Pages

৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি ।। সাধারণ জ্ঞান

৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি
সাধারণ  জ্ঞান
জানা অজানা বিষয়:-
১.বদরের যুদ্ধ সংঘটিত হয়-৬২৪ সালে
২.পানিপথের ১ম যুদ্ধ- ১৫২৬ সালে
৩.পানিপথের ২য় যুদ্ধ- ১৫৫৬ সালে
৪.পানিপথের ৩য় যুদ্ধ- ১৭৬১ সালে
৫.পলাশী যুদ্ধ- ২৩শে জুন, ১৭৫৭ সালে
৬.বক্সারের যুদ্ধ- ১৭৬৪ সালে
৭.ফরাসি বিপ্লব- ১৭৮৯ সালে
৮.রুশ বিপ্লব- ১৯১৭ সালে
৯.ইউক্রেনে কমলা বিপ্লব- ২০০৪ সালে
১০.বঙ্গভঙ্গ হয়- ১৯০৫ সালে
১১.বঙ্গভঙ্গ রদ- ১৯১১ সালে
১২.মুসলিম লীগ প্রতিষ্ঠিত- ১৯০৬ সালে
১৩.সিপাহী বিদ্রোহ- ১৮৫৭ সালে
১৪.চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু- ১৭৯৩ সালে
১৫.মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ- ৪ই জুলাই, ১৭৭৬ সালে
১৬.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেট পার্টি প্রতিষ্ঠিত হয়- ১৮২৮ সালে
১৭.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক রিপাবলিকান পার্টি প্রতিষ্ঠিত- ১৮৫৪ সালে
১৮.মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ- ১৮৬১-১৮৬৫ সাল
১৯.প্রথম বিশ্বযুদ্ধ- ১৯১৪-১৯১৮ সাল
২০.দ্বিতীয় বিশ্বযুদ্ধ- ১৯৩৯-১৯৪৫ সাল
২১.ভারতের প্রধান রাজনৈতিক দল কংগেস প্রতিষ্ঠিত- ১৮৮৫ সালে
২২.নোবেল পুরস্কার চালু হয়- ১৯০১ সালে
২৩.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত- ১৯১০ সালে
২৪.গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ- ১৯১৩ সাল
২৫.যুক্তরাজ্যের নিকট হতে পাকিস্তানের স্বাধীনতা লাভ- ১৪ই আগস্ট, ১৯৪৭ সাল
২৬.যুক্তরাজ্যের নিকট হতে ভারতের স্বাধীনতা ল্যাভ- ১৫ই আগস্ট, ১৯৪৭ সাল
২৭.জাপান পার্ল হারবার আক্রমণ- ৭ই ডিসেম্বর, ১৯৪১ সালে
২৮.লর্ড উইলিয়াম বেন্টিক কর্তৃক সতীদাহ প্রথা রহিত- ১৮২৯ সালে
২৯.উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু হয়- ১৮৫৩ সালে
৩০.ইরাক কুয়েত দখল করে- ২রা আগস্ট, ১৯৯০ সালে
৩১.ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত- ১৯৭৯ সালে
৩২.জাতিসংঘ প্রতিষ্ঠিত- ২৪শে অক্টোবর, ১৯৪৫ সাল
৩৩.যুক্তফ্রন্ট গঠিত হয়- ১৯৫৩ সালে
৩৪.যুক্তফ্রন্ট এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত- ১৯৫৮ সালে
৩৫.মহান ভাষা আন্দোলন সংঘটিত- ১৯৫২ সালে
৩৬.পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ- ৫ই ডিসেম্বর, ১৯৬৯ সাল
৩৭.দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলা- ৬ই আগস্ট, ১৯৪৫ সাল
৩৮.দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে আণবিক বোমা হামলা- ৯ই আগস্ট, ১৯৪৫ সাল
৩৯.ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত- ২৩শে মার্চ, ১৯৪০ সালে
৪০.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মগ্রহণ- ১৭ই মার্চ, ১৯২০ সাল
৪১.আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামীর সংখ্যা- ৩৫ জন
৪২.উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেনের মৃত্যুবরণ- ১৯১৭ সাল
৪৩.ঐতিহাসিক বাবরী মসজিদ প্রতিষ্ঠিত হয়- ১৫২৮ সালে
৪৪.ঢাকাকে সর্বপ্রথম বাংলার রাজধানী হিসেবে স্থানান্তরিতকরণ- ১৬১০ সালে
৪৫.আহসান মঞ্জিল ভবন প্রতিষ্ঠিত হয়- ১৮৭২ সালে
৪৬.বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত- ১৯১০ সালে
৪৭.জাতীয় জাদুঘর (পুরাতন নাম ঢাকা জাদুঘর) প্রতিষ্ঠিত হয়- ১৯১৩ সালে
৪৮.ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘর নামে রূপান্তরিতকরণ- ১৯৮৩ সালে
৪৯.সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর উপাধি লাভ- ১৮৩৯ সাল
৫০.বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত- ১৯৭৮ সালে
৫১.আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়- ২৩শে জুন, ১৯৪৯ সাল
৫২.আর্জেন্টিনা ও ইংল্যান্ড এর মধ্যে ঐতিহাসিক ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ শুরু- ১৯৮২ সালে
৫৩.ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়- ২রা জুলাই, ১৯৭২ সালে
৫৪.ভারত ও বাংলাদেশ এর মধ্যে ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়-১৯৭২ সালে
৫৫.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা সফর করেন- মাত্র ২ বার
৫৬.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত- ১লা জুলাই, ১৯২১ সাল
৫৭.ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন চালু- ১৯২৩ সালে
৫৮.বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়- ১লা জুলাই, ১৯৯১ সালে
৫৯.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত বা প্রতিষ্ঠিত হয়- ২৫শে ডিসেম্বর, ১৯৬৪ সালে
৬০.বাংলাদেশে রঙিণ টেলিভিশনের প্রথম সম্প্রচার শুরু হয়- ১লা ডিসেম্বর, ১৯৮০ সালে
৬১.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বঙ্গবন্ধু উপাধি লাভ- ২৩শে ফেব্রুয়ারি, ১৯৬৯ সাল
৬২.শেখ মুজিবর রহমানের জাতির জনক উপাধি লাভ- ৩রা মার্চ, ১৯৭১ সাল
৬৩.আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারকরণ- ২২শে ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে
৬৪.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শততম জন্মবার্ষিকী পালিত- ১৯৬১ সালে
৬৫.জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যধিতে আত্রান্ত হন- ৪৩ বছর বয়সে, ১৯৪২ সালে
৬৬.পূর্ব ও পশ্চিম জার্মানির মাঝে বার্লিন প্রাচীর নির্মাণকরণ- ১৯৬১ সালে
৬৭.বাংলাদেশের  জাতীয় সংসদ ভবন মাত্র ২১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং এটি ৯তলা ভবন বিশিষ্ট
৬৮.মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ভারতের দিল্লী হয়ে বাংলাদেশে ফিরে আসেন- ১০ই জানুয়ারি, ১৯৭২ সাল
৬৯.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জুলিও কুরি পদক লাভ করেন- ১০ই অক্টোবর, ১৯৭২ সালে
৭০.বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভকরণ- ১৭ই সেপ্টেম্বর, ১৯৭৪ সাল
৭১.বাংলাদেশ জাতিসংঘের- ১৩৬তম সদস্য
৭২.শেখ মুজিবর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলায় ভাষণ দেন-
২৫শে সেপ্টেম্বর, ১৯৭৪ সালে (২৯তম অধিবেশনে)
৭৩.বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভকরণ এবং যততম সদস্য- ১৮ই এপ্রিল, ১৯৭২ সালে এবং ৩২তম সদস্য
৭৪.বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভকরণ- ১৯৭৬ সালে
৭৫.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবরণ- ১৫ই আগস্ট, ১৯৭৫ সাল
৭৬.বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়- ১লা সেপ্টেম্বর, ১৯৭৮ সালে
৭৭্. ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে
৭৮.প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৮৭৭ সালে (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এর মধ্যে)
৭৯.প্রথম আন্তর্জাাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৯৭১ সালে (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এর মধ্যে)
৮০.প্রথম আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়- ২০০৫ সালে (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এর মধ্যে)
৮১.বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৮২.বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ প্রথম উদ্বোধন করেন- তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ (১৯৮২ সালের ১৬ই ডিসেম্বর এরশাদ জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন)
৮৩.বাংলাদেশের জাতীয় সংসদ ভবন প্রথম উদ্বোধন করেন- সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার (১৯৮২ সালের জানুয়ারি মাসে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন)
৮৪.বাংলাদেশ ও ভারত এর মধ্যে ঐতিহাসিক মৈত্রী চুক্তির মেয়াদ এবং শেষ হয়- ২৫ বছর এবং তা শেষ হয় ১৯৯৭ সালে
৮৫.বাংলাদেশে রবিবারের পরিবর্তে শুক্রবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন- রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, ১৯৮৪ সালে
৮৬,বাংলাদেশ ও ভারত এর মধ্যে ঐতিহাসিক ছিটমহল চুক্তি স্বাক্ষরিত হয় - ১লা আগস্ট, ২০১৫ সালে কিংবা ৩১শে জুলাই মধ্যরাতে
৮৭.যে অলিম্পিক গেমস প্রতিয়োগিতার আসরে বাংলাদেশ প্রথমবারের মত অংশগ্রহণ করে- ১৯৮৪ সালের যুক্তরাষ্ট্রের লস এঞ্জে লস গেমস প্রতিয়োগিতার আসরে
৮৮ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীর গুলিতে মৃত্যুবরণ করেন- ৩১শে অক্টোবর, ১৯৮৪ সালে
৮৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ-থান্ট
৯০.বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয- ৪ই মার্চ, ১৯৭২ সালে
৯১.সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যূবরণ করেন- ৩০শে মে, ১৯৮১ সালে
৯২.বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে স্ট্যাটাস লাভ করে- ১৫ই জুন, ১৯৯৭ সালে
৯৩.টেস্ট ক্রিকেটে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে- ২৬শে জুন ,২০০০ সালে
৯৪.বাংলাদেশে বয়স্কভাতা চালু হয়- ১৯৯৮ সালে
৯৫.বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৬ই ডিসেম্বর, ১৯৭১ সালে
৯৬.বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার আইন পাস হয়- ১৯৯০ সালে
৯৭.বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়- ১লা জানুয়ারি, ১৯৯২ সালে
৯৮.সারা দেশব্যাপী বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়- ১লা জানুয়ারি, ১৯৯৩ সালে
৯৯.ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়- ১৪ই ডিসেম্বর, ১৯৯৫ সালে
১০০.ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান- দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, মাত্র ৩১ বলে, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
১০১.টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান- নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, মাত্র ৫৪ বলে, বিপক্ষ  অস্ট্রেলিয়া
১০২.টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান- দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, মাত্র ৩৫বলে বিপক্ষ বাংলাদেশ
১০৩.দক্ষিণ আফ্রিকা যত বছর শ্বেতাঙ্গদের শাসনে অধীনে ছিল- ৩৪২ বছর
১০৪.বাংলাদেশে সর্বপ্রথম করোনা রোগী চিহ্নিত করা হয়- ৮ই মার্চ, ২০২০ সালে
১০৫.যে বিশ্বকাপ ফুটবল আসরের বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল দল অংশগ্রহণ করে- ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে অংশগ্রহণ করে
১০৬.চা এর আদি নিবাস যে দেশে- চীন
১০৭.ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরিয়ান- সাকিব আল হাসান, মাত্র ৬৪ বলে, বিপক্ষ জিম্বাবুয়ে
১০৮.পিলখানায় বিডি আর এর বিদ্রোহ হামলা সংঘটিত হয়- ২৫শে ফেব্রুয়ারি, ২০০৯ সালে
১০৯.বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টাইম এর প্রচলন চালু হয়- ১৯শে জুন, ২০০৯ সালে
১১০.যে নদীতে মাছ হয়না- জর্ডান নদীতে
১১১.সাবেক বার্মাকে মায়ানমার নামে রূপান্তরিত করা হয়- ১৯৮৯ সালে
১১২.বিশ্বের যে দেশে সর্বপ্রথম এইডস রোগী চিহ্নিত করা হয়- যুক্তরাষ্ট্র (১৯৮১ সালের ৫ই জুন যুক্তরাষ্ট্রে এইডস রোগী চিহ্নিত করা হয়)
১১৩.অরবিস হচ্ছে- এক ধরণের উড়ন্ত চক্ষু হাসপাতাল
১১৪.অরবিস এর প্রতিষ্ঠাতা- ডেভিড প্যাটেন
১১৫.অরবিস প্রতিষ্ঠিত হয়- ১৯৮২ সালে
১১৬.বাংলাদেশে প্রথম এইডস রোগী চিহ্নিত করা হয় বা ধরা পরে-১৯৮৯ সালে
১১৭.সাবেক ফরাসি তারকা ফুটবলার জিনেদিন জিদান বাংলাদেশ সফর করেন- ২০০৬ সালে
১১৮.আর্জেন্টিনার ফুটবলার লিওলেন মেসি প্রীতিম্যাচ খেলতে বাংলাদেশ সফর করেন- ২০১১ সালের সেপ্টেম্বর মাসে
১১৯.২০১৯ সালের ফিফা বর্ষসেরা ফুটবল খেলোয়াড় হচ্ছেন- আর্জেন্টিনার লিওলেন মেসি
১২০.বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ হচ্ছে- ভূটান
১২১.বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর মৃত্যুবরণ করেন- ৬ই জুলাই, ২০২০ সালে
১২২.উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় অস্কার পুরস্কার লাভ করেন- ১৯৯২ সালে
১২৩.প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- ১৯৩০ সালে
১২৪.প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে
১২৫.ভারতের উগ্র হিন্দু মৌলবাদী কর্তৃক বাবরী মমসজিদ ধ্বংসপ্রাপ্ত হয়- ৬ই ডিসেম্বর, ১৯৯২ সালে
১২৬.যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন- সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন
১২৭.পূর্ব ও পশ্চিম জার্মানির মাঝে বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলা হয়- ১৯৮৯ সালে
১২৮.পূর্ব ও পশ্চিম জার্মানি মিলে কিংবা একত্রিত হয়ে জার্মানি গঠিত হয়- ৩রা অক্টোবর, ১৯৯০ সালে
১২৯.বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়- ৩০শে মে, ১৯৭৭ সালে
১৩০.বাংলাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়- ৭ই মার্চ, ১৯৭৩ সালে
১৩১.বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট চালু হয়- ২৭ শে অক্টোবর, ২০০৮ সালে
১৩২.ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সবোর্চ্চ ইনিংস যার- লিটন দাস, ১৭৬ রান ,বিপক্ষ, জিম্বাবুয়ে, ২০২০ সালে
১৩৩.সৌরজগতের লাল গ্রহ যাকে বলা হয়- মঙ্গল গ্রহকে
১৩৪.সৌরজগতের সবুজ গ্রহ যাকে বরা হয়- ইউরেনাসকে
১৩৫.সৌরজগতের প্লুটো গ্রহ মর্যাদা হারায়- ২৪শে আগস্ট, ২০০৬ সালে
১৩৬.সৌরজগৎের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও ছোট গ্রহ বুধ
১৩৭.সৌরজগতের যে গ্রহকে গ্রহরাজ বলে আখ্যায়িত করা হয়- বৃহস্পতি
১৩৮.সূর্যের নিকটতম গ্রহের নাম- বুধ
১৩৯.পৃথিবীর নিকটতম গ্রহের নাম- শুক্র
১৪০.হাজার বলযের গ্রহ যাকে বলা হয়- শনি গ্রহকে
১৪১.মঙ্গল গ্রহের মাত্র ২টি উপগ্রহ। যথা:- ক.ডিমোস ও খ.ফেবোস
১৪২.সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে- শনি গ্রহ
১৪৩.টাইটান ও মিরিন্ডা্ যে গ্রহের উপগ্রহ-= শনি গ্রহ
১৪৪.যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট টানা ১২ বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন- প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডিলানো রুজভেল্ট
১৪৫.সার্কের প্রথম মহাসচিব ছিলেন- আবুল আহসান
১৪৬.সার্ক গঠনের উদ্যোক্তা ছিলেন- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান
১৪৭.সার্কের বর্তমান মহাসচিব হচ্ছেন- আমজাদ হোসেন বি শিয়াল
১৪৮.বাংলাদেশে ব্যাংক এর প্রতিষ্ঠাতা- ড.শফিউল কাদের
১৪৯.বাংলাদেশের সাবেক কন্ঠশিল্পী আব্দুল জব্বার মারা যান- ৩০শে আগস্ট, ২০১৭ সালে
১৫০.ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে- ১৫ই নভেম্বর, ২০০৭ সালে
১৫১.আফগানিস্তান সার্ক এর সদস্যপদ লাভ করে- ২০০৭ সালে
১৫২.ইরাক-যুক্তরাষ্ট্র যুদ্ধের সময়কাল- ২০০৩-২০১১ সাল
১৫৩.২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দেশ ইংল্যান্ড ও রানার্স আপ দেশ হচ্ছে নিউজিল্যান্ড
১৫৪.টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথম টি-২০ সেঞ্চুরিয়ান হচ্ছেন- ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১১৭ রান ) বিপক্ষ দক্ষিণ আফ্রিকা
১৫৫.ভিক্টোরিয়া ক্রস যে দেশের খেতাব- ইংল্যান্ড
১৫৬শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রানাসিঙ্গে প্রেমাদাসা  তামিল আতাতায়ীর গুলিতে নিহত হন- ১লা মে, ১৯৯৩ সালে
১৫৭.ঐতিহাসিক স্টার্ট-২ চুক্তি স্বাক্ষরিত হয়- ৩রা জানুয়ারি, ১৯৯৩ সালে (যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর মধ্যে)
১৫৮.বাংলাদেশের উইকেটকীপার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরি যার- মুশফিকুর রহিম
১৫৯.আহসান মঞ্জিল ভবনকে জাতীয় জাদুঘরে রূপান্তরিত করা হয়- ১৯৯২ সালে
১৬০.সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেন- ১৩ই জুন, ২০২০ সালে
১৬১.২০১৭ সালের নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দল ভারতকে যত ব্যবধানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন লাভ করে- ৭ উইকেটে
১৬২.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায়- ১২০১-১৩৫০ সাল কে
১৬৩.বাংলা সাহিত্যের মধ্য যুগ বলতে বোঝায়- ১২০১-১৮০০ সাল কে
১৬৪.ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করা হয়- ৫ই ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে, লাহোরে
১৬৫.ফিফার প্রথম সভাপতির নাম হচ্ছে- জুলেরিমে
১৬৬.ফিফার বর্তমান সভাপতি হচ্ছেন- জিয়ান্নি ইনফান্তিনো
১৬৭.২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল নাম- টেলেস্টার
১৬৮.২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দল ফ্রান্স ও রানার্স আপ দল হচ্ছে ক্রোয়েশিয়া
১৬৯.২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের সবোর্চ্চ গোলদাতা হচ্ছেন- ইংল্যান্ডের হ্যারি কেইন
১৭০.২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের সেরা খেলোয়াড় হচ্ছেন- ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ
১৭১.২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের সবোর্চ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হচ্ছেন- ভারতের রোহিত শর্মা ও সবোর্চ্চ উইকেটশিকারী বোলার হচ্ছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক
১৭২.২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের সেরা খেলোয়াড় হচ্ছেন- নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন
১৭৩.বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ হচ্ছেন- জেমি ডে (ইংল্যান্ড)
১৭৪. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ হচ্ছেন- রাসেল ডামিঙ্গো (দক্ষিণ আফ্রিকা)
১৭৫.যে দেশের জাতীয় পতাকা কখনই অর্ধনমিত হয়না- সৌদিআরব ও ইরান
১৭৬.সর্বপ্রথম যে দেশে জাতীয় পতাকার প্রচলন শুরু হয়- ডেনমার্ক
১৭৮.ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা ছিলেন- সাবেক প্রেডেন্ট জিমি কার্টার
১৭৯.ইতিহাসের পঞ্চলীলা চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৫৪ সালে
১৮০.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর মেয়াদকাল মাত্র- ৪ বছর
১৮১.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে যতটি ইলেকট্রনিক্যাল ভোটের প্রয়োজন হয়- ২৭০ টি ভোটের
১৮২.পৃথিবীর একমাত্র যে গ্রহের উপগ্রহ নেই- বুধ গ্রহের
১৮৩.শান্ত সাগর এর অবস্থান- চাদেঁ
১৮৪.১৯৭০ সালের নির্বাচনে আময়ামী লীগ যতটি আসনে জয়লাভ করে- ১৬৭ টি আসনে
১৮৫.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন - ফ্রাংকলিন ডিলানো রুজভেল্ট ও হ্যারি এস ট্রুম্যান
১৮৬.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন- উইনস্টন চার্চিল
১৮৭.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন- যোসেফ স্ট্যালিন
১৮৮.বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালে
১৮৯.ক্রিকেট খেলায় থার্ড আম্পায়ার এর প্রচলন শুরু হয়- ১৯৯২ সালে
১৯০.বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয়- ১৯৭১ সালে
১৯১.বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয়- ১৯৭১ সালে
১৯২.বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয়- ১৯৭১ সালে
১৯৩.বাংলাদেশ সেনাবাহিনীর মূল স্লোগান হচ্ছে- সমরে আমরা, শান্তিতে আমরা  সর্বত্রই আমরা দেশের তরে
১৯৪.বাংলাদেশ বিমানবাহিনীর মূল স্লোগান হচ্ছে-বাংলার আকাশ রাখিব মুক্ত
১৯৫.বাংলাদেশ নৌবাহিনীর মূল স্লোগান হচ্ছে- শান্তিতে, সংগ্রামে, সমুদ্র দুর্জয়ে
১৯৬.বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী যার অধীনে ন্যস্ত থাকে- রাষ্ট্রপতির অধীনে
১৯৭.বাংলাদেশ পুলিশ বাহিনী যার অধীনে ন্যস্ত থাকে- স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে
১৯৮.ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ১৭টি ছক্কা মারার রেকর্ড যার- ইংল্যান্ডের ইউয়ান মরগ্যান বিপক্ষ  আফগানিস্তান
১৯৯.হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা দিয়েছিল- ১৯৮৬ সালে
২০০.হ্যালির ধূমকেতু দেখা দেয়- ৭৬ বছর পর পর
২০১.হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে- ২০৬২ সালে
২০২.হ্যালির ধূমকেতুর নামকরণ করা হয়- এন্ডমন্ড হ্যালির নামানুসারে
২০৩.হেলবপ ধূমকেতু আবিস্কৃত হয়- ১৯৯৫ সালে
২০৪.মুক্তিযুদ্ধের সময় ঢাকা যত নং সেক্টরের অধীনে ছিল- ২নং সেক্টর
২০৫.মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম যত নং সেক্টরের অধীনে ছিল- ১নং সেক্টরে
২০৬.মুক্তিযুদ্ধের সময় রাজশাহী য তনং সেক্টরের অধীনে ছিল- ৭ নং সেক্টরে
২০৭.মুক্তিযুদ্ধের সময় বরিশাল যত নং সেক্টরের অধীনে ছিল- ৮ ও ৯ নংসেক্টরে
২০৮.২০০৩ সালের বিশ্বকাপ ক্রিকেটেরে মাসকটের নাম- ডাজলার
২০৯.২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের মাসকটের নাম- মেলো
২১০.২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের মাসকটের নাম- স্টাম্পি
২১১.২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম- জাবিভাকা
২১২.সনেরো লাইন= মেক্সিকো-যুক্তরাষ্ট্র
২১৩.ডুরান্ড লাইন= পাাকিস্তান-আফগানিস্তান
২১৪.পারপাল লাইন= সিরিয়া-ইসরায়েল
২১৫.হিন্ডেনবার্গ লাইন= জার্মানি-ফ্রান্স
২১৬.ম্যাজিনো লাইন= জার্মানি-ফ্রান্স
২১৭.লাইন অব কন্ট্রোল= ভারত-পাকিস্তান
২১৮.ব্লু লাইন= লেবানন-ইসরায়েল
২১৯.ম্যাকমোহন লাইন= ভারত-চীন
২২০.লাইন অব একচ্যুয়াল কন্ট্রোল= ভারত-চীন
২২১.মংডু লাইন= বাংলাদেশ- ভারত/ভারত-মায়ানমার/বাংলাদেশ-মায়ানমার
২২২.আলপাইন লাইন= ইতালি-ফ্রান্স
২২৩.ফক লাইন= পোলান্ড- লিথুয়ানিয়া
২২৪.কার্জন লাইন= পোলান্ড- রাশিয়া
২২৫.ম্যাকনামারা লাইন= উত্তর ভিয়েতনাম- দক্ষিণ ভিয়েতনাম
২২৬.সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যতটি রাষ্ট্র গঠিত হয়- ১৫টি রাষ্ট্র
২২৭.বাংলাদেশে ১ম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৯৭৪ সালে
২২৮.২য় আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৯৮১ সালে
২২৯.৩য় আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে
২৩০.৪র্থ আদমশুমারি অনুষ্ঠিত হয়- ২০০১ সালে
২৩১.৫ম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ২০১১ সালে
২৩২.৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে- ২০২১ সালে
২৩৩.বেতবুনিয়া ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপিত হয়- ১৯৭৫ সালে
২৩৪.তালিবাবাদ ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপিত হয়- ১৯৮২ সালে
২৩৫.মহাখালী ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপিত হয়- ১৯৯৫ সালে
২৩৬.সিলেট ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপিত হয়- ১৯৯৭ সালে
২৩৭.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
২৩৮.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকীর লোগোর ডিজাইনার- সব্যসাচী হাজরা
২৩৯.প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম- মারিয়ানা ট্রেঞ্চ
২৪০.২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
এবং ৪৮টি দেশ অংশগ্রহণ করবে
২৪১.ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশে আঘাত হানে- ৩০শে মে ২০১৭ সালে
২৪২. ১৯০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান-থিওডোর রুজভেল্ট
২৪৩. ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- আনোয়ার সাদাত
২৪৪. ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- মাদার তেরেজা
২৪৫. ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- দালাইলামা
২৪৬. ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- অংসান সুচী
২৪৭. ১৯৯২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- রিগোবার্তা মেনেচু
২৪৮. ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- নেলসন ম্যান্ডেলা
২৪৯. ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- ইয়াসির আরাফাত
২৫০.২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কিম দায়ে জং
২৫১.২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- জিমি কার্টার
২৫২.২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- শিরীন এবাদি
২৫২.২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- ওয়ানগারি মাথাই
২৫৩.২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- মোহাম্মদ আল বারাদী
২৫৪. ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- ড. মুহাম্মদ ইউনুস
২৫৫. ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়- IPCC
২৫৬.২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- বারাক ওবামা
২৫৭.২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- তাওয়াক্কুল কারমান
২৫৮.২০১২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়- ইউরোপীয় ইউনিয়ন
২৫৯.২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কৈলাস সত্যার্থী ও মালালা ইউসুফ জাই
২৬০.২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়- ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট
২৬১.২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- হুয়ান ম্যানুয়েল সান্তোস
২৬২.২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়- ICAN
২৬৩.২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- ডেনিস মুকাওয়ে ও নাদিয়া মুরাদ
২৬৪.২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- আবি মোহম্মদ আলী
২৬৫.২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান - কানাডার এলিস মুনরো
২৬৬.২০০৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কান পান- এলিনর ওস্ট্রম (যুক্তরাষ্ট্র)
২৬৭.১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান- অমর্ত্য সেন
২৬৮.২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান- ভারতের অভিজিৎ ব্যাণার্জী
২৬৯.২০২০ সালের অনুর্ধ্ব- ১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এবং রানার্স আপ হয় ভারত
২৭০.২০২০ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক- আকবর আলী
২৭১.২০২০ সালের নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় যে দেশ -অস্ট্রেলিয়া ও রানার্স আপ হয় ভারত
২৭২.নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটধিকার লাভ করে- ১৮৩৯ সালে
২৭৩.যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে- ১৯২০ সালে
২৭৪.জুলু যে দেশের উপজাতির নাম- দক্ষিণ আফ্রিকা
২৭৫.মাওরি যে দেশের উপজাতির নাম- নিউজিল্যান্ড
২৭৬.বাংলাদেশের যে উপজাতি মুসলমান-পাঙণ
২৭৭.২০০৪ সালের বিবিসির সেরা জরিপ অনুযায়ী সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে যার স্থান প্রথম- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
২৭৮.বিজু যে উপজাতিদের জাতীয় উৎসব- চাকমা
২৭৯.বাংলাদেশের যে উপজাতি মাতৃতান্ত্রিক- গারো
২৮০.ঘূর্ণিঝড় বুলবুল নামকরণ করে যে দেশ- পাকিস্তান
২৮১.বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয়- ১৯৭৪ সালে
২৮২.ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়- ৩রা ডিসেম্বর, ১৯৯৭ সালে
২৮৩.বাংলাদেশে প্রথম ইন্টারনেট এর ব্যবহার চালু হয়- ৪ই জুন, ১৯৯৬ সালে
২৮৪.জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চালু হয়-২০১০ সালে
২৮৫.এস.এস.সি পরীক্ষায় জিপিএ পদ্ধতি চালু হয়- ২০০১ সালে
২৮৬.এইচ.এস.সি. পরীক্ষায় জিপিএ পদ্ধতি চালু হয়- ২০০৩ সালে
২৮৭.ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১৮২৯ সালে
২৮৮.চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১৮২৯ সালে
২৮৯.রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয়-১৮২৯ সালে
২৯০.খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১লা অক্টোবর, ১৯৬০ সালে
২৯১.বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১লা জানুয়ারি, ১৯৯৩ সাল
২৯২.সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১লা আগস্ট, ১৯৯৫ সালে
২৯৩.রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয়- ২৫ শে জানুয়ারি, ২০১০ সাল
২৯৪.ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয়- ১৪ই সেপ্টেম্বর, ২০১৫ সাল
২৯৫.গুলশানের হলি আটিজেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে পরিচালিত অভিযানের নাম হচ্ছে- অপারেশন থান্ডারবোল্ট
২৯৬.পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হচ্ছে- দ্য হ্যামারফাস্ট, নরওয়ে
২৯৭.পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী হচ্ছে- পুয়ের্তো উইলিয়াম, চিলি
২৯৮.কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা- জব চার্ণক
২৯৯.২০১৯ সালের আই সি সি বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন - বিন স্টোকস
৩০০.বিশ্ব সাহিত্য কেন্দ্র এর প্রতিষ্ঠাতা- ড. আবদুল্লাহ আব সাইদ
৩০১.তাজমহল বিশ্বে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়- ১৯৮৩ সালে
৩০২.মা ও মণি হচ্ছে- এক ধরণের ক্রীড়া প্রতিযোগিতার নাম
৩০৩.ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র হচ্ছেন- ড. আতিকুল ইসলাম
৩০৪.ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র হচ্ছেন- কাজী নূর ফজলে তাপস
৩০৫.বর্তমান খ্রিস্ট ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফর করেন- ২০১৭ সালে নভেম্বর / ডিসেম্বর মাসে
৩০৬.বাংলাদেশেরে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র দুটি।যথা:- ১.রামপুরা টেলিভিশন কেন্দ্র, ঢাকা ২.চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র
৩০৭.”সিটি অব দ্য গড” নামক গ্রন্থের লেখক- সেন্ট আগস্টিন
৩০৮.আধুনিক অগ্নিবীমার জনক- নিকোলাস বারবণ
৩০৯.আর্জেন্টিনায় চে গুয়েভারার মূর্তি তৈরী উদ্বোধন করা হয়- ১৪ই জুন, ২০০৮ সাল
৩১০.কম্পিউটারের লেজার প্রিন্টার আবিস্কৃত হয়- ১৯৮৪ সালে
৩১১.ক্রিকেট খেলার ব্যাট যে কাঠ দিয়ে তৈরী- উইলো গাছের কাঠ দিয়ে তৈরী
৩১২.ঢাকা বিভাগের বর্তমান বিভাগীয় কমিশনারের নাম- খলিলুর রহমান
৩১৩.বাংলাদেশের যে ব্যক্তি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করে- রুনু ভেরোনিকা কস্তা
৩১৪.বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করে- ১২ই মার্চ, ২০১৭ সালে
৩১৫.২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে যে প্রতিষ্ঠান- বিশ্ব খাদ্য কর্মসূচি
৩১৬.বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন- ডেভিড ম্যালপাস
৩১৭.যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এর রাজনৈতিক দলের নাম- ডেমোক্রেটিক পার্টি
৩১৮.শিখ ধর্মের প্রতিষ্ঠাতা- গুরু নানক
৩১৯.২০২১ সালের আই পি এল -এ বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান যে দলের হয়ে খেলেন- রাজস্থান রয়্যালস এ
৩২০.টি-২০ ক্রিকেটে ২য় ব্যাটসম্যান হিসেবে টানা ৬ বলে ৬ টি ছক্কা মারার রেকর্ড করেন- ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কাইরন পোলার্ড (শ্রীলংকার আকিলা ধনাঞ্জয়ের বলে এক ওভারে ৬টি ছক্কা মারার রেকর্ড করেন)
৩২১.টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক হচ্ছেন- মুমিনুল হক
///
সংগৃহীত

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন