গণিত - প্যাটার্ন
১. ৩২৫ দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে হয়-
i. ১২ + ১৮২
ii. ৬২ + ১৭২
iii. ১০২ + ১৫২
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২. ১, ১০, ১৯, ২৮, ৩৭,.... সংখ্যাগুলোতে কি বিদ্যমান?
ক) মিশ্র ভগ্নাংশ
খ) ল. সা. গু
গ) গ. সা. গু.
ঘ)
প্যাটার্ন
সঠিক উত্তর: (ঘ)
৩. ১-এর চেয়ে বড় যেসব সংখ্যা ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেসব সংখ্যাকে কি বলে?
ক) যৌগিক সংখ্যা
খ) মৌলিক সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা
ঘ) জোড় সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪. -৫, -৮, -১১, -১৪,.. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক) -১৭
খ) -১৯
গ) -২০
ঘ) -২১
সঠিক উত্তর: (ক)
৫. নিচের কোনটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ?
ক) সংখ্যা প্যাটার্ন চিনতে পারা
খ) সংখ্যা প্যাটার্ন চিনতে না পারা
গ) সংখ্যা চিনতে না পারা
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
৬. ১৬ ২ ৩ ১৩
৫ ১১ ১০ ৮
৯ ৭ ৬ ১২
৪ ১৪ ১৫ ১
চিত্রের ম্যাজিক বর্গ-
i. ৪ ক্রমের।
ii. এর ম্যাজিক সংখ্যা ৬৫।
iii. এর কর্ণের সংখ্যাগুলো যোগ করলে যোগফল ৩৪ হয়।
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭. ৩,৫,৭,৯,...তালিকার সংখ্যাগুলোতে ৩ থেকে শুরু করে প্রতিবার-
ক) ১ করে কমছে
খ) ৩ করে কমছে
গ) ২ করে বাড়ছে
ঘ) ৩ করে বাড়ছে
সঠিক উত্তর: (গ)
৮. “৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে” এটি একটি-।
ক) গ. সা. গু.
খ) ল. সা. গু.
গ) প্যাটার্ন
ঘ) ভুল তথ্য
সঠিক উত্তর: (গ)
৯. প্রথম ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
ক) ১৫০
খ) ২২৫
গ) ৫০
ঘ) ২৫০
সঠিক উত্তর: (খ)
১০. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ১২
খ) ১৫
গ) ২৪
ঘ) ২৯
সঠিক উত্তর: (ঘ)
১১. ০,৩,৮, ১৫,...প্যাটার্নের সাধারণ রাশি কোনটি?
ক) ক
খ) ক + ১
গ) ক - ১
ঘ) ক২ - ১
সঠিক উত্তর: (ঘ)
১২. নিম্নের কোন রাশিটি সর্বদা পূর্ণ-বর্গ সংখ্যার প্রকাশ করে?
ক) ক২
খ) ক২ - ১
গ) ক২ + ১
ঘ) ২ক
সঠিক উত্তর: (ক)
১৩. শিশুর গণনা করতে শেখা-সংখ্যা কি?
ক) একটি গল্প
খ) একটি দশমিক
গ) একটি ম্যাজিক
ঘ) একটি প্যাটার্ন
সঠিক উত্তর: (ঘ)
১৪. ১,৪,৯,১৬,২৫,... তালিকার সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পায়?
ক) ২
খ) ৩
গ) ৫
ঘ) ৭
সঠিক উত্তর: (ক)
১৫. ৮,১৬,২৪,৩২,৪০,....তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৩৫
খ) ৩৮
গ) ৪০
ঘ) ৪২
সঠিক উত্তর: (খ)
১৬. ৩১-৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১০টি
সঠিক উত্তর: (ক)
১৭. নিচের কোনটির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়?
ক) দশমিকের সাহায্যে
খ) ত্রিভুজের সাহায্যে
গ) ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে
ঘ) বিন্দুর সাহায্যে
সঠিক উত্তর: (গ)
১৮. (৪ক - ১) বীজগণিতীয় রাশির ১০ম পদ কত?
ক) ৩৯
খ) ৪০
গ) ৪১
ঘ) ১৫
সঠিক উত্তর: (ক)
১৯. ২৫, ৩১, ৩৭, ৪৩, ৪৯ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত?
ক) ৫০
খ) ৫২
গ) ৫৫
ঘ) ৫৬
সঠিক উত্তর: (গ)
২০. ১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ২টি
খ) ৪টি
গ) ৭টি
ঘ) ৮টি
সঠিক উত্তর: (ঘ)
২১. প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
ক) ১৬
খ) ৩৬
গ) ৬৬
ঘ) ৯৬
সঠিক উত্তর: (খ)
২২. কোন ধরনের সংখ্যার ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই?
ক) যৌগিক সংখ্যা
খ) মৌলিক সংখ্যা
গ) জোড় সংখ্যা
ঘ) ধনাত্মক সংখ্যা
সঠিক উত্তর: (খ)
২৩. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
২৪. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)
২৫. নিচের কোনটিতে প্যার্টান বিদ্যমান?
ক) ১,৭,১০,১৫,......
খ) ১,৪,৭,১০,........
গ) ০,১,৮,১০,১৫,....
ঘ)
০,২,৬,৮,১৬,......
সঠিক উত্তর: (খ)
২৬. ১, ৬, ১১, ২১, .......সংখ্যাগুলোতে নিচের কোনটি বিদ্যমান?
ক) শতকরা
খ) মিশ্র ভগ্নাংশ
গ) একটি প্যাটার্ন
ঘ) উপরের কোনোটি নয়
সঠিক উত্তর: (গ)
২৭. ২ সংখ্যাটি-
ক) সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
খ) সবচেয়ে বড় মৌলিক সংখ্যা
গ) সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা
ঘ) সবচেয়ে বড় যৌগিক সংখ্যা
সঠিক উত্তর: (ক)
২৮. ৪ ক্রমের ম্যাজিক বর্গে পাশাপাশি, উপর-নিচ ও কোনাকুনি যোগ করলে যোগফল হয়-
ক) ১৫
খ) ৩৪
গ) ৪০
ঘ) ১৬০
সঠিক উত্তর: (খ)
২৯. (৬ক - ২) বীজগণিতীয় রাশি ১০০ তম পদ কত?
ক) ৬২
খ) ৫৯৮
গ) ৬০২
ঘ) ৬২০
সঠিক উত্তর: (খ)
৩০. ১১, ১৪, ১৭, ২০, ২৩, .....সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার সমষ্টি-।
ক) ৪০
খ) ৪২
গ) ৪৩
ঘ) ৪৫
সঠিক উত্তর: (ক)
৩১. ৯১ - ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৪টি
ঘ) ১০টি
সঠিক উত্তর: (ক)
৩২. সকল মৌলিক সংখ্যা-।
ক) ১-এর চেয়ে ছোট
খ) ১-এর চেয়ে বড়
গ) ১ এর চেয়ে বড় কিন্তু ২ এর চেয়ে ছোট
ঘ) জোড় সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৩৩. ৪, ৮, ১৬, ৩২,......সংখ্যাগুলো প্রতিবার-
ক) একই হচ্ছে
খ) দ্বিগুণ হচ্ছে
গ) তিনগুণ হচ্ছে
ঘ)
চারগুণ হচ্ছে
সঠিক উত্তর: (খ)
৩৪. ৩৭ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
ক) মৌলিক সংখ্যা
খ) যৌগিক সংখ্যা
গ) জোড় সংখ্যা
ঘ) মিশ্র ভগ্নাংশ সংখ্যা
সঠিক উত্তর: (ক)
৩৫. ২, ১০, ৫০, ২৫০,....সংখ্যাগুলো প্রতিবার-
ক) হ্রাস পাচ্ছে
খ) দ্বিগুণ হচেছ
গ) পাঁচগুণ হচ্ছে
ঘ) দশগুণ হচ্ছে
সঠিক উত্তর: (গ)
৩৬. ১৫, ১৯, ২৩, ২৭,.......তারিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৪
ii. সংখ্যাগুলোতে প্যাটার্ন বিদ্যমান
iii. পরবর্তী সংখ্যাদ্বয় হচ্ছে ২৯ ও ৩১
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩৭. ১৭ সংখ্যাটি হচ্ছে-
ক) যৌগিক সংখ্যা
খ) জোড় সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা
ঘ) মৌলিক সংখ্যা
সঠিক উত্তর: (ঘ)
৩৮. প্রথম ২০টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
ক) ৪০
খ) ১২০
গ) ২০০
ঘ) ৪০০
সঠিক উত্তর: (ঘ)
৩৯. বিজোড় সংখ্যার প্যাটার্ন কোনটি?
ক) ২ক
খ) ৪ক
গ) ২ক- ১
ঘ) ৩ক
সঠিক উত্তর: (গ)
৪০. ৬১-৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৫টি
ঘ) ১০০টি
সঠিক উত্তর: (খ)
৪১. ‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে-
i. ২ক জোড় সংখ্যা।
ii. (২ক + ১) বিজোড় সংখ্যা
iii. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪২. (৪ক + ৩) এর পদগুলো যথাক্রমে ৭, ১১, ১৫, ১৯,... হলে ১০ম পদ কত?
ক) ৪২
খ) ৪৩
গ) ৪৪
ঘ) ৪৫
সঠিক উত্তর: (খ)
৪৩. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৪৪. ক২ - ১ রাশির ১০০তম পদ কোনটি?
ক) ৯৯
খ) ৯৯৯
গ) ৯৯৯৯
ঘ) ১০০০০
সঠিক উত্তর: (গ)
৪৫. ২, ৫, ৮, ১১, ১৪, ....তারিকার সংখ্যাগুলোতে-
i. একটি নিয়ম খুঁজে পাওয়া যায়
ii. ১ থেকে শুরু করে প্রতিবার ৪ করে যোগ করে হয়েছে
iii. একটি প্যাটার্ন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪৬. কোন দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে যোগফল ২৫ হবে?
ক) ২ ও ৯
খ) ৩ ও ৪
গ) ৭ ও ৮
ঘ) ৬ ও ৭
সঠিক উত্তর: (খ)
৪৭. নিচের কোন সংখ্যাটিকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
ক) ৫০
খ) ৬৫
গ) ১০০
ঘ) ৩২৫
সঠিক উত্তর: (ঘ)
৪৮. ১২৫, ১৫০, ৩৭০, ৪৫৫ সংখ্যাগুলো নিচের কোন সংখ্যার গুণিতক?
ক) ২
খ) ৫
গ) ১০
ঘ) ২৫
সঠিক উত্তর: (খ)
৪৯. ১৩, ১৬, ১৯, ২২, ২৫,......তালিকার-
i. সংখ্যাগুলো একটি নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ১৩
iii. পরবর্তী সংখ্যাদ্বয়ের সমষ্টি ৫৯
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ)
iii
সঠিক উত্তর: (গ)
৫০. ১,৫,৬,১১,১৭, ... তালিকার সংখ্যাগুলো-
i. একটি প্যাটার্নে লিখা।
ii. পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।
iii. পরবর্তী সংখ্যাটি ২৮।
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫১. প্রথম আটটি বিজোড় সংখ্যার সমষ্টি-
ক) ৮
খ) ১৮
গ) ৬৪
ঘ) ৮০
সঠিক উত্তর: (গ)
৫২. ১০০০০, ১০০০, ১০০, ..... সংখ্যাগুলো প্রতিবার-
ক) হ্রাস পাচ্ছে
খ) বৃদ্ধি পাচ্ছে
গ) দশগুণ হচ্ছে
ঘ) একশ গুণ হচ্ছে
সঠিক উত্তর: (ক)
৫৩. প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল একটি-।
ক) বিজোড় সংখ্যা
খ) জোড় সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা
ঘ) অমূলদ সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৫৪. প্রথম ত্রিশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
ক) ৩১
খ) ৩০১
গ) ৪৬৫
ঘ) ৯০০
সঠিক উত্তর: (গ)
৫৫. ২ এর গুণিতকগুলোর শেষে কত থাকে?
