Pages

❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : Primary School Teacher Recruitment Exam

❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ১

০১) বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারী হয় কত সালে?
__১৯৭৪ সালে।''

০২) বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
__১ জানু,১৯৯২ সালে।

০৩)কানাডা"কোন শিল্পের জন্য বিখ্যাত?
__কাগজ।

০৪)কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
__০.১ সেকেন্ড।

০৫) মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সম্মেলন সংস্থার সদস্য?
__উগান্ডা

০৬)যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
__হাওয়াই।

০৭) যুক্তরাষ্ট্র ইউনিয়নে "হাওয়াই"অঙ্গ রাজ্যটি কত সালে যোগ দেয়?
__১৯৫৯ সালের ২১ আগস্ট।

০৮)<A এবং <B পরস্পর সম্পূরক কোণ। A=১১৫ডিগ্রি হলে,B=কত?
__৬৫ডিগ্রি।(B=১৮০-১১৫=৬৫)

০৯) The synonym of "Tedious"is__
__Dull(Tedious অর্থ বিরক্তিকর)

১০)বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
__ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ২য় বৃহত্তম শহর।

১১) "তাসের ঘর" ও "কুল কাঠের আগুন"অর্থ কী?
__ক্ষণস্থায়ী ও তীব্রজ্বালা

১২) ঘোটক"শব্দের অর্থ কী?
__ঘোড়া।

১৩)পূর্বপদে উপসর্গ বসে কোন সমাস হয়?
__প্রাদি সমাস।

১৪) কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
__সাধু ভাষায়।

১৫) বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে?
__চন্দ্রাবতী(১৫৫০ সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন।
__নোট রমজান

১৬)"লীগ অব নেশনস"কোন সালে বিলুপ্ত হয়?
__১৯৪৬

১৭) কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
__মিজোরামে।সবচেয়ে খরস্রোতা নদী।

১৮) কর্ণফুলী"নদীর উৎপত্তি কোথায়?
__মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে। দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার।

১৯)"ক্রনুমিটার"কী?
__সময় নির্ণায়ক যন্ত্র।

২০)একজন মানুষ কী হিসেবে পৃথিবীতে সবচেয়ে কম চাপ ন্যায়?
__শোয়া অবস্থায়।

২১)স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কত তারিখে?
__২ মার্চ ১৯৭১

২২) "হামাস"কোন দেশের রাজনৈতিক সংগঠন?
__ফিলিস্তিনের।

২৩) শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
__শূন্য।

২৪)সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় কখন?
__অপরাহ্ণে।

২৫)আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে?
__১৭৭৬ সালের ৪ জুলাই।

২৬)আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার
সচিবালয় কোথায়?
__অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।

২৭) কত সালে জাতীয় ৭জন বীরকে
"বীরশ্রেষ্ঠ"উপাধি দেওয়া হয়?
__১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর।

২৮) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
__মঈনুল হোসেন।

২৯)এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(ADB)'র কার্যালয় কোথায়?
__ম্যানিলা(ফিলিপাইন)

৩০)বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
__জামালগঞ্জে।

❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ২

০১) সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
__বৃহস্পতি ও বুধ।

০২)পৃথিবীর পরিধি কত এবং পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব কত?
__৩৬০ডিগ্রি এবং ১৫ কোটি কি.মি.

০৩)বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
__২২/৭

০৪)কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটির নাম কী?
__সমকোণী ত্রিভুজ।

০৫) "Bitter"শব্দটির Verb কী?
__Embitter.

০৬)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
__৪ডিগ্রি সেন্টিগ্রেডে।

০৭) রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
__অক্সিজেন পরিবহন করা।

০৮)পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
__মধ্যাকর্ষণ বলের জন্য।

০৯) ১.২.৩.৫.৮.১৩.২১.৩৪,......ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__৫৫

১০) সিএফসি(CFC) কী ক্ষতি করে?
__ওজন স্তর ধ্বংস করে।

১১) "কলের ছাঁটা" কোন সমাস?
__অলুক তৎপুরুষ।

১২) "Encounter"শব্দটির Synonym কী?
__Battle(যুদ্ধ)
"Encounter" অর্থ সশস্ত্র প্রতিরোধ।

১৩) যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কী বলে?
__অলুক সমাস।

০৪)"ক্ষমার যোগ্য"বাক্য সংকোচন কী হবে?
__ক্ষমার্হ।

১৫)"Viva voce"শব্দটির অর্থ কী?
__Orally.

