বাংলাদেশ বিষয়াবলি
1.বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ⓐ দিনাজপুর
ⓑ ঠাকুরগাঁও
ⓒ লালমনিরহাট
ⓓ পঞ্চগড়★★★
2.বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
ⓐ সেন্টমার্টিন★★★
ⓑ লালপুর
ⓒ হিলি
ⓓ লালমোহন
3.ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে?
ⓐ ১৫টি
ⓑ ১৩টি★★★
ⓒ ১৪টি
ⓓ ১৮টি
4.ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নাই?
ⓐ আসাম
ⓑ ত্রিপুরা
ⓒ মিজোরাম
ⓓ নাগাল্যান্ড★★★
5.বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
ⓐ ৫১৩৮ কি.মি
ⓑ ৪৩৭১ কি.মি
ⓒ ৪১৫৬ কি.মি★★★
ⓓ ৩৯৭৮ কি.মি
6.উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমানা কত?
ⓐ ২৫০নটিকেল মাইল
ⓑ ২০০নটিকেল মাইল★★★
ⓒ ২২৫নটিকেল মাইল
ⓓ ২১২নটিকেল মাইল
7.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
ⓐ বান্দরবান★★★
ⓑ চাঁপাইনবাবগঞ্জ
ⓒ পঞ্চগড়
ⓓ দিনাজপুর
8.পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
ⓐ ৩টি★★★
ⓑ ৫টি
ⓒ ৭টি
ⓓ ৯টি
9.বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের-
ⓐ নেপাল, ভুটান
ⓑ পশ্চিমবঙ্গ,মেঘালয়, আসাম★★★
ⓒ পশ্চিমবঙ্গ, আসাম
ⓓ পশ্চিমবঙ্গ, কুচবিহার
10.তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?
ⓐ দিনাজপুর
ⓑ পঞ্চগড়★★★
ⓒ জয়পুরহাট
ⓓ রাঙামাটি
11.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
ⓐ ২৮টি
ⓑ ৩০টি★★★
ⓒ ৩১টি
ⓓ ৩৫টি
12.মায়ানমারের সাথে বাংলাদেশের ক'টি জেলার সীমান্ত রয়েছে?
ⓐ ২টি
ⓑ ৩টি★★★
ⓒ ৪টি
ⓓ ৫টি
13.ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
ⓐ ১৬২টি
ⓑ ১১১টি★★★
ⓒ ৫১টি
ⓓ ১০১টি
14.গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
ⓐ ৬★★★
ⓑ ৫:৩০
ⓒ ৬:৩০
ⓓ ৫
15. SPARRSO কোন মন্ত্রণায়ের অধীনে?
ⓐ শিল্প
ⓑ শিক্ষা
ⓒ পরিবেশ
ⓓ প্রতিরক্ষা★★★
16.গ্রিনহাউজ ইফেক্টের পরিণতিকে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?
ⓐ উত্তাপ অনেক বেড়ে যাবে
ⓑ নিম্নভূমি নিমজ্জিত হবে★★★
ⓒ সাইক্লোনের প্রবণতা বাড়বে
ⓓ বৃষ্টিপাত কমে যাবে
17.বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
ⓐ ব্র্যাক ব্যাংক
ⓑ ডাচ-বাংলা ব্যাংক★★★
ⓒ এবি ব্যাংক
ⓓ সোনালী ব্যাংক
18.বাংলাদেশের প্রথম রাষ্টপতির নাম কী?
ⓐ সৈয়দ নজরুল ইসলাম
ⓑ তাজউদ্দিন আহমদ
ⓒ শেখ মুজিবুর রহমান★★★
ⓓ ক্যাপটেন মনসুর আলী
19.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে?
ⓐ ৪টি★★★
ⓑ ৬টি
ⓒ ৫টি
ⓓ ২টি
20.কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ⓐ প্রথম ১০টি
ⓑ প্রথম ৪টি★★★
ⓒ প্রথম ৬টি
ⓓ প্রথম ৫টি
21.বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
ⓐ বাংলার প্রকৃতির কথা★★★
ⓑ বাংলার মানুষের কথা
ⓒ বাংলা ইতিহাসের কথা
ⓓ বাংলা সংস্কৃতির কথা
22.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ⓐ কামরুল হাসান★★★
ⓑ জয়নুল আবেদীন
ⓒ হাশেম খান
ⓓ হামিদুর রহমান
23.কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?
ⓐ ১৭ই জানুয়ারি, ১৯৭২★★★
ⓑ ১৬ডিসেম্বর, ১৯৭১
ⓒ ২৬শে মার্চ, ১৯৭১
ⓓ ১৭ই এপ্রিল, ১৯৭১
24.শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ⓐ বিয়াম
ⓑ নায়েম★★★
ⓒ টিটিসি
ⓓ ইউজিসি
25.উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ⓐ ড. রমেশচন্দ্র মজুমদার
ⓑ ড.মাহমুদ হাসান
ⓒ সৈয়দ মোয়াজ্জেম হাসান
ⓓ স্যার এ এফ রহমান★★★
26.রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
ⓐ ১৯৫২সালে
ⓑ ১৯৫৩সালে★★★
ⓒ ১৯৬৭সালে
ⓓ ১৯৬৮সালে
27.কৃষি বিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
ⓐ ড. এস ডি চৌধুরী
ⓑ ড. কাজী ফজলুর রহিম
ⓒ ড.ওসমান গণি★★★
ⓓ অধ্যাপক মোসলেহ উদ্দিন
28. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা-
ⓐ রাজশাহী
ⓑ দিনাজপুর
ⓒ খুলনা
ⓓ চট্টগ্রাম★★★
29.বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
ⓐ ময়নামতি
ⓑ পাহাড়পুর
ⓒ মহাস্থানগড়★★★
ⓓ সোনারগাঁ
30.বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল গোষ্ঠীর অন্তর্ভূক্ত?
ⓐ দ্রাবিড়
ⓑ নেগ্রিট
ⓒ ভোটচীন
ⓓ অস্ট্রিক★★★
31.প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত?
ⓐ ময়নামতি
ⓑ বিক্রমপুর
ⓒ মহাস্থানগড়★★★
ⓓ পাহাড়পুর
32.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
ⓐ পুন্ড্র★★★
ⓑ তাম্রলিপ্ত
ⓒ গৌড়
ⓓ হরিকেল
33.বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ⓐ সমতট
ⓑ পুন্ড্র
ⓒ বঙ্গ★★★
ⓓ হরিকেল
34.পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
ⓐ রামপাল
ⓑ ধর্মপাল★★★
ⓒ চন্দ্রপাল
ⓓ আদিশূর
35.রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত-
ⓐ সমভূমি
ⓑ বরেন্দ্রভূমি★★★
ⓒ উত্তরবঙ্গ
ⓓ মহাস্থানগড়
36.প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ⓐ কুষ্টিয়া
ⓑ বগুড়া
ⓒ কুমিল্লা
ⓓ চাঁপাইনবাবগঞ্জ★★★
37.বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
ⓐ আলী মর্দান খিলজি
ⓑ তুঘরিল খান
ⓒ সামছুদ্দিন ফিরোজ
ⓓ বখতিয়ার খিলজি★★★
38.বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
ⓐ ১২১২
ⓑ ১২০০
ⓒ ১২০৪★★★
ⓓ ১২১১
39.নিচে মরক্কোর কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ⓐ ফা-হিয়েন
ⓑ ইবনে বতুতা★★★
ⓒ মার্কো পোলো
ⓓ হিউয়েন সাং
40.সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী?
ⓐ সোনারগাঁও
ⓑ জাহাঙ্গীরনগর
ⓒ ঢাকা
ⓓ গৌড়★★★
41.গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ⓐ হোসেন শাহ★★★
ⓑ ফখরুদ্দিন মোাবরক শাহ
ⓒ শায়েস্তা খাঁ
ⓓ ঈশা খাঁ
42. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
ⓐ গিয়াসউদ্দীন আযম শাহ★★★
ⓑ আলাউদ্দীন হুসেন শাহ
ⓒ ফখরুদ্দীন মোবারক শাহ
ⓓ ইলিয়াস শাহ
43.নিম্নের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
ⓐ আকবর
ⓑ বাবর★★★
ⓒ শাহজাহান
ⓓ হুমায়ুন
44.বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
ⓐ নবাব সিরাজউদ্দৌলা
ⓑ মুর্শিদ কুলী খান★★★
ⓒ ইলিয়াস শাহ
ⓓ আলাউদ্দিন হুসেন শাহ
45.ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?
ⓐ ইসলাম খাঁ★★★
ⓑ ইব্রাহীম খাঁ
ⓒ শায়েস্তা খান
ⓓ মীর জুমলা
46.ঢাকা কখন বাংলার রাজধানী হয়েছিল?
ⓐ ১২৫৫সালে
ⓑ ১৬১০সালে★★★
ⓒ ১৯০৫সালে
ⓓ ১৯৪৭সালে
47.ঢাকার 'দোলাই খাল' কে খনন করেন?
ⓐ পরিবিবি
ⓑ ইসলাম খান
ⓒ শায়েস্তা খান
ⓓ ঈশা খান
48.কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
ⓐ ইসলাম খান
ⓑ রাজ মানসিংহ
ⓒ মীর জুমলা
ⓓ শায়েস্তা খান★★★
49.ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত-
ⓐ চকবাজারে★★★
ⓑ সদরঘাটে
ⓒ লালবাগ
ⓓ ইসলামপুর
50.বিবি পরী কে ছিলেন?
ⓐ আওরঙ্গজেবের কন্যা
ⓑ শায়েস্তা খানের কন্যা★★★
ⓒ মুর্শিদকুলি খানের কন্যা
ⓓ আজিমুসশানের মাতা
51.কোন নগরীতে মুঘল আমলে সুবে-বাংলার রাজধানী ছিল?
ⓐ সোনারগাঁও★★★
ⓑ বঙ্গ
ⓒ গৌড়
ⓓ রাঢ়
51.কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন?
ⓐ নবাব সিরাজউদ্দৌলা
ⓑ নবাব মুর্শিদকুলি খান★★★
ⓒ সুবেদার ইসলাম খান
ⓓ নবাব শায়েস্তা খান
52.'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কোন সনে হয়েছিল?
ⓐ ১০৭৬সালে
ⓑ ১৩৭৬সালে
ⓒ ১১৭৬সালে★★★
ⓓ ১২৭৬সালে
53.বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
ⓐ ১৭০০সালে
ⓑ ১৭৬২সালে
ⓒ ১৯৬৫সালে
ⓓ ১৭৯৩সালে★★★
54.বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ⓐ লর্ড কর্নওয়ালিস★★★
ⓑ ক্লাইভ
ⓒ মেয়ার
ⓓ ওয়ারেন হেস্টিংস
55.বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন-
ⓐ ইংরেজরা
ⓑ ওলন্দাজরা
ⓒ ফরাসিরা
ⓓ পর্তুগিজরা★★★
56.ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে যে চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উরিয়েছিলেন-
ⓐ রাজা ত্রিদিব রায়
ⓑ রাজা ত্রিভুবন চাকমা
ⓒ জুম্মা খান★★★
ⓓ জোয়ান বকস খাঁ
57.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
ⓐ ১৬৯০সালে
ⓑ ১৭৬৫সালে★★★
ⓒ ১৭৯৩সালে
ⓓ ১৮২৯সালে
58.বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' এর সময় কাল-
ⓐ ১৭৭০ খ্রিস্টাব্দ★★★
ⓑ ১৭৬০ খ্রিস্টাব্দ
ⓒ ১৭৬৫ খ্রিস্টাব্দ
ⓓ ১৭৫৬ খ্রিস্টাব্দ
59.সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
ⓐ ১৮১৯সালে
ⓑ ১৮২৯সালে★★★
ⓒ ১৮৩৯সালে
ⓓ ১৮৪৯সালে
60.ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
ⓐ লর্ড কার্জন
ⓑ লর্ড মাইন্টব্যাটেন★★★
ⓒ লর্ড বেন্টিঙ্ক
ⓓ লর্ড ওয়াভেল
61.লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
ⓐ চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
ⓑ দ্বৈত শ্বাসন ব্যবস্থা
ⓒ সতীদাহ নিবারণ ব্যবস্থা
ⓓ পুলিশ ব্যবস্থা★★★
62.বাংলায় ফরায়েজি আন্দলোনের উদ্যোক্ত কে ছিলেন?
ⓐ মাওলানা কেরামত আলী
ⓑ শাহ ওলিউল্লাহ
ⓒ হাজী শরিয়ত উল্লাহ★★★
ⓓ পীর মুহসীনুদ্দিন
63.বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করে?
ⓐ সৈয়দ আমীর আলী
ⓑ নওয়াব আব্দুল লতিফ★★★
ⓒ নওয়াব স্যার সলিমুল্লাহ
ⓓ স্যার সৈয়দ আহমদ খান
64.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলন-
ⓐ লর্ড রিপন
ⓑ লর্ড কার্জন★★★
ⓒ লর্ড মিন্টো
ⓓ লর্ড হার্ডিঞ্জ
65.বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ⓐ ১৯০৫সালে
ⓑ ১৯১৬সালে
ⓒ ১৯২৩সালে
ⓓ ১৯১১সালে★★★
66. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন?
ⓐ লর্ড মিন্টো
ⓑ লর্ড চেমসফোর্ড
ⓒ লর্ড কার্জন★★★
ⓓ লর্ড মাইনব্যাটেন
67.১৯০৫সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?
ⓐ ব্যামফিল্ড ফুলার★★★
ⓑ লর্ড মিন্টো
ⓒ লর্ড কার্জন
ⓓ ওয়ারেন হেস্টিংস
68. ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
ⓐ ঢাকা
ⓑ লাহোর★★★
ⓒ দিল্লি
ⓓ চট্টগ্রাম
69.ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের-
ⓐ ফেব্রুয়ারিতে★★★
ⓑ মে মাসে
ⓒ জুলাই মাসে
ⓓ আগষ্টে
70.১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
ⓐ ধানের শীষ
ⓑ নৌকা★★★
ⓒ লাঙ্গল
ⓓ বাইসাইকেল
71.ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ⓐ বিল অব রাইটস
ⓑ ম্যাগনাকার্টা★★★
ⓒ পিটিশন অব রাইটস
ⓓ মুখ্য আইন
72.পাকিস্তানি শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
ⓐ আবুল হাসেম
ⓑ শেখ মুজিবুর রহমান
ⓒ ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ⓓ ধীরেন্দ্রনাথ দত্ত★★★
73.১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ⓐ নূরুল আমীন
ⓑ লিয়াকত আলী
ⓒ মোহাম্মদ আলী
ⓓ খাজা নাজিমুদ্দীন★★★
74.বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়?
ⓐ ১৯৫৪সালে
ⓑ ১৯৫৩সালে
ⓒ ১৯৫৬সালে★★★
ⓓ ১৯৫২সালে
75.ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ⓐ ঢাকা
ⓑ লাহোর★★★
ⓒ করাচি
ⓓ নারায়ণগঞ্জ
76.৬ দফা দাবী কোন সালে পেশ করা হয়েছিল?
ⓐ ১৯৬৫সালে
ⓑ ১৯৬৬সালে★★★
ⓒ ১৯৬৭সালে
ⓓ ১৯৬৮সালে
77.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রাভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ⓐ ৩১জানুয়ারি, ১৯৫২★★★
ⓑ ২ফেব্রুয়ারি, ১৯৫২
ⓒ ১৮ফেব্রুয়ারি, ১৯৫২
ⓓ ২০জানুয়ারি, ১৯৫২
78.মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ⓐ ক্যাপ্টেন এম মনসুর আলী
ⓑ তাজউদ্দিন আহমেদ
ⓒ এ.এইচ.এম কারুজ্জামান★★★
ⓓ খন্দকার মোস্তাক আহমেদ
79.বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
ⓐ আলমগীর কবির★★★
ⓑ খান আতাউর রহমান
ⓒ হুমায়ন আহমেদ
ⓓ সুভাষ দত্ত
80.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
ⓐ ইন্দোনেশিয়া
ⓑ মালয়েশিয়া★★★
ⓒ মালদ্বীপ
ⓓ পাকিস্তান
81.মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
ⓐ ২৬ মার্চ ১৯৭১
ⓑ ১০ এপ্রিল ১৯৭১★★★
ⓒ ৬ সেপ্টেম্বর ১৯৭১
ⓓ ১০ নভেম্বর ১৯৭১
82.আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
ⓐ ১০এপ্রিল, ১৯৭১★★★
ⓑ ১৭এপ্রিল, ১৯৭১
ⓒ ৭মার্চ, ১৯৭১
ⓓ ২৫মার্চ, ১৯৭১
83.মুজিবনগর কোথায় অবস্থিত?
ⓐ সাতক্ষীরা
ⓑ মেহেরপুর ★★★
ⓒ চুয়াডাঙ্গা
ⓓ নবাবগঞ্জ
84."লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না"। দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে ছিল?
ⓐ জেনারেল নিয়াজি
ⓑ জেনারেল টিক্কা খান★★★
ⓒ জেনারেল ইয়াহিয়া খান
ⓓ জেনারেল হামিদ খান
85.'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা-
ⓐ রফিকুল ইসলাম
ⓑ রশীদ করিম
ⓒ জেনারেল সুখওয়ান্ত সিং★★★
ⓓ কর্নেল সিদ্দিক মালিক
86.'একাত্তরের চিঠি' কোন জাতীয় রচনা?
ⓐ মুক্তিযুদ্ধের বিবরণ
ⓑ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
ⓒ ভিন্নধর্মী ডায়েরী
ⓓ মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন★★★
87.মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
ⓐ আগারগাঁও★★★
ⓑ শাহবাগ
ⓒ মগবাজার
ⓓ মতিঝিল
88.বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
ⓐ জিয়াউর রহমান
ⓑ মে.জে এইচএম এরশাদ
ⓒ মে.জে. শফিউল্লাহ
ⓓ জে.আতাউল গনি ওসমানী★★★
89.১৯৭১সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
ⓐ ৪টি
ⓑ ৭টি
ⓒ১১টি★★★
ⓓ১৪টি
90.মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ⓐ জে.আতাউল গনি ওসমানী
ⓑ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার★★★
ⓒ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ⓓ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
91.বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে 'বীর উত্তম' উপাধীতে ভূষিত করা হয়?
ⓐ ২৫৭জন
ⓑ ১৬৩জন
ⓒ ৪৪জন
ⓓ ৬৯জন★★★
92.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
ⓐ নাটোর
ⓑ চাঁপাইনবাবগঞ্জ★★★
ⓒ জয়পুরহাট
ⓓ নওগাঁ
93.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?
ⓐ সিপাহী★★★
ⓑ ল্যান্স নায়েক
ⓒ হাবিলদার
ⓓ ক্যাপ্টেন
94.বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যু বরণ করেন?
ⓐ ১৮এপ্রিল ১৯৭১★★★
ⓑ ১৬জুন ১৯৭১
ⓒ ১২মার্চ ১৯৭১
ⓓ ১১এপ্রিল ১৯৭১
95.বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ⓐ যুক্তরাজ্য
ⓑ পূর্ব জার্মানি★★★
ⓒ স্পেন
ⓓ গ্রিস
96. ১৯৭৫সালের ১৫আগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
ⓐ মে.জে.জিয়াউর রহমান
ⓑ মে.জে.এইচএম শফিউল্লাহ
ⓒ মে.জে. মঞ্জুর
ⓓ মে.জে.কে এম শফিউল্লাহ★★★
97.রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
ⓐ বিজয়স্তম্ভ
ⓑ বিজয়নিকেতন
ⓒ স্বীধানতা সোপান
ⓓ রক্ত সোপান★★★
98. ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
ⓐ রমনা পার্ক
ⓑ পল্টন ময়দান
ⓒ তৎকালীন রেসকোর্স ময়দান★★★
ⓓ ঢাকা
99.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ⓐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান★★★
ⓑ জেনারেল এম.এ.জি. ওসমানী
ⓒ কর্ণেল শফিউল্লাহ
ⓓ মেজর জিয়াউর রহমান
100.বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ⓐ শেখ মুজিবুর রহমান
ⓑ জেনারেল আঃ গনি ওসমানী★★★
ⓒ তাজউদ্দীন আহমেদ
ⓓ ক্যাপ্টেন মনসুর আলী
_________________________________________
101.গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
ⓐ ১০জানুয়ারি, ১৯৭৩
ⓑ ১৬ডিসেম্বর, ১৯৭২★★★
ⓒ ৪নভেম্বর, ১৯৭২
ⓓ ১১অক্টোবর, ১৯৭২
102.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স-
ⓐ ৩০বছর
ⓑ ৩৫বছর★★★
ⓒ ৪০বছর
ⓓ ৪৫বছর
103.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
ⓐ ৩বছর
ⓑ ৪বছর
ⓒ ৫বছর★★★
ⓓ ৬বছর
104.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
ⓐ ধারা ২৬
ⓑ ধারা ২৭★★★
ⓒ ধারা ২৮
ⓓ ধারা ২৯
105.সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কমিশনের গঠনের উল্লেখ আছে?
ⓐ ১৩০
ⓑ ১৩১
ⓒ ১৩৭★★★
ⓓ ১৪০
106.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত?
ⓐ ৬(১)
ⓑ ৬(২)★★★
ⓒ ৭
ⓓ ৮
107.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর?
ⓐ ২৫বছর★★★
ⓑ ৩০বছর
ⓒ ৩৫বছর
ⓓ ৪০বছর
108.কোরামের জন্য জাতীয় সংসদে কত জন সদস্যের উপস্থিতি প্রয়োজন?
ⓐ ৫০
ⓑ ৬০★★★
ⓒ ৭০
ⓓ ৮০
109.তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
ⓐ ১২তম
ⓑ ১৩তম
ⓒ ১৪তম
ⓓ ১৫তম★★★
110.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
ⓐ ৭মার্চ, ১৯৭৩★★★
ⓑ ৫মার্চ, ১৯৭৩
ⓒ ৬এপ্রিল, ১৯৭৩
ⓓ ১১এপ্রিল, ১৯৭৩
111.মাত্র ১টি সংসদীয় আসন-
ⓐ লক্ষীপুর জেলায়
ⓑ মেহেরপুর জেলায়
ⓒ ঝালকাঠী জেলায়
ⓓ রাঙামাটি জেলায়★★★
112.Who is the architecture to the Parliament building of Bangladesh?
ⓐ John Homes
ⓑ Louis Kahn★★★
ⓒ Frank Loyed Wright
ⓓ Shomen Saha
113.জাতীয় সংসদে 'কাস্টিং' ভোট কি?
ⓐ সংসদ নেতার ভোট
ⓑ হুইপারের ভোট
ⓒ স্পীকারের ভোট★★★
ⓓ রাষ্ট্রপতির ভোট
114.বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
ⓐ এক কক্ষ★★★
ⓑ দুই বা দ্বিকক্ষ
ⓒ তিন কক্ষ
ⓓ বহুকক্ষ বিশিষ্ট
115.বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত?
ⓐ ২৬
ⓑ ২৭★★★
ⓒ ২৮
ⓓ ২৯
116.বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন?
ⓐ ১১★★★
ⓑ ২১
ⓒ ৯
ⓓ ১৫
117.প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে পারেন?
ⓐ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
ⓑ প্রধান বিচারপতি নিয়োগ★★★
ⓒ অডিটর জেনারেল নিয়োগ
ⓓ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান
118.বাংলাদেশে বর্তমান কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
ⓐ ৩★★★
ⓑ ৪
ⓒ ৫
ⓓ ৬
119.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
ⓐ ১৯৭২সালে
ⓑ ১৯৭৩সালে
ⓒ ১৯৭৪সালে★★★
ⓓ ১৯৭৭সালে
120.বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?
ⓐ ১৯৯৮সালে★★★
ⓑ ১৯৯৯সালে
ⓒ ২০০০সালে
ⓓ ১৯৯৭সালে
121.বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট/কেন্দ্র কোথায় অবস্থিত?
ⓐ ফরিদপুর★★★
ⓑ চাঁদপুর
ⓒ চট্টগ্রাম
ⓓ নারায়ণগঞ্জ
122.বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি?
ⓐ ব্রহ্মপুত্র★★★
ⓑ পদ্মা
ⓒ মেঘনা
ⓓ যমুনা
123.যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
ⓐ পদ্মা★★★
ⓑ বঙ্গোপসাগর
ⓒ ব্রহ্মপুত্র
ⓓ মেঘনা
124.বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি?
ⓐ যমুনা
ⓑ ব্রহ্মপুত্র
ⓒ পদ্মা
ⓓ মেঘনা★★★
125.কীসের স্রোতে নদীখাতে গভীর হয়?
ⓐ সমুদ্রস্রোত
ⓑ বানের স্রোত
ⓒ নদীস্রোত
ⓓ জোয়ার-ভাটার স্রোত★★★
126.বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
ⓐ ভৈরব
ⓑ চাঁদপুর
ⓒ দেওয়ানগঞ্জ
ⓓ আজমিরীগঞ্জ★★★
127.বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ⓐ রাজশাহী
ⓑ পাবনা
ⓒ বগুড়া★★★
ⓓ সিরাজগঞ্জ
128.পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ⓐ চাঁদপুর
ⓑ বাহাদুরপুর
ⓒ গোয়ালন্দ★★★
ⓓ ভোলা
129.বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে-
ⓐ গোয়ালন্দ★★★
ⓑ বাহাদুরপুর
ⓒ ভৈরববাজার
ⓓ নারায়ণগঞ্জ
130.পুনর্ভবা, নাগর ও টাঙন কোন নদীর উপনদী?
ⓐ মহানন্দা★★★
ⓑ ভৈরব
ⓒ কুমার
ⓓ বরাল
131.ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ⓐ শীতলক্ষা
ⓑ বুড়িগঙ্গা★★★
ⓒ ধরলা
ⓓ বংশী
132.ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ⓐ ত্রিপুরা পাহাড়
ⓑ কৈলাস শৃঙ্গ★★★
ⓒ সিকিম অঞ্চল
ⓓ মিজোরাম পাহাড়
133.টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ⓐ পদ্মা
ⓑ যমুনা
ⓒ নাফ★★★
ⓓ কর্ণফুলী
134.সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ⓐ আড়িয়াল খাঁ
ⓑ সুরমা★★★
ⓒ চন্দনা
ⓓ রূপসা
135.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
ⓐ গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
ⓑ তিস্তা সেচ প্রকল্প★★★
ⓒ কাপ্তাই সেচ প্রকল্প
ⓓ ফেনী সেচ প্রকল্প
136.বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
ⓐ তাজিংডং
ⓑ গারো★★★
ⓒ কেওক্রাডং
ⓓ জয়ন্তিয়া
137.দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
ⓐ নাফ
ⓑ তেঁতুলিয়া
ⓒ আড়িয়াল খাঁ
ⓓ হাড়িয়াভাঙা★★★
138.পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
ⓐ নিঝুম দ্বীপ
ⓑ সন্দ্বীপ
ⓒ দক্ষিণ তালপট্টি★★★
ⓓ কুতুবদিয়া
139.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ⓐ সেন্টমার্টিন
ⓑ মহেশখালী★★★
ⓒ ছেঁড়াদ্বীপ
ⓓ নিঝুম দ্বীপ
140.দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
ⓐ কুতুবদিয়া
ⓑ সোনাদিয়া
ⓒ বান্দরবান
ⓓ পূর্বাশা দ্বীপ★★★
141.সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
ⓐ ৮★★★
ⓑ ১০
ⓒ ১২
ⓓ ১৪
142.বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
ⓐ ভোলা
ⓑ নোয়াখালি
ⓒ চট্টগ্রাম
ⓓ কক্সবাজার★★★
143.বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
ⓐ পারাইল
ⓑ টাঙ্গুয়ার হাওড়
ⓒ চলন বিল
ⓓ হাকালুকি★★★
144.'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত?
ⓐ কক্সবাজার★★★
ⓑ খাগড়াছড়ি
ⓒ রাঙামাটি
ⓓ কাপ্তাই
145.'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত?
ⓐ রাঙামাটি★★★
ⓑ বান্দরবান
ⓒ মৌলভীবাজার
ⓓ সিলেট
146.প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম-?
ⓐ মালদ্বীপ
ⓑ হাতিয়া
ⓒ বরিশাল★★★
ⓓ সন্দ্বীপ
147.বাংলাদেশের কোন অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়?
ⓐ চট্টগ্রাম
ⓑ সিলেট★★★
ⓒ ঢাকা
ⓓ খুলনা
148.সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
ⓐ টেকনাফ
ⓑ কক্সবাজার
ⓒ পটুয়াখালী★★★
ⓓ খুলনা
149.বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
ⓐ ফার্নেস অয়েল
ⓑ কয়লা
ⓒ প্রাকৃতিক গ্যাস★★★
ⓓ ডিজেল
150.আলুর একটি জাত-
ⓐ ডায়মান্ড★★★
ⓑ রূপালী
ⓒ ড্রামহেড
ⓓ ব্রিশাইল
151.বাংলাদেশে সবচেয়ে উৎপাদিত হয়-
ⓐ আউশ ধান
ⓑ আমন ধান
ⓒ বোরো ধান★★★
ⓓ ইরি ধান
152.বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-
ⓐ সিলেটের মালনিছড়ায়★★★
ⓑ সিলেটের তামাবিলে
ⓒ খাগড়াছড়িতে
ⓓ সিলেটের জাফনায়
153.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
ⓐ নাইট্রোজেন গ্যাস
ⓑ মিথেন গ্যাস★★★
ⓒ হাইড্রোজেন গ্যাস
ⓓ কার্বন মনোঅক্সাইড
154.প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
ⓐ BARI
ⓑ BRRI
ⓒ BADC★★★
ⓓ BINA
155.বর্ণালী ও শুভ্র কী?
ⓐ উন্নত জাতের ভুট্টা★★★
ⓑ উন্নত জাতের তামাক
ⓒ উন্নত জাতের ধান
ⓓ উন্নত জাতের বেগুন
156.বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ⓐ দিনাজপুর
ⓑ গোপালপুর
ⓒ পাকশী
ⓓ ঈশ্বরদী★★★
157.বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
ⓐ দিনাজপুর
ⓑ রংপুর
ⓒ ঈশ্বরদী★★★
ⓓ যশোর
158.খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
ⓐ চাপালিশ
ⓑ কেওড়া
ⓒ গেওয়া
ⓓ সুন্দরী★★★
159.বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ⓐ সিলেট
ⓑ ভাওয়াল ও মধুপুর★★★
ⓒ পার্বত্য চট্টগ্রাম
ⓓ খুলনা, বরিশাল ও পটুয়াখালী
160.সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে পড়েছে?
ⓐ ৫০%
ⓑ ৫৮%
ⓒ ৬২%★★★
ⓓ ৬৬%
161.ম্যানগ্রোভ কী?
ⓐ কেওড়া বন
ⓑ শালবন
ⓒ উপকূলীয় বন★★★
ⓓ চিরহরিৎ বন
162.সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-
ⓐ পাগ-মার্ক★★★
ⓑ ফুট মার্ক
ⓒ GIS
ⓓ কোয়ার্ডবেট
163.বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
ⓐ কয়লা
ⓑ চুনাপাথর
ⓒ সাদামাটি
ⓓ গ্যাস★★★
164.বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে-
ⓐ রাণীগঞ্জ
ⓑ বিজয়পুর★★★
ⓒ টেকেরহাট
ⓓ বাগালীবাজার
165.দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কীসের খনি প্রকল্পের কাজ চলছে?
ⓐ কঠিন শিলা
ⓑ কয়লা★★★
ⓒ চুনাপাথর
ⓓ সাদামাটি
166.বাংলাদেশের প্রথম 'ইপিজেড' কোথায় স্থাপিত হয়?
ⓐ সাভার
ⓑ চট্টগ্রাম★★★
ⓒ মংলা
ⓓ ঈশ্বরদী
167.বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
ⓐ নারায়ণগঞ্জ
ⓑ কক্সবাজার
ⓒ চট্টগ্রাম
ⓓ খুলনা★★★
168.খুলনা নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার হয়-
ⓐ সেগুন কাঠ
ⓑ সুন্দরী কাঠ★★★
ⓒ গেওয়া কাঠ
ⓓ বাঁশ
169.কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত?
ⓐ রাজশাহী
ⓑ ফরিদপুর
ⓒ রংপুর
ⓓ যশোর★★★
170.বাংলাদেশে কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
ⓐ ১৯৫৫
ⓑ ১৯৫৭★★★
ⓒ ১৯৬৭
ⓓ ১৯৭২
171.দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় হচ্ছে?
ⓐ গজারিয়া★★★
ⓑ গাজীপুর
ⓒ সাভার
ⓓ ভালুকা
172.বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
ⓐ খনিজ তেল
ⓑ প্রাকৃতিক গ্যাস
ⓒ খরস্রোতা নদী
ⓓ সবকটি★★★
173.জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নামি কী?
ⓐ অ্যামোনিয়া
ⓑ টিএসপি
ⓒ ইউরিয়া★★★
ⓓ সুপার ফসফেট
174.বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?
ⓐ সিরাজগঞ্জ★★★
ⓑ দিনাজপুর
ⓒ বরিশাল
ⓓ ফরিদপুর
175.বাংলাদেশে কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
ⓐ রাজশাহী
ⓑ চট্টগ্রাম
ⓒ সিলেট
ⓓ সাভার★★★
176.বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
ⓐ ১৮
ⓑ ২০
ⓒ ২৩★★★
ⓓ ২৫
177.বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
ⓐ ঢাকায়
ⓑ খুলনায়
ⓒ নারায়ণঞ্জে
ⓓ চাঁদপুরে★★★
178.বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
ⓐ পঞ্চাশ দশক
ⓑ ষাট দশক
ⓒ সত্তর দশক
ⓓ আশি দশক★★★
179.নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত?
ⓐ পাট
ⓑ ধান
ⓒ চিনি
ⓓ চিংড়ি★★★
180.বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা কত?
ⓐ ৬টি
ⓑ ৮টি★★★
ⓒ ১০টি
ⓓ ১২টি
181. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
ⓐ অর্থমন্ত্রী
ⓑ প্রধানমন্ত্রী★★★
ⓒ পরিকল্পনা মন্ত্রী
ⓓ স্পিকার
182.মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে চালু হয়?
ⓐ ১জুলাই, ১৯৯১★★★
ⓑ ১জুলাই, ১৯৯৩
ⓒ ১জুলাই, ১৯৯৫
ⓓ ১জুলাই, ১৯৯৬
183.বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?
ⓐ সাভার
ⓑ চট্টগ্রাম★★★
ⓒ মংলা
ⓓ ঈশ্বরদী
184.বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
ⓐ চা
ⓑ পাটজাত দ্রব্য
ⓒ পোশাক★★★
ⓓ চিংড়ি
185.স্বাধীন বাংলাদেশ ১০০টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
ⓐ ১৬মার্চ ১৯৭২
ⓑ ১৬ডিসেম্বর ১৯৭২
ⓒ ৪মার্চ ১৯৭২★★★
ⓓ ৪জানুয়ারি ১৯৭৩
186.অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
ⓐ চট্টগ্রাম
ⓑ ঢাকা★★★
ⓒ মংলা
ⓓ খুলনা
187.বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
ⓐ ১৬ডিসেম্বর
ⓑ ২৬মার্চ★★★
ⓒ ২১ফেব্রুয়ারি
ⓓ ৭মার্চ
188.'কান্তজীর মন্দির' কোন জেলায় অবস্থিত?
ⓐ জয়পুরহাট
ⓑ কুমিল্লা
ⓒ রাঙামাটি
ⓓ দিনাজপুর★★★
189.বাংলাদেশে সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ⓐ কুসুম্বা মসজিদ
ⓑ বড় সোনা মসজিদ
ⓒ ষাট গম্বুজ মসজিদ★★★
ⓓ সাত গম্বুজ মসজিদ
190.বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
ⓐ ৮০টি
ⓑ ৮১টি★★★
ⓒ ৬০টি
ⓓ ৬৪টি
191.ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে?
ⓐ শাহ সুজা
ⓑ শায়েস্তা খান★★★
ⓒ মীর জুমলা
ⓓ সুবেদার ইসলাম খান
192.লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম-
ⓐ পরিবিবি
ⓑ ইরান দুখত★★★
ⓒ জাহানারা
ⓓ মরিয়ম
193.বিখ্যাত সাধক শাহ্ সুলতান বলখির মাজার অবস্থিত-
ⓐ মহাস্থানগড়★★★
ⓑ শাহজাদপুর
ⓒ নেত্রকোনা
ⓓ রামপাল
194.ঢাকার বিখ্যাত 'তারা মসজিদ' তৈরি করেন-
ⓐ শায়েস্তা খান
ⓑ নওয়াব সলিমুল্লাহ
ⓒ মির্জা আহমেদ জান★★★
ⓓ খান সাহেব আবুল হাসনাত
195.'সাবাস বাংলাদেশে' ভাস্কর্যটির শিল্পি বা ভাস্কর কে?
ⓐ হামিদুজ্জামান
ⓑ নিতুন কুন্ডু★★★
ⓒ মৃণাল হক
ⓓ শামীম শিকদার
196.Who was the designer of Central Shahid Minar of Bangladesh?
ⓐ Shamim Sikhdar
ⓑ Hamidur Rahman★★★
ⓒ Jainul Abedin
ⓓ Kamrul Hasan
197.অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
ⓐ ১৬ডিসেম্বর, ১৯৭৯★★★
ⓑ ২৬ডিসেম্বর, ১৯৭৯
ⓒ ১জানুয়ারি, ১৯৮০
ⓓ ২১ফেব্রুয়ারি, ১৯৮০
198.জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ⓐ হামিদুর রহমান
ⓑ তানভীর কবির
ⓒ মঈনুল হোসেন★★★
ⓓ মাযহারুল ইসলাম
199.'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ⓐ টিএসসি মোড়ে
ⓑ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ⓒ রেসকোর্স ময়দানে
ⓓ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে★★★
200.বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
ⓐ ১৯৭২সালে
ⓑ ১৯৭৩সালে
ⓒ ১৯৭৪সালে★★★
ⓓ ১৯৭৭সালে
201.বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতিরা মুসলমান?
ⓐ রাখাইন
ⓑ মারমা
ⓒ পাঙন★★★
ⓓ খিয়াং
202.হাজংদের অধিবাস কোথায়?
ⓐ ময়মনসিংহ ও নেত্রকোনা★★★
ⓑ কক্সবাজার ও রামু
ⓒ রংপুর ও দিনাজপুর
ⓓ সিলেট ও মণিপুর
203.খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
ⓐ বারাং
ⓑ পাড়া
ⓒ পুঞ্জি★★★
ⓓ মৌজা
204.কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
ⓐ মারমা★★★
ⓑ খাসিয়া
ⓒ গারো
ⓓ কোনটিই নয়
205.'সব কটি জানালা খুলে দাও না'-এর গীতিকার কে?
ⓐ মরহুম আলতাফ মাহমুদ
ⓑ মরহুম নজরুল ইসলাম বাবু★★★
ⓒ ড.মনিরুজ্জামান
ⓓ মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
206.'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি' গানের রচয়িতা কে?
ⓐ আব্দুল গাফফার চৌধুরী★★★
ⓑ আলতাফ মাহমুদ
ⓒ আব্দুল লতিফ
ⓓ আব্দুল হালিম
207.'ভাওয়াইয়া' কোন অঞ্চলের লোকসঙ্গীত?
ⓐ রাজশাহী
ⓑ রংপুর★★★
ⓒ কুষ্টিয়া
ⓓ ময়মনসিংহ
208.বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
ⓐ রাঙামাটি
ⓑ রংপুর
ⓒ কুমিল্লা
ⓓ সিলেট★★★
209.'মনপুরা ৭০' কী?
ⓐ একটি উপজেলা
ⓑ একটি নদী বন্দর
ⓒ একটি উপন্যাস
ⓓ একটি চিত্র শিল্প★★★
210.বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
ⓐ বিষ্ণু দে★★★
ⓑ শামসুর রাহমান
ⓒ পেমেন্দ্র মিত্র
ⓓ শঙ্খ ঘোষ
211.বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকর কে?
ⓐ জয়নুল আবেদীন
ⓑ কামরুল হাসান★★★
ⓒ এসএম সুলতান
ⓓ রফিকুন্নবী
212.বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
ⓐ ১৯৯১
ⓑ ১৯৮০★★★
ⓒ ১৯৮১
ⓓ ১৯৮২
213.'সূর্যদীঘল বাড়ী' চলচ্চিত্রের পরিচালক কে?
ⓐ শেখ নিয়ামত শাকের★★★
ⓑ জহির রায়হান
ⓒ সুভাষ দত্ত
ⓓ খান আতা
214.বাংলা দীতি কবিতায় ভোরে পাখি কে?
ⓐ বিহারীলাল চক্রবর্তী★★★
ⓑ সত্যেন্দ্রনাথ দত্ত
ⓒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ⓓ যতীন্দ্রমোহন বাগচি
215.রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
ⓐ ভানুসিংহ★★★
ⓑ টেকচাঁদ ঠাকুর
ⓒ বনফুল
ⓓ মুকুন্দরাম
216.কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
ⓐ প্রমথ চৌধুরী★★★
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ আমীয় চক্রবর্তী
ⓓ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
217.বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ⓐ বসন্তকুমারী★★★
ⓑ নীল দর্পণ
ⓒ কৃষ্ণকুমারী
ⓓ কীর্তিবিলাস
218.গম্বীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
ⓐ পার্বত্য চট্টগ্রাম
ⓑ সিলেট
ⓒ চাঁপাইনবাবগঞ্জ★★★
ⓓ রংপুর
219.বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ⓐ ময়নামতি
ⓑ সোনারগাঁও★★★
ⓒ ঢাকা
ⓓ পাহাড়পুর
220.কুমিল্লা বার্ড(BARD) এর প্রতিষ্ঠাতা কে?
ⓐ মোহাম্মদ আইয়ুব খান
ⓑ আখতার হামিদ খান★★★
ⓒ আব্দুল হামিদ খান ভাসানী
ⓓ এ কে ফজলুল হক
221.বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ⓐ ১৯৫৫খ্রি.★★★
ⓑ ১৩৫৫বঙ্গাব্দ
ⓒ ১৯৫২খ্রি.
ⓓ ১৩৫২বঙ্গাব্দ
222.'আলোকিত মানুষ' তৈরির কর্মসূচি কোন সংগঠনের?
ⓐ ব্র্যাক
ⓑ এশিয়াটিক সোসাইটি
ⓒ বিশ্বসাহিত্য কেন্দ্র★★★
ⓓ গ্রামীণ ব্যাংক
223.বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে?
ⓐ ১৯৭২সালে
ⓑ ১৯৭৩সালে★★★
ⓒ ১৯৭৫সালে
ⓓ ১৯৯৭সালে
224.বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
ⓐ প্রফেসরস আব্দুল হাই
ⓑ ড.মাযহারুল ইসলাম★★★
ⓒ কাজী মোতাহার হোসেন
ⓓ ড. এনামুল হক
225.বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
ⓐ বর্ধমান হাউজ★★★
ⓑ বাংলা ভবন
ⓒ আহসান মঞ্জিল
ⓓ চামেলি হাউজ
226.বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
ⓐ টঙ্গি
ⓑ কোনাবাড়ি★★★
ⓒ যশোর
ⓓ গাজীপুর
227.জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?
ⓐ বি.এস. সিদ্দিকী
ⓑ খাজা ওয়াসিউদ্দিন
ⓒ হুমায়ুন রশীদ চৌধুরি★★★
ⓓ শমসের মবিন চৌধুরি
228.বাংলাদেশ বিশ্ববাণিজ্য সংস্থার(WTO) সদস্যপদ লাভ করে?
ⓐ ১৯৯১সালে
ⓑ ১৯৯৪সালে
ⓒ ১৯৯২সালে
ⓓ ১৯৯৫সালে★★★
229.বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
ⓐ ১৯৭২সালে★★★
ⓑ ১৯৭৩সালে
ⓒ ১০৭৪সালে
ⓓ ১৯৭৫সালে
230.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ⓐ ১৩৬তম★★★
ⓑ ১৩৭তম
ⓒ ১৩৮তম
ⓓ ১৩৯তম