ক) ৪,৬ বা ১০
খ) ২, ৪, ৬ বা ৮
গ) ০, ২, ৪, ৬ বা ৮
ঘ) ০, ১ বা ২
সঠিক উত্তর: (গ)
৫৬. প্রকৃতির বৈচিত্যময় প্যাটার্ন কিভাবে উপলব্ধি করা যায়?
ক) ইচ্ছে মতো
খ) বিশৃঙ্খলভাবে
গ) গণনা ও সংখ্যার সাহায্যে
ঘ) এলো-মেলোভাবে
সঠিক উত্তর: (গ)
৫৭. ৬১ থেকে ১৬ বিয়োগ করলে করলে বিয়োগফল কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
ক) ১০ দ্বারা
খ) ৯ দ্বারা
গ) ৮ দ্বারা
ঘ) ৭ দ্বারা
সঠিক উত্তর: (খ)
৫৮. ২,৪,৮,১৬,৩২,....সংখ্যাগুলোর প্যাটার্নের নিয়ম কী?
ক) প্রতিবারে দ্বিগুণ হচ্ছে
খ) প্রতিবারে তিনগুণ হচ্ছে
গ) প্রতিবারে চারগুণ হচ্ছে
ঘ) প্রতিবারে পাঁচগুণ হচ্ছে
সঠিক উত্তর: (ক)
৫৯. ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
ক) ২০
খ) ১৫
গ) ১০
ঘ) ৮
সঠিক উত্তর: (খ)
৬০. ৩ ক্রমের ম্যাজিক বর্গে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়?
ক) ৩টি
খ) ৬টি
গ) ৯টি
ঘ) ১৬টি
সঠিক উত্তর: (গ)
৬১. ১৩, ১৭, ২১, ২৫,....সংখ্যাগুলো প্রতিবার-
ক) ৩ করে বাড়ছে
খ) ৩ করে কমছে
গ) ৪ করে বাড়ছে
ঘ) ৪ করে কমছে
সঠিক উত্তর: (গ)
৬২. ১১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)
৬৩. ৩, ৫, ৭, ৯, ১১, ........সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি নিচের কোনটি?
ক) ২ক + ১
খ) ২ক - ১
গ) ৩ক + ১
ঘ) ৩ক - ১
সঠিক উত্তর: (ক)
৬৪. ৫১, ৫৮, ৬৫, ৭২, ৭৯, ...... সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার পার্থক্য কত?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ)
৯
সঠিক উত্তর: (গ)
৬৫. নিচের কোনটি ৯১-১০০ এর অবস্থিত মৌলিক সংখ্যা?
ক) ৯২
খ) ৯৩
গ) ৯৭
ঘ) ১০০
সঠিক উত্তর: (গ)
৬৬. ৬, ১০, ১৪, ১৮,.....সংখ্যাগুলোতে কত থেকে শুরু করে প্রতিবার ৪ করে বাড়ছে?
ক) ০ থেকে শুরু করে
খ) ১০ থেকে শুরু করে
গ) ৪ থেকে শুরু করে
ঘ) ৬ থেকে শুরু করে
সঠিক উত্তর: (ঘ)
৬৭. ৪, ১২, ৩৬, ১০৮,...সংখ্যাগুলো প্রতিবার-
ক) দ্বিগুণ হচ্ছে
খ) তিনগুণ হচ্ছে
গ) চারগুণ হচ্ছে
ঘ) অর্ধেক হচ্ছে
সঠিক উত্তর: (খ)
৬৮. নিচের কোন সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়?
ক) ৮, ৯
খ) ৯,১০
গ) ১০, ১৩
ঘ) ১৩,১৪
সঠিক উত্তর: (গ)
৬৯. ১০-এর ছোট মৌলিক সংখ্যা কোন গুলো?
ক) ১,২,৫,১০
খ) ১,৩,৫,৭,৯
গ) ২,৩,৫,৭
ঘ) ২,৪,৬,৮,১০
সঠিক উত্তর: (গ)
৭০. ৩১ - ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
ক) ৩১ ও ৪০
খ) ৩১ ও ৩৭
গ) ৩১ও ৩৫ ও ৪০
ঘ) ৩৯ ও ৪০
সঠিক উত্তর: (খ)
৭১. ৩৮ সংখ্যাটি হচ্ছে-
ক) ঋণাত্মক সংখ্যা
খ) জোড় সংখ্যা
গ) বিজোড় সংখ্যা
ঘ) মৌলিক সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৭২. ২ক রাশির সংখ্যা প্যাটার্নের ১ম দশটি পদের যোগফল কত?
ক) ১০০
খ) ১১০
গ)
১২০
ঘ) ২০০
সঠিক উত্তর: (খ)
৭৩. ৯০, ৯৫, ১০০, ১০৫, ১১০, সংখ্যাগুলো কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
ক) ৩
খ) ৫
গ) ৯
ঘ) ১০
সঠিক উত্তর: (খ)
৭৪. ৫-কে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে, নিচের কোনটি হবে?
ক) ১ + ৪
খ) ১২ + ৪২
গ) ১২ + ২২
ঘ) ১২ + ৫২
সঠিক উত্তর: (গ)
৭৫. ১, ৩, ৫, ৭,.....সংখ্যার প্যাটার্নকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়?
ক) ২ক + ২
খ) ২ক - ১
গ) ক + ১
ঘ) ২ক
সঠিক উত্তর: (খ)
৭৬. ৩, ৮, ১৩, ১৮,......তালিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৩
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৫
iii. পরবর্তী সংখ্যা হবে ২৩
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৭. নিচের কোনটি দুইটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ?
ক) ২ = ১২ + ১২
খ) ১৩ = ২২ + ৩২
গ) ১০ = ১২ + ৩২
ঘ) ২০ = ৪২ + ২২
সঠিক উত্তর: (খ)
৭৮. ১ থেকে ১০ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত?
ক) ৫৫
খ) ৫০
গ) ৪৫
ঘ) ৪০
সঠিক উত্তর: (ক)
৭৯. ক২ + ১ রাশির-
i. ১ম পদ ২
ii. সবগুলো পদ বিজোড়
iii. দশম পদ ১০১
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮০. ৮,১৫, ২২, ২৯,....সংখ্যাগুলোর পরপর সংখ্যা পার্থক্য কত?
ক) ৪
খ) ৭
গ) ৮
ঘ) ২৩
সঠিক উত্তর: (খ)
৮১. কোন স্বাভাবিক সংখ্যাকে একাধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়?
ক) ৫০
খ) ১৩
গ) ১০
ঘ) ৮
সঠিক উত্তর: (ক)
৮২. ১,৫,৯,১৩,.......সংখ্যাগুলোতে ১ থেকে শুরু করে প্রতিবার-।
ক) ১ করে বাড়ছে
খ) ১ করে কমছে
গ) ৪ করে বাড়ছে
ঘ) ৫ করে বাড়ছে
সঠিক উত্তর: (গ)
৮৩. কাঠি দিয়ে I V N এরূপ বর্ণমালার একটি প্যাটার্ন তৈরি করা হলো পরবর্তী বর্ণটি কী হবে?
ক) M
খ) W
গ) A
ঘ) X
সঠিক উত্তর: (খ)
৮৪. ৫, ২৫, ১২৫, ৬২৫, ..... সংখ্যাগুলোর-
i. প্রতিবার ৫ গুণ হচ্ছে।
ii. ৬২৫ + ১৫২ + ২০২।
iii. ৬২৫ = ২৪২ + ৭২।
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়?
ক) ১০টি
খ) ৩৪টি
গ) ৫৪টি
ঘ) ১০০টি
সঠিক উত্তর: (খ)
৮৬. ১, ৩, ৫, ৭, ৯, ....., ৬৯ সংখ্যাগুলোর যোগফল কোন ধরনের সংখ্যা হবে?
ক) জোড় সংখ্যা
খ) অমূলদ সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা
ঘ) পূর্ণবর্গ সংখ্যা
সঠিক উত্তর: (ঘ)
৮৭. ২ সংখ্যাটি-
i. যৌগিক সংখ্যা
ii. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
iii. একমাত্র জোড় মৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৮. ৩২, ৩৭, ৪২, ৪৭, ৫২,....সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার সমষ্টি কত?
ক) ২
খ) ৩
গ) ৫
ঘ) ৭
সঠিক উত্তর: (গ)
৮৯. ১,৪,৭,১০,১৩,....তালিকার সংখ্যাগুলোর পর পর দুটি সংখ্যার পার্থক্য কত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
৯০. ২, ১২, ৭২, ৪৩২,....সংখ্যাগুলো প্রতিবার কতগুণ হচেছ?
ক) দ্বিগুণ
খ) তিন গুণ
গ) চার গুণ
ঘ) ছয় গুণ
সঠিক উত্তর: (ঘ)
৯১. ৪ ও ৭ সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?
ক) ১৩০
খ) ১০০
গ) ৯০
ঘ) ৬৫
সঠিক উত্তর: (ঘ)
৯২. �
১৩ ৮ ১২ ১
৩ ১০ ৬ ১৫
২ ১১ ৭ ১৮
১৬ ৫ ৯ ৪
উপরিউক্ত ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত?
ক) ৩৪
খ) ৩০
গ) ২৮
ঘ) ২৬
সঠিক উত্তর: (ক)
৯৩. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ১১
খ) ২১
গ) ২৮
ঘ) ১১১
সঠিক উত্তর: (ক)
৯৪. ৭, ১১, ১৫, ১৯, ২৩ সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি-
ক) ৩ক + ৪
খ) ৪ক + ৩
গ) ৫ক + ২
ঘ) ৭ক + ১
সঠিক উত্তর: (খ)
৯৫. ৭১-৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৯৬. ৮০ - ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
ক) ৮০ ও ৯০
খ) ৮১ ও ৮৯
গ) ৮৩ ও ৮৮
ঘ) ৮৩ ও ৮৯
সঠিক উত্তর: (ঘ)
৯৭. ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
ক) ৩
খ) ৬
গ) ১৫
ঘ) ৩০
সঠিক উত্তর: (গ)
নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও:
তিন অঙ্কের একটি সংখ্যা ৭৮২
৯৮. সংখ্যাটিকে বিপরীত ক্রমের অঙ্ক অনুসারে লিখলে সংখ্যাটি কত হয়?
ক) ২৮৭
খ) ২৯০
গ) ২৯৫
ঘ) ৩০০
সঠিক উত্তর: (ক)
৯৯. প্রদত্ত সংখ্যা এবং এর বিপরীত ক্রমের অঙ্কের সংখ্যাটির বিয়োগফল কত?