১৬)"বিচ্ছিন্ন প্রতিলিপি" কাব্যগ্রন্থটি কার?
__মযহারুল ইসলামের।

১৭)"মায়াবী প্রহর"নাটকটি কার রচনা?
__আলাউদ্দিন আল আজাদ।

১৮)ন্যায়দণ্ড"উপন্যাসটি কে রচনা করেন?
__জরাসন্ধ

১৯)ঔদ্ধত্য"এর বিপরীত শব্দ কী?
__বিনয়।

২০)পর্বত"শব্দের সমার্থক শব্দ কী?
__শিলা।

২১)"আমার প্রেম আমার প্রতিনিধি"কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
__আবুল হাসান।

২২)"ওরে বিহঙ্গ"নাটকটি কার?
__জোবায়দা খানম(১৯২০-১৯৮৯)

২৩)"বৈতালিক"উপন্যাসটি কে রচনা করেন?
__নারায়ণ গঙ্গোপাধ্যায়।

২৪)"পরাজয়ে ডরে না বীর, "পরাজয়ে"--কোন কারকে কোন বিভক্তি?
__অপাদানে ৭মী

২৫) কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
__অলুক সমাসে।

২৬)বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
__কর্মধারয় সমাস।

২৭)"গোঁফ খেজুরে"এই বাগধারাটির অর্থ কী?
__নিতান্ত অলস।

২৮)"Do you know them?"passive form হচ্ছে?
__Are they known to you?

২৯) <A=৫০ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?
__৪০ডিগ্রি(৯০-৫০=৪০)

৩০)"Temporal" শব্দটির সমার্থক কী?
__Worldly(পার্থিব)

❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৩

০১) Entreaty"শব্দটির অর্থ হচ্ছে?
®__Earnest request(আকুল আবেদন)

০২) I concur(---) you on your decision.
®__with(concur with অর্থ কারো সাথে সম্মত বা রাজি হওয়া)

০৩)  ১১.১৫.২৩.৩৯......ধারাটির পরবর্তী সংখ্যা কত?
®__৭১(১১+৪=১৫,১৫+৮=২৩,২৩+১৬=৩৯,৩৯+৩২=৭১)

০৪)পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে কত লিটার বায়ু ধারণ করে?
®__৬লিটার।

০৫) পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে?
®__দূষিত খাদ্য ও পানি দ্বারা।

০৬) লোহিত কণিকার আয়ুষ্কাল কত?
®__১২০দিন বা ৪ মাস।

০৭) পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে কতদিন লাগে?
®__সাড়ে ২৯ দিন।

০৮) পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের দিক কোনটি?
®__পশ্চিম হতে পূর্ব দিকে।

০৯)বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
®__গ্যাস।

১০) বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
®__নাফ(দৈর্ঘ্য ৫৬ কি.মি.)

১১)উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান কত তারিখে?
®__২১ জুন।

১২) পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম কী?
®__হাইড্রোফোন

১৩) চেতনা লোপ করার জন্য কী ব্যবহার করা হয়?
®__ক্লোরোফরম।

১৪) বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী?
®__ব্যারোমিটার।

১৫) একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হয়?
®__হলুদ রঙ।
®____রমজান

১৬) বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কী হয়?
®__বাড়ে।

১৭) বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
®__সিলেট।

১৮) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
®__নাটোরে।

১৯) উত্তরা গণভবন কে কত সালে নির্মাণ করেন?
®__১৭৪৩ সালে রাজা দয়ারাম।

২০) উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর কে?
®__স্যার এ এফ রহমান।

২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরের নাম কী?
®__লর্ড ডানডাস।

২২) বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠে?
®__মেসোপটেমিয়ায় বা ইরাকে।

২৩) ব্ল্যাক ক্যাট"কোন দেশের কমান্ড বাহিনি?
®__ভারতের।

২৪)ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
®__ব্রাসেলেসে।

২৫) "EU এর অফিসিয়াল ভাষা কতটি?
®__২৩টি।

২৬) লাহোর প্রস্তাব কে কত সালে উত্থাপন করেন?
®__১৯৪০ সালের ২৩ মার্চ এ.কে.ফজলুল হক।

২৭)প্রথম এশীয় মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে কোন দেশ স্বীকৃতি দেয়?
®__ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
(২৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে)

