Order, Act, Ordinance, Rules, Regulations বলতে কী বোঝেন?
⚫ Order( আদেশ): সংবিধান প্রবর্তনকালে অথবা সংবিধানের অনুপস্থিতিতে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে order বলে।
যেমন : The Provisional Constitution of Bangladesh order, 1972.
⚫ Act : জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইনকে Act বলে। Act হলো সবচেয়ে শক্তিশালী আইন।
উদাহরণ : The Special Powers Act, 1974.
⚫ Ordinance ( অধ্যাদেশ) : জাতীয় সংসদ অধিবেশনরত অবস্থায় না থাকলে অথবা ভেঙ্গে গেলে এমন অবস্থায় মহামান্য রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন প্রণয়ন করেন তাকে Ordinance বলে।
উদাহরণ : The Acquisition & Requisition of Immovable Property Ordinance, 1982.
⚫ Rule : মূল আইনের সীমাবদ্ধতা দূর করার জন্য (যেমন : order, act, ordinance) উপযুক্ত কর্তৃপক্ষ যে আইন করে তাকে Rule বলে।
উদাহরণ : The People’s Republic of Bangladesh Flag Rules, 1972.
⚫ Regulation ( প্রবিধি) : উপযুক্ত কর্তৃপক্ষ প্রণীত বিধির পরিপূরক আইনকে Regulation বলে।
উদাহরণ : Chittagong Hill Tracks Regulation, 1900.