ক) ৪০০
খ) ৪৯৫
গ) ৫০০
ঘ) ৫০৫
সঠিক উত্তর: (খ)গণিত প্রথম অধ্যায় : প্যাটার্ন
জে.এস.সি || গণিত
প্রথম অধ্যায় : প্যাটার্ন
১. ৩২৫ দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে হয়-
i. ১২ + ১৮২
ii. ৬২ + ১৭২
iii. ১০২ + ১৫২
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২. ১, ১০, ১৯, ২৮, ৩৭,.... সংখ্যাগুলোতে কি বিদ্যমান?
ক) মিশ্র ভগ্নাংশ
খ) ল. সা. গু
গ) গ. সা. গু.
ঘ)
প্যাটার্ন
সঠিক উত্তর: (ঘ)
৩. ১-এর চেয়ে বড় যেসব সংখ্যা ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেসব সংখ্যাকে কি বলে?
ক) যৌগিক সংখ্যা
খ) মৌলিক সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা
ঘ) জোড় সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪. -৫, -৮, -১১, -১৪,.. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক) -১৭
খ) -১৯
গ) -২০
ঘ) -২১
সঠিক উত্তর: (ক)
৫. নিচের কোনটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ?
ক) সংখ্যা প্যাটার্ন চিনতে পারা
খ) সংখ্যা প্যাটার্ন চিনতে না পারা
গ) সংখ্যা চিনতে না পারা
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
৬. ১৬ ২ ৩ ১৩
৫ ১১ ১০ ৮
৯ ৭ ৬ ১২
৪ ১৪ ১৫ ১
চিত্রের ম্যাজিক বর্গ-
i. ৪ ক্রমের।
ii. এর ম্যাজিক সংখ্যা ৬৫।
iii. এর কর্ণের সংখ্যাগুলো যোগ করলে যোগফল ৩৪ হয়।
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭. ৩,৫,৭,৯,...তালিকার সংখ্যাগুলোতে ৩ থেকে শুরু করে প্রতিবার-
ক) ১ করে কমছে
খ) ৩ করে কমছে
গ) ২ করে বাড়ছে
ঘ) ৩ করে বাড়ছে
সঠিক উত্তর: (গ)
৮. “৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে” এটি একটি-।
ক) গ. সা. গু.
খ) ল. সা. গু.
গ) প্যাটার্ন
ঘ) ভুল তথ্য
সঠিক উত্তর: (গ)
৯. প্রথম ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
ক) ১৫০
খ) ২২৫
গ) ৫০
ঘ) ২৫০
সঠিক উত্তর: (খ)
১০. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ১২
খ) ১৫
গ) ২৪
ঘ) ২৯
সঠিক উত্তর: (ঘ)
১১. ০,৩,৮, ১৫,...প্যাটার্নের সাধারণ রাশি কোনটি?
ক) ক
খ) ক + ১
গ) ক - ১
ঘ) ক২ - ১
সঠিক উত্তর: (ঘ)
১২. নিম্নের কোন রাশিটি সর্বদা পূর্ণ-বর্গ সংখ্যার প্রকাশ করে?
ক) ক২
খ) ক২ - ১
গ) ক২ + ১
ঘ) ২ক
সঠিক উত্তর: (ক)
১৩. শিশুর গণনা করতে শেখা-সংখ্যা কি?
ক) একটি গল্প
খ) একটি দশমিক
গ) একটি ম্যাজিক
ঘ) একটি প্যাটার্ন
সঠিক উত্তর: (ঘ)
১৪. ১,৪,৯,১৬,২৫,... তালিকার সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পায়?
ক) ২
খ) ৩
গ) ৫
ঘ) ৭
সঠিক উত্তর: (ক)
১৫. ৮,১৬,২৪,৩২,৪০,....তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৩৫
খ) ৩৮
গ) ৪০
ঘ) ৪২
সঠিক উত্তর: (খ)
১৬. ৩১-৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১০টি
সঠিক উত্তর: (ক)
১৭. নিচের কোনটির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়?
ক) দশমিকের সাহায্যে
খ) ত্রিভুজের সাহায্যে
গ) ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে
ঘ) বিন্দুর সাহায্যে
সঠিক উত্তর: (গ)
১৮. (৪ক - ১) বীজগণিতীয় রাশির ১০ম পদ কত?
ক) ৩৯
খ) ৪০
গ) ৪১
ঘ) ১৫
সঠিক উত্তর: (ক)
১৯. ২৫, ৩১, ৩৭, ৪৩, ৪৯ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত?
ক) ৫০
খ) ৫২
গ) ৫৫
ঘ) ৫৬
সঠিক উত্তর: (গ)
২০. ১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ২টি
খ) ৪টি
গ) ৭টি
ঘ) ৮টি
সঠিক উত্তর: (ঘ)
২১. প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
ক) ১৬
খ) ৩৬
গ) ৬৬
ঘ) ৯৬
সঠিক উত্তর: (খ)
২২. কোন ধরনের সংখ্যার ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই?
ক) যৌগিক সংখ্যা
খ) মৌলিক সংখ্যা
গ) জোড় সংখ্যা
ঘ) ধনাত্মক সংখ্যা
সঠিক উত্তর: (খ)
২৩. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
২৪. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)
২৫. নিচের কোনটিতে প্যার্টান বিদ্যমান?
ক) ১,৭,১০,১৫,......
খ) ১,৪,৭,১০,........
গ) ০,১,৮,১০,১৫,....
ঘ)
০,২,৬,৮,১৬,......
সঠিক উত্তর: (খ)
২৬. ১, ৬, ১১, ২১, .......সংখ্যাগুলোতে নিচের কোনটি বিদ্যমান?
