Pages

প্রাইমারি + নিবন্ধন এবং বিসিএস এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো

প্রাইমারি + নিবন্ধন এবং বিসিএস এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো। 

১। 'নাসিক্য' বর্ণ ক
【a】অ, ঋ, ব      【b】শ, স, ষ
【c】উ, ঊ, য়       【d】ঙ, ঞ, ণ ✓

২‌। 'ইট পাথরের দালান' এখানে 'ইট পাথরের' কোন কারকে কোন বিভক্তি?
【a】কর্মে সপ্তমী        【b】করণে ষষ্ঠী ✓
【c】করণে সপ্তমী      【d】কর্তৃ কারকে ষষ্ঠী

৩। 'এত অল্প টাকায় মাস চলবে না' এখানে 'চলা' কোন অর্থ প্রকাশ করে?
【a】প্রচলিত করা    【b】অবলম্বন করা
【c】সময় দেওয়া     【d】সংকুলান হওয়া ✓

৪। 'উপকূল' কোন সমাস?
【a】দ্বিগু সমাস       【b】অব্যয়ীভাব সমাস ✓
【c】কর্মধারয় সমাস【d】তৎপুরুষ সমাস

৫। 'চিকুর' এর প্রতিশব্দ কোনটি?
【a】চুল           【b】কুন্তল
【c】কর ✓      【d】কেশ

৬। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনি গুলোকে কি বলে?
【a】ওষ্ঠ ধ্বনি‌ ✓       【b】দ্বি ওষ্ঠ্য ধ্বনি
【c】দন্তমূলীয় ধ্বনি   【d】দন্ত্য ধ্বনি

৭। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
【a】প্রলয়       【b】খন্ডিত ✓
【c】বিশ্বাস      【d】অনুপম

৮। 'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
【a】দ্যু + লোক     【b】দুঃ + লোক
【c】দু + লোক      【d】দিব + লোক ✓

৯। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরাম চিহ্ন বসে?
【a】কমা               【b】কোলন
【c】হাইফেন ✓     【d】সেমিকোলন

১০। কোন বানানটি শুদ্ধ?
【a】গৃহিনী          【b】গৃহিনী
【c】গৃহিণী ✓      【d】গৃহিণি

১১। 'তিনি অনেক দিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন' কোন ধরনের বাক্য!
【a】সরল ✓       【b】জটিল
【c】যৌগিক        【d】খন্ড

১২। 'ব্যয় করতে কুন্ঠাবোধ করেন যিনি'- এর বাক্য সংকোচন কি?
【a】মিতব্যয়ী      【b】হিসাবী
【c】কৃপণ           【d】ব্যয়কুণ্ঠ

[Note: যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে–তাকে এক কথায় কৃপণ অথবা ব্যয়কুন্ঠ বলে। অন্যদিকে যিনি অধিক ব্যয় করেন না- মিতব্যয়ী। হিসাব করে চলে যে- হিসাবী।]
১৩। কোনটি সঠিক বানান?
【a】অভ্যন্তরীন      【b】অভ্যন্তরীণ ✓
【c】আভ্যন্তরীন     【d】আভ্যন্তরীণ

১৪। সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
【a】পায়ের আওয়াজ পাওয়া যায় ✓
【b】মিসির আলি
【c】সুবচন নির্বাসনে
【d】রক্তাক্ত প্রান্তর
১৫। 'বাবুল পড়ে' এ বাক্যে 'পড়ে' কোন ক্রিয়া?
【a】সকর্মক       【b】অকর্মক
【c】সমাপিকা    【d】অসমাপিকা ✓

১৬। কোনটি তৎসম শব্দ?
【a】সন্ধ্যা       【b】খোকা
【c】বাজনা     【d】মানব
[Note: মানব ও সন্ধ্যা দুটি তৎসম শব্দ। বাজনা শব্দটি সংস্কৃত বাদ্য থেকে এসেছে। এটি তদ্ভব শব্দ। খোকা তুর্কি শব্দ।

১৭। কোন বানানটি শুদ্ধ?
【a】যথাচীত   【b】যথোচিত
【c】যথচিত    【d】যথাচিত ✓

১৮। 'বাবার সামান্য আয়ে সংসার‌ই চলে না, সেখানে আমার বিদেশ যাওয়ার শখ ছেড়া চুলে খোঁপা বাঁধার মতোই হাস্যকর'– এ বাক্যে 'ছেড়া চুলে খোঁপা বাঁধা' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
【a】দুরাশা    【b】বৃথা চেষ্টা ✓
【c】দুর্ভাগ্য   【d】অর্থের অভাব

১৯। বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
【a】নিখুঁত          【b】আনমনা
【c】নিমরাজি ✓【d】অবহেলা

২০। কোনটি শুদ্ধ বাক্য?
【a】তাহার জীবন সংশয়ভরা
【b】তাহার জীবন সংশয়পূর্ণ
【c】তাহার জীবন সংশয়ময়
【d】তাহার জীবন সংশয়াপূর্ণ ✓

২১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
【a】১৯৫২ সালের ২১ সেপ্টেম্বর
【b】১৯৬৫ সালের ২৩ জুন
【c】১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি ✓
【d】১৯৪৮ সালের ২৩ জুন

২২। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
【a】প্যারিস      【b】নিউইয়র্ক ✓
【c】লন্ডন        【d】ওয়াশিংটন

২৩। ইনসুলিন কি?
【a】এক ধরনের অন্ত্র
【b】এ ধরনের কৃত্রিম অঙ্গ
【c】এ ধরনের এনজাইম
【d】এক ধরনের হরমোন ✓

২৪। বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?
【a】১২ নটিক্যাল মাইল ✓
【b】২২ নটিক্যাল মাইল
【c】২০০ নটিক্যাল মাইল
【d】২২০ নটিক্যাল মাইল

২৫‌। তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
【a】কুড়িগ্রাম          【b】লালমনিরহাট ✓
【c】নীলফামারী      【d】দিনাজপুর

২৬। ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে?
【a】ইংল্যান্ড      【b】যুক্তরাষ্ট্র ✓
【c】জাপান        【d】ফ্রান্স

২৭। কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?
【a】সুইডেন      【b】ইতালি ✓
【c】নরওয়ে       【d】ডেনমার্ক

২৮। কোনটি গ্রীন হাউজ ইফেক্ট সৃষ্টির সহায়ক?
【a】সিএফসি ✓      【b】নিয়ন
【c】সিএনজি          【d】হিলিয়াম

২৯। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়?
【a】চট্টগ্রাম ও কক্সবাজার
【b】দিনাজপুর ও রংপুর
【c】রাজশাহী ও বগুড়া
【d】কুমিল্লা ও নোয়াখালী ✓

৩০। স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
【a】৫০তম       【b】৬৫তম
【c】৫৭তম ✓   【d】১২৯তম

৩১। কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়?
【a】ফিনল্যান্ড       【b】লুক্সেমবার্গ
【c】জার্মানি ✓      【d】নরওয়ে

৩২। 'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?
【a】লিওনার্দো দ্য ভিঞ্চি ✓【b】কামরুল হাসান
【c】পাবলো পিকাসো【d】ভিনসেন্ট ভ্যানগগ

৩৩। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
【a】ষোড়শ লুই ✓      【b】দ্বাদশ লুই
【c】ফিলিপস             【d】নেপোলিয়ান

৩৪। ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
【a】জার্মানি           【b】ফ্রান্স ✓
【c】আমেরিকা      【d】ইংল্যান্ড

৩৫। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?
【a】হাতিয়া        【b】সেন্ট মার্টিন
【c】ভোলা ✓     【d】সোনাদিয়া

৩৬। বার্সেলোনা নগরী কোথায়?
【a】গ্রিস         【b】স্পেন ✓
【c】ইতালি     【d】পর্তুগাল

৩৭। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
【a】বাংলাদেশ ✓  【b】মায়ানমার
【c】ভিয়েতনাম      【d】ভারত

৩৮। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়?
【a】নিউ জার্সি      【b】ফ্লোরিডা
【c】আলাস্কা ✓    【d】টেক্সাস

৩৯। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি?
【a】বিবিসি    【b】রায়টার  ✓
【c】তাস        【d】সানআ

৪০। কোন দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত করা হয় না?
【a】ভ্যাটিক্যান       【b】আইসল্যান্ড
【c】সৌদি আরব ✓【d】গ্রিনল্যান্ড

৪১। বার্ষিক ১৫% মুনাফার কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেয়া হল। আসল কত ছিল?
【a】১২২০০       【b】১০২০০
【c】১১২০০ ✓   【d】১৩২০০

৪২। a + b + c = 9 এবং ab + bc + ca = 31 হয়, তবে a² + b² + c² = ?
【a】17          【b)18
【c】19 ✓     【d】20

৪৩। ৪, ৮, ১৩, ১৯, ২৬, ........ ধারাটির ৭ম পদ কত?
【a】৩৪       【b】৩৮
【c】৩৯       【d】৪০
[Note: সঠিক উত্তর হবে ৪৩। ]

৪৪। ৫, ৫, ৬, ৬, ৭, ৭ সংখ্যাগুলো থেকে ৩ অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
【a】২২      【b】২৪✓
【c】২৬      【d】২৮

৪৫। একজন ডিম বিক্রেতা প্রতিদিন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রি করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে?
【a】৯৫ টাকা        【b】৯৬ টাকা
【c】৯৮ টাকা ✓    【d】১০০ টাকা

৪৬। শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
【a】০.১           【b】০.১৩
【c】০.১৪ ✓    【d】০.১৫

৪৭। যদি দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯; অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি কত হবে?
【a】৫৪         【b】৬৩
【c】৭২ ✓     【d】৮১

৪৮। a, a², a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
【a】a²               【b】a
【c】a(a + b)     【d】a² (a + b) ✓

৪৯। একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
【a】৯০       【b】১০০ ✓
【c】১১০     【d】১২০

৫০। x + 1/x = 2 হয়, তাহলে x এর মান হবে–
【a】2       【b】1
【c】1       【d】1
[Note: x + 1/x = 2 সমীকরণটিতে x এর মান কেবল 1 হলেই সমীকরণটি সিদ্ধ হয়। প্রদত্ত তিনটি অপশনেই 1 আছে। সুতরাং সঠিক উত্তর (খ), (গ) এবং (ঘ)।]

৫১। দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং সংখ্যা দুটির গুণফল ১১৭ হলে সংখ্যা দুটি কি কি?
【a】১৪, ৮         【b】১২, ৬
【c】১৩, ৯ ✓    【d】১৫, ৫

৫২। দুটি সংখ্যার যোগফল ৫৫ এবং বড়টির ৫ গুন ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। সংখ্যা দুটি হবে–
【a】২৫, ২০     【b】২৫, ৩০
【c】৩০, ২০     【d】৩০, ২৫ ✓

৫৩। কাজের দিন ২ টাকা ও অনুপস্থিতির দিন ৫০ পয়সা জরিমানার শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে ৪০ টাকা পেল। ব্যক্তিটি কাজে কত দিন উপস্থিত ছিল?
【a】১৯           【b】২০
【c】২২ ✓      【d】২৪

৫৪। বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে–
【a】১০৬৮০      【b】১৫৫৫০
【c】১০৮৫০       【d】১০৮০০
[Note: সঠিক উত্তর হবে: ১০৬৪৮ টাকা।]

৫৫। x - {x - (x + 1)} এর মান কত?
【a】1                  【b】1
【c】x + 1 ✓       【d】x - 1

৫৬। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন?
【a】১০০০০      【b】১৫০০০ ✓
【c】২০০০০      【d】২৫০০০

৫৭। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৭২০ হলে সংখ্যা তিনটির যোগফল হবে–
【a】২১          【b】২৪
【c】২৭ ✓      【d】৩০

৫৮। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ঃ৩ হবে। তাদের বর্তমান বয়স হবে–
【a】৩২, ৮       【b】৩৫, ১০ ✓
【c】৩৫, ১২     【d】৩৬, ১০

৫৯। কোন শ্রেণীতে ১০০ জন শিক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৪০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাশ করলে কত জন উভয় বিষয়ে ফেল করেছে?
【a】১          【b】২
【c】৩          【d】৫
[Note: প্রশ্নের ৪৯ জন এর স্থানে যদি ৮০ হতো তবে উত্তর হবে ১ জন।]

৬০। যদি (x - y)² = 12 এবং xy = 1 হয়, তবে x² + y² = কত?
【a】11       【b】12
【c】13       【d】14 ✓

৬১। Choose the correct sentence—
【a】I have finished reading the book. ✓
【b】I have finish read the book.
【c】I have finish reading the book.
【d】I finished reading the book.

৬২। 'De facto' means–
【a】as per facts  【b】in reality ✓
【c】by rights        【d】evidence

৬৩। 'Deficit' means:
【a】Defeat     【b】Shortage ✓
【c】Flexible   【d】Complex

৬৪। What is the antonym of 'Honorary'?
【a】Literary     【b】Salaried ✓
【c】Official     【d】Honourable

৬৫। The idiom 'let things slide' means–
【a】set free            【b】ignore ✓
【c】lose gradually 【d】reveal a secret

৬৬। 'Emphasis' means:
【a】Overlook      【b】Attention √
【c】Neglect        【d】Importance

৬৭। 'Look after' means to-
【a】try again    【b】take care ✓
【c】look at       【d】follow

৬৮। Synonym for 'Mystery'?
【a】Answer     【b】Solution
【c】Clue           【d】Enigma ✓

৬৯। Choose the correct past participle form of the word 'drink'.
【a】drank ✓       【b】drunk
【c】drunker        【d】dronk

৭০। Which one is a correct sentence?
【a】I feel his pulse ✓
【b】I saw his pulse
【c】I found his pulse
【d】I explained his pulse

৭১। I wish you success in life. What type of sentence is it?
【a】Negative       【b】Assertive
【c】Optative ✓   【d】Exclamatory

৭২। Their house is quite similar ___ ours.
【a】as          【b】with
【c】to ✓      【d】than

৭৩। He preface reading _____ writing.
【a】with     【b】as
【c】to ✓    【d】than

৭৪। Although he is poor, he is honest (simple)
【a】Despite his honesty, he is poor.
【b】In spite of his poverty, he is honest.
【c】Despite his poverty, he is honest.
【d】In spite to having poor, he is honest.
[Note: Although দ্বারা যুক্ত দুটি clause এর simple form গঠন করতে in spite of/despite + pronoun এর possessive form + adjective এর noun form + অন্য clause টি বসে। সুতরাং সঠিক simple form হল ক ও গ দুটিই।]

৭৫। 'Call it a day' means–
【a】to raise doubts
【b】to pay someone a visit
【c】to be unhappy with the weather
【d】to stop work science enough has been done✓

৭৬। Credit Tk. 500 ____ my account.
【a】in            【b】to ✓
【c】with        【d】against

৭৭। কোন বানানটি শুদ্ধ?
【a】Relevant ✓    【b】Relevent
【c】Relavent        【d】Ralevant

৭৮। 'We made have recite a poem.' (Passive):
【a】She was made to recite a poem. ✓
【b】A poem was made to be recited.
【c】a poem was made recite by her.
【d】She was made recited a poem.

৭৯। Simple sentence consists of–
【a】one clauses✓  【b】two clauses
【c】three clauses   【d】four clauses

৮০। কোন বানানটি শুদ্ধ?
【a】Buro        【b】Burow
【c】Buraeu    【d】Bureau ✓।

Collected
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন