Pages

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
#সম্পুর্ণ_প্রশ্নপত্রের_সমাধান_দেখুনঃ
_____________________________________

১)7P^2-P-4 এর একটি উৎপাদক হবে-
উত্তর: p-4
২)লম্ফ প্রদান করিল এর চলিত রুপ-?
উত্তর: লাফ দিল
3)x+y=12 and x-y=8 হলে xy=?
উত্তর: 20
৪)The word American is-
উত্তর:Both Noun and Adjective
৫)দুটি সংখ্যার লসাগু ও এর গুণফল সংখ্যা দুটির-?
উত্তর: কোনটিও নয়
৬) মোডেমের মাধ্যমে কম্পিঊটারের-?
উত্তর: ইন্টানেট সংযোগ করা হয়?
৭)He is confident …. successes-?
উত্তর: To
৮)দহগ্রাম ছিটমহল কোন জেলায়-?
উত্তর: লালমনিরহাট
৯)কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত
উত্তর: ৩৬০°
১০)White elephant meaning-?
উত্তর: A very costly and troublesome possession .
১১) দিবারাত্রির কাব্য  কার লেখা-?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
১২) Correct sentence-?
উত্তর: The man appears to be stronger than any other living man
১৩)কোনটি বৃটিশ আমলের স্থাপত্য-
উত্তর:কার্জন হল, ঢাকা।
১৪) মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি-?
উত্তর: মনস্+ঈষা
১৫)একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মুল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
উত্তর: ৪৬ টকা
১৬)কাজী নজরুল ইসলামের পালা স্মৃতিবিজড়িত ময়মনসিংহের স্থানটি নাম কি?
উত্তর: দরিরামপুর
১৭)তিস্তা নদীর উৎপত্তিস্থল?
উত্তর: সিকিমের পর্বত অঞ্চল থেকে
১৮)কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৮ এর বর্গমূল হবে?
উত্তর: ৩৬১৯
১৯)The chairman and secretary ……… present at the last meeting.
উত্তর: Were.
২০)Which one of the following is an adverb? উত্তর: something
২১)বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয়-?
উত্তর: বনানী ( বনানী মানে- বন)
২২) মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে বুদ্ধিজীবীদের হত্যা উত্তর:করা হয়?
উত্তর:১৪ ডিসেম্বর ১৯৭১
২৩)মানবদেহের কোষে কত জোড়া ক্রোমজোম থাকে-
উত্তর: ২৩ জোড়া
২৪)Correct sentence:
উত্তর: Airport is a busy place.
২৫)ধীমান অর্থ-?
উত্তর: বুদ্ধিমান
২৬) সরকারের কর বহির্ভূত রাজস্ব –
উত্তর: টোল ও লেভী কি
২৭)Correct Sentence:
উত্তর: The shirt which he has bought is blue in color.
২৮) বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে-?
উত্তর:বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
২৯)ইউরিয়া সারের সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে?
উত্তর: ৪৬ ভাগ
৩০) x/y এর সাথে কত যোগ করলে 2y/x হবে?
উত্তর:2y2 - x2/xy
৩১)‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ?
উত্তর: পার্থক্য বা ভেদাভেদ
৩২) Common gender?
উত্তর: Teacher
৩৩)ভারত শ্রীলঙ্কা কে পৃথক করেছে?
উত্তর: পক প্রণালী
৩৪)কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে-?
উত্তর:ইউনেস্কো
৩৫) a² + 1/a²= 2 হলে a-1/a=?
উত্তর: 0
৩৬)সারাংশে নিচের কোনটি প্রয়োজন নেই?
উত্তর: অলঙ্কার
৩৭) চলিত রীতির শব্দ?
উত্তর: তুলা
৩৮)A Tale of Two Cities written by?
উত্তর: Charles Dickens
৩৯) সম্বোধন এর পরে বসে?
উত্তর:কমা
৪০) অনিল বাগচীর একদিন এর লেখক?
উত্তর: হুমায়ূন আহমেদ
৪১) যে পরিমান খাদ্য ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে ওই পরিমান খাদ্য কতজনের ৬ সপ্তাহ চলবে?
উত্তর: ৬০০ জন
৪২)Fill in the Gap: Today ——people who enjoy cricket is bigger than that of 30 years ago.
উত্তর: the number of
৪৩)CPU এর পূর্ণরূপ কী ?
উত্তর: Central Processing Unit
৪৪) উভয় লিঙ্গ?
উত্তর:মানুষ
৪৫) Antonym of the word “delete”?
উত্তর:Insert
৪৬)‘কর্মে যার ক্লান্তি নেই‘- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর: অক্লান্ত কর্মী
৪৭)Which is one is correct?
উত্তর: Achievement
৪৮)একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
উত্তর- ৪১ ফুট
৪৯)What is the  Passive voice of “ Who did this”?
উত্তর: By whom was this done
৫০)হাভাতে অর্থ?
উত্তর: হতভাগ্য
৫১)১ সমস্ত ২/৩ এর ১/৫ ÷ ১/৯ =কত?
উত্তর: ৩
৫২) Narration: He said,  I can do the work?
উত্তর: He said that he could do the work
৫৩)We could not buy anything because — of the shops was open?
উত্তর: None
৫৪)কোনটি আফ্রিকা মহাদেশের দেশ নয়?
উত্তর: আলবেনিয়া
৫৫)Correct spelling:?
উত্তর: Diarrhoea
৫৬) পিসি কালচার বলতে কি বুঝায়?
উত্তর: মৎস্য চাষ
৫৭)"A child likes sweets only" the negative form of the sentence is?
উত্তর: A Child Likes nothing but sweets.
৫৮) নিচের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G-8 এর সদস্য নয়?
উত্তর: রাশিয়া
৫৯) Rahim discourages me…… borrowing.
উত্তর: from
৬০) স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর: ১১টি।
৬১) ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
উত্তর: ১০%
#সমাধানঃ দেওয়া আছে, P1= 500 টাকা
n1=4 বছর , P2=600 টাকা এবং , n2= 5 বছর।

ধরি, মানাফার হার = x%
আমরা জানি, I=Prn

শর্তমতে,
P1r1n1 + P2r2n2 = 500
বা, (৫০০×x/100 × 4 ) + ( 600 × x/100 × 5) = 500
বা, ২০x + 30x = 500
বা, ৫০x = 500
বা x = ৫০০/৫০
= ১০
নির্ণেয় মুনাফার হার = ১০% (উত্তর)

৬২) একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
উত্তর: ১৫০৬৩.
৬৩)একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে । বাঁশটির দৈর্ঘ্য কত?
উত্তর: ২০ মিটার
৬৪) চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া যায়। ১ কেজি চালের পুর্বমুল্য কত?
উত্তরঃ ২৫
৬৫) ০.০০১ ÷ ০.১×০.১
উত্তর:০. ১
৬৬) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-
উত্তর: বীরশ্রেষ্ঠ
৬৭) বজ্রপাতের সময় থাকতে হবে?
উত্তর: গুহার ভেতরে বা মাটিতে শুয়ে
৬৮) Opposite of Liability
উত্তর: Asset
৬৯)টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২%  ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে?
উত্তর: ৭০
৭০) ৭৫০০ টাকার ১ ঃ ২ঃ ৩ঃ ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য?
উত্তর: ২০০০
৭১)১০০ জন শিক্ষার্থীর পরীসংখানের গর নম্বর ৭০ এদের মধ্যে ৬০ ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের নম্বর কত?
উত্তর: ৬২.৫
৭৩) কপোত অর্থ?
উত্তর: কবুতর
৭৩)সংযোজ্ঞাপক সর্বনাম?
উত্তর: যে
৭৪)যার আগমনে কোনো তিথি নেই?
উত্তর: অতিথি
৭৫)কোন বানানটি সঠিক?
উত্তর: ষান্মাসিক
৭৬) কোনটি সঠিক বানান?
উত্তর: নিশীথিনী
৭৭) সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২  সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশী হবে না?
উত্তর:২১০
৭৮)সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর: প্রত্যয়
৭৯)উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর: নাটোর
৮০)কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত
উত্তর: নওগা
_

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন