. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায়?
-জিরানী বাজার
১৭. পাটের জিন আবিষ্কার করেন কে?
-ডা: মাকসুদুল আলম
১৮. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি?
-তৈরি পোশাক
১৯. সেভেন সিস্টার্স বলতে কি বুঝায়?
-ভারতের সাতটি অঙ্গরাজ্য
২০. Statue of unity কোথায় অবস্থিত?
-ভারত
২১. অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
-রাশিয়া
২২. ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট?
-৪৫ তম
২৩. বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে কোন সংস্থা?
-UNESCO
২৪. হাইতির মুদ্রার নাম কি?
-গুর্দে
২৫. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে?
-ভারত ও চীন
২৬. সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত?
-আটলান্টিক মহাসাগরের
২৭. লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ?
-ভ্যাটিকান সিটি
২৮. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
-নেত্রকোনা
২৯. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারী কে?
-রাষ্ট্রপতি
৩০. ভবদহ বিল কোথায়?
-যশোর
৩১. একুশে পদক 2019 পেয়েছেন?
-২১ জন
৩২. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
-পর্তুগাল
৩৩. বিশ্বের দীর্ঘতম নদী নাম কি?
-বিশ্বের দীর্ঘতম নদী- নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা।
🌻বিশ্বের বৃহত্তম নদী- আমাজান, দ.আমেরিকা। (সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়।
৩৪. বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি?
-সাহারা
৩৫. ভারত কবে প্রজাতন্ত্রের পরিণত হয়?
- ২৬ জানুয়ারী, ১৯৫০।
৩৬. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট?
-ইসাবেলা পেরন
৩৭. বিশ্ব মা দিবস কবে?
-মে মাসের দ্বিতীয় সোমবার