গনিত__শর্টকাটঃ
██ ঘড়ির কাটা ও মিনিটের কাটার
মধ্যেবর্তী কোন নির্ণয়ের জন্য শুধু
১টি শর্ট টেকনিক জেনে রাখুনঃ
______________________________
#টেকনিকঃ
(11*M - 60*H) ÷ 2
.
✎ এখানে,
M= প্রশ্নে উল্লেখিত মিনিট
H= প্রশ্নে উল্লেখিত ঘন্টা
(দ্রষ্টব্যঃকোনের মান (-)মাইনাস
হলে (-) মাইনাস বাদ দিতে হবে
এবং কোন কোনের মান ১৮০° এর
উপরে হলে তা ৩৬০° হতে বিয়োগ
করলে কোনের মান পাওয়া যাবে।)
.
#মনেরাখুনঃ
✎ ঘড়ির ২টি ঘন্টার দাগের
মধ্যেবর্তী কোন=৩০°
✎ ঘড়ির কেন্দ্রে উৎপন্ন কোন=৬০°
.
#উদাহরনঃ
২ টা ১৫ মিনিটের সময় ঘন্টার
কাটা ও মিনিটের কাটায় কত
ডিগ্রি কোন উৎপন্ন করে?
(১১তমবিসিএস)
.
#সমাধানঃ
মধ্যেবর্তী_কোন=
(11*M - 60*H)÷2
=(11*15 - 60*2)÷2
=(165 - 120)÷2
=45÷2
=22 ²/¹(ডিগ্রি) (উত্তর)
…………………………………………
___________________