ক) শতকরা
খ) মিশ্র ভগ্নাংশ
গ) একটি প্যাটার্ন
ঘ) উপরের কোনোটি নয়
সঠিক উত্তর: (গ)
২৭. ২ সংখ্যাটি-
ক) সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
খ) সবচেয়ে বড় মৌলিক সংখ্যা
গ) সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা
ঘ) সবচেয়ে বড় যৌগিক সংখ্যা
সঠিক উত্তর: (ক)
২৮. ৪ ক্রমের ম্যাজিক বর্গে পাশাপাশি, উপর-নিচ ও কোনাকুনি যোগ করলে যোগফল হয়-
ক) ১৫
খ) ৩৪
গ) ৪০
ঘ) ১৬০
সঠিক উত্তর: (খ)
২৯. (৬ক - ২) বীজগণিতীয় রাশি ১০০ তম পদ কত?
ক) ৬২
খ) ৫৯৮
গ) ৬০২
ঘ) ৬২০
সঠিক উত্তর: (খ)
৩০. ১১, ১৪, ১৭, ২০, ২৩, .....সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার সমষ্টি-।
ক) ৪০
খ) ৪২
গ) ৪৩
ঘ) ৪৫
সঠিক উত্তর: (ক)
৩১. ৯১ - ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৪টি
ঘ) ১০টি
সঠিক উত্তর: (ক)
৩২. সকল মৌলিক সংখ্যা-।
ক) ১-এর চেয়ে ছোট
খ) ১-এর চেয়ে বড়
গ) ১ এর চেয়ে বড় কিন্তু ২ এর চেয়ে ছোট
ঘ) জোড় সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৩৩. ৪, ৮, ১৬, ৩২,......সংখ্যাগুলো প্রতিবার-
ক) একই হচ্ছে
খ) দ্বিগুণ হচ্ছে
গ) তিনগুণ হচ্ছে
ঘ)
চারগুণ হচ্ছে
সঠিক উত্তর: (খ)
৩৪. ৩৭ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
ক) মৌলিক সংখ্যা
খ) যৌগিক সংখ্যা
গ) জোড় সংখ্যা
ঘ) মিশ্র ভগ্নাংশ সংখ্যা
সঠিক উত্তর: (ক)
৩৫. ২, ১০, ৫০, ২৫০,....সংখ্যাগুলো প্রতিবার-
ক) হ্রাস পাচ্ছে
খ) দ্বিগুণ হচেছ
গ) পাঁচগুণ হচ্ছে
ঘ) দশগুণ হচ্ছে
সঠিক উত্তর: (গ)
৩৬. ১৫, ১৯, ২৩, ২৭,.......তারিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৪
ii. সংখ্যাগুলোতে প্যাটার্ন বিদ্যমান
iii. পরবর্তী সংখ্যাদ্বয় হচ্ছে ২৯ ও ৩১
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩৭. ১৭ সংখ্যাটি হচ্ছে-
ক) যৌগিক সংখ্যা
খ) জোড় সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা
ঘ) মৌলিক সংখ্যা
সঠিক উত্তর: (ঘ)
৩৮. প্রথম ২০টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
ক) ৪০
খ) ১২০
গ) ২০০
ঘ) ৪০০
সঠিক উত্তর: (ঘ)
৩৯. বিজোড় সংখ্যার প্যাটার্ন কোনটি?
ক) ২ক
খ) ৪ক
গ) ২ক- ১
ঘ) ৩ক
সঠিক উত্তর: (গ)
৪০. ৬১-৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৫টি
ঘ) ১০০টি
সঠিক উত্তর: (খ)
৪১. ‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে-
i. ২ক জোড় সংখ্যা।
ii. (২ক + ১) বিজোড় সংখ্যা
iii. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪২. (৪ক + ৩) এর পদগুলো যথাক্রমে ৭, ১১, ১৫, ১৯,... হলে ১০ম পদ কত?
ক) ৪২
খ) ৪৩
গ) ৪৪
ঘ) ৪৫
সঠিক উত্তর: (খ)
৪৩. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৪৪. ক২ - ১ রাশির ১০০তম পদ কোনটি?
ক) ৯৯
খ) ৯৯৯
গ) ৯৯৯৯
ঘ) ১০০০০
সঠিক উত্তর: (গ)
৪৫. ২, ৫, ৮, ১১, ১৪, ....তারিকার সংখ্যাগুলোতে-
i. একটি নিয়ম খুঁজে পাওয়া যায়
ii. ১ থেকে শুরু করে প্রতিবার ৪ করে যোগ করে হয়েছে
iii. একটি প্যাটার্ন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪৬. কোন দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে যোগফল ২৫ হবে?
ক) ২ ও ৯
খ) ৩ ও ৪
গ) ৭ ও ৮
ঘ) ৬ ও ৭
সঠিক উত্তর: (খ)
৪৭. নিচের কোন সংখ্যাটিকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
ক) ৫০
খ) ৬৫
গ) ১০০
ঘ) ৩২৫
সঠিক উত্তর: (ঘ)
৪৮. ১২৫, ১৫০, ৩৭০, ৪৫৫ সংখ্যাগুলো নিচের কোন সংখ্যার গুণিতক?
ক) ২
খ) ৫
গ) ১০
ঘ) ২৫
সঠিক উত্তর: (খ)
৪৯. ১৩, ১৬, ১৯, ২২, ২৫,......তালিকার-
i. সংখ্যাগুলো একটি নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ১৩
iii. পরবর্তী সংখ্যাদ্বয়ের সমষ্টি ৫৯
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ)
iii
সঠিক উত্তর: (গ)
৫০. ১,৫,৬,১১,১৭, ... তালিকার সংখ্যাগুলো-
i. একটি প্যাটার্নে লিখা।
ii. পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।
iii. পরবর্তী সংখ্যাটি ২৮।
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫১. প্রথম আটটি বিজোড় সংখ্যার সমষ্টি-
ক) ৮
খ) ১৮
গ) ৬৪
ঘ) ৮০
সঠিক উত্তর: (গ)
৫২. ১০০০০, ১০০০, ১০০, ..... সংখ্যাগুলো প্রতিবার-
ক) হ্রাস পাচ্ছে
খ) বৃদ্ধি পাচ্ছে
গ) দশগুণ হচ্ছে
ঘ) একশ গুণ হচ্ছে
সঠিক উত্তর: (ক)
৫৩. প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল একটি-।
ক) বিজোড় সংখ্যা
খ) জোড় সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা
ঘ) অমূলদ সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৫৪. প্রথম ত্রিশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
ক) ৩১
খ) ৩০১
গ) ৪৬৫
ঘ) ৯০০
সঠিক উত্তর: (গ)
৫৫. ২ এর গুণিতকগুলোর শেষে কত থাকে?
ক) ৪,৬ বা ১০
খ) ২, ৪, ৬ বা ৮
গ) ০, ২, ৪, ৬ বা ৮
ঘ) ০, ১ বা ২
সঠিক উত্তর: (গ)
৫৬. প্রকৃতির বৈচিত্যময় প্যাটার্ন কিভাবে উপলব্ধি করা যায়?
ক) ইচ্ছে মতো
খ) বিশৃঙ্খলভাবে
গ) গণনা ও সংখ্যার সাহায্যে
ঘ) এলো-মেলোভাবে
সঠিক উত্তর: (গ)
৫৭. ৬১ থেকে ১৬ বিয়োগ করলে করলে বিয়োগফল কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
ক) ১০ দ্বারা
খ) ৯ দ্বারা
গ) ৮ দ্বারা
ঘ) ৭ দ্বারা
সঠিক উত্তর: (খ)
৫৮. ২,৪,৮,১৬,৩২,....সংখ্যাগুলোর প্যাটার্নের নিয়ম কী?
ক) প্রতিবারে দ্বিগুণ হচ্ছে
খ) প্রতিবারে তিনগুণ হচ্ছে
গ) প্রতিবারে চারগুণ হচ্ছে
ঘ) প্রতিবারে পাঁচগুণ হচ্ছে
সঠিক উত্তর: (ক)
৫৯. ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
ক) ২০
খ) ১৫
গ) ১০
ঘ) ৮
সঠিক উত্তর: (খ)
৬০. ৩ ক্রমের ম্যাজিক বর্গে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়?
ক) ৩টি
খ) ৬টি
গ) ৯টি
ঘ) ১৬টি
সঠিক উত্তর: (গ)
৬১. ১৩, ১৭, ২১, ২৫,....সংখ্যাগুলো প্রতিবার-
ক) ৩ করে বাড়ছে
খ) ৩ করে কমছে
গ) ৪ করে বাড়ছে
ঘ) ৪ করে কমছে
সঠিক উত্তর: (গ)
৬২. ১১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)
৬৩. ৩, ৫, ৭, ৯, ১১, ........সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি নিচের কোনটি?
ক) ২ক + ১
খ) ২ক - ১
গ) ৩ক + ১
ঘ) ৩ক - ১
সঠিক উত্তর: (ক)
৬৪. ৫১, ৫৮, ৬৫, ৭২, ৭৯, ...... সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার পার্থক্য কত?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ)
৯
সঠিক উত্তর: (গ)
৬৫. নিচের কোনটি ৯১-১০০ এর অবস্থিত মৌলিক সংখ্যা?
ক) ৯২
খ) ৯৩
গ) ৯৭
ঘ) ১০০
সঠিক উত্তর: (গ)
৬৬. ৬, ১০, ১৪, ১৮,.....সংখ্যাগুলোতে কত থেকে শুরু করে প্রতিবার ৪ করে বাড়ছে?
ক) ০ থেকে শুরু করে
খ) ১০ থেকে শুরু করে
গ) ৪ থেকে শুরু করে
ঘ) ৬ থেকে শুরু করে
সঠিক উত্তর: (ঘ)
৬৭. ৪, ১২, ৩৬, ১০৮,...সংখ্যাগুলো প্রতিবার-
ক) দ্বিগুণ হচ্ছে
খ) তিনগুণ হচ্ছে
গ) চারগুণ হচ্ছে
ঘ) অর্ধেক হচ্ছে
সঠিক উত্তর: (খ)
৬৮. নিচের কোন সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়?
ক) ৮, ৯
খ) ৯,১০
গ) ১০, ১৩
ঘ) ১৩,১৪
সঠিক উত্তর: (গ)
৬৯. ১০-এর ছোট মৌলিক সংখ্যা কোন গুলো?
ক) ১,২,৫,১০
খ) ১,৩,৫,৭,৯
গ) ২,৩,৫,৭
ঘ) ২,৪,৬,৮,১০
সঠিক উত্তর: (গ)
৭০. ৩১ - ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
ক) ৩১ ও ৪০
খ) ৩১ ও ৩৭
গ) ৩১ও ৩৫ ও ৪০
ঘ) ৩৯ ও ৪০
সঠিক উত্তর: (খ)
৭১. ৩৮ সংখ্যাটি হচ্ছে-
ক) ঋণাত্মক সংখ্যা
খ) জোড় সংখ্যা
গ) বিজোড় সংখ্যা
ঘ) মৌলিক সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৭২. ২ক রাশির সংখ্যা প্যাটার্নের ১ম দশটি পদের যোগফল কত?
ক) ১০০
খ) ১১০
গ)
১২০
ঘ) ২০০
সঠিক উত্তর: (খ)
৭৩. ৯০, ৯৫, ১০০, ১০৫, ১১০, সংখ্যাগুলো কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
ক) ৩
খ) ৫
গ) ৯
ঘ) ১০
সঠিক উত্তর: (খ)
৭৪. ৫-কে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে, নিচের কোনটি হবে?
ক) ১ + ৪
খ) ১২ + ৪২
গ) ১২ + ২২
ঘ) ১২ + ৫২
সঠিক উত্তর: (গ)
৭৫. ১, ৩, ৫, ৭,.....সংখ্যার প্যাটার্নকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়?
ক) ২ক + ২
খ) ২ক - ১
গ) ক + ১
ঘ) ২ক
সঠিক উত্তর: (খ)
৭৬. ৩, ৮, ১৩, ১৮,......তালিকার-
i. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৩
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ৫
iii. পরবর্তী সংখ্যা হবে ২৩
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৭. নিচের কোনটি দুইটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ?
ক) ২ = ১২ + ১২
খ) ১৩ = ২২ + ৩২
গ) ১০ = ১২ + ৩২
ঘ) ২০ = ৪২ + ২২
সঠিক উত্তর: (খ)
৭৮. ১ থেকে ১০ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত?
ক) ৫৫
খ) ৫০
গ) ৪৫
ঘ) ৪০
সঠিক উত্তর: (ক)
৭৯. ক২ + ১ রাশির-
i. ১ম পদ ২
ii. সবগুলো পদ বিজোড়
iii. দশম পদ ১০১
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮০. ৮,১৫, ২২, ২৯,....সংখ্যাগুলোর পরপর সংখ্যা পার্থক্য কত?
ক) ৪
খ) ৭
গ) ৮
ঘ) ২৩
সঠিক উত্তর: (খ)
৮১. কোন স্বাভাবিক সংখ্যাকে একাধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়?
ক) ৫০
খ) ১৩
গ) ১০
ঘ) ৮
সঠিক উত্তর: (ক)
৮২. ১,৫,৯,১৩,.......সংখ্যাগুলোতে ১ থেকে শুরু করে প্রতিবার-।
ক) ১ করে বাড়ছে
খ) ১ করে কমছে
গ) ৪ করে বাড়ছে
ঘ) ৫ করে বাড়ছে
সঠিক উত্তর: (গ)
৮৩. কাঠি দিয়ে I V N এরূপ বর্ণমালার একটি প্যাটার্ন তৈরি করা হলো পরবর্তী বর্ণটি কী হবে?
ক) M
খ) W
গ) A
ঘ) X
সঠিক উত্তর: (খ)
৮৪. ৫, ২৫, ১২৫, ৬২৫, ..... সংখ্যাগুলোর-
i. প্রতিবার ৫ গুণ হচ্ছে।
ii. ৬২৫ + ১৫২ + ২০২।
iii. ৬২৫ = ২৪২ + ৭২।
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়?
ক) ১০টি
খ) ৩৪টি
গ) ৫৪টি
ঘ) ১০০টি
সঠিক উত্তর: (খ)
৮৬. ১, ৩, ৫, ৭, ৯, ....., ৬৯ সংখ্যাগুলোর যোগফল কোন ধরনের সংখ্যা হবে?
ক) জোড় সংখ্যা
খ) অমূলদ সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা
ঘ) পূর্ণবর্গ সংখ্যা
সঠিক উত্তর: (ঘ)
৮৭. ২ সংখ্যাটি-
i. যৌগিক সংখ্যা
ii. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
iii. একমাত্র জোড় মৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৮. ৩২, ৩৭, ৪২, ৪৭, ৫২,....সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার সমষ্টি কত?
ক) ২
খ) ৩
গ) ৫
ঘ) ৭
সঠিক উত্তর: (গ)
৮৯. ১,৪,৭,১০,১৩,....তালিকার সংখ্যাগুলোর পর পর দুটি সংখ্যার পার্থক্য কত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
৯০. ২, ১২, ৭২, ৪৩২,....সংখ্যাগুলো প্রতিবার কতগুণ হচেছ?
ক) দ্বিগুণ
খ) তিন গুণ
গ) চার গুণ
ঘ) ছয় গুণ
সঠিক উত্তর: (ঘ)
৯১. ৪ ও ৭ সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?
ক) ১৩০
খ) ১০০
গ) ৯০
ঘ) ৬৫
সঠিক উত্তর: (ঘ)
৯২. �
১৩ ৮ ১২ ১
৩ ১০ ৬ ১৫
২ ১১ ৭ ১৮
১৬ ৫ ৯ ৪
উপরিউক্ত ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত?
ক) ৩৪
খ) ৩০
গ) ২৮
ঘ) ২৬
সঠিক উত্তর: (ক)
৯৩. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ১১
খ) ২১
গ) ২৮
ঘ) ১১১
সঠিক উত্তর: (ক)
৯৪. ৭, ১১, ১৫, ১৯, ২৩ সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি-
ক) ৩ক + ৪
খ) ৪ক + ৩
গ) ৫ক + ২
ঘ) ৭ক + ১
সঠিক উত্তর: (খ)
৯৫. ৭১-৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৯৬. ৮০ - ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে-
ক) ৮০ ও ৯০
খ) ৮১ ও ৮৯
গ) ৮৩ ও ৮৮
ঘ) ৮৩ ও ৮৯
সঠিক উত্তর: (ঘ)
৯৭. ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
ক) ৩
খ) ৬
গ) ১৫
ঘ) ৩০
সঠিক উত্তর: (গ)
নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও:
তিন অঙ্কের একটি সংখ্যা ৭৮২
৯৮. সংখ্যাটিকে বিপরীত ক্রমের অঙ্ক অনুসারে লিখলে সংখ্যাটি কত হয়?
ক) ২৮৭
খ) ২৯০
গ) ২৯৫
ঘ) ৩০০
সঠিক উত্তর: (ক)
৯৯. প্রদত্ত সংখ্যা এবং এর বিপরীত ক্রমের অঙ্কের সংখ্যাটির বিয়োগফল কত?
ক) ৪০০
খ) ৪৯৫
গ) ৫০০
ঘ) ৫০৫
সঠিক উত্তর: (খ)