সভ্যতার ইতিহাস (বাওবি- বাংলাদেশ ও বিশ্ব) :
পর্ব - ২
প্রশ্ন: হায়ারোগ্লিফিক কি?
উঃ মিশরীয় লিপি।
প্রশ্ন: মেসোপটেমীর সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উঃ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে।
প্রশ্ন: মেসোপটিমীয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতাটি গড়ে তুলেছিল কারা?
উঃ সুমেরীয়গণ।
প্রশ্ন: পাটিগণিতের গুন পদ্ধতি কারা আবিষ্কার করে?
উঃ মেসোপটেমীয়রা।
প্রশ্ন: সুমেরীয় সভ্যতার ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের উপাধি কি ছিল?
উঃ পাতেজী।
প্রশ্ন: ব্যবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিলেন?
উঃ হাম্মুরাবি।
প্রশ্ন: ব্যবিলনীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উঃ মেসোপটেমিয়ায়।
প্রশ্ন: নতুন ব্যবিলনীয় সভ্যতা কে গড়ে তুলেছিলেন?
উঃ নেবুচাদ নেজার।
প্রশ্ন: ব্যবিলনীয় শূন্যেদান কে তৈরী করেন?
উঃ নেবুচাদ নেজার।
প্রশ্ন: ব্যবিলনীদের প্রধান দেবতার নাম কি?
উঃ মারডক।
প্রশ্ন: ব্যবিলনীয়দের লিখন পদ্ধতির নাম কি?
উঃ কিউনিফর্ম।