বাংলা ব্যাকরণ ।। Bangla Bakyaron
✓ ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি [ বি + আ + √কৃ + অন ] ; অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ সংস্কৃত ভাষা থেকে এসেছে। ব্যাকরণ শব্দে উপসর্গ আছে দুইটি (বি এবং আ)।
✓ ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণের মূল ভিত্তি হলো ভাষা এবং এর প্রধান কাজ হলো ভাষার বিশ্লেষণ।
✓ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ -
ভাষা - পর্তুগিজ
লেখক - পর্তুগিজ পাদ্রী মনোএল দা আসসুম্পসাউ
নাম - ভোকাবুলারিও এমন ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
সাল - ১৭৪৩
✓ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ -
ভাষা - ইংরেজিতে রচিত তবে কিছু অংশ বাংলায় মুদ্রিত
লেখক - নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ্রন্থের নাম - A Grammar of the Bengal Language
সাল - ১৭৭৮
✓ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ -
লেখক - রাজা রামমোহন রায়
গ্রন্থের নাম - গৌড়ীয় ব্যাকরণ
* এটি প্রথম কোন বাঙালি কর্তৃক রচিত ব্যাকরণ।
সাল - ১৮৩৩
✓ বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন মনোএল দ্য আসসুম্পসাউ ।
✓ টাইপ সহযোগে প্রথম বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
✓ উইলিয়াম কেরি ১৮০১ সালে ইংরেজিতে ' A Grammar of the Bengalee Language ' নামে ব্যাকরণ রচনা করেন। জন রবিনসন এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করেন ১৮৪৬ সালে।
✓ উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ পাণিনি। তাঁর বিখ্যাত গ্রন্থ 'অষ্টাধ্যায়ী'।
✓ The Tutor নামক ব্যাকরণ গ্রন্থের রচয়িতা হলেন মিলান।