#কুইক___আপডেট
০১| সম্প্রতি সার্কভুক্ত যে দেশটি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
®___ভুটান(১৪ ডিসে.২০২০)
০২| দেশের পূর্ণদৈর্ঘ্য প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র?
®___শেখ মুজিব আমার পিতা
০৩| বর্তমানে PSC'র সদস্য?
®___১৪ জন
০৪| GCC=Gulf Cooperation Council বা উপসাগরীয় সহযোগিতা সংস্থার ৪১তম সম্মেলন হয়?
®___সৌদিতে(৫ জানু.২০২১)
০৫| প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কার্যক্রর হবে?
®___১৯ ফেব্রুয়ারি,২০২১
০৬| যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৭১তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম?
®___অ্যান্টনি ব্লিঙ্কন
০৭| সম্প্রতি যে দেশ জাতীয় সংগীত পরিবর্তন করে?
®___অস্ট্রেলিয়া(১ জানু.২০২১)
®___নোট রমজান
০৮| বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বর্তমান ও প্রথম নারী প্রধানমন্ত্রী?
®___কাজা কালাস(১৪ জানু.২০২১)
০৯| 'অঙ্গনা' নামের মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন?
®___রাবেয়া খাতুন(২৭ ডিসে.১৯৩৫-৩ জানু.২০২১) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ফেরারী সূর্যের(১৯৭৪) লেখক। চ্যানেল i এর সম্পাদক ফরিদুর রেজা সাগরের মাতা।
১০| বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের কিট উদ্ভাবন করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন লাভ করে?
®___বায়োটেক কোম্পানি OMC হেলথকেয়ার 'RT-PCR'ভিত্তিক শনাক্তকরণ কিট
১১| WHO এর মতে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর ঘনবসতিপূর্ণ নগরি?
®___মদিনা(২০ লাখ লোকের বসবাস)
১২| উইকিপিডিয়া প্রতিষ্ঠিত হয়?
®___২০০১ সালে(৩১০টির বেশি ভাষা বিদ্যমান। ১ লাখ নিবন্ধন)
১৩| বিশ্বব্যাকের মতে ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ হবে বিশ্ব অর্থনীতির?
®___৪১তম দেশ(২০৩৫ সালে হবে ২৫তম)
১৪| বিশ্বের সর্বাধিক ক্ষমতাশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশ?
®___৮১তম(১ম USA,২য় চীন)
১৫| বর্তমাদেশে বাংলাদেশে GI পণ্য?
®___৪টি
→১ম জামদানি(১৭.১১.২০১৬)
→২য় ইলিশ(২৪.৮.২০১৭)
→৩য় ক্ষীরশাপাতি(২৭.১.২০১৯)
→৪র্থ বা সর্বশেষ ঢাকাই মসলিন(২৮.১২.২০)
(সূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স ও পত্রিকা)
নোট Md. Ramjan