মৌলিক সংখ্যা (Prime Number)
যে সকল সংখ্যার উৎপাদক সংখ্যা দুইটি শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে।
উদাহরণ :
1 = 1 (উৎপাদক সংখ্যা একটি)।
2 = 1ও 2 (উৎপাদক সংখ্যা দুইটি)।
3 = 1 ও 3 (উৎপাদক সংখ্যা দুইটি)।
4 = 1, 2, 4 (উৎপাদক সংখ্যা তিনটি)।
5 = 1, 5 (উৎপাদক সংখ্যা দুইটি)।
∴ সংজ্ঞানুসারে বলা যায় 2, 3 ও 5 মৌলিক সংখ্যা।
মৌলিক সংখ্যা বের করার পদ্ধতি
1 মৌলিক সংখ্যা নয়, তাই প্রথমে 1 কে কেটে দিবো।
যে সব সংখ্যার দুইটির অধিক উৎপাদক থাকবে সেগুলো বাদ দিতে হবে।
2 সংখ্যাটি মৌলিক কিন্তু 2 এর গুণিতক 4, 6, 8, 10, ..... ইত্যাদি সংখ্যাগুলো মৌলিক নয়, তাই সে সংখ্যাগুলো বাদ দিতে হবে।
3 সংখ্যাটি মৌলিক কিন্তু 3 এর গুণিতক 6, 9, 12, 15, 18, ...... ইত্যাদি সংখ্যাগুলো মৌলিক নয়, তাই সংখ্যাগুলো বাদ দিতে হবে।
5 সংখ্যাটি মৌলিক কিন্তু 5 এর গুণিতক 10, 15, 20, 25 ..... ইত্যাদি সংখ্যাগুলো মৌলিক নয়, তাই সংখ্যাগুলো বাদ দিতে হবে।