Pages

গণিত - প্যাটার্ন নিয়ে আলোচনা

গণিত - প্যাটার্ন

১.  ৩২৫ দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে হয়-
i. ১২ + ১৮২
ii. ৬২ + ১৭২
iii. ১০২ + ১৫২
নিচের কোনটি সঠিক?
ক)   i
খ)   ii
গ)   iii
ঘ)   i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)
২.  ১, ১০, ১৯, ২৮, ৩৭,.... সংখ্যাগুলোতে কি বিদ্যমান?
   ক)   মিশ্র ভগ্নাংশ
   খ)   ল. সা. গু
   গ)   গ. সা. গু.
   ঘ) 
প্যাটার্ন

  সঠিক উত্তর: (ঘ)
৩.  ১-এর চেয়ে বড় যেসব সংখ্যা ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেসব সংখ্যাকে কি বলে?
  ক)   যৌগিক সংখ্যা
   খ)   মৌলিক সংখ্যা
   গ)   ঋণাত্মক সংখ্যা
   ঘ)   জোড় সংখ্যা

  সঠিক উত্তর: (খ)
৪.  -৫, -৮, -১১, -১৪,.. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
  ক)   -১৭
খ)   -১৯
  গ)   -২০
   ঘ)   -২১

  সঠিক উত্তর: (ক)
৫.  নিচের কোনটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ?
  ক)   সংখ্যা প্যাটার্ন চিনতে পারা
   খ)   সংখ্যা প্যাটার্ন চিনতে না পারা
   গ)   সংখ্যা চিনতে না পারা
   ঘ)   উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)
৬.  ১৬ ২ ৩ ১৩
৫ ১১ ১০ ৮
৯ ৭ ৬ ১২
৪ ১৪ ১৫ ১
চিত্রের ম্যাজিক বর্গ-
i. ৪ ক্রমের।
ii. এর ম্যাজিক সংখ্যা ৬৫।
iii. এর কর্ণের সংখ্যাগুলো যোগ করলে যোগফল ৩৪ হয়।
নিচের কোনটি সঠিক?
  ক)   i
   খ)   i ও iii
   গ)   ii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (খ)

৭.  ৩,৫,৭,৯,...তালিকার সংখ্যাগুলোতে ৩ থেকে শুরু করে প্রতিবার-
   ক)   ১ করে কমছে
  খ)   ৩ করে কমছে
   গ)   ২ করে বাড়ছে
   ঘ)   ৩ করে বাড়ছে

  সঠিক উত্তর: (গ)
৮.  “৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে” এটি একটি-।
   ক)   গ. সা. গু.
   খ)   ল. সা. গু.
   গ)   প্যাটার্ন
  ঘ)   ভুল তথ্য

  সঠিক উত্তর: (গ)
৯.  প্রথম ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
  ক)   ১৫০
   খ)   ২২৫
   গ)   ৫০
   ঘ)   ২৫০

  সঠিক উত্তর: (খ)
১০.  নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  ক)   ১২
  খ)   ১৫
   গ)   ২৪
   ঘ)   ২৯

  সঠিক উত্তর: (ঘ)

১১.  ০,৩,৮, ১৫,...প্যাটার্নের সাধারণ রাশি কোনটি?
   ক)   ক
   খ)   ক + ১
   গ)   ক - ১
   ঘ)   ক২ - ১

  সঠিক উত্তর: (ঘ)
১২.  নিম্নের কোন রাশিটি সর্বদা পূর্ণ-বর্গ সংখ্যার প্রকাশ করে?
   ক)   ক২
   খ)   ক২ - ১
   গ)   ক২ + ১
   ঘ)   ২ক

  সঠিক উত্তর: (ক)
১৩.  শিশুর গণনা করতে শেখা-সংখ্যা কি?
   ক)   একটি গল্প
   খ)   একটি দশমিক
   গ)   একটি ম্যাজিক
   ঘ)   একটি প্যাটার্ন

  সঠিক উত্তর: (ঘ)
১৪.  ১,৪,৯,১৬,২৫,... তালিকার সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পায়?
  ক)   ২
   খ)   ৩
   গ)   ৫
   ঘ)   ৭

  সঠিক উত্তর: (ক)

১৫.  ৮,১৬,২৪,৩২,৪০,....তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
  ক)   ৩৫
   খ)   ৩৮
   গ)   ৪০
   ঘ)   ৪২

  সঠিক উত্তর: (খ)
১৬.  ৩১-৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ২টি
   খ)   ৩টি
   গ)   ৪টি
   ঘ)   ১০টি

  সঠিক উত্তর: (ক)
১৭.  নিচের কোনটির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়?
   ক)   দশমিকের সাহায্যে
   খ)   ত্রিভুজের সাহায্যে
   গ)   ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে
   ঘ)   বিন্দুর সাহায্যে

  সঠিক উত্তর: (গ)
১৮.  (৪ক - ১) বীজগণিতীয় রাশির ১০ম পদ কত?
   ক)   ৩৯
   খ)   ৪০
   গ)   ৪১
   ঘ)   ১৫

  সঠিক উত্তর: (ক)

১৯.  ২৫, ৩১, ৩৭, ৪৩, ৪৯ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত?
   ক)   ৫০
   খ)   ৫২
   গ)   ৫৫
   ঘ)   ৫৬

  সঠিক উত্তর: (গ)
২০.  ১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  ক)   ২টি
   খ)   ৪টি
   গ)   ৭টি
   ঘ)   ৮টি

  সঠিক উত্তর: (ঘ)
২১.  প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
  ক)   ১৬
   খ)   ৩৬
   গ)   ৬৬
   ঘ)   ৯৬

  সঠিক উত্তর: (খ)
২২.  কোন ধরনের সংখ্যার ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই?
  ক)   যৌগিক সংখ্যা
   খ)   মৌলিক সংখ্যা
   গ)   জোড় সংখ্যা
   ঘ)   ধনাত্মক সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

২৩.  সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
   ক)   ১
   খ)   ২
   গ)   ৩
   ঘ)   ৫

  সঠিক উত্তর: (খ)
২৪.  নিচের কোনটি মৌলিক সংখ্যা?
   ক)   ১০
   খ)   ১১
   গ)   ১২
   ঘ)   ১৪

  সঠিক উত্তর: (খ)
২৫.  নিচের কোনটিতে প্যার্টান বিদ্যমান?
   ক)   ১,৭,১০,১৫,......
  খ)   ১,৪,৭,১০,........
   গ)   ০,১,৮,১০,১৫,....
  ঘ) 
০,২,৬,৮,১৬,......

  সঠিক উত্তর: (খ)
২৬.  ১, ৬, ১১, ২১, .......সংখ্যাগুলোতে নিচের কোনটি বিদ্যমান?
   ক)   শতকরা
   খ)   মিশ্র ভগ্নাংশ
   গ)   একটি প্যাটার্ন
   ঘ)   উপরের কোনোটি নয়

  সঠিক উত্তর: (গ)

২৭.  ২ সংখ্যাটি-
   ক)   সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
  খ)   সবচেয়ে বড় মৌলিক সংখ্যা
   গ)   সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা
   ঘ)   সবচেয়ে বড় যৌগিক সংখ্যা

  সঠিক উত্তর: (ক)
২৮.  ৪ ক্রমের ম্যাজিক বর্গে পাশাপাশি, উপর-নিচ ও কোনাকুনি যোগ করলে যোগফল হয়-
   ক)   ১৫
   খ)   ৩৪
   গ)   ৪০
   ঘ)   ১৬০

  সঠিক উত্তর: (খ)
২৯.  (৬ক - ২) বীজগণিতীয় রাশি ১০০ তম পদ কত?
   ক)   ৬২
   খ)   ৫৯৮
   গ)   ৬০২
   ঘ)   ৬২০

  সঠিক উত্তর: (খ)
৩০.  ১১, ১৪, ১৭, ২০, ২৩, .....সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার সমষ্টি-।
  ক)   ৪০
   খ)   ৪২
   গ)   ৪৩
   ঘ)   ৪৫

  সঠিক উত্তর: (ক)
৩১.  ৯১ - ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ১টি
   খ)   ২টি
   গ)   ৪টি
   ঘ)   ১০টি

  সঠিক উত্তর: (ক)
৩২.  সকল মৌলিক সংখ্যা-।
  ক)   ১-এর চেয়ে ছোট
  খ)   ১-এর চেয়ে বড়
  গ)   ১ এর চেয়ে বড় কিন্তু ২ এর চেয়ে ছোট
  ঘ)   জোড় সংখ্যা

  সঠিক উত্তর: (খ)
৩৩.  ৪, ৮, ১৬, ৩২,......সংখ্যাগুলো প্রতিবার-
  ক)   একই হচ্ছে
   খ)   দ্বিগুণ হচ্ছে
   গ)   তিনগুণ হচ্ছে
   ঘ) 
চারগুণ হচ্ছে

  সঠিক উত্তর: (খ)
৩৪.  ৩৭ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
   ক)   মৌলিক সংখ্যা
   খ)   যৌগিক সংখ্যা
   গ)   জোড় সংখ্যা
   ঘ)   মিশ্র ভগ্নাংশ সংখ্যা

  সঠিক উত্তর: (ক)


৩৫.  ২, ১০, ৫০, ২৫০,....সংখ্যাগুলো প্রতিবার-
   ক)   হ্রাস পাচ্ছে
  খ)   দ্বিগুণ হচেছ
   গ)   পাঁচগুণ হচ্ছে
   ঘ)   দশগুণ হচ্ছে

  সঠিক উত্তর: (গ)
৩৬.  ১৫, ১৯, ২৩, ২৭,.......তারিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৪
ii. সংখ্যাগুলোতে প্যাটার্ন বিদ্যমান
iii. পরবর্তী সংখ্যাদ্বয় হচ্ছে ২৯ ও ৩১
নিচের কোনটি সঠিক?
  ক)   i ও ii
  খ)   i
   গ)   ii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (ক)
৩৭.  ১৭ সংখ্যাটি হচ্ছে-
  ক)   যৌগিক সংখ্যা
   খ)   জোড় সংখ্যা
   গ)   ঋণাত্মক সংখ্যা
   ঘ)   মৌলিক সংখ্যা

  সঠিক উত্তর: (ঘ)
৩৮.  প্রথম ২০টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
  ক)   ৪০
   খ)   ১২০
   গ)   ২০০
   ঘ)   ৪০০

  সঠিক উত্তর: (ঘ)
৩৯.  বিজোড় সংখ্যার প্যাটার্ন কোনটি?
   ক)   ২ক
   খ)   ৪ক
   গ)   ২ক- ১
   ঘ)   ৩ক

  সঠিক উত্তর: (গ)
৪০.  ৬১-৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ১টি
   খ)   ২টি
   গ)   ৫টি
   ঘ)   ১০০টি

  সঠিক উত্তর: (খ)
৪১.  ‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে-
i. ২ক জোড় সংখ্যা।
ii. (২ক + ১) বিজোড় সংখ্যা
iii. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা।
নিচের কোনটি সঠিক?
  ক)   i ও ii
   খ)   i
   গ)   ii
  ঘ)   iii

  সঠিক উত্তর: (ক)
৪২.  (৪ক + ৩) এর পদগুলো যথাক্রমে ৭, ১১, ১৫, ১৯,... হলে ১০ম পদ কত?
   ক)   ৪২
   খ)   ৪৩
   গ)   ৪৪
   ঘ)   ৪৫

  সঠিক উত্তর: (খ)
৪৩.  সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
   ক)   ১
  খ)   ২
   গ)   ৩
   ঘ)   ৪

  সঠিক উত্তর: (খ)
৪৪.  ক২ - ১ রাশির ১০০তম পদ কোনটি?
   ক)   ৯৯
   খ)   ৯৯৯
   গ)   ৯৯৯৯
   ঘ)   ১০০০০

  সঠিক উত্তর: (গ)
৪৫.  ২, ৫, ৮, ১১, ১৪, ....তারিকার সংখ্যাগুলোতে-
i. একটি নিয়ম খুঁজে পাওয়া যায়
ii. ১ থেকে শুরু করে প্রতিবার ৪ করে যোগ করে হয়েছে
iii. একটি প্যাটার্ন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
   ক)   i
  খ)   i ও iii
   গ)   ii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (খ)
৪৬.  কোন দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে যোগফল ২৫ হবে?
  ক)   ২ ও ৯
   খ)   ৩ ও ৪
   গ)   ৭ ও ৮
   ঘ)   ৬ ও ৭

  সঠিক উত্তর: (খ)
৪৭.  নিচের কোন সংখ্যাটিকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
  ক)   ৫০
   খ)   ৬৫
   গ)   ১০০
   ঘ)   ৩২৫

  সঠিক উত্তর: (ঘ)
৪৮.  ১২৫, ১৫০, ৩৭০, ৪৫৫ সংখ্যাগুলো নিচের কোন সংখ্যার গুণিতক?
   ক)   ২
   খ)   ৫
   গ)   ১০
  ঘ)   ২৫

  সঠিক উত্তর: (খ)
৪৯.  ১৩, ১৬, ১৯, ২২, ২৫,......তালিকার-
i. সংখ্যাগুলো একটি নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ১৩
iii. পরবর্তী সংখ্যাদ্বয়ের সমষ্টি ৫৯
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   ii
   গ)   i ও iii
  ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)
৫০.  ১,৫,৬,১১,১৭, ... তালিকার সংখ্যাগুলো-
i. একটি প্যাটার্নে লিখা।
ii. পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।
iii. পরবর্তী সংখ্যাটি ২৮।
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   ii
   গ)   iii
   ঘ)   i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)
৫১.  প্রথম আটটি বিজোড় সংখ্যার সমষ্টি-
   ক)   ৮
   খ)   ১৮
   গ)   ৬৪
   ঘ)   ৮০

  সঠিক উত্তর: (গ)
৫২.  ১০০০০, ১০০০, ১০০, ..... সংখ্যাগুলো প্রতিবার-
   ক)   হ্রাস পাচ্ছে
   খ)   বৃদ্ধি পাচ্ছে
   গ)   দশগুণ হচ্ছে
   ঘ)   একশ গুণ হচ্ছে

  সঠিক উত্তর: (ক)
৫৩.  প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল একটি-।
   ক)   বিজোড় সংখ্যা
   খ)   জোড় সংখ্যা
   গ)   ঋণাত্মক সংখ্যা
   ঘ)   অমূলদ সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

৫৪.  প্রথম ত্রিশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
   ক)   ৩১
   খ)   ৩০১
   গ)   ৪৬৫
   ঘ)   ৯০০

  সঠিক উত্তর: (গ)
৫৫.  ২ এর গুণিতকগুলোর শেষে কত থাকে?
   ক)   ৪,৬ বা ১০
   খ)   ২, ৪, ৬ বা ৮
   গ)   ০, ২, ৪, ৬ বা ৮
   ঘ)   ০, ১ বা ২

  সঠিক উত্তর: (গ)
৫৬.  প্রকৃতির বৈচিত্যময় প্যাটার্ন কিভাবে উপলব্ধি করা যায়?
  ক)   ইচ্ছে মতো
   খ)   বিশৃঙ্খলভাবে
   গ)   গণনা ও সংখ্যার সাহায্যে
  ঘ)   এলো-মেলোভাবে

  সঠিক উত্তর: (গ)
৫৭.  ৬১ থেকে ১৬ বিয়োগ করলে করলে বিয়োগফল কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
   ক)   ১০ দ্বারা
   খ)   ৯ দ্বারা
   গ)   ৮ দ্বারা
   ঘ)   ৭ দ্বারা

  সঠিক উত্তর: (খ)

৫৮.  ২,৪,৮,১৬,৩২,....সংখ্যাগুলোর প্যাটার্নের নিয়ম কী?
   ক)   প্রতিবারে দ্বিগুণ হচ্ছে
   খ)   প্রতিবারে তিনগুণ হচ্ছে
   গ)   প্রতিবারে চারগুণ হচ্ছে
   ঘ)   প্রতিবারে পাঁচগুণ হচ্ছে

  সঠিক উত্তর: (ক)
৫৯.  ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
  ক)   ২০
   খ)   ১৫
  গ)   ১০
  ঘ)   ৮

  সঠিক উত্তর: (খ)
৬০.  ৩ ক্রমের ম্যাজিক বর্গে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়?
  ক)   ৩টি
   খ)   ৬টি
   গ)   ৯টি
   ঘ)   ১৬টি

  সঠিক উত্তর: (গ)
৬১.  ১৩, ১৭, ২১, ২৫,....সংখ্যাগুলো প্রতিবার-
   ক)   ৩ করে বাড়ছে
  খ)   ৩ করে কমছে
   গ)   ৪ করে বাড়ছে
   ঘ)   ৪ করে কমছে

  সঠিক উত্তর: (গ)

৬২.  ১১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ১টি
   খ)   ২টি
   গ)   ৪টি
   ঘ)   ৫টি

  সঠিক উত্তর: (গ)
৬৩.  ৩, ৫, ৭, ৯, ১১, ........সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি নিচের কোনটি?
   ক)   ২ক + ১
   খ)   ২ক - ১
   গ)   ৩ক + ১
   ঘ)   ৩ক - ১

  সঠিক উত্তর: (ক)
৬৪.  ৫১, ৫৮, ৬৫, ৭২, ৭৯, ...... সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার পার্থক্য কত?
   ক)   ৫
   খ)   ৬
   গ)   ৭
   ঘ) 

  সঠিক উত্তর: (গ)
৬৫.  নিচের কোনটি ৯১-১০০ এর অবস্থিত মৌলিক সংখ্যা?
   ক)   ৯২
   খ)   ৯৩
   গ)   ৯৭
   ঘ)   ১০০

  সঠিক উত্তর: (গ)

৬৬.  ৬, ১০, ১৪, ১৮,.....সংখ্যাগুলোতে কত থেকে শুরু করে প্রতিবার ৪ করে বাড়ছে?
   ক)   ০ থেকে শুরু করে
  খ)   ১০ থেকে শুরু করে
  গ)   ৪ থেকে শুরু করে
   ঘ)   ৬ থেকে শুরু করে

  সঠিক উত্তর: (ঘ)
৬৭.  ৪, ১২, ৩৬, ১০৮,...সংখ্যাগুলো প্রতিবার-
   ক)   দ্বিগুণ হচ্ছে
   খ)   তিনগুণ হচ্ছে
   গ)   চারগুণ হচ্ছে
  ঘ)   অর্ধেক হচ্ছে

  সঠিক উত্তর: (খ)
৬৮.  নিচের কোন সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়?
   ক)   ৮, ৯
   খ)   ৯,১০
   গ)   ১০, ১৩
  ঘ)   ১৩,১৪

  সঠিক উত্তর: (গ)
৬৯.  ১০-এর ছোট মৌলিক সংখ্যা কোন গুলো?
  ক)   ১,২,৫,১০
  খ)   ১,৩,৫,৭,৯
   গ)   ২,৩,৫,৭
  ঘ)   ২,৪,৬,৮,১০

  সঠিক উত্তর: (গ)
৭০.  ৩১ - ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
   ক)   ৩১ ও ৪০
  খ)   ৩১ ও ৩৭
   গ)   ৩১ও ৩৫ ও ৪০
   ঘ)   ৩৯ ও ৪০

  সঠিক উত্তর: (খ)
৭১.  ৩৮ সংখ্যাটি হচ্ছে-
   ক)   ঋণাত্মক সংখ্যা
   খ)   জোড় সংখ্যা
   গ)   বিজোড় সংখ্যা
   ঘ)   মৌলিক সংখ্যা

  সঠিক উত্তর: (খ)
৭২.  ২ক রাশির সংখ্যা প্যাটার্নের ১ম দশটি পদের যোগফল কত?
   ক)   ১০০
   খ)   ১১০
   গ) 
১২০
   ঘ)   ২০০

  সঠিক উত্তর: (খ)
৭৩.  ৯০, ৯৫, ১০০, ১০৫, ১১০, সংখ্যাগুলো কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
   ক)   ৩
   খ)   ৫
   গ)   ৯
   ঘ)   ১০

  সঠিক উত্তর: (খ)

৭৪.  ৫-কে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে, নিচের কোনটি হবে?
   ক)   ১ + ৪
   খ)   ১২ + ৪২
   গ)   ১২ + ২২
   ঘ)   ১২ + ৫২

  সঠিক উত্তর: (গ)
৭৫.  ১, ৩, ৫, ৭,.....সংখ্যার প্যাটার্নকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়?
   ক)   ২ক + ২
   খ)   ২ক - ১
   গ)   ক + ১
   ঘ)   ২ক

  সঠিক উত্তর: (খ)
৭৬.  ৩, ৮, ১৩, ১৮,......তালিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৩
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৫
iii. পরবর্তী সংখ্যা হবে ২৩
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   ii
  গ)   ii ও iii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (গ)
৭৭.  নিচের কোনটি দুইটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ?
  ক)   ২ = ১২ + ১২
  খ)   ১৩ = ২২ + ৩২
  গ)   ১০ = ১২ + ৩২
  ঘ)   ২০ = ৪২ + ২২

  সঠিক উত্তর: (খ)
৭৮.  ১ থেকে ১০ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত?
  ক)   ৫৫
   খ)   ৫০
   গ)   ৪৫
   ঘ)   ৪০

  সঠিক উত্তর: (ক)
৭৯.  ক২ + ১ রাশির-
i. ১ম পদ ২
ii. সবগুলো পদ বিজোড়
iii. দশম পদ ১০১
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   i ও iii
   গ)   ii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (খ)
৮০.  ৮,১৫, ২২, ২৯,....সংখ্যাগুলোর পরপর সংখ্যা পার্থক্য কত?
   ক)   ৪
   খ)   ৭
   গ)   ৮
   ঘ)   ২৩

  সঠিক উত্তর: (খ)

৮১.  কোন স্বাভাবিক সংখ্যাকে একাধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়?
   ক)   ৫০
  খ)   ১৩
   গ)   ১০
  ঘ)   ৮

  সঠিক উত্তর: (ক)
৮২.  ১,৫,৯,১৩,.......সংখ্যাগুলোতে ১ থেকে শুরু করে প্রতিবার-।
ক)   ১ করে বাড়ছে
  খ)   ১ করে কমছে
   গ)   ৪ করে বাড়ছে
   ঘ)   ৫ করে বাড়ছে

  সঠিক উত্তর: (গ)
৮৩.  কাঠি দিয়ে I V N এরূপ বর্ণমালার একটি প্যাটার্ন তৈরি করা হলো পরবর্তী বর্ণটি কী হবে?
   ক)   M
   খ)   W
   গ)   A
   ঘ)   X

  সঠিক উত্তর: (খ)
৮৪.  ৫, ২৫, ১২৫, ৬২৫, ..... সংখ্যাগুলোর-
i. প্রতিবার ৫ গুণ হচ্ছে।
ii. ৬২৫ + ১৫২ + ২০২।
iii. ৬২৫ = ২৪২ + ৭২।
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   ii
   গ)   iii
   ঘ)   i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)
৮৫.  ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়?
   ক)   ১০টি
   খ)   ৩৪টি
   গ)   ৫৪টি
   ঘ)   ১০০টি

  সঠিক উত্তর: (খ)
৮৬.  ১, ৩, ৫, ৭, ৯, ....., ৬৯ সংখ্যাগুলোর যোগফল কোন ধরনের সংখ্যা হবে?
   ক)   জোড় সংখ্যা
   খ)   অমূলদ সংখ্যা
  গ)   ঋণাত্মক সংখ্যা
   ঘ)   পূর্ণবর্গ সংখ্যা

  সঠিক উত্তর: (ঘ)
৮৭.  ২ সংখ্যাটি-
i. যৌগিক সংখ্যা
ii. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
iii. একমাত্র জোড় মৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
   ক)   i
  খ)   ii
   গ)   ii ও iii
  ঘ)   iii

  সঠিক উত্তর: (গ)

৮৮.  ৩২, ৩৭, ৪২, ৪৭, ৫২,....সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার সমষ্টি কত?
   ক)   ২
   খ)   ৩
   গ)   ৫
   ঘ)   ৭

  সঠিক উত্তর: (গ)
৮৯.  ১,৪,৭,১০,১৩,....তালিকার সংখ্যাগুলোর পর পর দুটি সংখ্যার পার্থক্য কত?
  ক)   ১
   খ)   ২
   গ)   ৩
   ঘ)   ৪

  সঠিক উত্তর: (গ)
৯০.  ২, ১২, ৭২, ৪৩২,....সংখ্যাগুলো প্রতিবার কতগুণ হচেছ?
  ক)   দ্বিগুণ
  খ)   তিন গুণ
   গ)   চার গুণ
   ঘ)   ছয় গুণ

  সঠিক উত্তর: (ঘ)
৯১.  ৪ ও ৭ সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?
   ক)   ১৩০
  খ)   ১০০
   গ)   ৯০
  ঘ)   ৬৫

  সঠিক উত্তর: (ঘ)
৯২.  �
১৩ ৮ ১২ ১
৩ ১০ ৬ ১৫
২ ১১ ৭ ১৮
১৬ ৫ ৯ ৪
উপরিউক্ত ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত?
   ক)   ৩৪
   খ)   ৩০
  গ)   ২৮
  ঘ)   ২৬

  সঠিক উত্তর: (ক)
৯৩.  নিচের কোনটি মৌলিক সংখ্যা?
   ক)   ১১
   খ)   ২১
   গ)   ২৮
  ঘ)   ১১১

  সঠিক উত্তর: (ক)
৯৪.  ৭, ১১, ১৫, ১৯, ২৩ সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি-
  ক)   ৩ক + ৪
  খ)   ৪ক + ৩
  গ)   ৫ক + ২
   ঘ)   ৭ক + ১

  সঠিক উত্তর: (খ)
৯৫.  ৭১-৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ২টি
   খ)   ৩টি
   গ)   ৪টি
   ঘ)   ৫টি

  সঠিক উত্তর: (খ)
৯৬.  ৮০ - ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
   ক)   ৮০ ও ৯০
  খ)   ৮১ ও ৮৯
   গ)   ৮৩ ও ৮৮
   ঘ)   ৮৩ ও ৮৯

  সঠিক উত্তর: (ঘ)
৯৭.  ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
   ক)   ৩
   খ)   ৬
  গ)   ১৫
   ঘ)   ৩০

  সঠিক উত্তর: (গ)
নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও:
তিন অঙ্কের একটি সংখ্যা ৭৮২
৯৮.  সংখ্যাটিকে বিপরীত ক্রমের অঙ্ক অনুসারে লিখলে সংখ্যাটি কত হয়?
   ক)   ২৮৭
   খ)   ২৯০
  গ)   ২৯৫
   ঘ)   ৩০০

  সঠিক উত্তর: (ক)
৯৯.  প্রদত্ত সংখ্যা এবং এর বিপরীত ক্রমের অঙ্কের সংখ্যাটির বিয়োগফল কত?
   ক)   ৪০০
   খ)   ৪৯৫
   গ)   ৫০০
  ঘ)   ৫০৫

  সঠিক উত্তর: (খ)গণিত প্রথম অধ্যায় : প্যাটার্ন
জে.এস.সি    ||    গণিত
প্রথম অধ্যায় : প্যাটার্ন

১.  ৩২৫ দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে হয়-
i. ১২ + ১৮২
ii. ৬২ + ১৭২
iii. ১০২ + ১৫২
নিচের কোনটি সঠিক?
ক)   i
খ)   ii
গ)   iii
ঘ)   i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)
২.  ১, ১০, ১৯, ২৮, ৩৭,.... সংখ্যাগুলোতে কি বিদ্যমান?
   ক)   মিশ্র ভগ্নাংশ
   খ)   ল. সা. গু
   গ)   গ. সা. গু.
   ঘ) 
প্যাটার্ন

  সঠিক উত্তর: (ঘ)
৩.  ১-এর চেয়ে বড় যেসব সংখ্যা ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেসব সংখ্যাকে কি বলে?
  ক)   যৌগিক সংখ্যা
   খ)   মৌলিক সংখ্যা
   গ)   ঋণাত্মক সংখ্যা
   ঘ)   জোড় সংখ্যা

  সঠিক উত্তর: (খ)
৪.  -৫, -৮, -১১, -১৪,.. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
  ক)   -১৭
খ)   -১৯
  গ)   -২০
   ঘ)   -২১

  সঠিক উত্তর: (ক)
৫.  নিচের কোনটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ?
  ক)   সংখ্যা প্যাটার্ন চিনতে পারা
   খ)   সংখ্যা প্যাটার্ন চিনতে না পারা
   গ)   সংখ্যা চিনতে না পারা
   ঘ)   উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)
৬.  ১৬ ২ ৩ ১৩
৫ ১১ ১০ ৮
৯ ৭ ৬ ১২
৪ ১৪ ১৫ ১
চিত্রের ম্যাজিক বর্গ-
i. ৪ ক্রমের।
ii. এর ম্যাজিক সংখ্যা ৬৫।
iii. এর কর্ণের সংখ্যাগুলো যোগ করলে যোগফল ৩৪ হয়।
নিচের কোনটি সঠিক?
  ক)   i
   খ)   i ও iii
   গ)   ii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (খ)

৭.  ৩,৫,৭,৯,...তালিকার সংখ্যাগুলোতে ৩ থেকে শুরু করে প্রতিবার-
   ক)   ১ করে কমছে
  খ)   ৩ করে কমছে
   গ)   ২ করে বাড়ছে
   ঘ)   ৩ করে বাড়ছে

  সঠিক উত্তর: (গ)
৮.  “৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে” এটি একটি-।
   ক)   গ. সা. গু.
   খ)   ল. সা. গু.
   গ)   প্যাটার্ন
  ঘ)   ভুল তথ্য

  সঠিক উত্তর: (গ)
৯.  প্রথম ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
  ক)   ১৫০
   খ)   ২২৫
   গ)   ৫০
   ঘ)   ২৫০

  সঠিক উত্তর: (খ)
১০.  নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  ক)   ১২
  খ)   ১৫
   গ)   ২৪
   ঘ)   ২৯

  সঠিক উত্তর: (ঘ)

১১.  ০,৩,৮, ১৫,...প্যাটার্নের সাধারণ রাশি কোনটি?
   ক)   ক
   খ)   ক + ১
   গ)   ক - ১
   ঘ)   ক২ - ১

  সঠিক উত্তর: (ঘ)
১২.  নিম্নের কোন রাশিটি সর্বদা পূর্ণ-বর্গ সংখ্যার প্রকাশ করে?
   ক)   ক২
   খ)   ক২ - ১
   গ)   ক২ + ১
   ঘ)   ২ক

  সঠিক উত্তর: (ক)
১৩.  শিশুর গণনা করতে শেখা-সংখ্যা কি?
   ক)   একটি গল্প
   খ)   একটি দশমিক
   গ)   একটি ম্যাজিক
   ঘ)   একটি প্যাটার্ন

  সঠিক উত্তর: (ঘ)
১৪.  ১,৪,৯,১৬,২৫,... তালিকার সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পায়?
  ক)   ২
   খ)   ৩
   গ)   ৫
   ঘ)   ৭

  সঠিক উত্তর: (ক)

১৫.  ৮,১৬,২৪,৩২,৪০,....তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
  ক)   ৩৫
   খ)   ৩৮
   গ)   ৪০
   ঘ)   ৪২

  সঠিক উত্তর: (খ)
১৬.  ৩১-৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ২টি
   খ)   ৩টি
   গ)   ৪টি
   ঘ)   ১০টি

  সঠিক উত্তর: (ক)
১৭.  নিচের কোনটির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়?
   ক)   দশমিকের সাহায্যে
   খ)   ত্রিভুজের সাহায্যে
   গ)   ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে
   ঘ)   বিন্দুর সাহায্যে

  সঠিক উত্তর: (গ)
১৮.  (৪ক - ১) বীজগণিতীয় রাশির ১০ম পদ কত?
   ক)   ৩৯
   খ)   ৪০
   গ)   ৪১
   ঘ)   ১৫

  সঠিক উত্তর: (ক)

১৯.  ২৫, ৩১, ৩৭, ৪৩, ৪৯ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত?
   ক)   ৫০
   খ)   ৫২
   গ)   ৫৫
   ঘ)   ৫৬

  সঠিক উত্তর: (গ)
২০.  ১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  ক)   ২টি
   খ)   ৪টি
   গ)   ৭টি
   ঘ)   ৮টি

  সঠিক উত্তর: (ঘ)
২১.  প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
  ক)   ১৬
   খ)   ৩৬
   গ)   ৬৬
   ঘ)   ৯৬

  সঠিক উত্তর: (খ)
২২.  কোন ধরনের সংখ্যার ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই?
  ক)   যৌগিক সংখ্যা
   খ)   মৌলিক সংখ্যা
   গ)   জোড় সংখ্যা
   ঘ)   ধনাত্মক সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

২৩.  সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
   ক)   ১
   খ)   ২
   গ)   ৩
   ঘ)   ৫

  সঠিক উত্তর: (খ)
২৪.  নিচের কোনটি মৌলিক সংখ্যা?
   ক)   ১০
   খ)   ১১
   গ)   ১২
   ঘ)   ১৪

  সঠিক উত্তর: (খ)
২৫.  নিচের কোনটিতে প্যার্টান বিদ্যমান?
   ক)   ১,৭,১০,১৫,......
  খ)   ১,৪,৭,১০,........
   গ)   ০,১,৮,১০,১৫,....
  ঘ) 
০,২,৬,৮,১৬,......

  সঠিক উত্তর: (খ)
২৬.  ১, ৬, ১১, ২১, .......সংখ্যাগুলোতে নিচের কোনটি বিদ্যমান?
   ক)   শতকরা
   খ)   মিশ্র ভগ্নাংশ
   গ)   একটি প্যাটার্ন
   ঘ)   উপরের কোনোটি নয়

  সঠিক উত্তর: (গ)

২৭.  ২ সংখ্যাটি-
   ক)   সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
  খ)   সবচেয়ে বড় মৌলিক সংখ্যা
   গ)   সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা
   ঘ)   সবচেয়ে বড় যৌগিক সংখ্যা

  সঠিক উত্তর: (ক)
২৮.  ৪ ক্রমের ম্যাজিক বর্গে পাশাপাশি, উপর-নিচ ও কোনাকুনি যোগ করলে যোগফল হয়-
   ক)   ১৫
   খ)   ৩৪
   গ)   ৪০
   ঘ)   ১৬০

  সঠিক উত্তর: (খ)
২৯.  (৬ক - ২) বীজগণিতীয় রাশি ১০০ তম পদ কত?
   ক)   ৬২
   খ)   ৫৯৮
   গ)   ৬০২
   ঘ)   ৬২০

  সঠিক উত্তর: (খ)
৩০.  ১১, ১৪, ১৭, ২০, ২৩, .....সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার সমষ্টি-।
  ক)   ৪০
   খ)   ৪২
   গ)   ৪৩
   ঘ)   ৪৫

  সঠিক উত্তর: (ক)
৩১.  ৯১ - ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ১টি
   খ)   ২টি
   গ)   ৪টি
   ঘ)   ১০টি

  সঠিক উত্তর: (ক)
৩২.  সকল মৌলিক সংখ্যা-।
  ক)   ১-এর চেয়ে ছোট
  খ)   ১-এর চেয়ে বড়
  গ)   ১ এর চেয়ে বড় কিন্তু ২ এর চেয়ে ছোট
  ঘ)   জোড় সংখ্যা

  সঠিক উত্তর: (খ)
৩৩.  ৪, ৮, ১৬, ৩২,......সংখ্যাগুলো প্রতিবার-
  ক)   একই হচ্ছে
   খ)   দ্বিগুণ হচ্ছে
   গ)   তিনগুণ হচ্ছে
   ঘ) 
চারগুণ হচ্ছে

  সঠিক উত্তর: (খ)
৩৪.  ৩৭ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
   ক)   মৌলিক সংখ্যা
   খ)   যৌগিক সংখ্যা
   গ)   জোড় সংখ্যা
   ঘ)   মিশ্র ভগ্নাংশ সংখ্যা

  সঠিক উত্তর: (ক)


৩৫.  ২, ১০, ৫০, ২৫০,....সংখ্যাগুলো প্রতিবার-
   ক)   হ্রাস পাচ্ছে
  খ)   দ্বিগুণ হচেছ
   গ)   পাঁচগুণ হচ্ছে
   ঘ)   দশগুণ হচ্ছে

  সঠিক উত্তর: (গ)
৩৬.  ১৫, ১৯, ২৩, ২৭,.......তারিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৪
ii. সংখ্যাগুলোতে প্যাটার্ন বিদ্যমান
iii. পরবর্তী সংখ্যাদ্বয় হচ্ছে ২৯ ও ৩১
নিচের কোনটি সঠিক?
  ক)   i ও ii
  খ)   i
   গ)   ii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (ক)
৩৭.  ১৭ সংখ্যাটি হচ্ছে-
  ক)   যৌগিক সংখ্যা
   খ)   জোড় সংখ্যা
   গ)   ঋণাত্মক সংখ্যা
   ঘ)   মৌলিক সংখ্যা

  সঠিক উত্তর: (ঘ)
৩৮.  প্রথম ২০টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
  ক)   ৪০
   খ)   ১২০
   গ)   ২০০
   ঘ)   ৪০০

  সঠিক উত্তর: (ঘ)
৩৯.  বিজোড় সংখ্যার প্যাটার্ন কোনটি?
   ক)   ২ক
   খ)   ৪ক
   গ)   ২ক- ১
   ঘ)   ৩ক

  সঠিক উত্তর: (গ)
৪০.  ৬১-৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ১টি
   খ)   ২টি
   গ)   ৫টি
   ঘ)   ১০০টি

  সঠিক উত্তর: (খ)
৪১.  ‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে-
i. ২ক জোড় সংখ্যা।
ii. (২ক + ১) বিজোড় সংখ্যা
iii. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা।
নিচের কোনটি সঠিক?
  ক)   i ও ii
   খ)   i
   গ)   ii
  ঘ)   iii

  সঠিক উত্তর: (ক)
৪২.  (৪ক + ৩) এর পদগুলো যথাক্রমে ৭, ১১, ১৫, ১৯,... হলে ১০ম পদ কত?
   ক)   ৪২
   খ)   ৪৩
   গ)   ৪৪
   ঘ)   ৪৫

  সঠিক উত্তর: (খ)
৪৩.  সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
   ক)   ১
  খ)   ২
   গ)   ৩
   ঘ)   ৪

  সঠিক উত্তর: (খ)
৪৪.  ক২ - ১ রাশির ১০০তম পদ কোনটি?
   ক)   ৯৯
   খ)   ৯৯৯
   গ)   ৯৯৯৯
   ঘ)   ১০০০০

  সঠিক উত্তর: (গ)
৪৫.  ২, ৫, ৮, ১১, ১৪, ....তারিকার সংখ্যাগুলোতে-
i. একটি নিয়ম খুঁজে পাওয়া যায়
ii. ১ থেকে শুরু করে প্রতিবার ৪ করে যোগ করে হয়েছে
iii. একটি প্যাটার্ন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
   ক)   i
  খ)   i ও iii
   গ)   ii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (খ)
৪৬.  কোন দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে যোগফল ২৫ হবে?
  ক)   ২ ও ৯
   খ)   ৩ ও ৪
   গ)   ৭ ও ৮
   ঘ)   ৬ ও ৭

  সঠিক উত্তর: (খ)
৪৭.  নিচের কোন সংখ্যাটিকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
  ক)   ৫০
   খ)   ৬৫
   গ)   ১০০
   ঘ)   ৩২৫

  সঠিক উত্তর: (ঘ)
৪৮.  ১২৫, ১৫০, ৩৭০, ৪৫৫ সংখ্যাগুলো নিচের কোন সংখ্যার গুণিতক?
   ক)   ২
   খ)   ৫
   গ)   ১০
  ঘ)   ২৫

  সঠিক উত্তর: (খ)
৪৯.  ১৩, ১৬, ১৯, ২২, ২৫,......তালিকার-
i. সংখ্যাগুলো একটি নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ১৩
iii. পরবর্তী সংখ্যাদ্বয়ের সমষ্টি ৫৯
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   ii
   গ)   i ও iii
  ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)
৫০.  ১,৫,৬,১১,১৭, ... তালিকার সংখ্যাগুলো-
i. একটি প্যাটার্নে লিখা।
ii. পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।
iii. পরবর্তী সংখ্যাটি ২৮।
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   ii
   গ)   iii
   ঘ)   i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)
৫১.  প্রথম আটটি বিজোড় সংখ্যার সমষ্টি-
   ক)   ৮
   খ)   ১৮
   গ)   ৬৪
   ঘ)   ৮০

  সঠিক উত্তর: (গ)
৫২.  ১০০০০, ১০০০, ১০০, ..... সংখ্যাগুলো প্রতিবার-
   ক)   হ্রাস পাচ্ছে
   খ)   বৃদ্ধি পাচ্ছে
   গ)   দশগুণ হচ্ছে
   ঘ)   একশ গুণ হচ্ছে

  সঠিক উত্তর: (ক)
৫৩.  প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল একটি-।
   ক)   বিজোড় সংখ্যা
   খ)   জোড় সংখ্যা
   গ)   ঋণাত্মক সংখ্যা
   ঘ)   অমূলদ সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

৫৪.  প্রথম ত্রিশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
   ক)   ৩১
   খ)   ৩০১
   গ)   ৪৬৫
   ঘ)   ৯০০

  সঠিক উত্তর: (গ)
৫৫.  ২ এর গুণিতকগুলোর শেষে কত থাকে?
   ক)   ৪,৬ বা ১০
   খ)   ২, ৪, ৬ বা ৮
   গ)   ০, ২, ৪, ৬ বা ৮
   ঘ)   ০, ১ বা ২

  সঠিক উত্তর: (গ)
৫৬.  প্রকৃতির বৈচিত্যময় প্যাটার্ন কিভাবে উপলব্ধি করা যায়?
  ক)   ইচ্ছে মতো
   খ)   বিশৃঙ্খলভাবে
   গ)   গণনা ও সংখ্যার সাহায্যে
  ঘ)   এলো-মেলোভাবে

  সঠিক উত্তর: (গ)
৫৭.  ৬১ থেকে ১৬ বিয়োগ করলে করলে বিয়োগফল কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
   ক)   ১০ দ্বারা
   খ)   ৯ দ্বারা
   গ)   ৮ দ্বারা
   ঘ)   ৭ দ্বারা

  সঠিক উত্তর: (খ)

৫৮.  ২,৪,৮,১৬,৩২,....সংখ্যাগুলোর প্যাটার্নের নিয়ম কী?
   ক)   প্রতিবারে দ্বিগুণ হচ্ছে
   খ)   প্রতিবারে তিনগুণ হচ্ছে
   গ)   প্রতিবারে চারগুণ হচ্ছে
   ঘ)   প্রতিবারে পাঁচগুণ হচ্ছে

  সঠিক উত্তর: (ক)
৫৯.  ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
  ক)   ২০
   খ)   ১৫
  গ)   ১০
  ঘ)   ৮

  সঠিক উত্তর: (খ)
৬০.  ৩ ক্রমের ম্যাজিক বর্গে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়?
  ক)   ৩টি
   খ)   ৬টি
   গ)   ৯টি
   ঘ)   ১৬টি

  সঠিক উত্তর: (গ)
৬১.  ১৩, ১৭, ২১, ২৫,....সংখ্যাগুলো প্রতিবার-
   ক)   ৩ করে বাড়ছে
  খ)   ৩ করে কমছে
   গ)   ৪ করে বাড়ছে
   ঘ)   ৪ করে কমছে

  সঠিক উত্তর: (গ)

৬২.  ১১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ১টি
   খ)   ২টি
   গ)   ৪টি
   ঘ)   ৫টি

  সঠিক উত্তর: (গ)
৬৩.  ৩, ৫, ৭, ৯, ১১, ........সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি নিচের কোনটি?
   ক)   ২ক + ১
   খ)   ২ক - ১
   গ)   ৩ক + ১
   ঘ)   ৩ক - ১

  সঠিক উত্তর: (ক)
৬৪.  ৫১, ৫৮, ৬৫, ৭২, ৭৯, ...... সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার পার্থক্য কত?
   ক)   ৫
   খ)   ৬
   গ)   ৭
   ঘ) 

  সঠিক উত্তর: (গ)
৬৫.  নিচের কোনটি ৯১-১০০ এর অবস্থিত মৌলিক সংখ্যা?
   ক)   ৯২
   খ)   ৯৩
   গ)   ৯৭
   ঘ)   ১০০

  সঠিক উত্তর: (গ)

৬৬.  ৬, ১০, ১৪, ১৮,.....সংখ্যাগুলোতে কত থেকে শুরু করে প্রতিবার ৪ করে বাড়ছে?
   ক)   ০ থেকে শুরু করে
  খ)   ১০ থেকে শুরু করে
  গ)   ৪ থেকে শুরু করে
   ঘ)   ৬ থেকে শুরু করে

  সঠিক উত্তর: (ঘ)
৬৭.  ৪, ১২, ৩৬, ১০৮,...সংখ্যাগুলো প্রতিবার-
   ক)   দ্বিগুণ হচ্ছে
   খ)   তিনগুণ হচ্ছে
   গ)   চারগুণ হচ্ছে
  ঘ)   অর্ধেক হচ্ছে

  সঠিক উত্তর: (খ)
৬৮.  নিচের কোন সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়?
   ক)   ৮, ৯
   খ)   ৯,১০
   গ)   ১০, ১৩
  ঘ)   ১৩,১৪

  সঠিক উত্তর: (গ)
৬৯.  ১০-এর ছোট মৌলিক সংখ্যা কোন গুলো?
  ক)   ১,২,৫,১০
  খ)   ১,৩,৫,৭,৯
   গ)   ২,৩,৫,৭
  ঘ)   ২,৪,৬,৮,১০

  সঠিক উত্তর: (গ)
৭০.  ৩১ - ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
   ক)   ৩১ ও ৪০
  খ)   ৩১ ও ৩৭
   গ)   ৩১ও ৩৫ ও ৪০
   ঘ)   ৩৯ ও ৪০

  সঠিক উত্তর: (খ)
৭১.  ৩৮ সংখ্যাটি হচ্ছে-
   ক)   ঋণাত্মক সংখ্যা
   খ)   জোড় সংখ্যা
   গ)   বিজোড় সংখ্যা
   ঘ)   মৌলিক সংখ্যা

  সঠিক উত্তর: (খ)
৭২.  ২ক রাশির সংখ্যা প্যাটার্নের ১ম দশটি পদের যোগফল কত?
   ক)   ১০০
   খ)   ১১০
   গ) 
১২০
   ঘ)   ২০০

  সঠিক উত্তর: (খ)
৭৩.  ৯০, ৯৫, ১০০, ১০৫, ১১০, সংখ্যাগুলো কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
   ক)   ৩
   খ)   ৫
   গ)   ৯
   ঘ)   ১০

  সঠিক উত্তর: (খ)

৭৪.  ৫-কে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে, নিচের কোনটি হবে?
   ক)   ১ + ৪
   খ)   ১২ + ৪২
   গ)   ১২ + ২২
   ঘ)   ১২ + ৫২

  সঠিক উত্তর: (গ)
৭৫.  ১, ৩, ৫, ৭,.....সংখ্যার প্যাটার্নকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়?
   ক)   ২ক + ২
   খ)   ২ক - ১
   গ)   ক + ১
   ঘ)   ২ক

  সঠিক উত্তর: (খ)
৭৬.  ৩, ৮, ১৩, ১৮,......তালিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৩
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৫
iii. পরবর্তী সংখ্যা হবে ২৩
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   ii
  গ)   ii ও iii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (গ)
৭৭.  নিচের কোনটি দুইটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ?
  ক)   ২ = ১২ + ১২
  খ)   ১৩ = ২২ + ৩২
  গ)   ১০ = ১২ + ৩২
  ঘ)   ২০ = ৪২ + ২২

  সঠিক উত্তর: (খ)
৭৮.  ১ থেকে ১০ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত?
  ক)   ৫৫
   খ)   ৫০
   গ)   ৪৫
   ঘ)   ৪০

  সঠিক উত্তর: (ক)
৭৯.  ক২ + ১ রাশির-
i. ১ম পদ ২
ii. সবগুলো পদ বিজোড়
iii. দশম পদ ১০১
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   i ও iii
   গ)   ii
   ঘ)   iii

  সঠিক উত্তর: (খ)
৮০.  ৮,১৫, ২২, ২৯,....সংখ্যাগুলোর পরপর সংখ্যা পার্থক্য কত?
   ক)   ৪
   খ)   ৭
   গ)   ৮
   ঘ)   ২৩

  সঠিক উত্তর: (খ)

৮১.  কোন স্বাভাবিক সংখ্যাকে একাধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়?
   ক)   ৫০
  খ)   ১৩
   গ)   ১০
  ঘ)   ৮

  সঠিক উত্তর: (ক)
৮২.  ১,৫,৯,১৩,.......সংখ্যাগুলোতে ১ থেকে শুরু করে প্রতিবার-।
ক)   ১ করে বাড়ছে
  খ)   ১ করে কমছে
   গ)   ৪ করে বাড়ছে
   ঘ)   ৫ করে বাড়ছে

  সঠিক উত্তর: (গ)
৮৩.  কাঠি দিয়ে I V N এরূপ বর্ণমালার একটি প্যাটার্ন তৈরি করা হলো পরবর্তী বর্ণটি কী হবে?
   ক)   M
   খ)   W
   গ)   A
   ঘ)   X

  সঠিক উত্তর: (খ)
৮৪.  ৫, ২৫, ১২৫, ৬২৫, ..... সংখ্যাগুলোর-
i. প্রতিবার ৫ গুণ হচ্ছে।
ii. ৬২৫ + ১৫২ + ২০২।
iii. ৬২৫ = ২৪২ + ৭২।
নিচের কোনটি সঠিক?
   ক)   i
   খ)   ii
   গ)   iii
   ঘ)   i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)
৮৫.  ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়?
   ক)   ১০টি
   খ)   ৩৪টি
   গ)   ৫৪টি
   ঘ)   ১০০টি

  সঠিক উত্তর: (খ)
৮৬.  ১, ৩, ৫, ৭, ৯, ....., ৬৯ সংখ্যাগুলোর যোগফল কোন ধরনের সংখ্যা হবে?
   ক)   জোড় সংখ্যা
   খ)   অমূলদ সংখ্যা
  গ)   ঋণাত্মক সংখ্যা
   ঘ)   পূর্ণবর্গ সংখ্যা

  সঠিক উত্তর: (ঘ)
৮৭.  ২ সংখ্যাটি-
i. যৌগিক সংখ্যা
ii. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
iii. একমাত্র জোড় মৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
   ক)   i
  খ)   ii
   গ)   ii ও iii
  ঘ)   iii

  সঠিক উত্তর: (গ)

৮৮.  ৩২, ৩৭, ৪২, ৪৭, ৫২,....সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার সমষ্টি কত?
   ক)   ২
   খ)   ৩
   গ)   ৫
   ঘ)   ৭

  সঠিক উত্তর: (গ)
৮৯.  ১,৪,৭,১০,১৩,....তালিকার সংখ্যাগুলোর পর পর দুটি সংখ্যার পার্থক্য কত?
  ক)   ১
   খ)   ২
   গ)   ৩
   ঘ)   ৪

  সঠিক উত্তর: (গ)
৯০.  ২, ১২, ৭২, ৪৩২,....সংখ্যাগুলো প্রতিবার কতগুণ হচেছ?
  ক)   দ্বিগুণ
  খ)   তিন গুণ
   গ)   চার গুণ
   ঘ)   ছয় গুণ

  সঠিক উত্তর: (ঘ)
৯১.  ৪ ও ৭ সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?
   ক)   ১৩০
  খ)   ১০০
   গ)   ৯০
  ঘ)   ৬৫

  সঠিক উত্তর: (ঘ)
৯২.  �
১৩ ৮ ১২ ১
৩ ১০ ৬ ১৫
২ ১১ ৭ ১৮
১৬ ৫ ৯ ৪
উপরিউক্ত ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত?
   ক)   ৩৪
   খ)   ৩০
  গ)   ২৮
  ঘ)   ২৬

  সঠিক উত্তর: (ক)
৯৩.  নিচের কোনটি মৌলিক সংখ্যা?
   ক)   ১১
   খ)   ২১
   গ)   ২৮
  ঘ)   ১১১

  সঠিক উত্তর: (ক)
৯৪.  ৭, ১১, ১৫, ১৯, ২৩ সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি-
  ক)   ৩ক + ৪
  খ)   ৪ক + ৩
  গ)   ৫ক + ২
   ঘ)   ৭ক + ১

  সঠিক উত্তর: (খ)
৯৫.  ৭১-৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
   ক)   ২টি
   খ)   ৩টি
   গ)   ৪টি
   ঘ)   ৫টি

  সঠিক উত্তর: (খ)
৯৬.  ৮০ - ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
   ক)   ৮০ ও ৯০
  খ)   ৮১ ও ৮৯
   গ)   ৮৩ ও ৮৮
   ঘ)   ৮৩ ও ৮৯

  সঠিক উত্তর: (ঘ)
৯৭.  ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
   ক)   ৩
   খ)   ৬
  গ)   ১৫
   ঘ)   ৩০

  সঠিক উত্তর: (গ)
নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও:
তিন অঙ্কের একটি সংখ্যা ৭৮২
৯৮.  সংখ্যাটিকে বিপরীত ক্রমের অঙ্ক অনুসারে লিখলে সংখ্যাটি কত হয়?
   ক)   ২৮৭
   খ)   ২৯০
  গ)   ২৯৫
   ঘ)   ৩০০

  সঠিক উত্তর: (ক)
৯৯.  প্রদত্ত সংখ্যা এবং এর বিপরীত ক্রমের অঙ্কের সংখ্যাটির বিয়োগফল কত?
   ক)   ৪০০
   খ)   ৪৯৫
   গ)   ৫০০
  ঘ)   ৫০৫

  সঠিক উত্তর: (খ)

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন