দিনাজপুরে দেশের প্রথম ও একমাত্র
লোহার খনি আবিষ্কার
•••••••••••••••••••••••••••••••••••••••••••••
দেশে প্রথমবারের মতো দিনাজপুরের হাকিমপুরে উন্নতমানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনি আবিষ্কৃত হয়েছে। ভূগর্ভের ১৭৬০ ফুট নিচের এ খনিতে ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের একটি স্তর পাওয়া গেছে, যা এক ব্যতিক্রমী ঘটনা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) কর্মকর্তারা দুই মাস ধরে কূপ খনন করে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল ১৮ জুন ২০১৯ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
খনিটির ব্যাপ্তি ৬-১০ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে লোহার অস্তিত্বের পাশাপাশি কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে। এই অঞ্চলে প্রায় সাড়ে ৪০০ কোটি বছর আগে সমুদ্র ছিল। এ কারণে এখানে আগ্নেয়শিলার অবস্থান থাকায় লৌহ খনিজ পদার্থের খনি রয়েছে বলে ধারণা করা হয। সেখানে ১৫০০ থেকে ২০০০ ফুট গভীরতায় মূল্যবান ম্যাগনেটিক মিনারেল, হেমাটাইট, ম্যাগনেটাইট ও লিমোনাইট-এর সাথে সাথে চুনাপাথরের সন্ধানও মিলেছে।
এ আকরিকে লোহার পরিমান শতাংশ ৬৫-র ওপরে। কানাডা, চীন, ব্রাজিল, সুইডেন ও অস্ট্রেলিয়ার খনির লোহার মান ৫০ শতাংশের নিচে। বিশ্বের যে কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার করা হয়েছে তার মধ্যে বাংলাদেশের খনির মান উন্নত। জয়পুরহাটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পরীক্ষাগার থেকে এ তথ্য পাওয়া গেছে।
হাকিমপুর উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার পূর্বে ইসবপুর গ্রামে মিলেছে এই লৌহ খনিজ পদার্থের খনি। ২০১৩ সালে এই গ্রামের তিন কিলোমিটার পূর্বে মুশিদপুর এলাকায় অনুসন্ধানমূলক কূপ খনন শুরু হয়। এখন এই অনুসন্ধান থেকেই লৌহ খনিজ পদার্থের সন্ধান পায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর।
#
[সূত্র : কলের কণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকা : ১৯ জুন, ২০১৯]