বিসিএসে গণিতে ভয় কীসের !
-------------------------
প্রথমে যে কোন পাবলিকেশনের একটা সরকারি ব্যাংক জব গাইড সাথে যে কোন পাবলিকেশনের একটা বিসিএস প্রিলি গণিত গাইড কিনতে হবে। অামি অাবারো বলছি, সরকারি ব্যাংক গণিত গাইড ও বিসিএস প্রিলির গণিত গাইড কিনতে হবে। অামি একাধিক প্রকাশনীর বই পড়ার পক্ষে সবসময় ঘোর বিরোধী। যে কোন একটা প্রকাশনীর বই পড়লে এনাফ। দুনিয়ার লতা,পাতা ও গাছের বই পড়ার দরকার নেই। অাপনার কাছে যে বই বেটার মনে হবে অর্থাৎ যে বইয়ের সমাধান অাপনার বোধগম্য মনে হয় সেই বইই কিনবেন। অভিজ্ঞ ক্যাডারদের রেফার করা বই পড়তেই হবে এই ধারণাটা অত্যন্ত ভুল হবে। প্রথমে সিলেবাস ভালো করে দেখবেন তারপর রিটেন পরীক্ষার সাথে সামঞ্জস্য রেখে নিজে একটা সাজেশন করে নিবেন। মানে যে টপিকস লিখিত পরীক্ষার সাথে মিল সেই টপিকসগুলো লাল কলম দিয়ে মার্ক করবেন। তারপর দেখবেন প্রিলি ও লিখিত পরীক্ষার অংক অধিকাংশই মিল। তারপর টপিকস ধরে একে একে সব টপিকস টাচ করার চেষ্টা করবেন। এখানে ১৫ নাম্বারে ৫/৬/৭ রেঞ্জে নাম্বার তুলতে পারলেও মন্দ কিসের! অনেকে গণিতে শর্টকাট খুজে। অাসলে গণিতে শর্টকাট পথ বলতে কিছুই নেই। পশ্নের প্যাটার্ন জানা থাকলে এমনিতে অপশন থেকে উত্তর বের করা যায়। সুতরাং বাজারের কতিপয় শর্টকাট চকচকে বই থেকে বিরত থাকবেন। তাহলে কিভাবে পড়ব?
#পাটিগণিতঃ
১) প্রফেসর'স গণিত স্পেশাল গাইড
২) ৭ম/৮ম শ্রেণির বোর্ড বইয়ের পাটিগণিত অংশ
৩) সরকারি ব্যাংক থেকে সমাধান
এই তিন Materials থেকে লসাগু,গসাগু, অনুপাত সমানুপাত, শতকরা, সুদা-অাসল, বাস্তব সংখ্যা বার বার করলে নিশ্চিত তিন নাম্বার পাবেন। প্রতিদিন একটি টপিকস সিলেবাস ধরে শেষ করবেন। অার কোন বই ফলো করার দরকার নেই।
#বীজগণিতঃ
১) ৯ম/১০ম শ্রেণির বীজগণিত বই ফলো করলে অার কোন বইয়ের দরকার পড়ে না। সাথে উপরের দেয়া গাইড বইসমূহ।
#জ্যামিতিঃ
১) ৭ম/৮ম/৯ম ও ১০ম শ্রেণির বই থেকে জ্যামিতি প্রাথমিক ধারণা নিবেন। তারপর সূত্রগুলো শিখে ফেলবেন। তারপর গাইড বই থেকে বিগত সালের অাসা থেকে অনুশীলন করবেন।
#বিন্যাস ও সমাবেশের জন্য উচ্চ মাধ্যমিকের বই পড়বেন। এখানে নাম্বার না পাইলেও সমস্যা নেই। ২/১ নাম্বানের জন্য এত কষ্ট করার দরকার নেই। এভাবে প্রতিটি কনসেপ্ট টাচ করুন দেখবেন ভয় কেটে গেছে।
--------
ঊর্মি চৌধুরী।