Pages

আন্তর্জাতিক বিষয়াবলির উপর ২০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

#আন্তর্জাতিক__বিষয়াবলির উপর ২০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর.......

০১) পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় কাকে?
®___মেসোপটেমিয়া সভ্যতাকে।

০২) মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরাঞ্চালে গড়ে উঠে?
®___টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

০৩) গ্রীক শব্দ "মেসোপটেমিয়া" অর্থ কী?
®___দুই নদীর মধ্যবর্তী ভূমি

০৪) মেসোপটেমিয়া সভ্যতা বর্তমানে কোন দেশে অন্তর্ভুক্ত?
®___ইরাকে

০৫) কারা "কিউনিফর্ম"নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে?
®___মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত
"সুমেরীয়গণ"।

০৬) সুমেরীয়দের সবচেয়ে বড় আবিষ্কারের নাম কী?
___"চাকা"(Wheel)।

০৭) ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে?
___হাম্বুরাবি

০৮) পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতাকে?
___হাম্বুরাবি

০৯) পৃথিবীর প্রথম "মহাকাব্যের"নাম কী?
___গিলগামেশ(ব্যাবিলনীয়রা লেখেন)

১০) পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায়?
___গাথুর শহরে।

১১) কারা প্রথম বৃত্তকে ৩৬০ডিগ্রি তে ভাগ করে?
___অ্যাসেরীয়রা

১২) কারা প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ তে ভাগ করেছিল?
___অ্যাসেরীয়রা

১৩) ক্যালডীয় সভ্যতার স্থপতি কে?
___নেবুচাঁদনেজার

১৪) ব্যাবিলনের "শূন্য উদ্যান"কে নির্মাণ করেন?
___নেবুচাঁদনেজার

১৫) কারা প্রথম সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করে?
___ক্যালডীয়রা
___নোট রমজান___

১৬) কত খ্রিস্টপূর্বে মিসরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে?
___খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে নীলনদের তীরে।

১৭) মিসরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কী?
___পিরামিড

১৮) পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডের নাম কী?
___মিসরের রাজা ফারাও এর খুফুর পিরামিড।

১৯) ছবি ও সংকেতের সাহায্যে তৈরি  "হায়ারোগ্লিফিক"লিপিতে কোন কাগজ ব্যবহার করা হতো?
___"প্যাপিরাস"কাগজ।

২০) ১২ মাসে বছর,৩৬৫ দিনে সাল গণনা,ও ৩০ দিনে মাস কারা চালু করে?
___মিসরীয়রা

২১) চীনারা তাদের রাজাকে কী মনে করতো?
___ঈশ্বরের পুত্র

২২) চীনের সর্বশ্রেষ্ঠ ও প্রভাবশালী দার্শনিকের নাম কী?
___কনফুসিয়াস

২৩) চীনা জনগোষ্ঠী কোন বংশোদ্ভূত?
___মঙ্গোলীয়

২৪) প্রায় কতটি ছোট-বড় গ্রাম/শহর নিয়ে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা?
___১০০টি

২৫) সিন্ধু সভ্যতা কারা প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়?
___দ্রাবিড়রা

২৬) সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
___১৯২১ সালে।

২৭) কারা সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন?
___জন মার্শাল,দয়ারাম সাহনী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

২৮) কারা ২২টি ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে বর্ণমালা উদ্ভাবন করে?
___ফিনিশীয়রা

২৯) কার হাতে ফিনিশীয় সভ্যতার পতন ঘটে?
___আলেকজেন্ডারের হাতে।

৩০) কত সালে ইউনেস্কো ফিনিশীয় ভাষাকে 'International Documentary Herritage' হিসেবে 'Memory of the World Register'এ নিবন্ধিত করে?
___২০০৫ সালে।
___রমজান_____

৩১) "পারস্য"বলতে বর্তমানে কোন কোন দেশকে বুঝায়?
___ইরানকে

৩২) পারস্য সভ্যতার অপর নাম কী?
___একমেলিড সভ্যতা

৩৩) পারস্যরা সর্বশক্তিমান প্রভুকে কী বলতো?
___আহুরা মাজদী

৩৪) হিব্রু সভ্যতা কোন নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে?
___প্যালেস্টাইনের জেরুজালেমকে।
(হিব্রু মূলত একটি ভাষার নাম)

৩৫) হিব্রু অর্থ কী?
___নীচ বংশের লোক বা যাযাবর।

৩৬) ইসরাইলের অধিবাসীরা কোন বংশধর?
___হিব্রু বংশধর।

৩৭) "জেরিকো"শহরটি কোথায় অবস্থিত?
___ইসরাইলে।

৩৮) পৃথিবীর প্রাচীন গণতন্ত্র বা "গণতন্ত্রের সূতিকাগার"বলা হয় কাকে?
___এথেন্সকে।

৩৯) গ্রিসের শ্রেষ্ঠ দার্শনিককে কীভাবে মারা হয়?
___তীব্রবিষ হেমলক পান করিয়ে।

৪০) "রিপাবলিক"গ্রন্থের লেখক প্লেটো কার শিষ্য ছিলেন?
___সক্রেটিসের।

৪১) আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
___"দি প্রিন্স" গ্রন্থের লেখক ম্যাকিয়াভেলিকে।

৪২) ইতিহাসের জনক বলা হয় কাকে?
___হেরোডোটাস কে।

৪৩) গ্রিকদের প্রধান দেবতার নাম কী?
___জিউস

৪৪) 'রোম' নগরী কার নামে তৈরি করা হয়?
___রাজা রোমুলাসের নামে।

৪৫) রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?
___অগাস্টাস

৪৬) রোমান সভ্যতা গড়ে ওঠে কত খ্রিস্টপূর্বাব্দে?
___খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে।

৪৭) রোমের বিখ্যাত সম্রাট "জুলিয়াস" সিজার কত সালে রোমের সম্রাট হয়?
___খ্রিস্টপূর্ব ৪৬ অব্দে।

৪৮) "ভিনি-ভিডি-ভিসি অর্থাৎ "এলাম,দেখলাম,জয় করলাম"উক্তিটি কার?
___জুলিয়াস সিজার।

৪৯) "লিখন"পদ্ধতির আবিষ্কার হয় কোন সভ্যতায়?
___ইজিয়ান সভ্যতায়।

৫০) "জ্যোতির্বিদ,গণিত,সৌর ক্যালেন্ডার,মন্দির নির্মাণ"কোন সভ্যতার নিদর্শন?
___মায়া সভ্যতার।

৫১) "২৮২ ধারা বিশিষ্ট পৃথিবীর প্রথম আইনগ্রন্থটি"কার?
___হাম্বুরাবির।

নোট Md. Ramjan

  ★★টপিকস---বিশ্বের প্রধান ধর্ম

৫২) মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ) এর মাজার কোথায় অবস্থিত?
___হেবরনে।

৫৩) "শিখ"শব্দটি কোন ভাষার?
___পাঞ্জাবি

৫৪) শিখ কাদের বলা হয়?
___গুরু নানকের অনুসারিদের।

৫৫) "গুরু নানক" কোথায় জন্মগ্রহণ করেন?
___পাকিস্তানের লাহোরে।

৫৬) শিখদের ধর্মগ্রন্থের নাম কী?
___গ্রন্থ সাহেব বা সাহিব।

৫৭) "ইসরাইল"কে?
___ইব্রাহিম এর পুত্র ইসহাক ও ইসহাকের পুত্র ইয়াকুবের আরেক নাম"ইসরাইল"।

৫৮) ইহুদিরা কোন দিন পূর্ণ বিশ্রামে থেকে প্রভুর উপাসনা ও আরাধনা করে?
___শনিবারে।

৫৯) জেরুজালেমে(৩ ধর্মের মিলনস্থান)  অবস্থিত "বায়তুল মুকাদ্দাসকে"ইহুদিরা কি নামে ডাকে?
___টেম্পল মাউন্ট

৬০) বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ "ত্রিপিটক"কোন ভাষায় লেখা?
___পালি ভাষায়।

৬১) হিন্দু ধর্মের মধ্য থেকে জৈন ধর্মের উৎপত্তি ভারতের কোন রাজ্যে?
___ভারতের বিহার থেকে।

৬২) ইতিহাসখ্যাত "বেথেলহাম"কোথায় অবস্থিত?
___প্যালেন্টাইনে

৬৩) খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কী?
___নিউ টেস্টামেন্ট বা বাইবেল।

৬৪) বাইবেল প্রথমে কোন ভাষায় লেখা হয়?
___হিব্রু ভাষায়।

৬৫) খ্রিস্টানদের পবিত্র নগরী ও নদীর নাম কী?
___নগরী জেরুজালেম, নদী জর্ডান।

    ★এশিয়ার ইতিহাস★

৬৬) ১৯৯৭ সালে চীনের তৈরি"এক দেশ দুই নীতির"মেয়াদ কত সালে শেষ হবে?
___২০৪৭ সালে।

৬৭) হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
___কুনলুন পর্বতে।

৬৮) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
___আলজেরিয়া।

৬৯) "গ্লাসনস্ত"অর্থ কী?
___খোলামেলা আলোচনা।

৭০) গ্লাসনস্ত নীতি কোন দেশ চালু হয়?
___সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায়

৭১) "পেরেস্ত্রইকা"অর্থ কী?
___পরিবর্তন

৭২) গ্রিক শব্দ ইন্ডগো থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি হয় বলে ধারণা করা হয় এখানে "ইন্ডিগো"শব্দের অর্থ কী?
___নীল

৭৩) ভারতের প্রথম প্রেসিডেন্ট কে?
___ড.রাজেন্দ্র প্রসাদ

৭৪) ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে?
___ড.জাকির হোসেন

৭৫) ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট কে?
___প্রণব মুখার্জি
___রমজান___

৭৬) ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
___প্রতিভা পাতিল

৭৭) মুক্তিযোদ্ধের সময় ভারতের প্রেসিডেন্ট কে ছিল?
___ভেঙ্কট গিরি(নারী প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী)

৭৮) দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এর উচ্চকক্ষের(রাজ্যসভা) প্রতিনিধি কত জন?
___২৪৫ জন(নির্বাচিত ২৩৩ জন)

৭৯) নিম্নকক্ষ বা লোকসভার আসন সংখ্যা কত?
___৫৪৫ জন(নির্বাচিত ৫৪৩ জন)

৮০) ভারতের সংবিধান কার্যক্রর হয় কত সালে?
___১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

৮১) ভারতের প্রজাতন্ত্র দিবস কত তারিখে?
___২৬ জানুয়ারি।

৮২) বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের?
___ভারতের(ছোট যুক্তরাষ্ট্রের)

৮৩) ভারত পারমাণবিক বোমার প্রথম বিস্ফোরণ ঘটায় কত সালে?
___১৯৭৪ সালে(রাজস্থানের পোখরানে)

৮৪) ভারতের পারমাণবিক বোমার জনক কে?
___আবুল পাকির জয়নুল(এপিজে) আবদুল কালাম।

৮৫) আত্মজীবনীমূলক "Wings of Fire"
গ্রন্থটি কার?
___এপিজে আবদুল কালাম।

৮৬) ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত  কাশ্মীরের নাম কী?
___জম্বু কাশ্মীর ও আজাদ কাশ্মীর

৮৭) চীন নিয়ন্ত্রিত কাশ্মীরের নাম কী?
___লাদাখ কাশ্মীর

৮৮) কাশ্মীরের সর্বশেষ রাজার নাম কী?
___হরিসিং

৮৯) কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় কত সালে?
___১৯৬৫ সালে(১৭দিন)

৯০) কাশ্মীর নিয়ে ভারত-চীনের মধ্যে যুদ্ধ হয় কত সালে?
___১৯৬২ সালে।

৯১) ভারতের জাতির জনক কে?
___মহাত্মা গান্ধী

৯২) ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন কোন রোড?
___জনপথ রোড

৯৩) ভারতের কোন রাজ্যকে মন্দিরের শহর বলা হয়?
___বেনারসকে।

৯৪) আগ্রার তাজমহল কোন নদীর তীরে অস্থিত?
___যমুনা নদীর তীরে।

৯৫) ভারতের বিখ্যাত বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় কত সালে?
___১৯৯২ সালের ৬ ডিসেম্বরে

৯৬) পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
___ভারতের চেরাপুঞ্জিতে।

৯৭) বোফর্স কেলেঙ্কারির সাথে জড়িত ছিল কে?
___রাজিব গান্ধী

৯৮) "হাওয়ালা মারফত" কোথায় অবস্থিত?
___কাশ্মীরে।

৯৯) বিখ্যাত কুতুব মিনার কোথায় অবস্থিত?
___ভারতের দিল্লিতে(নির্মাতা কুতুবউদ্দিন আইবেক)

১০০) মহাত্মা গান্ধীর সম্পাদিত পত্রিকার নাম কী?
___ইন্ডিয়ান অপিনিয়ন।
____রমজান_____

১০১) "পাকিস্তান" রাষ্ট্রের নামকরণ করেন কে?
___প্রখ্যাত উর্দু মহাকবি আল্লামা ইকবাল

১০২) পাকিস্তান কত সালে সংবিধান প্রণয়ন করে?
___১৯৫৬ সালের, ২৩ মার্চ

১০৩) পাকিস্তানের পারমাণবিক বোমার জনক কে?
___ড.আব্দুল কাদির

১০৪) মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম পারমাণবিক বোমা তৈরি করে কোন দেশ?
___পাকিস্তান

১০৫) "আফ্রিদি" কোন দেশের একটি উপজাতি?
___পাকিস্তানের

১০৬) পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনির নাম কী?
___রেঞ্জার্স।

১০৭) আফগানিস্তান ব্রিটিশ সাম্রাজ্যে থেকে কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৯১৯ সালের ১৯ আগস্ট।

১০৮) আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান হয় কত সালে?
___১৯৭৩ সালে।

১০৯) আফগানিস্তানের শেষ রাজার নাম কী?
___জহির শাহ।

১১০) পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
___পামির মালভূমিকে।

১১১) আফগানিস্তানের প্রথম মহিলা পাইলটের নাম কী?
___নিলুফার রহমানি।

১১২) আফগানিস্তানের আইনসভার নাম কী?
___লয়া জিরগা

১১৩) নেপালের রাজতন্ত্র ঘোষিত হয় কত সালে?
___১৭৬৮ সালের ২১ ডিসেম্বরে।

১১৪) নেপালের সরকারি বাসভবনের নাম কী?
___শীতল নিবাস।

১১৫) নেপালে প্রজাতন্ত্র ঘোষিত হয় কত সালে?
___২৮ ডিসেম্বরে ২০০৭ সালে।

১১৬) নেপালে প্রজাতন্ত্র ঘোষিত হলে কত বছরের রাজতন্ত্রের অবসান ঘটে?
___২৪০ বছরের

১১৭) নেপালের পার্লামেন্টের আসন সংখ্যা কত?
___২০৫টি।

১১৮) নেপালের সর্বশেষ রাজার নাম কী ছিল?
___বীরবিক্রম শাহদেব।

১১৯) ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান "দরবার স্কয়া"কোথায় অবস্থিত?
___নেপালে।

১২০) নেপালের ৮০ বছরের ইতিহাসে বড় ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ মারা যায় কবে?
___২৫ এপ্রিল, ২০১৫ সালে।
___রমজান____

১২১) এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কী?
___মালদ্বীপ

১২২) মালদ্বীপের আয়তন কত?
___২৯ বর্গ কিলোমিটার

১২৩) কোন দেশের নিজস্ব সেনাবাহিনি নেই?
___মালদ্বীপ

১২৪) শ্রীলংকা স্বাধীনতা লাভ করে কত সালে?
___৪ ফেব্রুয়ারি,১৯৪৮ সালে।

১২৫) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের?
___শ্রীলংকার।

১২৬) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
___শ্রীমাভো বন্দনায়েক(১৯৫৯ সালে)

১২৭) শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবনের নাম কী?
___টেম্পল ট্রি

১২৮) মুসলমান অধ্যুষিত "মান্না দ্বীপটি" কোন দেশে অবস্থিত?
___শ্রীলংকায়।

১২৯) ভুটানের প্রথম রাজা কে?
___উগুয়েন ওয়াংচুক।
___বর্তমান প্রধানমন্ত্রী লোটে সেরিং(ময়মনসিংহ  মেডিক্যাল এর ছাত্র ছিল)

১৩০) ভুটান কত সালে স্বাধীন দেশ হিসেবে গণ্য হয়?
___১৯৪৭ সালে।

১৩১) ভুটান কত সালে জাতিসংঘের সদস্য হয়?
___১৯৭১ সালের ২১ সেপ্টেম্বরে।

১৩২) "ভুটান"শব্দটির অর্থ কী?
___উচ্চভূমি।

১৩৩) পৃথিবীর প্রথম ধুমপান মুক্ত দেশের নাম কী?
___ভুটান।

১৩৪) পৃথিবীর প্রথম কার্বন নেগেটিভ দেশের নাম কী?
___ভুটান।

১৩৫) রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
___১৯১৭ সালে।
___রমজান___

১৩৬) প্যালেন্টাইনকে আরবিতে কী বলে?
___ফিলিস্তিন

১৩৯) ইসরাইল কত সালে জাতিসংঘে সদস্যপদ লাভ করে?
___১৯৪৯ সালের ১ মে।

১৪০) ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী কে?
___ডেভিড বেনগুরিওন।
___বর্তমান নেতানিয়াহু(২০০৯-বর্তমান)

১৪১) ইসরাইলের পার্লামেন্টের নাম কী?
___নেসেট।

১৪২) PLO কত সালে গঠিত হয়?
__১৯৬৪ সালে।

১৪৩) আরব-ইসরাইল যুদ্ধ কত দিন হয়েছিল?
___৬দিন।

১৪৪) ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু কত সালে ক্ষমতায় আসে?
___২০০৯ সালে।

১৪৫) পারস্য থেকে কত সালে ইরান নাম করণ করা হয়?
___১৯৩৫ সালের ২১ মার্চে।
___বর্তমান মুদ্রার নাম তুমান

১৪৬) মধ্য-প্রাচ্যের মাত্র কোন দেশ আরব লীগের সদস্য নয়?
___ইরান।

১৪৭) ব্রিটেন কত সালে ইরাক দখন করেছিল?
___১৯১৬ সালে।

১৪৮) ইরাক কত সালে স্বাধীন হয়?
___১৯৩২ সালে ৩ অক্টোবরে।

১৪৯) বিখ্যাত "কারবালা" শহরটি কোথায় অবস্থিত?
___ইরাকের ফোরাত নদীর তীরে।

১৫০) মসুল,ইবরিল,ফালুজা,বসরা কোন দেশের আলোচিত শহর?
___ইরাকের
#_____রমজান_____

১৫১) কুয়েত কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৭৫২ সালে আমিরাত থেকে।

১৫২) মধ্য-প্রাচ্যের সবচেয়ে বড় দেশের নাম কী?
___সৌদি আরব।

১৫৩) সৌদি নারীরা কত সালে ভোটাধিকার পায়?
___২০১২ সালে(ভোট দেয় ২০১৫ সালে)

১৫৪) কোন দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না?
___সৌদি আরবের।

১৫৫) কোন দেশের নদী,সংবিধান ও পার্লামেন্টে নেই?
___সৌদি আরবে।

১৫৬) সিরিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
___ফ্রান্সের।

১৫৭) সভ্যভার সূতিকাগার বলা হয় কোন দেশকে?
___সিরিয়াকে।

১৫৮) বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর কোনটি?
___সিরিয়ার দামেস্ক।

১৫৯) সিরিয়ার কোন শহরকে তাল গাছের শহর বা মরভূমির মুক্তার শহর বলা হয়?
___পালমিরা শহরকে।

১৬০) সংযুক্ত আরব আমিরাত কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৯৭১ সালে।

১৬১) কাতার স্বাধীনতা লাভ করে কত সালে?
___১৯৭১ সালে।

১৬৩) বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাম কী?
___কাতার(১৮৯টি দেশের মধ্যে)

১৬৪) কাতারের মুদ্রার নাম কী?
___রিয়াল।

১৬৫) কাতারের জনসংখ্যা কত?
___প্রায় ২৭ লক্ষ।

১৬৬) মধ্য-প্রাচ্যে কতটি দেশ আছে?
___১৪টি।

১৬৭) মধ্য-প্রাচ্যের ইরান ও ইসরাইল ছাড়া সবগুলো দেশের ভাষা কী?
___আরবি।

১৬৮) চীনে কে কত সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন?
___১৯১১ সালে সান ইয়াৎ সেন(ঘোষিত হয় ১৯১২ সালে)

১৬৯) চীনের প্রথম প্রেসিডেন্ট ও আধুনিক চীনের জনক কে?
___সান ইয়াৎ সেন।

১৭০) গণচীন বা গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা কে?
___মাও সেতুং(১৯৪৯)

১৭১) চীনের কতটি প্রদেশ রয়েছে?
___২২টি।

১৭২) চীনের বর্তমান সংবিধান গৃহীত হয় কত সালে?
___১৯৮২ সালের ৪ ডিসেম্বরে

১৭৩) বিশ্বের প্রথম ব্যাংক কোনটি?
___চীনের সানসি ব্যাংক

১৭৪) চীনের দুঃখ বলা হয় কাকে?
___হোয়াংহো নদীকে।

১৭৫) চীন প্রথম কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?
___১৯৬৪ সালে।

১৭৬) কার নাম অনুসারে চীন নামকরণ করা হয় বা চীনের মহাপ্রাচীর নির্মাতা কে?
___চ'ইন।

১৭৭) বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেল পথ কোনটি?
___চীন-মাদ্রিদ লিংক(১৬ হাজার কি মি.)

১৭৮) চীনের বর্তমান সেনাবাহিনির সংখ্যা কত?
___২৩ লাখ

১৭৯) তাইওয়ানের রাজধানীর নাম কী?
___তাইপে।

১৮০) তাইওয়ানকে কতটি দেশ স্বীকৃতি দেয়?
___২৩টি।

১৮১) কোন দেশের সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নাই বাণিজ্যিক সম্পর্ক আছে?
___তাইওয়ানের সাথে।

১৮২) জাপানের রাজধানী কোন দ্বীপে?
___বৃহত্তম দ্বীপ হনসুতে

১৮৩) জাপানের জাতীয় পতাকার নাম কী?
___হিরোনারু(অর্থ উদীয়মান সূর্য)

১৮৪) কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়?
___জাপানকে(৯ নং অনুচ্ছেদে কারণে কিন্তু বর্তমানে বিলুপ্ত)

১৮৫) সূর্যোদয় ও ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে?
___জাপানকে।

১৮৬) "স্টাচু অফ পিস"জাপানের কোথায় অবস্থিত?
___নাগাসাকিতে।

১৮৭) জাপানের সংবিধান কার্যকর হয় কত সালে?
___১৯৪৭ সালের ৩মে।

১৮৮) ৩৮ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত দুই কোরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৯৪৮ সালে।

১৮৯) দুই কোরিয়ার মধ্যে শিল্পাঞ্চলের নাম কী?
___কায়েসং(গ্রাম পানমুনজাম)

১৯০) পৃথিবীর গুপ্তদেশ বলা হয় কোন দেশকে?
___উত্তর কোরিয়াকে।

১৯১) বার্মার নাম পরিবর্তন করে কত সালে মায়ানমার নাম রাখা হয়?
___১৯৮৯ সালে।

১৯২) ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
___নেদারল্যান্ডের।

১৯৩) ইন্দোনেশিয়ার স্বাধীনতার জনক কে?
___ড.আহমদ সুকর্ণ।

১৯৪) শ্যামদেশ নামে পরিচিত কোন দেশ?
___থাইল্যান বা মুক্তভূমি।

১৯৫) ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৯৫৭ সালে।

১৯৬) মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কী?
___ব্যাডমিন্টন।

১৯৭) মালয়েশিয়া স্বাধীনতার জনক কে?
___টেংকু আব্দুর রহমান।

১৯৮) পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কী?
___সোভিয়েত ইউনিয়ন।

১৯৯) জারের আমলে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক কী ছিল?
___ঈগল

২০০) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কী?
___পুত্রজায়া।

ভুল লক্ষ্য করলে কমেন্ট করুন।টাইমলাইনে এডিট করে দিবো....
নোট MD. Ramjan Ali
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন