কম্পিউটারের সংগঠন (সিপিইউ, এএলইউ, হার্ড ডিস্ক)
→ কম্পিউটার সংগঠন - ২ প্রকার (হার্ডওয়্যার, সফটওয়্যার)।
→ কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলে - হার্ডওয়্যার ।
→ কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে অংশ - ৩টি (ইনপুট, সিপিইউ ও আউটপুট)।
→ কম্পিউটারের কাজ করার মূল এলাকা হলাে -কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ (CPU- Central Processing Unit)।
→ CPU-কে বলে - মাইক্রোপ্রসেসর।
→ CPU হলাে - কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক।
→ CPU-তে ইউনিট থাকে - ৩টি । যথা:
১. নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)
২. গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit)
৩. রেজিস্টার স্মৃতি ইউনিট (Register Memory Unit).
→ যে অংশের মাধ্যমে কম্পিউটারের সকল অংশ নিয়ন্ত্রিত হয় তাই- নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit).
→ CPU-তে কম্পিউটারের রিসাের্স সমূহকে নিয়ন্ত্রণ করে Control Unit (নিয়ন্ত্রণ ইউনিট)।
→ কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত- অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে ।
→ কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ - ৪টি। যথা:
ক. ইনপুট (Input),
ধ, প্রক্রিয়াকরণ (Processing),
গ, আউটপুট (Output) ও
ঘ. স্টোরেজ (Storage)।
→ মাইক্রোপ্রসেসর হলাে- কম্পিউটারের ব্রেইন যা
কম্পিউটারের হৃৎপিণ্ড স্বরূপ (ছােট মাপের কম আয়তন।বিশিষ্ট সিলিকন এর তৈরি হাজার ট্রানজিস্টর সন্নিবেশিত একটি যন্ত্রাংশ)।
→ ALU (Arithmetic Logic Unit) হলাে-কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ।
→ কম্পিউটারের মস্তিক হলাে- গাণিতিক যুক্তি ইউনিট (ALU Arithmetic Logic Unit).
→ মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন- টেড হফ (১৯৭১ সালে)।
→ মাইক্রোপ্রসেসরের কাজ হলো- তথ্য প্রক্রিয়করণ করা (Input CPU-> Output).
→ কম্পিউটার বানানাের জন্য অত্যাবশ্যক যন্ত্রাংশ- RAM.
→ বহুল ব্যবহৃত অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর মেমােরি হলাে - দুই প্রকার। যথা:
1. Random Access Memory (RAM) &
2. Read Only Memory (ROM).
→ RAM - কম্পিউটারের অস্থায়ী মেমােরি (রামকে মেইন
স্টোরেজ এবং কোর স্টোরেজ বলে)।
→ প্রোগ্রাম থেকে কপি করা ডাটা সংরক্ষিত থাকে -
Clipboard-এ।
→ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বা চলে গেলে RAM-এ
সংরক্ষিত ডেটা ও প্রােগ্রাম - মুছে যায় ।
→ RAM হলাে - অস্থায়ী বা প্রাইমারী মেমােরি (গতি মাপার একক আরপিএম)।
→ RAM কে বলা হয় - Volatile মেমােরি।
→ ROM হলো - কম্পিউটারের স্থায়ী বা প্রধান মেমােরি।
→ ROM কে বলা হয় - Non Volatile মেমােরি ।
→ EPROM (Erasable Programmable Read Only
Memory) চিপে - বার বার প্রগ্রাম লেখা এবং তা মুছে
ফেলা যায়।
> PROM (Programmable Read Only Memory)
চিপে - কোনকিছু রেকর্ড করা থাকে না।
→ পেনড্রাইভে ব্যবহৃত ROM হলাে - EEPROM
(Electrically Erasable Programmable Read Only
Memory).
→ CD ROM হলাে- অপটিক্যাল স্টোরেজ ডিভাইস।
→ WORM (Write Once Read Memory) -
লিখযােগ্য অপটিক্যাল ডিস্ক (একবারই রেকর্ড হয় এবং ধারণকৃত ডেটা পরিবর্তনযােগ্য নয়)।
→ বহুল ব্যবহৃত স্টোরেজ মিডিয়া হলাে - Discs and tapes.
→ ১৭ গিগাবাইট পর্যন্ত ডেটা ধারণ করতে সক্ষম - DVD.
→ Volatile বা উদ্বায়ী মেমােরি হলাে - বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমােরিতে সংরক্ষিত ডেটা মুছে যায় (যেমন- DRAM, SRAM, SDRAM).
→ Non volatile বা অনুদ্বায়ী মেমােরি হলাে - বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমােরিতে সংরক্ষিত ডেটা মুছে যায় না (ROM অনুদ্বায়ী মেমােরি)।
→ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে ROM এর তথ্য মুছে যায় না।
(ROM- স্থায়ী মেমােরি)।
→ কম্পিউটারের মেমােরি - দুই প্রকার। যথা:
ক. প্রধান মেমােরি (RAM ও ROM)।
খ. সহায়ক মেমােরি (হার্ডডিস্ক, ফ্লাশ ডিস্ক, ফ্লপি ডিস্ক,
চৌম্বক ভ্রাম, সিডি, ডিভিডি)।
→ ডেটা ও প্রােগ্রাম সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা
ধারককে বলে - স্মৃতি (Memory)।
→ কম্পিউটারের মেমােরি ইউনিট ব্যবহৃত হয় - প্রোগ্রাম সংরক্ষণ, হিসাব ও ফলাফলের জন্য।
→ ক্যাশ মেমােরি হলাে - প্রসেসর ও প্রধান মেমােরির মধ্যবর্তী বিশেষ মেমােরি (ক্যাশ মেমােরি প্রধান মেমােরির তুলনায় দ্রুতগতিতে কাজ করে)।