মুহম্মদ শামীম কিবরিয়া ভাইয়ের
স্টাডি প্লান (০১-০৬) পর্ব একসাথে।
--------------------------------
#স্টাডি প্লান - ০১/ তারিখ- ২১.০৬.২০১৯ খ্রি.
এ সপ্তাহের পড়াশুনা
তারিখ ২২.০৬.২০১৯-২৮.০৬.২০১৯
(রোজ- শনি থেকে শুক্রবার)
০১. বাংলা - চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি, মঙ্গলকাব্য ও জীবনী সাহিত্য বিষয়ে বিস্তারিত পড়তে হবে।
০২. গণিত- শতকরা হিসাব সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে হবে (বোর্ড বই ৬ষ্ঠ/৭ম/৮ম সহ একাধিক বই থেকে) এবং বিস্তারিত ধারণা লাভ করতে হবে।
০৩. ইংরেজি - The Old English Period সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। নতুন ৩০ টি শব্দ শিখতে হবে synonyms antonyms সহ। এক্ষেত্রে ইংরেজি পত্রিকার সহযোগিতা নেওয়া যেতে পারে।
০৪.তথ্যপ্রযুক্তি- ই কমার্স সম্পর্কে একাধিক বই পড়ে বিস্তারিত ধারণা নিতে হবে।
০৫.সাধারণ বিজ্ঞান - পদার্থের অবস্থা, এটমের গঠন ও কার্বনের বহুমুখী ব্যবহার বিষয়ে পড়াশুনা করে বিস্তারিত ধারণা নিতে হবে।
০৬.সাধারণ জ্ঞান (বাংলাদেশ) - প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে পড়াশুনা করে বিস্তারিত ধারণা নিতে হবে।
।
#স্টাডি প্লান-২
তারিখ- ২৮.০৬.২০১৯
পড়াশুনার সময়সীমা- ২৯.০৬.২০১৯ হতে ০৫.০৭.২০১৯ (শনি থেকে শুক্রবার)
০১. বাংলা- মধ্যযুগ, অন্ধকার যুগ,নাথ সাহিত্য, মর্সিয়া সাহিত্য ও লোক সাহিত্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।
০২.গণিত- বাস্তব সংখ্যা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে হবে।
০৩.ইংরেজি - কমপক্ষে ২৫ টি নতুন ইংরেজি শব্দ শিখতে হবে antonyms ও synonyms সহ। Parts of speech থেকে noun সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।
০৪.সাধারণ বিজ্ঞান - এসিড, ক্ষার ও লবণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।
০৫.কম্পিউটার -কম্পিউটার পেরিফেরাল কী-বোর্ড, মাউস এবং ওসিআর সম্পর্কে বিস্তারিত পড়তে হবে ও ধারণা নিতে হবে।
।
#স্টাডি প্লান- ০৩
এ সপ্তাহের পড়াশুনা
তারিখ: ০৬.০৭.১৯ হতে ১২.০৭.১৯ পর্যন্ত
০১. বাংলা- অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান,আরাকান রাজসভা, মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক গণ ও যুগ সন্ধিক্ষণ সম্পর্কে পড়তে হবে।
০২. লসাগু সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করতে হবে সর্বোচ্চ পরিমান।
০৩.ইংরেজি - কমপক্ষে ২৫ টি নতুন শব্দ শিখতে হবে synonyms ও antonyms সহ এবং parts of speech থেকে pronoun অংশ সমাপ্ত করতে হবে।
০৪.সাধারণ জ্ঞান (বাংলাদেশ) - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস (পটভূমি) ও ভাষা আন্দোলন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।
০৫. সাধারন বিজ্ঞান - পদার্থের ক্ষয়,সাবানের কাজ, ভৌতরাশি ও পরিমাপ এবং ভৌতবিজ্ঞানের উন্নয়ন বিষয়ে সুস্পষ্ট ধারণা নিতে হবে।
।
#স্টাডি প্লান-৪
এ সপ্তাহের পড়াশুনা
তাং- ১৩.০৭.২০১৯ হতে ১৯.০৭.২০১৯ পর্যন্ত
০১.বাংলা- বাংলা গদ্য সাহিত্যের স্তর সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিতে হবে, ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, শ্রীরামপুর মিশন এবং বাংলা ছাপাখানা সম্পর্কে ধারনা নিতে হবে।
০২.গণিত- গ সা গু সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে হবে সর্বোচ্চ সংখ্যক ( কোন অবস্থায় নিজ চেষ্টায় খাতায় গণিত না করে সমাধান দেখা চলবে না। কমপক্ষে ৫০ টি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে)। একটি সমস্যা তিন থেকে পাঁচ বার চেষ্টা করার পর না পারলে সমাধান দেখা তার আগে কোন অবস্থায় নয়।
০৩. ইংরেজি - কমপক্ষে ২৫ টি নতুন শব্দ শিখতে হবে synonyms and antonyms সহ। Parts of speech থেকে adjective সম্পর্কে বিস্তারিত পড়তে হবে এবং সুস্পষ্ট ধারনা নিতে হবে।
০৪. সাধারণ জ্ঞান আন্তর্জাতিক - বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠাসাল, সদর দপ্তর,সদস্য সংখ্যা সহ সংক্ষিপ্ত ধারণা নেওয়া যেন ছোট একটি টীকা আসলে লিখতে পারা সম্ভব হয়। ( এক সপ্তাহে কমপক্ষে ২৫ টি আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে এমন ধারনা নিতে হবে)।
০৫. সাধারণ বিজ্ঞান - চৌম্বকত্ব, তরঙ্গ ও শব্দ সম্পর্কে পড়তে হবে।
।
#স্টাডি প্লান-০৫
এ সপ্তাহের পড়াশুনা
তারিখ: ২০.০৭.২০১৯ হতে ২৬.০৭.২০১৯ পর্যন্ত
রোজ- শনি হতে শুক্রবার
অনেকের কাছে পড়াশুনার পরিমানটা কম মনে হতে পারে তবে আমি বলি, আপনি এটুকুই সঠিক নিয়মে একাধিক বই হতে পড়ুন এবং পড়াশুনার গভীরে ঢুকে পড়াটাকে আত্মস্থ করুন। ইনশাআল্লাহ তাতেই সফল হবেন। আর আপনি এর বাইরে পড়তে তো কোন বাঁধা নেই। আমরা বিসিএস টাকে কেন্দ্র করে পড়াশুনা করছি তবে এগুলিই তো অন্যান্য চাকুরির পরীক্ষাতে আসবে এর বাইরে তো খুব বেশি কিছু থাকার সুযোগ নাই। আমার উদ্দেশ্যটা হলো বিসিএস খুব কাছাকাছি না থাকায় অনেকেই পড়াশুনাটা পরিকল্পনা মাফিক করতে পারেন না বা একদিন পড়লে তিনদিন পড়তে বসা হয়না। তাঁরা যেন নিয়মিত হতে পারেন। সে কাজেই কিছুটা সহযোগিতা করা। আপনি অল্প করেই পড়ুন, তবে সেটা নিয়মমাফিক হোক আর সুপরিকল্পনা মাফিক হোক। তাহলেই সফলতা আসবে।
এখন আপনারা এ সপ্তাহের পড়াশুনা টা লিখে নিন।
০১. বাংলা- হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমি বিষয়ে পড়তে হবে।
০২.গণিত- সরল ও যৌগিক মুনাফা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধাণ করতে হবে সর্বাধিক সংখ্যক ( কমপক্ষে ৫০ টি) এখানে উল্লেখ্য যে, কোন ভাবেই প্রথমে সমাধান দেখা যাবে না কমপক্ষে প্রতিটি গাণিতিক সমস্যা সমাধানে তিন থেকে পাঁচ বার নিজে চেষ্টা করতে হবে।
০৩.ইংরেজি- কমপক্ষে ২৫ টি নতুন ইংরেজি শব্দ শিখতে হবে synonyms ও antonyms সহ এবং Parts of speech থেকে verb এর অংশবিশেষ পড়তে হবে।
০৪.সাধারণ জ্ঞান আন্তর্জাতিক - বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠাসাল,প্রধান কার্যালয়,মোট সদস্য সংখ্যা ও প্রযোজ্যক্ষেত্রে বাংলাদেশের সদস্য পদ লাভ বিষয় সহ সংক্ষিপ্ত ধারণা নিতে হবে ( কমপক্ষে ২০-২৫ টি)
০৫.সাধারণ বিজ্ঞান - তাপ ও তাপগতি বিদ্যা,আলোর প্রকৃতি, স্হির ও চল তড়িৎ সম্পর্কে সুস্পষ্ট ধারনা নিতে হবে।
০৬.কম্পিউটার - কম্পিউটারের অঙ্গ সংগঠন, সিপিইউ,হার্ডডিস্ক ও এএল ইউ বিষয়ে সুস্পষ্ট ধারণা নিতে হবে।
।
#স্টাডি প্লান-০৬
তারিখ ০৩.০৮.২০১৯ হতে ০৯.০৮.২০১৯ পর্যন্ত।
এ সপ্তাহে হয়তো কেউ কেউ বাড়িতে চলে যাবেন। তাই সাবজেক্ট কমিয়ে দিলাম তবে পড়ার পরিমান কিন্তু প্রায় সমান থাকলো।
০১.সাধারণ বিজ্ঞান - ইলেকট্রনিকস, আধুনিক পদার্থ বিজ্ঞান, শক্তির উৎস, প্রয়োগ এবং রুপান্তর, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস ও আলোক যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে।
০২.কম্পিউটার - কম্পিউটার পারফরম্যান্স, দৈনন্দিন জীবনে কম্পিউটার - কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য ও খেলাধূলা এর ক্ষেত্রে কম্পিউটার এর ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।
০৩.বাংলা - বড়ু চন্ডিদাস, চন্ডিদাস,বিদ্যাপতি,কৃত্তিবাস ওঝা ও শাহ মুহম্মদ সগীর সম্পর্কে বিস্তারিত পড়তে হবে।
০৪.ইংরেজি - কমপক্ষে ২৫টি নতুন ইংরেজি শব্দ শিখতে হবে synonyms ও antonyms সহ এবং verb এর বাকি অংশ পড়ে সুস্পষ্ট ধারনা নিতে হবে।
একটু গুরুত্বপূর্ণ :
একটি বিষয় আমি লক্ষ্য করছি, অনেকেই মনে করছেন স্টাডি প্লান গুলি গ্রুপে অনেক পোস্ট এর ভেতর ঠিকমতো পাচ্ছেন না। বিধায় অন্যদের কাছ থেকে চেয়ে নিতে হচ্ছে। আমার মনে হয় এই পোস্ট এর পর কেউ কেউ বলবেন স্টাডি প্লান ১-৫ কোথায় পাবো কেউ একটু দিলে উপকৃত হতাম। এমন। আমি ভাবছি পোস্ট গুলি আমার টাইম লাইনে শেয়ার করা প্রয়োজন কি না? সিদ্ধান্ত নিতে চাই, তবে আপনাদের খেয়াল রাখতে হবে আমার ফ্রেন্ড লিস্টে সিভিল সার্ভিসের সর্বোচ্চ অফিসার অর্থাৎ মন্ত্রিপরিষদ সচিব স্যার সহ অনেক সচিব স্যার ও আমার পরম শ্রদ্ধেয় অসংখ্য সিনিয়র স্যার আছেন। আপনাদের কাছে নিশ্চয় সে ক্ষেত্রে সুবচন ব্যবহারটা আমি খুব করে আশা করবো।
আপনারা আশ্বাস দিলে আমি সেটা করবো। অর্থাৎ আমার টাইম লাইনে স্টাডি প্লান সংক্রান্ত পোস্টগুলি পাওয়া যাবে। গ্রুপেতো দিবোই পাশাপাশি টাইমলাইনে।
আমার ফ্রেন্ড ও ফলোয়ারদের জন্য আপাতত এটুকুই করা সম্ভব যদি আপনারা চান।
আপনাদের মতামতটাই এক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বের দাবি রাখে।
সবশেষে
সকলের জন্য
নিরন্তর শুভকামনা।