#বিসিএস_গনিত_Lecture_21 (চলবে)
#পরীক্ষা ও #পরীক্ষার্থী বিষয়কঃ
১. উভয় বিষয়ে ফেলের হার উল্লেখ থাকলে উভয় বিষয়ে পাশের হার নির্ণয়ের ক্ষেত্রে-
পাসের হার=১০০-(১ম বিষয়ে ফেলের হার+২য় বিষয়ের ফেলের হার-উভয় বিষয়ে ফেলের হার)
যেমন- কোন পরীক্ষায় ২০% পরীক্ষার্থী গনিতে এবং ৩০% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করল। উভয় বিষয়ে ১৩% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত জন পরীক্ষার্থী পাস করলো?
=১০০-(২০+৩০-১৩)=৬৩%
--------------------------------------------------------------------------------
২. উভয় বিষয়ে পাশের হার উল্লেখ থাকলে উভয় বিষয়ে ফেলের হার নির্ণয়ের ক্ষেত্রে-
ফেলের হার=১০০-(১ম বিষয়ে পাশের হার+২য় বিষয়ের পাশের হার-উভয় বিষয়ে পাশের হার)
যেমন- কোন পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গনিতে এবং ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করল। উভয় বিষয়ে ৬০% পরীক্ষার্থী পাশ করলে শতকরা কত জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো?
=১০০-(৮০+৭০-৬০)=১০%
--------------------------------------------------------------------------------
৩. উভয় বিষয়ে পাশ ও ফেল উল্লেখ থেকে মোট শিক্ষার্থী নির্ণয়ের ক্ষেত্রে-
={উভয় বিষয়ে পাসকৃত ছাত্র/(১ম বিষয়ে ফেল+ ২য় বিষয়ে ফেল+উভয় বিষয়ে ফেল)}*১০০
যেমন-
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে। তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
{৩০০/(৩০+২০+১০)}*১০০=৫০০জন
------------------
ভাল লাগলে লাইক দিন ও শেয়ার করে অন্যর দেখার সুযোগ করে দিন।