০১|"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"আবদুল গাফফার চৌধুরীর মূলত কোন ধরনের রচনা?
®___কবিতা(তিনি ঢাকা কলেজের ১ম বর্ষের ছাত্রাবস্থায় আবেগের বসে লিখেছিলেন)
০২| গান হিসেবে কবিতাটি প্রথম চলচ্চিত্রে ব্যবহার করেন লেখকের বন্ধু--?
®____জহির রায়হান"জীবন থেকে নেওয়া" ছবিতে
০৩| বর্তমানে "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"গানটি কতটি ভাষায় গাওয়া হয়?
®____১১টি ভাষায়
০৪| মাতৃভাষার অধিকার রক্ষায় কবে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল?
®____১১ মার্চ ১৯৪৮ সালে
০৫| ৫২'র ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কোথায় ছিল?
®____ফরিদপুর জেলে ছিল
০৬| একুশে ফেব্রুয়ারি কী বার ছিল?
®____শুক্রবার(সূত্র:বাংলাদেশ প্রতিদিন)
০৭| কত লক্ষ মানুষের উপস্থিতিতে শেখ মুজিবকে তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে "বঙ্গবন্ধু"উপাধি ভূষিত করেন?
®____১০ লক্ষ মানুষের
০৮| ৫২'র ভাষা আন্দোলন ২১শে ফেব্রুয়ারি "বাংলা কত তারিখ ছিল"?
®____৮ ফাল্গুন,১৩৫৮ বঙ্গাব্দ
০৯| সংবিধানে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে?
®____৩ নং অনুচ্ছেদে
১০| ভাষাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান "এথনোলগের"তথ্য -২০২১ মতে বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষা আছে?
®____৭,১৩৯টি
১১| ব্যবহারিকভাবে বর্তমানে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে?
®____৭ম(প্রায় ৩৫কোটি)
®___নোট রমজান
১২| বিভিন্ন রাজ্যে ভারতের দাপ্তরিক ভাষা কতটি?
®____২২টি(অন্যতম ভাষা বাংলা)
১৩| কবে সিয়েরা লিওন "বাংলা ভাষাকে"দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা দেয়?
®____১৮ জানুয়ারি ২০০২ সালে
১৪| বর্তমানে কতটি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনি রয়েছে?
®____৩১টি দেশে(সংখ্যার বিচারে ১ম ১৭হাজার+)
১৫| ইউনেস্কো কবে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে?
®____১৭ নভেম্বর ১৯৯৯ সালে
১৬| কততম অধিবেশনে ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে?
®____৩০তম
১৭| বিশ্বের কতটি দেশ ২০০০ সালে ২১শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা হিসেবে পালন করে?
®____১৮৮টি দেশ
১৮| বর্তমানে প্রবাসীরা কতটি দেশে প্রবাসী জীবনযাপন করছে?
®____৯৮টি দেশে(প্রায় ১কোটি)
১৯| যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে প্রথম শহিদ মিনার নির্মাণ করা হয়?
®____টেক্সাস রাজ্যের বোস্টনে
২০| কেন্দ্রীয় শহিদ মিনার ধারণ করে?
®____মা-রূপী বড় স্তম্ভ,সন্তান রূপী ৪টি ছোট স্তম্ভকে
(সূত্র: আজকের পত্রিকা)