❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ১
০১) বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারী হয় কত সালে?
__১৯৭৪ সালে।''
০২) বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
__১ জানু,১৯৯২ সালে।
০৩)কানাডা"কোন শিল্পের জন্য বিখ্যাত?
__কাগজ।
০৪)কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
__০.১ সেকেন্ড।
০৫) মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সম্মেলন সংস্থার সদস্য?
__উগান্ডা
০৬)যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
__হাওয়াই।
০৭) যুক্তরাষ্ট্র ইউনিয়নে "হাওয়াই"অঙ্গ রাজ্যটি কত সালে যোগ দেয়?
__১৯৫৯ সালের ২১ আগস্ট।
০৮)<A এবং <B পরস্পর সম্পূরক কোণ। A=১১৫ডিগ্রি হলে,B=কত?
__৬৫ডিগ্রি।(B=১৮০-১১৫=৬৫)
০৯) The synonym of "Tedious"is__
__Dull(Tedious অর্থ বিরক্তিকর)
১০)বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
__ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ২য় বৃহত্তম শহর।
১১) "তাসের ঘর" ও "কুল কাঠের আগুন"অর্থ কী?
__ক্ষণস্থায়ী ও তীব্রজ্বালা
১২) ঘোটক"শব্দের অর্থ কী?
__ঘোড়া।
১৩)পূর্বপদে উপসর্গ বসে কোন সমাস হয়?
__প্রাদি সমাস।
১৪) কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
__সাধু ভাষায়।
১৫) বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে?
__চন্দ্রাবতী(১৫৫০ সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন।
__নোট রমজান
১৬)"লীগ অব নেশনস"কোন সালে বিলুপ্ত হয়?
__১৯৪৬।
১৭) কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
__মিজোরামে।সবচেয়ে খরস্রোতা নদী।
১৮) কর্ণফুলী"নদীর উৎপত্তি কোথায়?
__মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে। দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার।
১৯)"ক্রনুমিটার"কী?
__সময় নির্ণায়ক যন্ত্র।
২০)একজন মানুষ কী হিসেবে পৃথিবীতে সবচেয়ে কম চাপ ন্যায়?
__শোয়া অবস্থায়।
২১)স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কত তারিখে?
__২ মার্চ ১৯৭১।
২২) "হামাস"কোন দেশের রাজনৈতিক সংগঠন?
__ফিলিস্তিনের।
২৩) শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
__শূন্য।
২৪)সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় কখন?
__অপরাহ্ণে।
২৫)আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে?
__১৭৭৬ সালের ৪ জুলাই।
২৬)আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার
সচিবালয় কোথায়?
__অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
২৭) কত সালে জাতীয় ৭জন বীরকে
"বীরশ্রেষ্ঠ"উপাধি দেওয়া হয়?
__১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর।
২৮) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
__মঈনুল হোসেন।
২৯)এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(ADB)'র কার্যালয় কোথায়?
__ম্যানিলা(ফিলিপাইন)
৩০)বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
__জামালগঞ্জে।
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ২
০১) সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
__বৃহস্পতি ও বুধ।
০২)পৃথিবীর পরিধি কত এবং পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব কত?
__৩৬০ডিগ্রি এবং ১৫ কোটি কি.মি.
০৩)বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
__২২/৭
০৪)কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটির নাম কী?
__সমকোণী ত্রিভুজ।
০৫) "Bitter"শব্দটির Verb কী?
__Embitter.
০৬)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
__৪ডিগ্রি সেন্টিগ্রেডে।
০৭) রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
__অক্সিজেন পরিবহন করা।
০৮)পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
__মধ্যাকর্ষণ বলের জন্য।
০৯) ১.২.৩.৫.৮.১৩.২১.৩৪,......ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__৫৫
১০) সিএফসি(CFC) কী ক্ষতি করে?
__ওজন স্তর ধ্বংস করে।
১১) "কলের ছাঁটা" কোন সমাস?
__অলুক তৎপুরুষ।
১২) "Encounter"শব্দটির Synonym কী?
__Battle(যুদ্ধ)
"Encounter" অর্থ সশস্ত্র প্রতিরোধ।
১৩) যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কী বলে?
__অলুক সমাস।
০৪)"ক্ষমার যোগ্য"বাক্য সংকোচন কী হবে?
__ক্ষমার্হ।
১৫)"Viva voce"শব্দটির অর্থ কী?
__Orally.
১৬)"বিচ্ছিন্ন প্রতিলিপি" কাব্যগ্রন্থটি কার?
__মযহারুল ইসলামের।
১৭)"মায়াবী প্রহর"নাটকটি কার রচনা?
__আলাউদ্দিন আল আজাদ।
১৮)ন্যায়দণ্ড"উপন্যাসটি কে রচনা করেন?
__জরাসন্ধ
১৯)ঔদ্ধত্য"এর বিপরীত শব্দ কী?
__বিনয়।
২০)পর্বত"শব্দের সমার্থক শব্দ কী?
__শিলা।
২১)"আমার প্রেম আমার প্রতিনিধি"কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
__আবুল হাসান।
২২)"ওরে বিহঙ্গ"নাটকটি কার?
__জোবায়দা খানম(১৯২০-১৯৮৯)
২৩)"বৈতালিক"উপন্যাসটি কে রচনা করেন?
__নারায়ণ গঙ্গোপাধ্যায়।
২৪)"পরাজয়ে ডরে না বীর, "পরাজয়ে"--কোন কারকে কোন বিভক্তি?
__অপাদানে ৭মী
২৫) কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
__অলুক সমাসে।
২৬)বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
__কর্মধারয় সমাস।
২৭)"গোঁফ খেজুরে"এই বাগধারাটির অর্থ কী?
__নিতান্ত অলস।
২৮)"Do you know them?"passive form হচ্ছে?
__Are they known to you?
২৯) <A=৫০ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?
__৪০ডিগ্রি(৯০-৫০=৪০)
৩০)"Temporal" শব্দটির সমার্থক কী?
__Worldly(পার্থিব)
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৩
০১) Entreaty"শব্দটির অর্থ হচ্ছে?
®__Earnest request(আকুল আবেদন)
০২) I concur(---) you on your decision.
®__with(concur with অর্থ কারো সাথে সম্মত বা রাজি হওয়া)
০৩) ১১.১৫.২৩.৩৯......ধারাটির পরবর্তী সংখ্যা কত?
®__৭১(১১+৪=১৫,১৫+৮=২৩,২৩+১৬=৩৯,৩৯+৩২=৭১)
০৪)পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে কত লিটার বায়ু ধারণ করে?
®__৬লিটার।
০৫) পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে?
®__দূষিত খাদ্য ও পানি দ্বারা।
০৬) লোহিত কণিকার আয়ুষ্কাল কত?
®__১২০দিন বা ৪ মাস।
০৭) পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে কতদিন লাগে?
®__সাড়ে ২৯ দিন।
০৮) পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের দিক কোনটি?
®__পশ্চিম হতে পূর্ব দিকে।
০৯)বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
®__গ্যাস।
১০) বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
®__নাফ(দৈর্ঘ্য ৫৬ কি.মি.)
১১)উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান কত তারিখে?
®__২১ জুন।
১২) পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম কী?
®__হাইড্রোফোন
১৩) চেতনা লোপ করার জন্য কী ব্যবহার করা হয়?
®__ক্লোরোফরম।
১৪) বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী?
®__ব্যারোমিটার।
১৫) একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হয়?
®__হলুদ রঙ।
®____রমজান
১৬) বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কী হয়?
®__বাড়ে।
১৭) বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
®__সিলেট।
১৮) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
®__নাটোরে।
১৯) উত্তরা গণভবন কে কত সালে নির্মাণ করেন?
®__১৭৪৩ সালে রাজা দয়ারাম।
২০) উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর কে?
®__স্যার এ এফ রহমান।
২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরের নাম কী?
®__লর্ড ডানডাস।
২২) বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠে?
®__মেসোপটেমিয়ায় বা ইরাকে।
২৩) ব্ল্যাক ক্যাট"কোন দেশের কমান্ড বাহিনি?
®__ভারতের।
২৪)ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
®__ব্রাসেলেসে।
২৫) "EU এর অফিসিয়াল ভাষা কতটি?
®__২৩টি।
২৬) লাহোর প্রস্তাব কে কত সালে উত্থাপন করেন?
®__১৯৪০ সালের ২৩ মার্চ এ.কে.ফজলুল হক।
২৭)প্রথম এশীয় মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে কোন দেশ স্বীকৃতি দেয়?
®__ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
(২৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে)
২৮) আকুপাংচার"কী?
®__চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
২৯)চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়িয়ায় কী আছে?
®__উষ্ণ প্রস্রবণ।
৩০) পৃথিবীর নিকটতম গ্রহ শুক্রের সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
®__২২৫ দিন।
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৪
০১) আকাশ নীল দেখায় কেন?
®__নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
০২) কোন বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে।ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে?
®__২৫ দিন।
২ জন মেহমান আসায় লোক(১০+২=১২)
১০ জনে খায় ৩০ দিনে
১২ জনে খায় (৩০*১০/১২=২৫ দিনে)
০৩)"Joy" এর adjective কী?
®__Joyous.
০৪)"Natural"এর Antonym কী?
®__Abnormal.
০৫)"অমৃত"এর বিপরীত শব্দ কী?
®__ গরল।
০৬)তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে এখানে'তাস'কোন কারকে কোন বিভক্তি?
®__করণে শূন্য
০৭) শুদ্ধ বানান কোনগুলো?
®__ষাণ্মাসিক,কৃষিজীবী, অমাবস্যা।
০৮)"গৃহ" শব্দের সমার্থক কী?
®__নিবাস,ভবন,ঘর,আলয়।
০৯)"অর্ধচন্দ্র"অর্থ কী?
®__গলাধাক্কা
১০) যে সমাসে ব্যাসবাক্য হয় না বা করতে গেলে অন্যপদের সাহায্য নিতে হয় তাকে কোন সমাস বলে?
®__নিত্য সমাস(কেবল দর্শন=দর্শন মাত্র)
১১) মহানন্দা নদীর উপনদীর নাম কী?
__পদ্মা।
১২) জাপান পার্লহারবার আক্রমণ করেন কত সালে?
__৭ ডিসেম্বর ১৯৪১
১৩) ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম?
__সোডিয়াম।
১৪)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
__৪ ডিগ্রি সে.গ্রে.
১৫) কোন রঙের আলোতে বিচ্যুতি সবচেয়ে কম?
__লাল।
১৬) বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করেন?
__১৯৭২ সালে।
১৭) মঙ্গলগ্রহে প্রেরিত নবযান কোনটি?
__ভাইকিং।
১৮) টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
__অনকোলজি।
১৯) প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
__নয়াদিল্লীতে।
২০) ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
__অ্যালুমিনিয়াম।
__রমজান__
২১) ভূ-কম্প পরিমাপের যন্ত্রের নাম কী?
__সিসমোগ্রাফ
২২) আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম কী?
__সাঙ্গু নদী।
২৩) ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ?
__ছত্রাক।
২৪) সিরডাব এর সদরদপ্ত কোথায়?
__ঢাকায়।
২৫)নিচের কোনগুলো একবীজপত্রী উদ্ভিদ?
__ভুট্টা,নারিকেল,গম।
২৬) যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
__পদ্মায়।
২৭) ব্যাঙের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
__৩টি।
২৮)"Incredible"synonym?
__Unbelievable.
২৯) নজরুলের সঞ্চিতা(১৯২৮) কাব্যে কতটি কবিতা ও গান রয়েছে?
__৭৮টি।
৩০)"সবিতা"শব্দের অর্থ কী?
__সূর্য
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৫
০১)মালদ্বীপের মুদ্রার নাম কী?
®__রুপিয়া। ভাষা দিভেহী।
০২) মালদ্বীপ কত সালে স্বাধীনতা অর্জন করে?
®__১৯৬৫ সালে।
০৩) কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?
®__রাষ্ট্রপতির।
০৪)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
®__কালো।
০৫) হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?
®__ফসফরাস।
০৬) তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
®__ভিটামিন "সি"।
০৭) সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কী?
®__তামা ও টিন।
০৮) বাংলাদেশের একটিমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
®__সেন্টমার্টিন।
০৯) ব্যাবিলনের শূন্য উদ্যান কত মিটার উঁচুতে নির্মিত হয়?
®__৩০০মিটার।
১০)"আব্দুল্লাহ" উপন্যাসের লেখক কে ও কত সালে প্রকাশিত হয়?
®__কাজী ইমদাদুল হক। প্রকাশিত ১৯২৮।
১১) বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
®__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
১২)'গ্রামবার্ত্তা প্রকাশিকা'পত্রিকার সম্পাদক কে ছিলেন?
®__হরিনাথ মজুমদার।
১৩) 'পদ্মাবতী'কাব্যগ্রন্থের অনুবাদক কে?
®__আলাওল।
১৪) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'এর প্রথম উপন্যাস "পথের পাঁচালী" কত সালে প্রকাশিত হয়?
®__১৯২৯ সালে।
১৫) "আনোয়ারা" গ্রন্থটির রচয়িতা কে?
®__মোহাম্মদ নজিবর রহমান।
১৬) 'রসগোল্লা'কোন জাতীয় রচনা?
®__রম্য রচনা।
১৭) 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' ভাষা গবেষণা বিষয়ক গ্রন্থটি কার?
®__মুহম্মদ শহীদুল্লাহর।
১৮) 'ছন্দের জাদুকর' বলা হয় কাকে?
®__সত্যেন্দ্রনাথ দত্তকে।
®__উপাধিটি রবীন্দ্রনাথের দেওয়া
১৯) 'শ্রীকান্ত'উপন্যাসটির লেখক কে?
®__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২০) 'পূর্ব-পশ্চিম'উপন্যাসের উপজীব্য কী?
®__বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের বর্ণনা।
২১) 'দেশে-বিদেশে'ভ্রমণ কাহিনিটির রচয়িতা কে?
®__সৈয়দ মুজতবা আলী।
২২) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কী?
®__মধুসূদনের কৃষ্ণকুমারী(১৮৬১)
২৩) 'সংশপ্ত' উপন্যাসের লেখক কে?
®__শহীদুল্লাহ কায়সার।
২৪) মেঘনাদবধ'কাব্যের লেখক কে?
®__মাইকেল মধুসূদন দত্ত(১৮২৪-৭৩)
২৫) রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন ও মারা যান?
®__১৮৬১-১৯৪১ সালে।
®__রমজান__
২৬) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কতটি?
®__৮টি।
২৭) 'যে প্রবীন নয়'এর বাক্য সংকোচন কী?
®__নবীন
২৮) 'বিজিত'শব্দের অর্থ কী?
®__পরাজিত
২৯) গঠন অনুসারে বাক্য কত প্রকার?
®__৩ প্রকার।
৩০) "সমীরণ"শব্দের অর্থ কী?
®__বায়ু
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৬
০১) পাশা-পাশি দুটি বর্ণের/ধ্বনির মিলনের নাম কী?
®__সন্ধি।
®__বাংলা ও বিসর্গ সন্ধি→২ প্রকার।
®__সংস্কৃত বা তৎসম সন্ধি→৩ প্রকার
০২) "সৌম্য" শব্দের বিপরীত অর্থ কী?
®__উগ্র।
০৩) যা কষ্টে অর্জন করা যায়--এক কথায় কী হবে?
®__কষ্টার্জিত।
০৪) 'সূর্য' শব্দের ১টি প্রতিশব্দ কী?
®__সবিতা/তপন/রবি/ভানুকর/দিবাকর
০৫) 'অমাবস্যার চাঁদ'অর্থ কী?
®__দুর্লভ বস্তু।
০৬) আগমন এর বিপরীত অর্থ কী?
®__প্রস্থান বা নির্গমন।
০৭) জ্যোৎস্নারাত"কোন সমাস?
®__কর্মধারয়(জ্যোৎস্না শোভিত রাত)
০৮) মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কী?
®__মনঃতাপ
০৯) "নামায"কোন ভাষার শব্দ?
®__ফারসী বা ইরান দেশের ভাষা।
®__এর আরবি শব্দ সালাত
১০) খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন মিশ্র ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে?
®__ইংরেজি+ফারসি
১১) বৈরাগ্য সাধনে (---)আমার নয়। শূন্যস্থানে কী বসবে?
®__মুক্তি।
১২) ভাষার ক্ষুদ্রতম একক কী?
®__ধ্বনি।
১৩) জায়া ও পতি"দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের সমস্তপদ কী হবে?
®__দম্পতি।
১৪) মৃতের মতো অবস্থাকে এককথায় কী বলে?
®__মুমূর্ষু।
১৫) "চিনির পুতুল" বাগধারাটির অর্থ কী?
®__পরিশ্রম কাতর।
®__রমজান__
১৬) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
®__৭টি।
১৭) সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান?
®__লেখ্য রীতি থেকে।
১৮) পূর্ব পদ প্রধান সমাস কোনটি?
®__অব্যয়ীভাব সমাস
১৯) অনুবাদের পারদর্শীতা কিসের উপর নির্ভর করে?
®__ভাষান্তরের উপর।
২০) Your conduct admits(---)no excuse.
®__of
২১) Divide the money(----)the two boys.
®__between.
২২) Kamal is good(---)cricket.
®__at
২৩) Each of the sons followed(---)father's trade.
®__his.
২৪) I am fatigued(---)wide travelling.
®__by.
২৫) What is the correct English translation of"সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে"?
®__Culture is constantly evolving.
২৬) The word "practise'is a/an---
®__verb
২৭) The word "wonderful'is...
®__adjective
২৮)"In black and white"এর অর্থ কী?
®__In writing.
২৯) "Feed the baby (---)milk.
®__on
৩০)"The baker's dozen"অর্থ----
®__Thirteen.
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৭
০১) বাঙালির "ম্যাগনাকার্টা"বলা হয় কাকে?
®__৬ দফা কে।
®__মুক্তির সনদও বলা হয়।
®__১৯৬৬ সালে লাহোরে ঘোষণা হয়।
®__৬ দফা দিবস ৭ জনু(এদিন ১১ জন শহিদ হয়)
০২) বাংলায় জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে?
®__১৯৫০ সালে।
০৩) ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কী?
®__SPARRSO(১৯৮০)
০৪) পায়রা বন্দর কোথায় অবস্থিত?
®__পটুয়াখালিতে।
০৫) বাংলাদেশের প্রথম কবে পতাকা উত্তোলন করা হয়?
®__২ মার্চ ১৯৭১ সালে।
০৬) বাংলাদেশ প্রথম কত সালে গ্যাস উত্তোলন করেন?
®__১৯৫৭ সালে।
০৭) বাংলাদেশের প্রধান আমদানি পণ্যের নাম কী?
®__তুলা।
০৮) প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে?
®__কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে।
০৯) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
®__ড.ফজলে কবির(২০১৬-বর্তমান)
১০) শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?
®__BSEC.
১১) Tariff Commission"কোন মন্ত্রণালয়ের অধীনে?
®__বাণিজ্য মন্ত্রণালয়ের।
১২) অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা প্রতি বর্গকিলোমিটারে কতজন?
®__১০৭৭ জন।(২০২১ অনুযায়ী ১১৪০ জন)
১৩) বাংলাদেশে বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কততম?
®__৭ম(২০১৬-২০২০)
®__বর্তমানে ৮ম(২০২১-২০২৫)
১৪) বাংলাদেশের মানুষের বর্তমান(২০১৭) গড় আয়ু কত?
®__৭০.৯ বছর।(বর্তমানে ৭২.৮ মাস)
১৫) "গম্ভীরা"বাংলাদেশের কোন অঞ্চলের লোক সংগীত?
®__চাপাই নবাবগঞ্জের/রাজশাহী/মালদহ
®নোট__রমজান__
১৬) বাংলাদেশের মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
®__ময়মনসিংহে।
১৭) বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাবাষী ছিলেন?
®__অস্ট্রিক।
১৮) বঙ্গভঙ্গ কার্যক্রর হয় কত সালে?
®__১৬ অক্টোবর ১৯০৫ সালে।
১৯) কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে?
®__১৯৭২ সালে।
২০) বখতিয়া খলজি লক্ষণাবতী জয় করেন কত সালে?
®__১২০৪ সালে।
২১) সুর সম্রাট বলা হয় কাকে?
®__ওস্তাত আলাউদ্দিন খানকে।
২২) বাংলাদেশের অংশে "সুন্দরবনের" আয়তন কত?
®__৬০১৭ বর্গকিলোমিটার
২৩) বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূ-গ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় কত সালে?
®__১৯৭৫ সালে।
২৪) NATO' কোন ধরনের জোট?
®__সামরিক জোট।
২৫)ইংরেজি ভাষায় প্রথম অভিধান রচনা করেন কে?
®__Samuel Johnson.
২৬) "Drems from my father"গ্রন্থটি কার?
®__বারাক ওবামার।
২৭)পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের ক্ষতিকর প্রভাব হতে মুক্ত কোন দেশ ও ধূমপান নিষিদ্ধ দেশ?
®__ভুটান।
২৮) আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা(IMO) এর বর্তমান সদস্য কত?
®__১৭৪টি(বর্তমানে ১৭৫টি)
২৯) "WTO"এর বর্তমান সদস্যদেশ কতটি?
®__১৬৪টি।
৩০) "Bail out"বিষয়টি কিসের সাথে জড়িত?
®__অর্থনীতির সাথে।
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৮
০১) জাতিসংঘের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের(GI)নিবন্ধন দেয়?
®__WIPO.
®__১ম ভৌগোলিক পণ্য জামদানি
®__২য় ভৌগোলিক পণ্য ইলিশ
®__মোট GI পণ্য ৯টি
০২)"The Golden House-২০১৭" উপন্যাসটির লেখক কে?
®__সালমান রুশদি।
®__The Satanic Verses(1988)ও
®__Midnight Children's(1981) তাঁর।
০৩)দেশের বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোথায়?
®__হামফ্রেইস(দক্ষিণ কোরিয়ায়)
০৪) "ASEAN"কোন অঞ্চলে অবস্থিত?
®__দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
০৫) "ক্যাসাব্লাঙ্কা" কোন দেশের সমুদ্র বন্দর?
®__মরক্কোর।
০৬)সুইডেনের মুদ্রার নাম কী?
®__ক্রোনা।
০৭)আরব উপদ্বীপের শহর "ইয়া-সরিব" এর বর্তমান কোন স্থানের পূর্বনাম?
®__মদিনার।
০৮)বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?
®__ইংল্যান্ডে।(পরবর্তী ভারত)
০৯) "ফুটবল খেলা" অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কত সালে?
®__১৯০০ সালে।
১০) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
®__RAM-এ
১১)আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
__লুব্ধক।
১২) মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমণ্ডলীকে কী বলে?
__গ্যালাক্সি বলে।
১৩) "ধ্রুবতারা"কোথায় দেখা যায়?
__উত্তর-গোলার্ধে।
১৪) হ্যালির ধুমকেতু আবার কত সালে দেখা যাবে?
__২০৬২ সালে।
১৫) চিংড়ি"কোন পর্বের প্রাণী?
__আর্থ্রোপোডা।
১৬) কম্পিউটারের কী-বোর্ডে কতটি ফাংশন কী রয়েছে?
__১২টি।
১৭) মানুষের দাঁত কত ধরনের?
__৪ ধরনের।
১৮) "হিপ্পার্কাস"ম্যাপ কী?
__নতুন মহাজাগতিক মানচিত্র।
১৯)কম্পিউটার বাসের গতি মাপা হয় --
__মেগাহার্টজে।
২০) "Big Bang'র ফলে কী সৃষ্টি হয়েছে?
__সময়,স্থান, শক্তি ও পদার্থ।
২১)"কেউ কিছু বলতে পারে না"মুনীর চৌধুরীর কোন ধরনের রচনা?
__অনুবাদ নাটক
২২)"নিমগ্ন"এর বিপরীত শব্দ কী?
__উদাসীন
২৩)"জাহান্নাম হইতে বিদায়"শওকত ওসমানের কোন ধরনের রচনা?
__উপন্যাস।(মুক্তিযুদ্ধভিত্তিক)
২৪)"আজকে নগদ কালকে বাকি"বাক্যে "আজকে"কোন কারকে কোন বিভক্তি?
__অধিকরণে ২য়া।
২৫)"কবর"কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
__কল্লোল পত্রিকায়(১১৮টি চরণ)
২৬) He has no control(---)himself.
__over.
২৭) He is callous(---)his studies.
__to (callous to অর্থ কোন কিছুর প্রতি উদাসীন অর্থে)
২৮) Sober'শব্দের সমার্থক অর্থ কী?
__Sedate(শান্ত/সরল)
২৯)"At home"অর্থ কী?
__Familiar with(দক্ষ/পরিচিত)
৩০) দুইটি রাশির অনুপাত ৪ঃ৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?
__২৮(X=7*16÷4=28)
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৯
০১)একটি কলম ১৯০টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয় মূল্য কত?
__২০০ টাকা।
০২) 9x2+24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
__১৬
০৩)কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
__অন্তঃকোণ।
০৪) সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটিকে কী বলে?
__সূক্ষ্মকোণ।
০৫) কোন ২টি বৃহৎ উপজাতি মাতৃতান্ত্রিক?
__গারো ও খাসিয়ারা।
০৬) সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
__বলেশ্বর।
০৭)"লালবাগ কেল্লার"পূর্বনাম কী?
__আওরঙ্গবাদ দুর্গ
০৮) মুক্তিযুদ্ধবিষয়ক"মন্ত্রণালয় কত সালে গঠিত হয়?
__২০০১ সালে।
০৯)"বটের"বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
__পাখির সাহায্যে।
১০) তেল বা চর্বি এক ধরনের কী?
__এস্টার।
১১)কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
__বেগুনি
১২)মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
__ভূ-পৃষ্ঠে।
১৩)কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
__৪ বছর পর পর।
১৪)এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরূভূমির নাম কী?(৪১তম বিসিএস)
__গোবি(চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত)
১৫)পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
__১ঃ২
__রমজান__
১৬) উড়োজাহাজের গতি নির্ণয়ের যন্ত্রের নাম কী?
__ট্যাকোমিটার।
১৭) কুকুরের মুখের দাঁতের সংখ্যা কতটি?
__৪৪টি।
১৮) "পাবলো পিকাসো" ছিলেন?
__স্প্যানিশ চিত্রশিল্পী(১৮৮১-১৯৭৩)
১৯) আন্তর্জাতিক রেডক্রসের সদরদপ্তর কোথায়?
__জেনেভায়।
২০)"এইসব দিনরাত্রি"নাটকটি কার?
__হুমায়ূন আহমেদের।
২১) শুদ্ধ বনান কোনগুলো?
__উন্মীলন,প্রণয়িনী,তেস্ক্রিয়া,
রৌদ্রকরোজ্জ্বল।
২২)"বিষবৃক্ষ"কোন সমাস?
__কর্মধারয়
২৩) যা পূর্বে ছিল এখন নেই"এক কথায় কী হবে?
__ভূতপূর্ব।
২৪)"আবাহন"শব্দের বিপরীত অর্থ কী?
__বিসর্জন।
২৫) "Vacant" শব্দের সমার্থক শব্দ কী?
__Blank
২৬)দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
__পূর্বাশা দ্বীপ।
২৭) মহামুনি"বিহার কোথায় অবস্থিত?
__চট্টগ্রামের রাউজানে।
২৮)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
__সাদা।
২৯)কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?
__১৮৭৭ সালে।
৩০) কোন মাছে সবচেয়ে বেশি পরিমাণে আমিষ পাওয়া যায়?
__শুঁটকী মাছে।
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ১০
০১)কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়?
®__অক্টোপাসকে।
০২) জাতীয় স্মৃতিসৌধ কত সালে উদ্বোধন করা হয়?
®__১৯৮২ সালের ১৬ডিসেম্বরে।
০৩) "ঈগল পাখি" কোন সমাস?
®__কর্মধারয়(ঈগল নামক পাখি)
০৪)"শিরে সংক্রান্তি"বাগধারাটির অর্থ--
®__আসন্ন বিপদ।
০৫) তাপ সঞ্চালনের দ্রুততম প্রকিয়ার নাম কী?
®__বিকিরণ।
০৬) ১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
®__২৬
০৭) কোন মুঘল সম্রাট "জিজিয়া কর" রহিত করেন?
®__আকবর।
০৮) রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
®__১৯৫৩ সালে।
০৯) বাংলাদেশ সরকার "পলিথিন ব্যবহার নিষিদ্ধ"করেন কত সালে?
®__২০০২ সালে।
১০)"সুমাত্রা"দ্বীপটি কোথায় অবস্থিত?
®__ভারত মহাসাগরে(ইন্দোনেশিয়ার মালিকানা,আয়তন ৪ লক্ষ ২৭ হাজার+)
®______রমজান_____
১১) Verb of the "new"is__
®__Renew.
১২)"তাসের দেশ"(১৯৩৩) নাটকটির রচয়িতা কে?
®__রবীন্দ্রনাথ।
১৩)"শিব মন্দির"(১৯২১)কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
®__কায়কোবাদ
১৪) কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
®__২০ দিন(২৫×৪০÷৫০=২০)
১৫) Noun of the word "Poor"---
®__Poverty(দারিদ্র্য)
১৬) তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী বলে?
®__সদৃশ ত্রিভুজ।
১৭)"Who opened the door"voice?
®__By whome was the door opened.
১৮)"Bag and baggage(তল্পিতল্পাসহ )
"idiom?
®__Leaving nothing behind
১৯)"Loaves and fishes
(ব্যক্তিগত স্বার্থ)"idiom টির অর্থ?
®__Personal grains.
২০) কোন সমাসের সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
®__অনুক বহুব্রীহি সমাসের(কানে কলম)
২১)"রবীন্দ্রনাথের"প্রথম নাটকের নাম কী?
®__প্রকৃতির প্রতিশোধ(১৮৮৪)
২২)কোন বাগধারাটির অর্থ ভণিতা বুঝায়?
®__গৌরচন্দ্রিকা।
২৩) ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
®__কৃৎ প্রত্যয়।
২৪) গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?
®__ম্যানোমিটার।
২৫) পৃথিবীর সবর্ত্র দিন-রাত সমান হয় কত তারিখে?
®__২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বরে।
২৬) 'বন্দর আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর?
®__ইরানের।
২৭)"ম্যাকমোহন"লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
®__ভারত-চীন।
২৮) মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
®__চাঁপাইনবাবগঞ্জে।
২৯) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের(ADB) প্রধান কার্যালয় কোথায়?
®__ম্যানিলায়(1966 12 August)
৩০) কোন আমলে বাংলায় গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়?
®__হোসেন শাহী
❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ১১
০১) বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?
__শের শাহ।
০২) কে ভারতবর্ষে তামার মুদ্রা প্রচলন করেছিল?
__শের শাহ।
০৩) ১১.১৫.২৩.৩৯....ধারাটির পরবর্তী পদ কী?
__৭১(১১+৪=১৫,১৫+৮=২৩,২৩+১৬=৩৯, ৩৯+৩২=৭১)
০৪) বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে?
__মালাক্কা প্রণালী।
০৫)"এন্টোমরোজী"কী?
__কীটবিদ্যা।
০৬) একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়।সংখ্যাটি কত?
__১৮
০৭) কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
__AB(0গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়)
০৮)Which is the verb of word"false"?
__Falsify.
০৯) Your conduct admits(---)no excuse.
__of.
১০) "ওরা কদম আলী"নাটকটি কার?
__মামুনুর রশীদ(১৯৪৮-বর্তমান)
১১)কর্মধারয় সমাস কোন পদ প্রধান?
__পর পদ।
১২)"কুঁড়ে স্বভাব"বাগধারাটির অর্থ?
__আঠারো মাসে বছর।
১৩)কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?
__শিমে।
১৪) মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায় মিলিত হয়েছে?
__ভৈরব বাজারে।
১৫)"শীতলক্ষ্যা"নদী উৎপন্ন হয়েছে কোন নদ থেকে?
__ব্রহ্মপুত্র থেকে।
১৬)"মংলা বন্দর" কোন নদীর তীরে অবস্থিত?
__পশুর।
১৭) কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদিদের পবিত্র স্থান বলা হয়?
__জেরুজালেমকে।
১৮)প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
__রাশিয়া(স্পুটনিক-১, ১৯৫৭ সালে)
১৯) জিব্রালটার প্রণালি কোন দেশ দুটিকে পৃথক করেছে?
__আফ্রিকা-স্পেনকে।
২০)"ইন্দোনেশিয়া"কোন দেশের উপনিবেশ ছিল?
__নেদারল্যান্ড বা হল্যান্ড।
২১) He died(---)his county.
__for(died for(দেশের জন্য আত্মত্যাগ করা)
২২) "Panic"এর সমার্থক?
__Horror ভয়/আতঙ্ক।
২৩) ১ থেকে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগলোর গড় কত?
__৩০
২৪) নাইট্রোজেনের প্রধান উৎস কী?
__বায়ু।
২৫)"মিষ্টি আলু"কোন ধরনের খাদ্য?
__শ্বেতসার।
২৬)ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কী?
__অক্সিজেন।
২৭) কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?
__বেলে মাটির।
২৮)প্রথম "সাফ"গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
__কাঠমুন্ডুতে(১৯৮৪)বর্তমান নাম SA গেমস।কার্যকর ২০০৬)
২৯)১২ মাসে বছর ও ৩০ দিনে ১মাস এ গণনা রীতি কারা করেন?
__মিসরীয়রা।
৩০) এ দেশে সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন কে?
__রাজা টোডরমল।