২৮) আকুপাংচার"কী?
®__চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।

২৯)চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়িয়ায় কী আছে?
®__উষ্ণ প্রস্রবণ।

৩০) পৃথিবীর নিকটতম গ্রহ শুক্রের সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
®__২২৫ দিন।



❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৪

০১) আকাশ নীল দেখায় কেন?
®__নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।

০২) কোন বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে।ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে?
®__২৫ দিন।
২ জন মেহমান আসায় লোক(১০+২=১২)
১০ জনে খায় ৩০ দিনে
১২ জনে খায় (৩০*১০/১২=২৫ দিনে)

০৩)"Joy" এর adjective কী?
®__Joyous.

০৪)"Natural"এর Antonym কী?
®__Abnormal.

০৫)"অমৃত"এর বিপরীত শব্দ কী?
®__ গরল।

০৬)তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে এখানে'তাস'কোন কারকে কোন বিভক্তি?
®__করণে শূন্য

০৭) শুদ্ধ বানান কোনগুলো?
®__ষাণ্মাসিক,কৃষিজীবী, অমাবস্যা।

০৮)"গৃহ" শব্দের সমার্থক কী?
®__নিবাস,ভবন,ঘর,আলয়।

০৯)"অর্ধচন্দ্র"অর্থ কী?
®__গলাধাক্কা

১০) যে সমাসে ব্যাসবাক্য হয় না বা করতে গেলে অন্যপদের সাহায্য নিতে হয় তাকে কোন সমাস বলে?
®__নিত্য সমাস(কেবল দর্শন=দর্শন মাত্র)

১১) মহানন্দা নদীর উপনদীর নাম কী?
__পদ্মা।

১২) জাপান পার্লহারবার আক্রমণ করেন কত সালে?
__৭ ডিসেম্বর ১৯৪১

১৩) ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম?
__সোডিয়াম।

১৪)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
__৪ ডিগ্রি সে.গ্রে.

১৫) কোন রঙের আলোতে বিচ্যুতি সবচেয়ে কম?
__লাল।

১৬) বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করেন?
__১৯৭২ সালে।

১৭) মঙ্গলগ্রহে প্রেরিত নবযান কোনটি?
__ভাইকিং।

১৮) টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
__অনকোলজি।

১৯) প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
__নয়াদিল্লীতে।

২০) ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
__অ্যালুমিনিয়াম।
__রমজান__

২১) ভূ-কম্প পরিমাপের যন্ত্রের নাম কী?
__সিসমোগ্রাফ

২২) আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম কী?
__সাঙ্গু নদী।

২৩) ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ?
__ছত্রাক।

২৪) সিরডাব এর সদরদপ্ত কোথায়?
__ঢাকায়।

২৫)নিচের কোনগুলো একবীজপত্রী উদ্ভিদ?
__ভুট্টা,নারিকেল,গম।

২৬) যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
__পদ্মায়।

২৭) ব্যাঙের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
__৩টি।

২৮)"Incredible"synonym?
__Unbelievable.

২৯) নজরুলের সঞ্চিতা(১৯২৮) কাব্যে কতটি কবিতা ও গান রয়েছে?
__৭৮টি।

৩০)"সবিতা"শব্দের অর্থ কী?
__সূর্য


❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৫

০১)মালদ্বীপের মুদ্রার নাম কী?
®__রুপিয়া। ভাষা দিভেহী।

০২) মালদ্বীপ কত সালে স্বাধীনতা অর্জন করে?
®__১৯৬৫ সালে।

০৩) কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?
®__রাষ্ট্রপতির।

০৪)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
®__কালো।

০৫) হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?
®__ফসফরাস।

০৬) তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
®__ভিটামিন "সি"।

০৭) সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কী?
®__তামা ও টিন।

০৮) বাংলাদেশের একটিমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
®__সেন্টমার্টিন।

০৯) ব্যাবিলনের শূন্য উদ্যান কত মিটার উঁচুতে নির্মিত হয়?
®__৩০০মিটার।

১০)"আব্দুল্লাহ" উপন্যাসের লেখক কে ও কত সালে প্রকাশিত হয়?
®__কাজী ইমদাদুল হক। প্রকাশিত ১৯২৮

১১) বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
®__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

১২)'গ্রামবার্ত্তা প্রকাশিকা'পত্রিকার সম্পাদক কে ছিলেন?
®__হরিনাথ মজুমদার।

১৩) 'পদ্মাবতী'কাব্যগ্রন্থের অনুবাদক কে?
®__আলাওল।

১৪) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'এর প্রথম উপন্যাস "পথের পাঁচালী" কত সালে প্রকাশিত হয়?
®__১৯২৯ সালে।

১৫) "আনোয়ারা" গ্রন্থটির রচয়িতা কে?
®__মোহাম্মদ নজিবর রহমান।

১৬) 'রসগোল্লা'কোন জাতীয় রচনা?
®__রম্য রচনা।

১৭) 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' ভাষা গবেষণা বিষয়ক গ্রন্থটি কার?
®__মুহম্মদ শহীদুল্লাহর।

১৮) 'ছন্দের জাদুকর' বলা হয় কাকে?
®__সত্যেন্দ্রনাথ দত্তকে।
®__উপাধিটি রবীন্দ্রনাথের দেওয়া

১৯) 'শ্রীকান্ত'উপন্যাসটির লেখক কে?
®__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২০) 'পূর্ব-পশ্চিম'উপন্যাসের উপজীব্য কী?
®__বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের বর্ণনা।

২১) 'দেশে-বিদেশে'ভ্রমণ কাহিনিটির রচয়িতা কে?
®__সৈয়দ মুজতবা আলী।

২২) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কী?
®__মধুসূদনের কৃষ্ণকুমারী(১৮৬১)

২৩) 'সংশপ্ত' উপন্যাসের লেখক কে?
®__শহীদুল্লাহ কায়সার।

২৪) মেঘনাদবধ'কাব্যের লেখক কে?
®__মাইকেল মধুসূদন দত্ত(১৮২৪-৭৩)

২৫) রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন ও মারা যান?
®__১৮৬১-১৯৪১ সালে।
®__রমজান__

২৬) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কতটি?
®__৮টি।

২৭) 'যে প্রবীন নয়'এর বাক্য সংকোচন কী?
®__নবীন

২৮) 'বিজিত'শব্দের অর্থ কী?
®__পরাজিত

২৯) গঠন অনুসারে বাক্য কত প্রকার?
®__৩ প্রকার।

৩০) "সমীরণ"শব্দের অর্থ কী?
®__বায়ু


❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৬

০১) পাশা-পাশি দুটি বর্ণের/ধ্বনির মিলনের নাম কী?
®__সন্ধি।
®__বাংলা ও বিসর্গ সন্ধি→২ প্রকার।
®__সংস্কৃত বা তৎসম সন্ধি→৩ প্রকার

০২) "সৌম্য" শব্দের বিপরীত অর্থ কী?
®__উগ্র।

০৩) যা কষ্টে অর্জন করা যায়--এক কথায় কী হবে?
®__কষ্টার্জিত।

০৪) 'সূর্য' শব্দের ১টি প্রতিশব্দ কী?
®__সবিতা/তপন/রবি/ভানুকর/দিবাকর

০৫) 'অমাবস্যার চাঁদ'অর্থ কী?
®__দুর্লভ বস্তু।

০৬) আগমন এর বিপরীত অর্থ কী?
®__প্রস্থান বা নির্গমন।

০৭) জ্যোৎস্নারাত"কোন সমাস?
®__কর্মধারয়(জ্যোৎস্না শোভিত রাত)

০৮) মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কী?
®__মনঃতাপ

০৯) "নামায"কোন ভাষার শব্দ?
®__ফারসী বা ইরান দেশের ভাষা।
®__এর আরবি শব্দ সালাত

১০) খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন মিশ্র ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে?
®__ইংরেজি+ফারসি

১১) বৈরাগ্য সাধনে (---)আমার নয়। শূন্যস্থানে কী বসবে?
®__মুক্তি।

১২) ভাষার ক্ষুদ্রতম একক কী?
®__ধ্বনি।

১৩) জায়া ও পতি"দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের সমস্তপদ কী হবে?
®__দম্পতি।

১৪) মৃতের মতো অবস্থাকে এককথায় কী বলে?
®__মুমূর্ষু।

১৫) "চিনির পুতুল" বাগধারাটির অর্থ কী?
®__পরিশ্রম কাতর।
®__রমজান__

১৬) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
®__৭টি।

১৭) সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান?
®__লেখ্য রীতি থেকে।

১৮) পূর্ব পদ প্রধান সমাস কোনটি?
®__অব্যয়ীভাব সমাস

১৯) অনুবাদের পারদর্শীতা কিসের উপর নির্ভর করে?
®__ভাষান্তরের উপর।

২০) Your conduct admits(---)no excuse.
®__of

২১) Divide the money(----)the two boys.
®__between.

২২) Kamal is good(---)cricket.
®__at

২৩) Each of the sons followed(---)father's trade.
®__his.

২৪) I am fatigued(---)wide travelling.
®__by.

২৫) What is the correct English translation of"সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে"?
®__Culture is constantly evolving.

২৬) The word "practise'is a/an---
®__verb

২৭) The word "wonderful'is...
®__adjective

২৮)"In black and white"এর অর্থ কী?
®__In writing.

২৯) "Feed the baby (---)milk.
®__on

৩০)"The baker's dozen"অর্থ----
®__Thirteen.



❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৭

০১) বাঙালির "ম্যাগনাকার্টা"বলা হয় কাকে?
®__৬ দফা কে।
®__মুক্তির সনদও বলা হয়।
®__১৯৬৬ সালে লাহোরে ঘোষণা হয়।
®__৬ দফা দিবস ৭ জনু(এদিন ১১ জন শহিদ হয়)

০২) বাংলায় জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে?
®__১৯৫০ সালে।

০৩) ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কী?
®__SPARRSO(১৯৮০)

০৪) পায়রা বন্দর কোথায় অবস্থিত?
®__পটুয়াখালিতে।

০৫) বাংলাদেশের প্রথম কবে পতাকা উত্তোলন করা হয়?
®__২ মার্চ ১৯৭১ সালে।

০৬) বাংলাদেশ প্রথম কত সালে গ্যাস উত্তোলন করেন?
®__১৯৫৭ সালে।

০৭) বাংলাদেশের প্রধান আমদানি পণ্যের নাম কী?
®__তুলা।

০৮) প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে?
®__কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে।

০৯) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
®__ড.ফজলে কবির(২০১৬-বর্তমান)

১০) শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?
®__BSEC.

১১) Tariff Commission"কোন  মন্ত্রণালয়ের অধীনে?
®__বাণিজ্য মন্ত্রণালয়ের।

১২) অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা প্রতি বর্গকিলোমিটারে কতজন?
®__১০৭৭ জন।(২০২১ অনুযায়ী ১১৪০ জন)

১৩) বাংলাদেশে বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কততম?
®__৭ম(২০১৬-২০২০)
®__বর্তমানে ৮ম(২০২১-২০২৫)

১৪) বাংলাদেশের মানুষের বর্তমান(২০১৭) গড় আয়ু কত?
®__৭০.৯ বছর।(বর্তমানে ৭২.৮ মাস)

১৫) "গম্ভীরা"বাংলাদেশের কোন অঞ্চলের লোক সংগীত?
®__চাপাই নবাবগঞ্জের/রাজশাহী/মালদহ
®নোট__রমজান__

১৬) বাংলাদেশের মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
®__ময়মনসিংহে।

১৭) বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাবাষী ছিলেন?
®__অস্ট্রিক।

১৮) বঙ্গভঙ্গ কার্যক্রর হয় কত সালে?
®__১৬ অক্টোবর ১৯০৫ সালে।

১৯) কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে?
®__১৯৭২ সালে।

২০) বখতিয়া খলজি লক্ষণাবতী জয় করেন কত সালে?
®__১২০৪ সালে।

২১) সুর সম্রাট বলা হয় কাকে?
®__ওস্তাত আলাউদ্দিন খানকে।

২২) বাংলাদেশের অংশে "সুন্দরবনের" আয়তন কত?
®__৬০১৭ বর্গকিলোমিটার

২৩) বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূ-গ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় কত সালে?
®__১৯৭৫ সালে।

২৪) NATO' কোন ধরনের জোট?
®__সামরিক জোট।

২৫)ইংরেজি ভাষায় প্রথম অভিধান রচনা করেন কে?
®__Samuel Johnson.

২৬) "Drems from my father"গ্রন্থটি কার?
®__বারাক ওবামার।

২৭)পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের ক্ষতিকর প্রভাব হতে মুক্ত কোন দেশ ও ধূমপান নিষিদ্ধ দেশ?
®__ভুটান।

২৮) আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা(IMO) এর বর্তমান সদস্য কত?
®__১৭৪টি(বর্তমানে ১৭৫টি)

২৯) "WTO"এর বর্তমান সদস্যদেশ কতটি?
®__১৬৪টি।

৩০) "Bail out"বিষয়টি কিসের সাথে জড়িত?
®__অর্থনীতির সাথে।


❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৮

০১) জাতিসংঘের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের(GI)নিবন্ধন দেয়?
®__WIPO.
®__১ম ভৌগোলিক পণ্য জামদানি
®__২য় ভৌগোলিক পণ্য ইলিশ
®__মোট GI পণ্য ৯টি

০২)"The Golden House-২০১৭" উপন্যাসটির লেখক কে?
®__সালমান রুশদি।
®__The Satanic Verses(1988)ও
®__Midnight Children's(1981) তাঁর।

০৩)দেশের বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোথায়?
®__হামফ্রেইস(দক্ষিণ কোরিয়ায়)

০৪) "ASEAN"কোন অঞ্চলে অবস্থিত?
®__দক্ষিণ-পূর্ব এশিয়ায়।

০৫) "ক্যাসাব্লাঙ্কা" কোন দেশের সমুদ্র বন্দর?
®__মরক্কোর।

০৬)সুইডেনের মুদ্রার নাম কী?
®__ক্রোনা।

০৭)আরব উপদ্বীপের শহর "ইয়া-সরিব" এর বর্তমান কোন স্থানের পূর্বনাম?
®__মদিনার।

০৮)বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?
®__ইংল্যান্ডে।(পরবর্তী ভারত)

০৯) "ফুটবল খেলা" অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কত সালে?
®__১৯০০ সালে।

১০) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
®__RAM-এ

১১)আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
__লুব্ধক।

১২) মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমণ্ডলীকে কী বলে?
__গ্যালাক্সি বলে।

১৩) "ধ্রুবতারা"কোথায় দেখা যায়?
__উত্তর-গোলার্ধে।

১৪) হ্যালির ধুমকেতু আবার কত সালে দেখা যাবে?
__২০৬২ সালে।

১৫) চিংড়ি"কোন পর্বের প্রাণী?
__আর্থ্রোপোডা।

১৬) কম্পিউটারের কী-বোর্ডে কতটি ফাংশন কী রয়েছে?
__১২টি।

১৭) মানুষের দাঁত কত ধরনের?
__৪ ধরনের।

১৮) "হিপ্পার্কাস"ম্যাপ কী?
__নতুন মহাজাগতিক মানচিত্র।

১৯)কম্পিউটার বাসের গতি মাপা হয় --
__মেগাহার্টজে।

২০) "Big Bang'র ফলে কী সৃষ্টি হয়েছে?
__সময়,স্থান, শক্তি ও পদার্থ।

২১)"কেউ কিছু বলতে পারে না"মুনীর চৌধুরীর কোন ধরনের রচনা?
__অনুবাদ নাটক

২২)"নিমগ্ন"এর বিপরীত শব্দ কী?
__উদাসীন

২৩)"জাহান্নাম হইতে বিদায়"শওকত ওসমানের কোন ধরনের রচনা?
__উপন্যাস।(মুক্তিযুদ্ধভিত্তিক)

২৪)"আজকে নগদ কালকে বাকি"বাক্যে "আজকে"কোন কারকে কোন বিভক্তি?
__অধিকরণে ২য়া।

২৫)"কবর"কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
__কল্লোল পত্রিকায়(১১৮টি চরণ)

২৬) He has no control(---)himself.
__over.

২৭) He is callous(---)his studies.
__to (callous to অর্থ কোন কিছুর প্রতি উদাসীন অর্থে)

২৮) Sober'শব্দের সমার্থক অর্থ কী?
__Sedate(শান্ত/সরল)

২৯)"At home"অর্থ কী?
__Familiar with(দক্ষ/পরিচিত)

৩০) দুইটি রাশির অনুপাত ৪ঃ৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?
__২৮(X=7*16÷4=28)


❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ৯

০১)একটি কলম ১৯০টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয় মূল্য কত?
__২০০ টাকা।

০২)  9x2+24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
__১৬

০৩)কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
__অন্তঃকোণ।

০৪) সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটিকে কী বলে?
__সূক্ষ্মকোণ।

০৫) কোন ২টি বৃহৎ  উপজাতি মাতৃতান্ত্রিক?
__গারো ও খাসিয়ারা।

০৬) সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
__বলেশ্বর।

০৭)"লালবাগ কেল্লার"পূর্বনাম কী?
__আওরঙ্গবাদ দুর্গ

০৮) মুক্তিযুদ্ধবিষয়ক"মন্ত্রণালয় কত সালে গঠিত হয়?
__২০০১ সালে।

০৯)"বটের"বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
__পাখির সাহায্যে।

১০) তেল বা চর্বি এক ধরনের কী?
__এস্টার।

১১)কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
__বেগুনি

১২)মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
__ভূ-পৃষ্ঠে।

১৩)কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
__৪ বছর পর পর।

১৪)এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরূভূমির নাম কী?(৪১তম বিসিএস)
__গোবি(চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত)

১৫)পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
__১ঃ২
__রমজান__

১৬) উড়োজাহাজের গতি নির্ণয়ের যন্ত্রের নাম কী?
__ট্যাকোমিটার।

১৭) কুকুরের মুখের দাঁতের সংখ্যা কতটি?
__৪৪টি।

১৮) "পাবলো পিকাসো" ছিলেন?
__স্প্যানিশ চিত্রশিল্পী(১৮৮১-১৯৭৩)

১৯) আন্তর্জাতিক রেডক্রসের সদরদপ্তর কোথায়?
__জেনেভায়।

২০)"এইসব দিনরাত্রি"নাটকটি কার?
__হুমায়ূন আহমেদের।

২১) শুদ্ধ বনান কোনগুলো?
__উন্মীলন,প্রণয়িনী,তেস্ক্রিয়া,
রৌদ্রকরোজ্জ্বল।

২২)"বিষবৃক্ষ"কোন সমাস?
__কর্মধারয়

২৩) যা পূর্বে ছিল এখন নেই"এক কথায় কী হবে?
__ভূতপূর্ব।

২৪)"আবাহন"শব্দের বিপরীত অর্থ কী?
__বিসর্জন।

২৫) "Vacant" শব্দের সমার্থক শব্দ কী?
__Blank

২৬)দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
__পূর্বাশা দ্বীপ।

২৭) মহামুনি"বিহার কোথায় অবস্থিত?
__চট্টগ্রামের রাউজানে।

২৮)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
__সাদা।

২৯)কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?
__১৮৭৭ সালে।

৩০) কোন মাছে সবচেয়ে বেশি পরিমাণে আমিষ পাওয়া যায়?
__শুঁটকী মাছে।



❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ১০

০১)কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়?
®__অক্টোপাসকে।

০২) জাতীয় স্মৃতিসৌধ কত সালে উদ্বোধন করা হয়?
®__১৯৮২ সালের ১৬ডিসেম্বরে।

০৩) "ঈগল পাখি" কোন সমাস?
®__কর্মধারয়(ঈগল নামক পাখি)

০৪)"শিরে সংক্রান্তি"বাগধারাটির অর্থ--
®__আসন্ন বিপদ।

০৫) তাপ সঞ্চালনের দ্রুততম প্রকিয়ার নাম কী?
®__বিকিরণ।

০৬)  ১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
®__২৬

০৭) কোন মুঘল সম্রাট "জিজিয়া কর" রহিত করেন?
®__আকবর।

০৮) রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
®__১৯৫৩ সালে।

০৯) বাংলাদেশ সরকার "পলিথিন ব্যবহার নিষিদ্ধ"করেন কত সালে?
®__২০০২ সালে।

১০)"সুমাত্রা"দ্বীপটি কোথায় অবস্থিত?
®__ভারত মহাসাগরে(ইন্দোনেশিয়ার মালিকানা,আয়তন ৪ লক্ষ ২৭ হাজার+)
®______রমজান_____

১১) Verb of the "new"is__
®__Renew.

১২)"তাসের দেশ"(১৯৩৩) নাটকটির রচয়িতা কে?
®__রবীন্দ্রনাথ।

১৩)"শিব মন্দির"(১৯২১)কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
®__কায়কোবাদ

১৪) কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
®__২০ দিন(২৫×৪০÷৫০=২০)

১৫) Noun of the word "Poor"---
®__Poverty(দারিদ্র্য)

১৬) তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী বলে?
®__সদৃশ ত্রিভুজ।

১৭)"Who opened the door"voice?
®__By whome was the door opened.

১৮)"Bag and baggage(তল্পিতল্পাসহ )
"idiom?
®__Leaving nothing behind

১৯)"Loaves and fishes
(ব্যক্তিগত স্বার্থ)"idiom টির অর্থ?
®__Personal grains.

২০) কোন সমাসের সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
®__অনুক বহুব্রীহি সমাসের(কানে কলম)

২১)"রবীন্দ্রনাথের"প্রথম নাটকের নাম কী?
®__প্রকৃতির প্রতিশোধ(১৮৮৪)

২২)কোন বাগধারাটির অর্থ ভণিতা বুঝায়?
®__গৌরচন্দ্রিকা।

২৩) ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
®__কৃৎ প্রত্যয়।

২৪) গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?
®__ম্যানোমিটার।

২৫) পৃথিবীর সবর্ত্র দিন-রাত সমান হয় কত তারিখে?
®__২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বরে।

২৬) 'বন্দর আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর?
®__ইরানের।

২৭)"ম্যাকমোহন"লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
®__ভারত-চীন।

২৮) মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
®__চাঁপাইনবাবগঞ্জে।

২৯) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের(ADB) প্রধান কার্যালয় কোথায়?
®__ম্যানিলায়(1966 12 August)

৩০) কোন আমলে বাংলায় গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়?
®__হোসেন শাহী



❃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি: পর্ব ১১

০১) বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?
__শের শাহ।

০২) কে ভারতবর্ষে তামার মুদ্রা প্রচলন করেছিল?
__শের শাহ।

০৩) ১১.১৫.২৩.৩৯....ধারাটির পরবর্তী পদ কী?
__৭১(১১+৪=১৫,১৫+৮=২৩,২৩+১৬=৩৯, ৩৯+৩২=৭১)

০৪) বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে?
__মালাক্কা প্রণালী।

০৫)"এন্টোমরোজী"কী?
__কীটবিদ্যা।

০৬) একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়।সংখ্যাটি কত?
__১৮

০৭) কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
__AB(0গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়)

০৮)Which is the verb of word"false"?
__Falsify.

০৯) Your conduct admits(---)no excuse.
__of.

১০) "ওরা কদম আলী"নাটকটি কার?
__মামুনুর রশীদ(১৯৪৮-বর্তমান)

১১)কর্মধারয় সমাস কোন পদ প্রধান?
__পর পদ।

১২)"কুঁড়ে স্বভাব"বাগধারাটির অর্থ?
__আঠারো মাসে বছর।

১৩)কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?
__শিমে।

১৪) মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায় মিলিত হয়েছে?
__ভৈরব বাজারে।

১৫)"শীতলক্ষ্যা"নদী উৎপন্ন হয়েছে কোন নদ থেকে?
__ব্রহ্মপুত্র থেকে।

১৬)"মংলা বন্দর" কোন নদীর তীরে অবস্থিত?
__পশুর।

১৭) কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদিদের পবিত্র স্থান বলা হয়?
__জেরুজালেমকে।

১৮)প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
__রাশিয়া(স্পুটনিক-১, ১৯৫৭ সালে)

১৯) জিব্রালটার প্রণালি কোন দেশ দুটিকে পৃথক করেছে?
__আফ্রিকা-স্পেনকে।

২০)"ইন্দোনেশিয়া"কোন দেশের উপনিবেশ ছিল?
__নেদারল্যান্ড বা হল্যান্ড।

২১) He died(---)his county.
__for(died for(দেশের জন্য আত্মত্যাগ করা)

২২) "Panic"এর সমার্থক?
__Horror ভয়/আতঙ্ক।

২৩) ১ থেকে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগলোর গড় কত?
__৩০

২৪) নাইট্রোজেনের প্রধান উৎস কী?
__বায়ু।

২৫)"মিষ্টি আলু"কোন ধরনের খাদ্য?
__শ্বেতসার।

২৬)ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কী?
__অক্সিজেন।

২৭) কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?
__বেলে মাটির।

২৮)প্রথম "সাফ"গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
__কাঠমুন্ডুতে(১৯৮৪)বর্তমান নাম SA গেমস।কার্যকর ২০০৬)

২৯)১২ মাসে বছর ও ৩০ দিনে ১মাস এ গণনা রীতি কারা করেন?
__মিসরীয়রা।

৩০) এ দেশে সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন কে?
__রাজা টোডরমল।


★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন