Pages

বাংলা সাহিত্যের ১০০টি করে নৈর্ব্যক্তিক/ পর্ব ২৯

#বাংলা_সাহিত্যের_১০০টি করে নৈর্ব্যক্তিক 
#ধারাবাহিক_পর্ব__২৯

০১| বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

০২| সূর্যের চোখে জল, অপু বিজয় দেখেনি- কে লিখেছেন?
ক. শিরীন আখতার
খ. তসলিমা নাসরীন
গ. আনিসুল হক
ঘ. রাহাত খান
উত্তরঃ ক

০৩| নিচের কোনটি উপন্যাস নয়?
ক. যাপিত জীবন
খ. খোয়াবনামা
গ. পথ জানা নাই
ঘ. ওল্কার
উত্তরঃ গ

০৪| 'শনিবারের চিঠি' উপন্যাসের রচয়িতা কে?
ক. দীপক চৌধুরী
খ. দীনেশচন্দ্র রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মুজতবা আলী
উত্তরঃ ক

০৫| কাজী ইমদাদুল হকের আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি?
ক. চাষী জীবনের করুণ চিত্র
খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তরঃ গ

০৬| 'মাল্যবান' কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

০৭| ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. ড. নীলিমা ইব্রাহিম
খ. আনিস চৌধুরী
গ. আনোয়ার পাশা
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ক

০৮| 'যদ্যপি আমার গুরু'-কার রচনা?
ক. হুমায়ুন আহমেদ
খ. আলাউদ্দীন আল আযাদ
গ. আবদুশ শাকুর
ঘ. আহমেদ ছফা
উত্তরঃ ঘ

০৯| কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
ক. কপালকুণ্ডলা
খ. রামের সুমতি
গ. হাজার বছর ধরে
ঘ. যোগাযোগ
উত্তরঃ ক

১০| সরদার জয়েন উদ্দীনের ‘অনেক সূর্যের আশা’ উপন্যাসের পটভূমি-
ক. একাত্তরের মুক্তিযুদ্ধ
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ. ৫২-এর ভাষা আন্দোলন
ঘ. ৪৭-এর দেশবিভাগ
উত্তরঃ খ

১১| মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?
ক. রজনী
খ. নববিধান
গ. পদ্মরাগ
ঘ. প্রেমের সমাধি
উত্তরঃ ঘ

১২| ‘অশোক গুচ্ছ’, ‘গোলাপ গুচ্ছ’, -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. দেবেন্দ্রনাথ সেন
ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তরঃ গ

১৩| ‘নদী ও নারী’ কার রচনা?
ক. কাজী আব্দুল ওয়াদুদ
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন
ঘ. হুমায়ুন কবির
উত্তরঃ ঘ

১৪| ‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. প্যারীচাঁদ মিত্র
খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী ইমদাদুল হক
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ ঘ

১৫| কোন ঔপন্যাসিক কর্তৃক ‘বঙ্গবিজেতা’ উপন্যাস রচিত হয়েছ?
ক. মীর মশাররফ হোসেন
খ. রমেশচন্দ্র দত্ত
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. তারকনাথ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ
®রমজান®

১৬| ‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস?
ক. খান মুহাম্মদ মঈনুদ্দিন
খ. বেনজীর আহমদ
গ. হুমায়ুন কবীর
ঘ. শামসুল হক
উত্তরঃ ক

১৭| হুতোমী গদ্যের লেখকের নাম কি?
ক. টেক চাঁদ ঠাকুর
খ. দীনবন্ধু মিত্র
গ. ভানুসিংহ ঠাকুর
ঘ. কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ ঘ

১৮| কোনটি সঠিক?
ক. রৌদ্র করোটিতে-ভ্রমণ কাহিনী
খ. রাইফেল রোটি আওরাৎ-নাটক
গ. সোজন বাদিয়ার ঘাট-সিনেমা
ঘ. ঘর মন জানালা- উপন্যাস
উত্তরঃ ঘ

১৯| ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?
ক. গৌতম ঘোষ
খ. ঋত্বিক ঘটক
গ. সত্যজিৎ রায়
ঘ. বাসুদেব ট্যাটার্জী
উত্তরঃ খ

২০| ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. রশীদ করিম
উত্তরঃ ঘ

২১|‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেলেন?
ক. নূরুন্নেসা খাতুন
খ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
গ. বেগম রোকেয়া
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ

২২|‘আনোয়ারা’ কোন ধরনে গ্রন্থ
ক. নাটক
খ. বড় গল্প
গ. উপন্যাস
ঘ. প্রহসন
উত্তরঃ গ

২৩| ‘আততায়ীদের সাথে কথোপকথন’ কার লেখা?
ক. শামসুর রহমান
খ. হুমায়ুন আহমেদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. আবুল হাসান
ঙ. জাফর ইকবাল
উত্তরঃ গ

২৪| ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?
ক. রামরাম বসু
খ. ভুদের মুখোপাধ্যায়
গ. দীনবন্ধু মিত্র
ঘ. কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ ঘ

২৫| ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা
ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সৈয়দ মজতবা আলী
উত্তরঃ খ

২৬| তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো?
ক. ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম
খ. ধাত্রতীদেবতা, কবি, হাঁসুলি বাঁকের উপকথা
গ. জলসাঘর, কবি, পঞ্চগ্রাম
ঘ. ধাত্রীদেবতা, গণদেবতা, জলসাঘর
উত্তরঃ ক

২৭| নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের?
ক. বিহারী-বিনোদিনী
খ. নিখিলেস-বিমলা
গ. মধুসূসন-কুমুদিনী
ঘ. অমিত-লাবণ্য
উত্তরঃ খ

২৮|‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন-
ক. প্যারীচাঁদ মুখোপাধ্যায়
খ. অন্নদা শঙ্কর রায়
গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
ঘ. প্রমথনাথ বিশি
উত্তরঃ ঘ

২৯| ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
খ. বন্দে আলী মিঞা
গ. জহির রায়হান
ঘ. অদ্বৈতমল্ল বর্মণ
উত্তরঃ ঘ

৩০| ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?
ক. আব্দুল ওয়াদুদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মোজাম্মেলহক
ঘ. নজিবর রহমান সাহিত্যরত্ন
উত্তরঃ ঘ

৩১| হুতোমী বাংলা কার রচনাকে বলে?
ক. বিদ্যাসাগর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. কালী প্রসন্ন সিংহ
ঘ. ঈশ্বর গুপ্ত
উত্তরঃ গ

৩২| কোনটি ঠিক?
ক. কাঁদো নদী কাঁদো (কাব্য)
খ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
গ. বহিপীর (নাটক)
ঘ. মহাশ্মশান (নাটক)
উত্তরঃ গ

৩৩| ‘রূপজালাল’ উপন্যাসের রচয়িতা কে?
ক. স্বর্ণকুমারী দেবী
খ. মানকী দেবী
গ. সীতা দেবী
ঘ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
উত্তরঃ ঘ

৩৪| ‘স্বর্ণলতা’ ও ‘হরিষে বিষাদ’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে?
ক. তারকানাথ গঙ্গোপাধ্যায়
খ. স্বর্ণকুমারী দেবী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ ক

৩৫| ‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বনফুল
ঘ. রাজশেখর বসু
উত্তরঃ ক

৩৬| কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক?
ক. আগুনপাখি
খ. বরফগলা নদী
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. খোয়াবনামা
উত্তরঃ ক

৩৭| ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক-
ক. খন্দকার মোহাম্মদ ইলিয়াস
খ. শওকত ওসমান
গ. বদরুদ্দীন উমর
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ ক

৩৮| নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম-
ক. অবরোধবাসিনী
খ. সুলতানার স্বপ্ন
গ. রূপজালাল
ঘ. মায়াবী পর্দা দুলে ওঠো
উত্তরঃ গ

৩৯| ‘কুলায় কলাস্রোত’ কার লেখা?
ক. সুবোধ ঘোষ
খ. মহাশ্বেত দেবী
গ. ইমদাদুল হক মিলন
ঘ. শওকত আলী
উত্তরঃ ঘ

৪০| মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি?
ক. আবদুল্লাহ
খ. আনোয়ারা
গ. জোহরা
ঘ. বনলতা
উত্তরঃ গ

৪১| 'সংশপ্তক' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
ক. মুক্তিযুদ্ধ
খ. ভাষা আন্দোলন
গ. নগর ও গ্রামীণ জীবন
ঘ. অভাবী সংসার
উত্তরঃ গ

৪২| ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৮৯৯ সালে
গ. ১৯৩৫ সালে
ঘ. ১৯১৪ সালে
উত্তরঃ ঘ

৪৩| 'সারেং বৌ' উপন্যাসটির রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. আনিস চৌধুরী
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ঘ

৪৪| ‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. লালন ফকির
খ. হাছন রাজা
গ. ফকরি আলমগীর
ঘ. পাগলা কানাই
উত্তরঃ খ

৪৪| ‘কত ছবি, কত গান’ এর লেখক-
ক. আবু ইসহাক
খ. খন্দকার মোঃ ইলিয়াস
গ. আলাউদ্দিন আল-আজাদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ

৪৫| ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে সাহিত্যকর্ম?
ক. গল্পসংগ্রহ
খ. ভ্রমণ কাহিনী
গ. উপন্যাস
ঘ. প্রবাদ সংকলন
উত্তরঃ গ

৪৬| মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রঙ-রূপ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব?
ক. মানিক বন্দ্যেপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ

৪৭| কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
ক. রিক্তের বেদন
খ. সর্বহারা
গ. আলেয়া
ঘ. কুহেলিকা
উত্তরঃ ঘ

৪৮| ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতার নাম কি?
ক. কালী প্রসন্ন সিংহ
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. কালীপ্রসন্ন রায়
ঘ. কালীপ্রসন্ন মিত্র
উত্তরঃ ক

৪৯| ‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা?
ক. জীবননান্দ দাশ
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ

৫০| ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা?
ক. উপন্যাস
খ. নাটক
গ. প্রবন্ধ
ঘ. রম্যরচনা
উত্তরঃ ঘ

৫১| 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কার লেখা--
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. জরাস্বন্ধ
গ. রশীদ করীম
ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ খ

৫২| ‘নদী ও নারী’ কার রচনা
ক. কাজী আব্দুল ওদুদ
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন
ঘ. হুমায়ুন কবির
উত্তরঃ ঘ

৫৩| ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ
ঘ. আনোয়ার পাশা
উত্তরঃ ঘ

৫৪| ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার?
ক. সেলিম আলদীন
খ. সৈয়দ শামসুল হক
গ. শওকত ওসমান
ঘ. শওকত আলী
উত্তরঃ ঘ

৫৫| কোনটি উপন্যাস?
ক. নতুন চাঁদ
খ. কন্যা কুমারী
গ. গড্ডলিকা
ঘ. নেমেসিস
উত্তরঃ খ

৫৬| ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্চেন-
ক. শওকত ওসমান
খ. শওকত আলী
গ. রফিক আজাদ
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

৫৭| ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক-
ক. শামসুর রহমান
খ. হুমায়ুন আহমেদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. মোঃ জাফর ইকবাল
উত্তরঃ গ

৫৮| নিচের কোনটি নাটক?
ক. একপয়সার বাঁশি
খ. বহুবচন
গ. উত্তরণ
ঘ. খাতার শেষপাতা
উত্তরঃ গ

৫৯| ফররুখ আহমেদের 'নৌফেল ও হাতেম' কোন শ্রেণির নাটক?
ক. সামাজিক নাটক
খ. প্রেমমূলক নাটক
গ. কাব্যধর্মী নাটক
ঘ. রূপক নাটক
উত্তরঃ গ

৬০| 'তারাবাঈ' নাটকটির লেখক কে?
ক. ইসমাইল হোসেন সিরাজী
খ. মীর মশাররফ হোসেন
গ. আব্দুল্লাহ আল মামুন
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ ঘ

৬১| ‘যে অরণ্যে আলো নেই’ নাটকটি কার রচনা?
ক. আনিস চৌধুরী
খ. নীলিমা ইব্রাহীম
গ. শওকত ওসমান
ঘ. মামুনুর রশীদ
উত্তরঃ খ

৬২| নিচের কোনটি মমতাজউদ্দিন আহমদের রচনা নয়?
ক. কি চাহ শঙ্খচিল
খ. সাত ঘাটের কানাকড়ি
গ. নেমেসিস
ঘ. স্পার্টাকাস বিষয়ক জটিলতা
উত্তরঃ গ

৬৩| বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কত সালে?
ক. ১৮৪২ সালে
খ. ১৮৪৬ সালে
গ. ১৮৫৯ সালে
ঘ. ১৮৫৬ সালে
উত্তরঃ গ(শর্মিষ্ঠা) 

৬৪| বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক-
ক. সধবার একাদশী
খ. নীল দর্পণ
গ. জমিদার দর্পণ
ঘ. কুলীনকুল সর্বস্ব
উত্তরঃ ঘ

৬৫| মধুসূদন কোন নাটক দেখার পর নাটক রচনার সিদ্ধান্ত নেন?
ক. ভদ্রার্জুন
খ. রত্নাবলী
গ. কুলীনকুলসর্বস্ব
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ খ
(নোট রমজান)

৬৬| নূরুল মোমেনের বিখ্যাত নাটক কোনটি?
ক. নষ্ট ছেলে
খ. ওরা কদম আলী
গ. গিনিপিগ
ঘ. নেমেসিস
উত্তরঃ ঘ

৬৭| বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-
ক. মমতাজউদ্দিন আহমদ
খ. আবদুল মান্নান সৈয়দ
গ. সরদার জয়েন উদ্দীন
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ক

৬৮| মমতাজ উদ্দিন আহমদের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?
ক. স্বাধীনতা আমার স্বাধীনতা
খ. একদিন প্রতিদিন
গ. নরকে লাল গোলাপ
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ ক

৬৯| যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. নবনাটক
গ. কীর্তিবিলাস
ঘ. পাণ্ডব গৌরব
উত্তরঃ গ

৭০| ডি এল রায় রচিত প্রহসন কোনটি?
ক. বিরহ
খ. প্রায়শ্চিত্ত
গ. পুনর্জন্ম
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

৭১| গিরিশচন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক-
ক. চণ্ড
খ. জনা
গ. প্রফুল্ল
ঘ. হারানিধি
উত্তরঃ গ

৭২| 'কীর্তিবিলাস' নাটকের রচয়িতা কে?
ক. তারাচরণ শিকদার
খ. যোগেন্দ্র চন্দ্র গুপ্ত
গ. রামনারায়ণ তর্করত্ন
ঘ. হেরাসিম লেবেদফ
উত্তরঃ খ

৭৩| আবদুল্লাহ আল-মামুনের রচিত নাটক নয় কোনটি?
ক. সুবচন নির্বাসনে
খ. ক্রস রোডে ক্রস ফায়ার
গ. অরক্ষিত মতিঝিল
ঘ. ওরা কদম আলী
উত্তরঃ ঘ

৭৪| আলী জাকের রচিত নাটক কোনটি?
ক. বুনো হাস
খ. সুবচন নির্বাসনে
গ. দেওয়ান গাজীর কিস্সা
ঘ. ইবলিশ
উত্তরঃ গ

৭৫| 'চোরের উপর বাটপারি' প্রহসনটির রচয়িতা কে?
ক. দীনবন্ধু মিত্র
খ. অমৃতলাল বসু
গ. মধুসূদন দত্ত
ঘ. ডি এল রায়
উত্তরঃ ক

৭৬| ইংরেজদের প্রথম রঙ্গালয় কোনটি?
ক. চন্দননগর থিয়েটার
খ. ওল্ড প্লে হাউস
গ. হিন্দু থিয়েটার
ঘ. বেঙ্গল থিয়েটার
উত্তরঃ খ

৭৭| 'নীলদর্পণ' নাটকের প্রকাশক কে ছিলেন?
ক. লঙ সাহেব
খ. ডিরোজিও
গ. মধুসূদন
ঘ. দীনবন্ধু নিজেই
উত্তরঃ ক

৭৮| ‘আলোকলতা’ নাটকটির রচয়িতা কে?
ক. আবুল ফজল
খ. নূরুল মেমেন
গ. আসকার ইবনে শাইখ
ঘ. সাহাদাৎ হোসেন
উত্তরঃ ক

৭৯| ‘কবর’ নাটকটির লেখক-
ক. জসীম উদ্দীন
খ. নজরুল ইসলাম
গ. মুনীর চৌধুরী
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ গ

৮০| নিচের কোন গ্রন্থটি মামুনুর রশীদের নয়?
ক. গিনিপিগ
খ. সুবচন নির্বাসনে
গ. ইবলিশ
ঘ. ওরা কদম আলী
উত্তরঃ খ

৮১| ‘অরক্ষিত মতিঝিল’ নাটকটির রচয়িতা কে?
ক. সেলিম আল দীন
খ. মমতাজউদ্দিন আহমদ
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. মামুনুর রশিদ
উত্তরঃ গ

৮২| 'একাত্তরের যীশু' গ্রন্থটির রচয়িতা কে?
ক. শাহরিয়ার কবির
খ. সেলিম আল দীন
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক

৮৩| ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন?
ক. মীর মশাররফ হোসেন
খ. দীনবন্ধু মিত্র
গ. তারাচরণ শিকদার
ঘ. রামানারায়ণ তর্করত্ন
উত্তরঃ খ

৮৪| ‘নয়া খান্দান’ নাটকের রচয়িতা কে?
ক. আসকার ইবনে শাইখ
খ. মমতাজ উদ্দিন আহমদ
গ. নূরুল মোমেন
ঘ. আবদুল্লাহ আল মামুন
উত্তরঃ গ

৮৫| ‘এখনও ক্রীতদাস’, ‘কোকিলারা’-নাটকদ্বয়ের রচয়িতা কে?
ক. মামুনুর রশীদ
খ. সৈয়দ শামসুল হক
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. ওবায়দুল হক
উত্তরঃ গ

৮৬| 'কাল্পনিক সংবদল' কোন নাটকের বাংলা নাম?
ক. Love is the best Doctor
খ. The Disguise
গ. The Indian Drama
ঘ. Comedy of Errors
উত্তরঃখ

৮৭| কোন নাটকটি শেক্সপিয়ারের 'মার্চেন্ট অব ভেনিস' নাটকের ভাবানুবাদ?
ক. ভানুমতি চিত্তবিলাস
খ. চারুমুখ চিত্তহারা
গ. শর্মিষ্ঠা
ঘ. ভদ্রার্জুন
উত্তরঃ ক

৮৮| ‘সাত ঘাটের কানাকড়ি’ নাটকের রচয়িতা হলেন-
ক. আবদুল্লাহ আল মামুন
খ. মমতাজউদ্দিন আহমদ
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ খ

৮৯| জীবনঢুলী কি?
ক. একটি উপন্যাসের নাম
খ. একটি কাব্যগ্রন্থের নাম
গ. একটি আত্মজীবনীর নাম
ঘ. একটি চলচ্চিত্রের নাম
উত্তরঃ ঘ

৯০| ‘গিনিপিগ’ নাটকের রচয়িতা কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. আবদুল গাফফার চৌধুরী
গ. মামুনুর রশিদ
ঘ. কবীর চৌধুরী
উত্তরঃ গ

৯১| মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেণির নাটক?
ক. পৌরাণিক
খ. সামাজিক
গ. ঐতিহাসিক
ঘ. রূপক
উত্তরঃ গ

৯২| নূরুল মোমেনের ‘নেমেসিস’ নাটকে চরিত্রের সংখ্যা কয়টি?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ ক

৯৩| স্বর্ণকুমারী দেবী রচিত নাটক কোনটি?
ক. ছিন্ন মুকুল
খ. বসন্ত উৎসব
গ. মালতি
ঘ. হুগলির ইমাম বাড়ি
উত্তরঃ খ

৯৪| 'নেমেসিস' নাটকটি কার লেখা?
ক. নূরুল মোমেন
খ. শাহাদাৎ হোসেন
গ. মুনীর চৌধুরী
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ ক

৯৫| 'মানচিত্র' নাটকটির রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. শিশির ভাদুড়ী
গ. নূরুল মোমেন
ঘ. আনিস চৌধুরী
উত্তরঃ ঘ

৯৬| বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?
ক. মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ঘ. রামনারায়ণ তর্করত্ন
উত্তরঃ ঘ

৯৭| ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
ক. মমতাজ উদ্দিন আহমদ
খ. মামুনুর রশীদ
গ. ইব্রাহীম খলিল
ঘ. ওবায়েদ উল হক
উত্তরঃ খ

৯৮| বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক--
ক. ডাকঘর
খ. নেমেসিস
গ. শারদোৎসব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

৯৯| বাংলা সাহিত্যে সর্বপ্রথম সাংকেতিক নাটক রচনা করেন--
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. নূরুল মোমেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

১০০| ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে?
ক. উইলিয়াম কেরি
খ. হেরাসিম লেবেদফ
গ. মার্শ ম্যান
ঘ. জেমস লঙ
উত্তরঃ খ

নোট MD. Ramjan Ali
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন