Pages

বাংলাদেশ বিষয়াবলি ।। Questions and Answers on Bangladesh Affairs

বাংলাদেশ বিষয়াবলি

1.বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ⓐ দিনাজপুর
ⓑ ঠাকুরগাঁও
ⓒ লালমনিরহাট
ⓓ পঞ্চগড়★★★
2.বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
ⓐ সেন্টমার্টিন★★★
ⓑ লালপুর
ⓒ হিলি
ⓓ লালমোহন
3.ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে?
ⓐ ১৫টি
ⓑ ১৩টি★★★
ⓒ ১৪টি
ⓓ ১৮টি
4.ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নাই?
ⓐ আসাম
ⓑ ত্রিপুরা
ⓒ মিজোরাম
ⓓ নাগাল্যান্ড★★★
5.বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
৫১৩৮ কি.মি
৪৩৭১ কি.মি
৪১৫৬ কি.মি★★★
৩৯৭৮ কি.মি
6.উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমানা কত?
ⓐ ২৫০নটিকেল মাইল
ⓑ ২০০নটিকেল মাইল★★★
ⓒ ২২৫নটিকেল মাইল
ⓓ ২১২নটিকেল মাইল
7.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
ⓐ বান্দরবান★★★
ⓑ চাঁপাইনবাবগঞ্জ
ⓒ পঞ্চগড়
ⓓ দিনাজপুর
8.পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
ⓐ ৩টি★★★
ⓑ ৫টি
ⓒ ৭টি
ⓓ ৯টি
9.বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের-
ⓐ নেপাল, ভুটান
ⓑ পশ্চিমবঙ্গ,মেঘালয়, আসাম★★★
ⓒ পশ্চিমবঙ্গ, আসাম
ⓓ পশ্চিমবঙ্গ, কুচবিহার
10.তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?
ⓐ দিনাজপুর
ⓑ পঞ্চগড়★★★
ⓒ জয়পুরহাট
ⓓ রাঙামাটি
11.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
ⓐ ২৮টি
ⓑ ৩০টি★★★
ⓒ ৩১টি
ⓓ ৩৫টি
12.মায়ানমারের সাথে বাংলাদেশের ক'টি জেলার সীমান্ত রয়েছে?
ⓐ ২টি
ⓑ ৩টি★★★
ⓒ ৪টি
ⓓ ৫টি
13.ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
ⓐ ১৬২টি
ⓑ ১১১টি★★★
ⓒ ৫১টি
ⓓ ১০১টি
14.গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
ⓐ ৬★★★
ⓑ ৫:৩০
ⓒ ৬:৩০
ⓓ ৫
15. SPARRSO কোন মন্ত্রণায়ের অধীনে?
ⓐ শিল্প
ⓑ শিক্ষা
ⓒ পরিবেশ
ⓓ প্রতিরক্ষা★★★
16.গ্রিনহাউজ ইফেক্টের পরিণতিকে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?
ⓐ উত্তাপ অনেক বেড়ে যাবে
ⓑ নিম্নভূমি নিমজ্জিত হবে★★★
ⓒ সাইক্লোনের প্রবণতা বাড়বে
ⓓ বৃষ্টিপাত কমে যাবে
17.বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
ⓐ ব্র্যাক ব্যাংক
ⓑ ডাচ-বাংলা ব্যাংক★★★
ⓒ এবি ব্যাংক
ⓓ সোনালী ব্যাংক
18.বাংলাদেশের প্রথম রাষ্টপতির নাম কী?
ⓐ সৈয়দ নজরুল ইসলাম
ⓑ তাজউদ্দিন আহমদ
ⓒ শেখ মুজিবুর রহমান★★★
ⓓ ক্যাপটেন মনসুর আলী
19.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে?
ⓐ ৪টি★★★
ⓑ ৬টি
ⓒ ৫টি
ⓓ ২টি
20.কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ⓐ প্রথম ১০টি
ⓑ প্রথম ৪টি★★★
ⓒ প্রথম ৬টি
ⓓ প্রথম ৫টি
21.বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
ⓐ বাংলার প্রকৃতির কথা★★★
ⓑ বাংলার মানুষের কথা
ⓒ বাংলা ইতিহাসের কথা
ⓓ বাংলা সংস্কৃতির কথা
22.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ⓐ কামরুল হাসান★★★
ⓑ জয়নুল আবেদীন
ⓒ হাশেম খান
ⓓ হামিদুর রহমান
23.কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?
ⓐ ১৭ই জানুয়ারি, ১৯৭২★★★
ⓑ ১৬ডিসেম্বর, ১৯৭১
ⓒ ২৬শে মার্চ, ১৯৭১
ⓓ ১৭ই এপ্রিল, ১৯৭১
24.শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ⓐ বিয়াম
ⓑ নায়েম★★★
ⓒ টিটিসি
ⓓ ইউজিসি
25.উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ⓐ ড. রমেশচন্দ্র মজুমদার
ⓑ ড.মাহমুদ হাসান
ⓒ সৈয়দ মোয়াজ্জেম হাসান
ⓓ স্যার এ এফ রহমান★★★
26.রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
১৯৫২সালে
১৯৫৩সালে★★★
১৯৬৭সালে
১৯৬৮সালে
27.কৃষি বিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
ⓐ ড. এস ডি চৌধুরী
ⓑ ড. কাজী ফজলুর রহিম
ⓒ ড.ওসমান গণি★★★
ⓓ অধ্যাপক মোসলেহ উদ্দিন
28. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা-
ⓐ রাজশাহী
ⓑ দিনাজপুর
ⓒ খুলনা
ⓓ চট্টগ্রাম★★★
29.বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
ⓐ ময়নামতি
ⓑ পাহাড়পুর
ⓒ মহাস্থানগড়★★★
ⓓ সোনারগাঁ
30.বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল গোষ্ঠীর অন্তর্ভূক্ত?
ⓐ দ্রাবিড়
ⓑ নেগ্রিট
ⓒ ভোটচীন
ⓓ অস্ট্রিক★★★
31.প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত?
ⓐ ময়নামতি
ⓑ বিক্রমপুর
ⓒ মহাস্থানগড়★★★
ⓓ পাহাড়পুর
32.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
ⓐ পুন্ড্র★★★
ⓑ তাম্রলিপ্ত
ⓒ গৌড়
ⓓ হরিকেল
33.বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ⓐ সমতট
ⓑ পুন্ড্র
ⓒ বঙ্গ★★★
ⓓ হরিকেল
34.পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
ⓐ রামপাল
ⓑ ধর্মপাল★★★
ⓒ চন্দ্রপাল
ⓓ আদিশূর
35.রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত-
ⓐ সমভূমি
ⓑ বরেন্দ্রভূমি★★★
ⓒ উত্তরবঙ্গ
ⓓ মহাস্থানগড়
36.প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ⓐ কুষ্টিয়া
ⓑ বগুড়া
ⓒ কুমিল্লা
ⓓ চাঁপাইনবাবগঞ্জ★★★
37.বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
ⓐ আলী মর্দান খিলজি
ⓑ তুঘরিল খান
ⓒ সামছুদ্দিন ফিরোজ
ⓓ বখতিয়ার খিলজি★★★
38.বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
১২১২
১২০০
১২০৪★★★
১২১১
39.নিচে মরক্কোর কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ⓐ ফা-হিয়েন
ⓑ ইবনে বতুতা★★★
ⓒ মার্কো পোলো
ⓓ হিউয়েন সাং
40.সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী?
ⓐ সোনারগাঁও
ⓑ জাহাঙ্গীরনগর
ⓒ ঢাকা
ⓓ গৌড়★★★
41.গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ⓐ হোসেন শাহ★★★
ⓑ ফখরুদ্দিন মোাবরক শাহ
ⓒ শায়েস্তা খাঁ
ⓓ ঈশা খাঁ
42. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
ⓐ গিয়াসউদ্দীন আযম শাহ★★★
ⓑ আলাউদ্দীন হুসেন শাহ
ⓒ ফখরুদ্দীন মোবারক শাহ
ⓓ ইলিয়াস শাহ
43.নিম্নের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
ⓐ আকবর
ⓑ বাবর★★★
ⓒ শাহজাহান
ⓓ হুমায়ুন
44.বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
ⓐ নবাব সিরাজউদ্দৌলা
ⓑ মুর্শিদ কুলী খান★★★
ⓒ ইলিয়াস শাহ
ⓓ আলাউদ্দিন হুসেন শাহ
45.ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?
ⓐ ইসলাম খাঁ★★★
ⓑ ইব্রাহীম খাঁ
ⓒ শায়েস্তা খান
ⓓ মীর জুমলা
46.ঢাকা কখন বাংলার রাজধানী হয়েছিল?
১২৫৫সালে
১৬১০সালে★★★
১৯০৫সালে
১৯৪৭সালে
47.ঢাকার 'দোলাই খাল' কে খনন করেন?
ⓐ পরিবিবি
ⓑ ইসলাম খান
ⓒ শায়েস্তা খান
ⓓ ঈশা খান
48.কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
ⓐ ইসলাম খান
ⓑ রাজ মানসিংহ
ⓒ মীর জুমলা
ⓓ শায়েস্তা খান★★★
49.ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত-
ⓐ চকবাজারে★★★
ⓑ সদরঘাটে
ⓒ লালবাগ
ⓓ ইসলামপুর
50.বিবি পরী কে ছিলেন?
ⓐ আওরঙ্গজেবের কন্যা
ⓑ শায়েস্তা খানের কন্যা★★★
ⓒ মুর্শিদকুলি খানের কন্যা
ⓓ আজিমুসশানের মাতা
51.কোন নগরীতে মুঘল আমলে সুবে-বাংলার রাজধানী ছিল?
ⓐ সোনারগাঁও★★★
ⓑ বঙ্গ
ⓒ গৌড়
ⓓ রাঢ়
51.কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন?
ⓐ নবাব সিরাজউদ্দৌলা
ⓑ নবাব মুর্শিদকুলি খান★★★
ⓒ সুবেদার ইসলাম খান
ⓓ নবাব শায়েস্তা খান
52.'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কোন সনে হয়েছিল?
১০৭৬সালে
১৩৭৬সালে
১১৭৬সালে★★★
১২৭৬সালে
53.বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
১৭০০সালে
১৭৬২সালে
১৯৬৫সালে
১৭৯৩সালে★★★
54.বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ⓐ লর্ড কর্নওয়ালিস★★★
ⓑ ক্লাইভ
ⓒ মেয়ার
ⓓ ওয়ারেন হেস্টিংস
55.বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন-
ⓐ ইংরেজরা
ⓑ ওলন্দাজরা
ⓒ ফরাসিরা
ⓓ পর্তুগিজরা★★★
56.ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে যে চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উরিয়েছিলেন-
ⓐ রাজা ত্রিদিব রায়
ⓑ রাজা ত্রিভুবন চাকমা
ⓒ জুম্মা খান★★★
ⓓ জোয়ান বকস খাঁ
57.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
১৬৯০সালে
১৭৬৫সালে★★★
১৭৯৩সালে
১৮২৯সালে
58.বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' এর সময় কাল-
১৭৭০ খ্রিস্টাব্দ★★★
১৭৬০ খ্রিস্টাব্দ
১৭৬৫ খ্রিস্টাব্দ
১৭৫৬ খ্রিস্টাব্দ
59.সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
১৮১৯সালে
১৮২৯সালে★★★
১৮৩৯সালে
১৮৪৯সালে
60.ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
ⓐ লর্ড কার্জন
ⓑ লর্ড মাইন্টব্যাটেন★★★
ⓒ লর্ড বেন্টিঙ্ক
ⓓ লর্ড ওয়াভেল
61.লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
ⓐ চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
ⓑ দ্বৈত শ্বাসন ব্যবস্থা
ⓒ সতীদাহ নিবারণ ব্যবস্থা
ⓓ পুলিশ ব্যবস্থা★★★
62.বাংলায় ফরায়েজি আন্দলোনের উদ্যোক্ত কে ছিলেন?
ⓐ মাওলানা কেরামত আলী
ⓑ শাহ ওলিউল্লাহ
ⓒ হাজী শরিয়ত উল্লাহ★★★
ⓓ পীর মুহসীনুদ্দিন
63.বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করে?
ⓐ সৈয়দ আমীর আলী
ⓑ নওয়াব আব্দুল লতিফ★★★
ⓒ নওয়াব স্যার সলিমুল্লাহ
ⓓ স্যার সৈয়দ আহমদ খান
64.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলন-
ⓐ লর্ড রিপন
ⓑ লর্ড কার্জন★★★
ⓒ লর্ড মিন্টো
ⓓ লর্ড হার্ডিঞ্জ
65.বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
১৯০৫সালে
১৯১৬সালে
১৯২৩সালে
১৯১১সালে★★★
66. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন?
ⓐ লর্ড মিন্টো
ⓑ লর্ড চেমসফোর্ড
ⓒ লর্ড কার্জন★★★
ⓓ লর্ড মাইনব্যাটেন
67.১৯০৫সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?
ⓐ ব্যামফিল্ড ফুলার★★★
ⓑ লর্ড মিন্টো
ⓒ লর্ড কার্জন
ⓓ ওয়ারেন হেস্টিংস
68. ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
ⓐ ঢাকা
ⓑ লাহোর★★★
ⓒ দিল্লি
ⓓ চট্টগ্রাম
69.ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের-
ⓐ ফেব্রুয়ারিতে★★★
ⓑ মে মাসে
ⓒ জুলাই মাসে
ⓓ আগষ্টে
70.১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
ⓐ ধানের শীষ
ⓑ নৌকা★★★
ⓒ লাঙ্গল
ⓓ বাইসাইকেল
71.ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ⓐ বিল অব রাইটস
ⓑ ম্যাগনাকার্টা★★★
ⓒ পিটিশন অব রাইটস
ⓓ মুখ্য আইন
72.পাকিস্তানি শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
ⓐ আবুল হাসেম
ⓑ শেখ মুজিবুর রহমান
ⓒ ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ⓓ ধীরেন্দ্রনাথ দত্ত★★★
73.১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ⓐ নূরুল আমীন
ⓑ লিয়াকত আলী
ⓒ মোহাম্মদ আলী
ⓓ খাজা নাজিমুদ্দীন★★★
74.বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়?
১৯৫৪সালে
১৯৫৩সালে
১৯৫৬সালে★★★
১৯৫২সালে
75.ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ⓐ ঢাকা
ⓑ লাহোর★★★
ⓒ করাচি
ⓓ নারায়ণগঞ্জ
76.৬ দফা দাবী কোন সালে পেশ করা হয়েছিল?
১৯৬৫সালে
১৯৬৬সালে★★★
১৯৬৭সালে
১৯৬৮সালে
77.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রাভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ⓐ ৩১জানুয়ারি, ১৯৫২★★★
ⓑ ২ফেব্রুয়ারি, ১৯৫২
ⓒ ১৮ফেব্রুয়ারি, ১৯৫২
ⓓ ২০জানুয়ারি, ১৯৫২
78.মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ⓐ ক্যাপ্টেন এম মনসুর আলী
ⓑ তাজউদ্দিন আহমেদ
ⓒ এ.এইচ.এম কারুজ্জামান★★★
ⓓ খন্দকার মোস্তাক আহমেদ
79.বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
ⓐ আলমগীর কবির★★★
ⓑ খান আতাউর রহমান
ⓒ হুমায়ন আহমেদ
ⓓ সুভাষ দত্ত
80.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
ⓐ ইন্দোনেশিয়া
ⓑ মালয়েশিয়া★★★
ⓒ মালদ্বীপ
ⓓ পাকিস্তান
81.মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
ⓐ ২৬ মার্চ ১৯৭১
ⓑ ১০ এপ্রিল ১৯৭১★★★
ⓒ ৬ সেপ্টেম্বর ১৯৭১
ⓓ ১০ নভেম্বর ১৯৭১
82.আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
ⓐ ১০এপ্রিল, ১৯৭১★★★
ⓑ ১৭এপ্রিল, ১৯৭১
ⓒ ৭মার্চ, ১৯৭১
ⓓ ২৫মার্চ, ১৯৭১
83.মুজিবনগর কোথায় অবস্থিত?
ⓐ সাতক্ষীরা
ⓑ মেহেরপুর ★★★
ⓒ চুয়াডাঙ্গা
ⓓ নবাবগঞ্জ
84."লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না"। দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে ছিল?
ⓐ জেনারেল নিয়াজি
ⓑ জেনারেল টিক্কা খান★★★
ⓒ জেনারেল ইয়াহিয়া খান
ⓓ জেনারেল হামিদ খান
85.'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা-
ⓐ রফিকুল ইসলাম
ⓑ রশীদ করিম
ⓒ জেনারেল সুখওয়ান্ত সিং★★★
ⓓ কর্নেল সিদ্দিক মালিক
86.'একাত্তরের চিঠি' কোন জাতীয় রচনা?
ⓐ মুক্তিযুদ্ধের বিবরণ
ⓑ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
ⓒ ভিন্নধর্মী ডায়েরী
ⓓ মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন★★★
87.মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
ⓐ আগারগাঁও★★★
ⓑ শাহবাগ
ⓒ মগবাজার
ⓓ মতিঝিল
88.বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
ⓐ জিয়াউর রহমান
ⓑ মে.জে এইচএম এরশাদ
ⓒ মে.জে. শফিউল্লাহ
ⓓ জে.আতাউল গনি ওসমানী★★★
89.১৯৭১সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
ⓐ ৪টি
ⓑ ৭টি
ⓒ১১টি★★★
ⓓ১৪টি
90.মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ⓐ জে.আতাউল গনি ওসমানী
ⓑ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার★★★
ⓒ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ⓓ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
91.বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে 'বীর উত্তম' উপাধীতে ভূষিত করা হয়?
ⓐ ২৫৭জন
ⓑ ১৬৩জন
ⓒ ৪৪জন
ⓓ ৬৯জন★★★
92.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
ⓐ নাটোর
ⓑ চাঁপাইনবাবগঞ্জ★★★
ⓒ জয়পুরহাট
ⓓ নওগাঁ
93.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?
ⓐ সিপাহী★★★
ⓑ ল্যান্স নায়েক
ⓒ হাবিলদার
ⓓ ক্যাপ্টেন
94.বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যু বরণ করেন?
ⓐ ১৮এপ্রিল ১৯৭১★★★
ⓑ ১৬জুন ১৯৭১
ⓒ ১২মার্চ ১৯৭১
ⓓ ১১এপ্রিল ১৯৭১
95.বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ⓐ যুক্তরাজ্য
ⓑ পূর্ব জার্মানি★★★
ⓒ স্পেন
ⓓ গ্রিস
96. ১৯৭৫সালের ১৫আগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
ⓐ মে.জে.জিয়াউর রহমান
ⓑ মে.জে.এইচএম শফিউল্লাহ
ⓒ মে.জে. মঞ্জুর
ⓓ মে.জে.কে এম শফিউল্লাহ★★★
97.রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
ⓐ বিজয়স্তম্ভ
ⓑ বিজয়নিকেতন
ⓒ স্বীধানতা সোপান
ⓓ রক্ত সোপান★★★
98. ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
ⓐ রমনা পার্ক
ⓑ পল্টন ময়দান
ⓒ তৎকালীন রেসকোর্স ময়দান★★★
ⓓ ঢাকা
99.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ⓐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান★★★
ⓑ জেনারেল এম.এ.জি. ওসমানী
ⓒ কর্ণেল শফিউল্লাহ
ⓓ মেজর জিয়াউর রহমান
100.বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ⓐ শেখ মুজিবুর রহমান
ⓑ জেনারেল আঃ গনি ওসমানী★★★
ⓒ তাজউদ্দীন আহমেদ
ⓓ ক্যাপ্টেন মনসুর আলী
_________________________________________
101.গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
ⓐ ১০জানুয়ারি, ১৯৭৩
ⓑ ১৬ডিসেম্বর, ১৯৭২★★★
ⓒ ৪নভেম্বর, ১৯৭২
ⓓ ১১অক্টোবর, ১৯৭২
102.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স-
ⓐ ৩০বছর
ⓑ ৩৫বছর★★★
ⓒ ৪০বছর
ⓓ ৪৫বছর
103.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
ⓐ ৩বছর
ⓑ ৪বছর
ⓒ ৫বছর★★★
ⓓ ৬বছর
104.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
ⓐ ধারা ২৬
ⓑ ধারা ২৭★★★
ⓒ ধারা ২৮
ⓓ ধারা ২৯
105.সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কমিশনের গঠনের উল্লেখ আছে?
ⓐ ১৩০
ⓑ ১৩১
ⓒ ১৩৭★★★
ⓓ ১৪০
106.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত?
ⓐ ৬(১)
ⓑ ৬(২)★★★
ⓒ ৭
ⓓ ৮
107.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর?
ⓐ ২৫বছর★★★
ⓑ ৩০বছর
ⓒ ৩৫বছর
ⓓ ৪০বছর
108.কোরামের জন্য জাতীয় সংসদে কত জন সদস্যের উপস্থিতি প্রয়োজন?
ⓐ ৫০
ⓑ ৬০★★★
ⓒ ৭০
ⓓ ৮০
109.তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
ⓐ ১২তম
ⓑ ১৩তম
ⓒ ১৪তম
ⓓ ১৫তম★★★
110.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
ⓐ ৭মার্চ, ১৯৭৩★★★
ⓑ ৫মার্চ, ১৯৭৩
ⓒ ৬এপ্রিল, ১৯৭৩
ⓓ ১১এপ্রিল, ১৯৭৩
111.মাত্র ১টি সংসদীয় আসন-
ⓐ লক্ষীপুর জেলায়
ⓑ মেহেরপুর জেলায়
ⓒ ঝালকাঠী জেলায়
ⓓ রাঙামাটি জেলায়★★★
112.Who is the architecture to the Parliament building of Bangladesh?
ⓐ John Homes
ⓑ Louis Kahn★★★
ⓒ Frank Loyed Wright
ⓓ Shomen Saha
113.জাতীয় সংসদে 'কাস্টিং' ভোট কি?
ⓐ সংসদ নেতার ভোট
ⓑ হুইপারের ভোট
ⓒ স্পীকারের ভোট★★★
ⓓ রাষ্ট্রপতির ভোট
114.বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
ⓐ এক কক্ষ★★★
ⓑ দুই বা দ্বিকক্ষ
ⓒ তিন কক্ষ
ⓓ বহুকক্ষ বিশিষ্ট
115.বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত?
ⓐ ২৬
ⓑ ২৭★★★
ⓒ ২৮
ⓓ ২৯
116.বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন?
ⓐ ১১★★★
ⓑ ২১
ⓒ ৯
ⓓ ১৫
117.প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে পারেন?
ⓐ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
ⓑ প্রধান বিচারপতি নিয়োগ★★★
ⓒ অডিটর জেনারেল নিয়োগ
ⓓ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান
118.বাংলাদেশে বর্তমান কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
ⓐ ৩★★★
ⓑ ৪
ⓒ ৫
ⓓ ৬
119.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
১৯৭২সালে
১৯৭৩সালে
১৯৭৪সালে★★★
১৯৭৭সালে
120.বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?
১৯৯৮সালে★★★
১৯৯৯সালে
২০০০সালে
১৯৯৭সালে
121.বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট/কেন্দ্র কোথায় অবস্থিত?
ⓐ ফরিদপুর★★★
ⓑ চাঁদপুর
ⓒ চট্টগ্রাম
ⓓ নারায়ণগঞ্জ
122.বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি?
ⓐ ব্রহ্মপুত্র★★★
ⓑ পদ্মা
ⓒ মেঘনা
ⓓ যমুনা
123.যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
ⓐ পদ্মা★★★
ⓑ বঙ্গোপসাগর
ⓒ ব্রহ্মপুত্র
ⓓ মেঘনা
124.বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি?
ⓐ যমুনা
ⓑ ব্রহ্মপুত্র
ⓒ পদ্মা
ⓓ মেঘনা★★★
125.কীসের স্রোতে নদীখাতে গভীর হয়?
ⓐ সমুদ্রস্রোত
ⓑ বানের স্রোত
ⓒ নদীস্রোত
ⓓ জোয়ার-ভাটার স্রোত★★★
126.বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
ⓐ ভৈরব
ⓑ চাঁদপুর
ⓒ দেওয়ানগঞ্জ
ⓓ আজমিরীগঞ্জ★★★
127.বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ⓐ রাজশাহী
ⓑ পাবনা
ⓒ বগুড়া★★★
ⓓ সিরাজগঞ্জ
128.পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ⓐ চাঁদপুর
ⓑ বাহাদুরপুর
ⓒ গোয়ালন্দ★★★
ⓓ ভোলা
129.বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে-
ⓐ গোয়ালন্দ★★★
ⓑ বাহাদুরপুর
ⓒ ভৈরববাজার
ⓓ নারায়ণগঞ্জ
130.পুনর্ভবা, নাগর ও টাঙন কোন নদীর উপনদী?
ⓐ মহানন্দা★★★
ⓑ ভৈরব
ⓒ কুমার
ⓓ বরাল
131.ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ⓐ শীতলক্ষা
ⓑ বুড়িগঙ্গা★★★
ⓒ ধরলা
ⓓ বংশী
132.ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ⓐ ত্রিপুরা পাহাড়
ⓑ কৈলাস শৃঙ্গ★★★
ⓒ সিকিম অঞ্চল
ⓓ মিজোরাম পাহাড়
133.টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ⓐ পদ্মা
ⓑ যমুনা
ⓒ নাফ★★★
ⓓ কর্ণফুলী
134.সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ⓐ আড়িয়াল খাঁ
ⓑ সুরমা★★★
ⓒ চন্দনা
ⓓ রূপসা
135.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
ⓐ গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
ⓑ তিস্তা সেচ প্রকল্প★★★
ⓒ কাপ্তাই সেচ প্রকল্প
ⓓ ফেনী সেচ প্রকল্প
136.বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
ⓐ তাজিংডং
ⓑ গারো★★★
ⓒ কেওক্রাডং
ⓓ জয়ন্তিয়া
137.দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
ⓐ নাফ
ⓑ তেঁতুলিয়া
ⓒ আড়িয়াল খাঁ
ⓓ হাড়িয়াভাঙা★★★
138.পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
ⓐ নিঝুম দ্বীপ
ⓑ সন্দ্বীপ
ⓒ দক্ষিণ তালপট্টি★★★
ⓓ কুতুবদিয়া
139.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ⓐ সেন্টমার্টিন
ⓑ মহেশখালী★★★
ⓒ ছেঁড়াদ্বীপ
ⓓ নিঝুম দ্বীপ
140.দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
ⓐ কুতুবদিয়া
ⓑ সোনাদিয়া
ⓒ বান্দরবান
ⓓ পূর্বাশা দ্বীপ★★★
141.সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
ⓐ ৮★★★
ⓑ ১০
ⓒ ১২
ⓓ ১৪
142.বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
ⓐ ভোলা
ⓑ নোয়াখালি
ⓒ চট্টগ্রাম
ⓓ কক্সবাজার★★★
143.বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
ⓐ পারাইল
ⓑ টাঙ্গুয়ার হাওড়
ⓒ চলন বিল
ⓓ হাকালুকি★★★
144.'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত?
ⓐ কক্সবাজার★★★
ⓑ খাগড়াছড়ি
ⓒ রাঙামাটি
ⓓ কাপ্তাই
145.'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত?
ⓐ রাঙামাটি★★★
ⓑ বান্দরবান
ⓒ মৌলভীবাজার
ⓓ সিলেট
146.প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম-?
ⓐ মালদ্বীপ
ⓑ হাতিয়া
ⓒ বরিশাল★★★
ⓓ সন্দ্বীপ
147.বাংলাদেশের কোন অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়?
ⓐ চট্টগ্রাম
ⓑ সিলেট★★★
ⓒ ঢাকা
ⓓ খুলনা
148.সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
ⓐ টেকনাফ
ⓑ কক্সবাজার
ⓒ পটুয়াখালী★★★
ⓓ খুলনা
149.বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
ⓐ ফার্নেস অয়েল
ⓑ কয়লা
ⓒ প্রাকৃতিক গ্যাস★★★
ⓓ ডিজেল
150.আলুর একটি জাত-
ⓐ ডায়মান্ড★★★
ⓑ রূপালী
ⓒ ড্রামহেড
ⓓ ব্রিশাইল
151.বাংলাদেশে সবচেয়ে উৎপাদিত হয়-
ⓐ আউশ ধান
ⓑ আমন ধান
ⓒ বোরো ধান★★★
ⓓ ইরি ধান
152.বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-
ⓐ সিলেটের মালনিছড়ায়★★★
ⓑ সিলেটের তামাবিলে
ⓒ খাগড়াছড়িতে
ⓓ সিলেটের জাফনায়
153.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
ⓐ নাইট্রোজেন গ্যাস
ⓑ মিথেন গ্যাস★★★
ⓒ হাইড্রোজেন গ্যাস
ⓓ কার্বন মনোঅক্সাইড
154.প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
ⓐ BARI
ⓑ BRRI
ⓒ BADC★★★
ⓓ BINA
155.বর্ণালী ও শুভ্র কী?
ⓐ উন্নত জাতের ভুট্টা★★★
ⓑ উন্নত জাতের তামাক
ⓒ উন্নত জাতের ধান
ⓓ উন্নত জাতের বেগুন
156.বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ⓐ দিনাজপুর
ⓑ গোপালপুর
ⓒ পাকশী
ⓓ ঈশ্বরদী★★★
157.বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
ⓐ দিনাজপুর
ⓑ রংপুর
ⓒ ঈশ্বরদী★★★
ⓓ যশোর
158.খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
ⓐ চাপালিশ
ⓑ কেওড়া
ⓒ গেওয়া
ⓓ সুন্দরী★★★
159.বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ⓐ সিলেট
ⓑ ভাওয়াল ও মধুপুর★★★
ⓒ পার্বত্য চট্টগ্রাম
ⓓ খুলনা, বরিশাল ও পটুয়াখালী
160.সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে পড়েছে?
ⓐ ৫০%
ⓑ ৫৮%
ⓒ ৬২%★★★
ⓓ ৬৬%
161.ম্যানগ্রোভ কী?
ⓐ কেওড়া বন
ⓑ শালবন
ⓒ উপকূলীয় বন★★★
ⓓ চিরহরিৎ বন
162.সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-
ⓐ পাগ-মার্ক★★★
ⓑ ফুট মার্ক
ⓒ GIS
ⓓ কোয়ার্ডবেট
163.বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
ⓐ কয়লা
ⓑ চুনাপাথর
ⓒ সাদামাটি
ⓓ গ্যাস★★★
164.বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে-
ⓐ রাণীগঞ্জ
ⓑ বিজয়পুর★★★
ⓒ টেকেরহাট
ⓓ বাগালীবাজার
165.দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কীসের খনি প্রকল্পের কাজ চলছে?
ⓐ কঠিন শিলা
ⓑ কয়লা★★★
ⓒ চুনাপাথর
ⓓ সাদামাটি
166.বাংলাদেশের প্রথম 'ইপিজেড' কোথায় স্থাপিত হয়?
ⓐ সাভার
ⓑ চট্টগ্রাম★★★
ⓒ মংলা
ⓓ ঈশ্বরদী
167.বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
ⓐ নারায়ণগঞ্জ
ⓑ কক্সবাজার
ⓒ চট্টগ্রাম
ⓓ খুলনা★★★
168.খুলনা নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার হয়-
ⓐ সেগুন কাঠ
ⓑ সুন্দরী কাঠ★★★
ⓒ গেওয়া কাঠ
ⓓ বাঁশ
169.কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত?
ⓐ রাজশাহী
ⓑ ফরিদপুর
ⓒ রংপুর
ⓓ যশোর★★★
170.বাংলাদেশে কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
১৯৫৫
১৯৫৭★★★
১৯৬৭
১৯৭২
171.দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় হচ্ছে?
ⓐ গজারিয়া★★★
ⓑ গাজীপুর
ⓒ সাভার
ⓓ ভালুকা
172.বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
ⓐ খনিজ তেল
ⓑ প্রাকৃতিক গ্যাস
ⓒ খরস্রোতা নদী
ⓓ সবকটি★★★
173.জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নামি কী?
ⓐ অ্যামোনিয়া
ⓑ টিএসপি
ⓒ ইউরিয়া★★★
ⓓ সুপার ফসফেট
174.বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?
ⓐ সিরাজগঞ্জ★★★
ⓑ দিনাজপুর
ⓒ বরিশাল
ⓓ ফরিদপুর
175.বাংলাদেশে কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
ⓐ রাজশাহী
ⓑ চট্টগ্রাম
ⓒ সিলেট
ⓓ সাভার★★★
176.বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
ⓐ ১৮
ⓑ ২০
ⓒ ২৩★★★
ⓓ ২৫
177.বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
ⓐ ঢাকায়
ⓑ খুলনায়
ⓒ নারায়ণঞ্জে
ⓓ চাঁদপুরে★★★
178.বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
ⓐ পঞ্চাশ দশক
ⓑ ষাট দশক
ⓒ সত্তর দশক
ⓓ আশি দশক★★★
179.নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত?
ⓐ পাট
ⓑ ধান
ⓒ চিনি
ⓓ চিংড়ি★★★
180.বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা কত?
ⓐ ৬টি
ⓑ ৮টি★★★
ⓒ ১০টি
ⓓ ১২টি
181. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
ⓐ অর্থমন্ত্রী
ⓑ প্রধানমন্ত্রী★★★
ⓒ পরিকল্পনা মন্ত্রী
ⓓ স্পিকার
182.মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে চালু হয়?
ⓐ ১জুলাই, ১৯৯১★★★
ⓑ ১জুলাই, ১৯৯৩
ⓒ ১জুলাই, ১৯৯৫
ⓓ ১জুলাই, ১৯৯৬
183.বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?
ⓐ সাভার
ⓑ চট্টগ্রাম★★★
ⓒ মংলা
ⓓ ঈশ্বরদী
184.বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
ⓐ চা
ⓑ পাটজাত দ্রব্য
ⓒ পোশাক★★★
ⓓ চিংড়ি
185.স্বাধীন বাংলাদেশ ১০০টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
ⓐ ১৬মার্চ ১৯৭২
ⓑ ১৬ডিসেম্বর ১৯৭২
ⓒ ৪মার্চ ১৯৭২★★★
ⓓ ৪জানুয়ারি ১৯৭৩
186.অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
ⓐ চট্টগ্রাম
ⓑ ঢাকা★★★
ⓒ মংলা
ⓓ খুলনা
187.বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
ⓐ ১৬ডিসেম্বর
ⓑ ২৬মার্চ★★★
ⓒ ২১ফেব্রুয়ারি
ⓓ ৭মার্চ
188.'কান্তজীর মন্দির' কোন জেলায় অবস্থিত?
ⓐ জয়পুরহাট
ⓑ কুমিল্লা
ⓒ রাঙামাটি
ⓓ দিনাজপুর★★★
189.বাংলাদেশে সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ⓐ কুসুম্বা মসজিদ
ⓑ বড় সোনা মসজিদ
ⓒ ষাট গম্বুজ মসজিদ★★★
ⓓ সাত গম্বুজ মসজিদ
190.বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
ⓐ ৮০টি
ⓑ ৮১টি★★★
ⓒ ৬০টি
ⓓ ৬৪টি
191.ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে?
ⓐ শাহ সুজা
ⓑ শায়েস্তা খান★★★
ⓒ মীর জুমলা
ⓓ সুবেদার ইসলাম খান
192.লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম-
ⓐ পরিবিবি
ⓑ ইরান দুখত★★★
ⓒ জাহানারা
ⓓ মরিয়ম
193.বিখ্যাত সাধক শাহ্ সুলতান বলখির মাজার অবস্থিত-
ⓐ মহাস্থানগড়★★★
ⓑ শাহজাদপুর
ⓒ নেত্রকোনা
ⓓ রামপাল
194.ঢাকার বিখ্যাত 'তারা মসজিদ' তৈরি করেন-
ⓐ শায়েস্তা খান
ⓑ নওয়াব সলিমুল্লাহ
ⓒ মির্জা আহমেদ জান★★★
ⓓ খান সাহেব আবুল হাসনাত
195.'সাবাস বাংলাদেশে' ভাস্কর্যটির শিল্পি বা ভাস্কর কে?
ⓐ হামিদুজ্জামান
ⓑ নিতুন কুন্ডু★★★
ⓒ মৃণাল হক
ⓓ শামীম শিকদার
196.Who was the designer of Central Shahid Minar of Bangladesh?
ⓐ Shamim Sikhdar
ⓑ Hamidur Rahman★★★
ⓒ Jainul Abedin
ⓓ Kamrul Hasan
197.অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
ⓐ ১৬ডিসেম্বর, ১৯৭৯★★★
ⓑ ২৬ডিসেম্বর, ১৯৭৯
ⓒ ১জানুয়ারি, ১৯৮০
ⓓ ২১ফেব্রুয়ারি, ১৯৮০
198.জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ⓐ হামিদুর রহমান
ⓑ তানভীর কবির
ⓒ মঈনুল হোসেন★★★
ⓓ মাযহারুল ইসলাম
199.'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ⓐ টিএসসি মোড়ে
ⓑ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ⓒ রেসকোর্স ময়দানে
ⓓ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে★★★
200.বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
১৯৭২সালে
১৯৭৩সালে
১৯৭৪সালে★★★
১৯৭৭সালে

201.বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতিরা মুসলমান?
ⓐ রাখাইন
ⓑ মারমা
ⓒ পাঙন★★★
ⓓ খিয়াং
202.হাজংদের অধিবাস কোথায়?
ⓐ ময়মনসিংহ ও নেত্রকোনা★★★
ⓑ কক্সবাজার ও রামু
ⓒ রংপুর ও দিনাজপুর
ⓓ সিলেট ও মণিপুর
203.খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
ⓐ বারাং
ⓑ পাড়া
ⓒ পুঞ্জি★★★
ⓓ মৌজা
204.কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
ⓐ মারমা★★★
ⓑ খাসিয়া
ⓒ গারো
ⓓ কোনটিই নয়
205.'সব কটি জানালা খুলে দাও না'-এর গীতিকার কে?
ⓐ মরহুম আলতাফ মাহমুদ
ⓑ মরহুম নজরুল ইসলাম বাবু★★★
ⓒ ড.মনিরুজ্জামান
ⓓ মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
206.'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি' গানের রচয়িতা কে?
ⓐ আব্দুল গাফফার চৌধুরী★★★
ⓑ আলতাফ মাহমুদ
ⓒ আব্দুল লতিফ
ⓓ আব্দুল হালিম
207.'ভাওয়াইয়া' কোন অঞ্চলের লোকসঙ্গীত?
ⓐ রাজশাহী
ⓑ রংপুর★★★
ⓒ কুষ্টিয়া
ⓓ ময়মনসিংহ
208.বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
ⓐ রাঙামাটি
ⓑ রংপুর
ⓒ কুমিল্লা
ⓓ সিলেট★★★
209.'মনপুরা ৭০' কী?
ⓐ একটি উপজেলা
ⓑ একটি নদী বন্দর
ⓒ একটি উপন্যাস
ⓓ একটি চিত্র শিল্প★★★
210.বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
ⓐ বিষ্ণু দে★★★
ⓑ শামসুর রাহমান
ⓒ পেমেন্দ্র মিত্র
ⓓ শঙ্খ ঘোষ
211.বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকর কে?
ⓐ জয়নুল আবেদীন
ⓑ কামরুল হাসান★★★
ⓒ এসএম সুলতান
ⓓ রফিকুন্নবী
212.বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
১৯৯১
১৯৮০★★★
১৯৮১
১৯৮২
213.'সূর্যদীঘল বাড়ী' চলচ্চিত্রের পরিচালক কে?
ⓐ শেখ নিয়ামত শাকের★★★
ⓑ জহির রায়হান
ⓒ সুভাষ দত্ত
ⓓ খান আতা
214.বাংলা দীতি কবিতায় ভোরে পাখি কে?
ⓐ বিহারীলাল চক্রবর্তী★★★
ⓑ সত্যেন্দ্রনাথ দত্ত
ⓒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ⓓ যতীন্দ্রমোহন বাগচি
215.রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
ⓐ ভানুসিংহ★★★
ⓑ টেকচাঁদ ঠাকুর
ⓒ বনফুল
ⓓ মুকুন্দরাম
216.কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
ⓐ প্রমথ চৌধুরী★★★
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ আমীয় চক্রবর্তী
ⓓ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
217.বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ⓐ বসন্তকুমারী★★★
ⓑ নীল দর্পণ
ⓒ কৃষ্ণকুমারী
ⓓ কীর্তিবিলাস
218.গম্বীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
ⓐ পার্বত্য চট্টগ্রাম
ⓑ সিলেট
ⓒ চাঁপাইনবাবগঞ্জ★★★
ⓓ রংপুর
219.বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ⓐ ময়নামতি
ⓑ সোনারগাঁও★★★
ⓒ ঢাকা
ⓓ পাহাড়পুর
220.কুমিল্লা বার্ড(BARD) এর প্রতিষ্ঠাতা কে?
ⓐ মোহাম্মদ আইয়ুব খান
ⓑ আখতার হামিদ খান★★★
ⓒ আব্দুল হামিদ খান ভাসানী
ⓓ এ কে ফজলুল হক
221.বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৫৫খ্রি.★★★
১৩৫৫বঙ্গাব্দ
১৯৫২খ্রি.
১৩৫২বঙ্গাব্দ
222.'আলোকিত মানুষ' তৈরির কর্মসূচি কোন সংগঠনের?
ⓐ ব্র্যাক
ⓑ এশিয়াটিক সোসাইটি
ⓒ বিশ্বসাহিত্য কেন্দ্র★★★
ⓓ গ্রামীণ ব্যাংক
223.বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে?
১৯৭২সালে
১৯৭৩সালে★★★
১৯৭৫সালে
১৯৯৭সালে
224.বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
ⓐ প্রফেসরস আব্দুল হাই
ⓑ ড.মাযহারুল ইসলাম★★★
ⓒ কাজী মোতাহার হোসেন
ⓓ ড. এনামুল হক
225.বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
ⓐ বর্ধমান হাউজ★★★
ⓑ বাংলা ভবন
ⓒ আহসান মঞ্জিল
ⓓ চামেলি হাউজ
226.বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
ⓐ টঙ্গি
ⓑ কোনাবাড়ি★★★
ⓒ যশোর
ⓓ গাজীপুর
227.জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?
ⓐ বি.এস. সিদ্দিকী
ⓑ খাজা ওয়াসিউদ্দিন
ⓒ হুমায়ুন রশীদ চৌধুরি★★★
ⓓ শমসের মবিন চৌধুরি
228.বাংলাদেশ বিশ্ববাণিজ্য সংস্থার(WTO) সদস্যপদ লাভ করে?
১৯৯১সালে
১৯৯৪সালে
১৯৯২সালে
১৯৯৫সালে★★★
229.বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
১৯৭২সালে★★★
১৯৭৩সালে
১০৭৪সালে
১৯৭৫সালে
230.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ⓐ ১৩৬তম★★★
ⓑ ১৩৭তম
ⓒ ১৩৮তম
ⓓ ১৩৯তম  

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন